উচ্চ মাধ্যমিক বাংলা ভারতবর্ষ গল্পের ছোটো প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা বা উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় অধ্যায় সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ ( WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 টি MCQ & প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকর এই ব্লগে উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় অধ্যায় ভারতবর্ষ গল্পের SAQ Question Answer শেয়ার করা হলো। এর আগের পোস্টে দ্বাদশ শ্রেণির বাংলা ভারত বর্ষ গল্পের mcq প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছে। আর উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় অধ্যায় ভারতবর্ষ গল্পের বড় প্রশ্ন উত্তর গুলো আমরা পরবর্তীতে শেয়ার করবো।।
উচ্চ মাধ্যমিক বাংলা ভারতবর্ষ গল্পের ছোট প্রশ্ন উত্তর || WB Class 12 Bengali Short Question Answer 2023
1- ভারতবর্ষ গল্পের বাজারের পিছনে কি কি ছিল?
উওর : ভারত বর্ষ গল্পের যে বাজারের কথা উল্লেখ করা হয়েছে,সেই বাজারের পেছনে ছিল একটি বাসবন,একটি গ্রাম এবং একটি ইটভাটা।
2- ভারতবর্ষ গল্পে বাজারটি কোথায় গড়ে উঠেছে?
উওর : ভারত বর্ষ গল্পে যেখানে পিচের সড়ক বাঁক নিয়েছে, সেখানেই সেই ছোট্ট বাজারটি গড়ে উঠেছে।
3- ভারতবর্ষ গল্পে বাজারে মোট কয়টি দোকান রয়েছে?
উওর : ভারত বর্ষ গল্পে বাজারে তিনটে চায়ের দোকান, দুটো সন্দেশের দোকান, তিনটে পোশাকের,একটা মনোহারির এবং দুটি মুদিখানার দোকান রয়েছে। অর্থাৎ মোট 11 টি দোকান রয়েছে।
আরও পড়ে দেখো👇👇
দ্বাদশ শ্রেণি বাংলা ভারতবর্ষ গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ Question Answer
4- ভদ্রলোকেরা যাকে পউষে বাদলা বলে, ছোটলোকেরা তাকে কি বলে?
উওর : ভদ্রলোকেরা যাকে পউষে বাদলা বলে, ছোটলোকেরা তাকে ডাওর বলে।
5- বৃষ্টির সঙ্গে যদি বাতাস জোরালো হয় তখন তাকে কি বলে?
উওর : বৃষ্টির সঙ্গে যদি বাতাস জোরালো হয় তখন তাকে ফাঁপি বলে।
6- 'চাওলার বিক্রি-বাট্টা বাড়ে।'- কিভাবে?
উওর : অকাল দুর্যোগের সময় কারোরই ঘরে মন টেকেনা বলে সবাই চায়ের দোকানে ভিড় জমায়। এবং সেই ভিড় জমানোর ফলেই চাওলার বিক্রি-বাট্টা বাড়ে।
7- 'একজন ঠান্ডা মাথায় বলল'- ঠান্ডা মাথায় কি বলল?
উওর : একজন ঠান্ডা মাথায় বললো,-ও বুড়ি, তুমি থাকো কোথায়?
8- 'লোকেরা চেঁচিয়ে উঠল- কেন?
উওর : অকালের দুর্যোগের দিনে এক বৃদ্ধা চায়ের দোকানে এসে উপস্থিত হয়। তাঁর শারীরিক অবস্থা দেখে এবং আবহাওয়ার কথা চিন্তা করেই চায়ের দোকানে বসে থাকা কয়েকজন লোক চেঁচিয়ে বলে ওঠে- 'মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা।'
9- বুড়িকে বটতলায় যেতে দেখে সবাই কি বুঝতে পেরেছিল?
উওর : বুড়িকে বটতলায় যেতে দেখে সবাই বুঝতে পেরেছিল যে,বুড়ি আসলে বৃক্ষবাসিনী। এবং এই বিষয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে।
10-গ্রামের ডাক পুরুষের কোন সম্পর্কে পুরনো বচন ছিল?
উওর : পউসে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন ছিল।
11- পউসে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের যে পুরনো বচন ছিল তা কী?
উওর : পউসে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের যে পুরনো বচন ছিল তা হলো - শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন, বাকি সব দিন-দিন।
12- শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন, বাকি সব দিন-দিন এর অর্থ কী?
উওর : শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন, বাকি সব দিন-দিন এর অর্থ হল শনিতে বাদলা লাগলে সাতদিন থাকবে, মঙ্গলবার বাদলা লাগলে পাঁচদিন থাকবে এবং বুধে বাদলা লাগলে তিনদিন থাকবে এবং এই তিন দিন বাদ দিয়ে অন্য যেকোনো দিনে বাদলা লাগলে একদিন থাকবে।।
13- 'আর সবাই আবিষ্কার করল'-সবাই কী আবিষ্কার করল?
উওর : সবাই আবিষ্কার করল যে এর আগে যে বুড়ি বটতলায় আশ্রয় নিয়েছিল, সেখানে সেই বুড়ি খোদলে পিঠ রেখে, নিঃসাড়ে চিৎ হয়ে পড়ে আছে।
14- 'সে নড়ছে না দেখে চাওলা জগা বললো'- সে বলতে কার কথা বলা হয়েছে? জগা তাকে দেখে কী বলল?
উওর : সে বলতে এখানে সেই বুড়ির কথা বলা হয়েছে। বুড়ি নিঃসাড়ে চিৎ হয়ে পড়ে আছে দেখে চাওলা জগা বলেছিল -'নির্ঘাত মরে গেছে বুড়িটা।'
15- 'চৌকিদারকে খবর দেওয়া হল'- চৌকিদারকে খবর দেওয়ার কারণ কি?
উওর : বাজারের বটতলায় সেই বুড়ি মরে আছে ভেবে সবাই ভেবেছিল বুড়ির মৃতদেহ শেয়াল-কুকুরের ছিড়ে খাবে। ফলে সেখানে গন্ধে ছড়াবে। তাই বুড়ির কী ব্যবস্থা করা যায় সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য চৌকিদার সাহেবকে খবর দেওয়া হয়েছিল।
16- 'তারপর ওনার আসতে আসতে রাতদুপুর।- ওনার বলতে কার বলা হয়েছে?
উওর : চৌকিদার সাহেবকে যখন থানা পুলিশ করার কথা বলা হয়, তখন চৌকিদার সাহেব ওনার বলতে পুলিশ সাহেবদের বুঝিয়েছেন।
17- 'লদীতে ফেলে দিয়ে এসো। ঠিক গতির হয়ে যাবে।- বক্তা কে? কার কী গতির কথা বলা হয়েছে?
উওর : এখানে বক্তা হলেন চৌকিদার সাহেবের। তিনি বুড়ির মৃত দেহকে নদীতে ফেলে দিয়ে আসার কথা বলেছিলেন। নদীতে ফেলে দিলে বুড়ির মৃতদেহ ভেসে যাবে এবং এটাই হবে তার একটি ভালো ব্যবস্থা। এখানে সেই ব্যবস্থার কথাই বলা হয়েছে।।
18- 'ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল'- সবাই কেন, কোন দিকে চোখ রাখলো?
উওর : বুড়ির মৃতদেহকে সঠিক ঠিকানায় পৌঁছানোর জন্য সেটাকে নদীর পাড়ে ফেলে দিয়ে আসা হয়। বুড়ির শরীর জ্বলন্ত তপ্ত বালিতে পড়ে থাকার পর, সেটাকে কখন শকুনে খাবে সেটা দেখার জন্যই সবাই দিগন্তে চোখ রাখলো।
19- 'হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল'- সেই অদ্ভুত দৃশ্যটা কী?
উওর : বুড়ির মৃতদেহ নদীর পাড়ের ফেলে দিয়ে আসার পর, যখন মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়তে পড়তে সেটাকে চ্যাংদোলা করে নিয়ে আসছিল, সেটাই ছিল এক অদ্ভুত দৃশ্য।।
20- 'তারা অবাক হয়ে যায় এবং রেগে গিয়ে জানতে চাইলে...'- তারা কারা, তারা কি জানতে চাইল?
উওর : ভারতবর্ষ গল্পে এখানে তারা বলতে তাদের কথা বলা হয়েছে, যারা বুড়ির মৃত দেহকে নদীর পাড়ে ফেলে দিয়েছিল। যখন সেই মৃতদেহ মুসলমান পাড়ার লোকেরা পুনরায় সেখানেই নিয়ে এসে হাজির করে,তখন তাকে কেন নিয়ে আসা হয়েছে সেটাই তারা জানতে চেয়েছিল।
21- 'বুড়ি তুমি হিন্দু না মুসলমান'- কোন পরিস্থিতিতে এই প্রশ্ন করা হয়েছিল?
উওর : বুড়ির মৃতদেহ নিয়ে যখন হিন্দু এবং মুসলিম সমাজের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, তখন দেখা যায় যে, যাকে তারা মৃত ভেবে এত সমস্যায় পড়েছে, সেই বুড়ি আসলে মৃত নয়। যখন বুড়ি উঠে দাঁড়ায়, তখন তাকে এই প্রশ্ন করা হয়।।
22- দু'দিকের সশস্ত্র জনতা ফ্যালফ্যাল করে তাকিয়ে কি দেখছিল?
উওর : দুদিকের সশস্ত্র জনতা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছিল,যে বুড়ি দেহটা নড়ছে। এবং নড়তে নড়তে বুড়ি উঠে বসার চেষ্টা করছে।।
23- মোল্লাসাহেব শহরের দিকে যাওয়ার সময় বটতলায় কী শুনেছিলেন?
উওর : মোল্লাসাহেব শহরের দিকে যাওয়ার সময় বটতলায় শায়িত বুড়িকে কলমা পড়তে স্পষ্ট শুনেছিলেন।
24- মোল্লাসাহেব কখন বুড়িকে প্রথম মুমূর্ষু অবস্থায় দেখেন?
উওর : মোল্লাসাহেব ভোরের নামাজ সেরে যখন শহরে যাবার বাস ধরার উদ্দেশ্যে বটতলার বাসস্ট্যান্ডে এসেছিলেন, তখন তিনি বটতলায় শায়িত মুমূর্ষু বুড়িকে দেখেছিলেন।
25- 'তাই দেখা হল না ব্যাপারটা। - বক্তার কী দেখা হল না?
উওর : বটগাছতলায় নিস্পন্দভাবে পড়ে থেকে কলমা পড়তে থাকা বুড়ি মরল কি না—তা দেখা হয়নি মোল্লাসাহেবের।
26- “তা কি হয় আমরা বেঁচে থাকতে?”—কী হয় না?
উওর : মুসলমান বুড়ির মৃতদেহ কবরস্থ না করে নদীতে ফেলে দেওয়া— তা না হওয়ার কথা এখানে মোল্লাসাহেব বলেছেন।
27- ভটচাজমশাই বুড়িকে কী বলতে শুনেছিলেন?
উওর : ভটচাজমশাই বুড়িকে ‘শ্রীহরি শ্রীহরি শ্রীহরি!’ বলতে শুনেছিলেন।
28- “দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়াল চারিদিকে।”উত্তেজনা ছড়ানোর প্রতিক্রিয়া কী হল?
উওর : উত্তেজনা ছড়ানোর প্রতিক্রিয়ায় বাজারের দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকল এবং তারপর চারদিকের গ্রাম থেকে বহু লোক অস্ত্রশস্ত্র-সহ দৌড়ে বাজারে আসতে লাগল।
29- “ভটচাজমশাই গর্জে বলছেন —” কী বলেছিলেন?
উওর : ভটচাজমশাই কালীকে ‘জয় মা কালী’ বলে সম্বোধন মুসলমান যবন নিধনে অবতীর্ণ হবার জানিয়েছিলেন এবং মা-কালীর জয়ধ্বনি দিয়েছিলেন।
30-জগার মুখে বুড়িটা মরে গেছে শুনে একজন ‘সর্বনাশ' কথাটা উচ্চারণ করার পর আর কী বলেছিল?
উওর : জগার কথা শুনে একজন ‘সর্বনাশ' কথাটা উচ্চারণ করে বলেছিল যে, তাহলে শেয়াল-কুকুরে মৃতদেহ ছিঁড়ে খাবে এবং দুর্গন্ধে টেকা দায় হবে।
31- “একজন দুজন করে ভিড় বাড়তে থাকল”।—কোথায়?
উওর : বটগাছতলায় যেখানে বটের গুঁড়ির কোটরে পিঠ রেখে বুড়ি চিত হয়ে নিস্পন্দভাবে পড়েছিল, সেখানেই একজন দুজন করে ভিড় বাড়তে থাকল।
আশাকরি, উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় অধ্যায় সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের ( WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 টি SAQ বা ছোটো প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।