দ্বাদশ শ্রেণির বাংলা ভাত গল্পের প্রশ্নোত্তর |
আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা বা উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় অধ্যায় মহাশ্বেতা দেবীর ভাত গল্পের (wb class 11 Bengali Question Answer & Suggestion 2023 ) অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 টি SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় অধ্যায় মহাশ্বেতা দেবীর ভাত গল্পের SAQ Question Answer গুলো শেয়ার করা হলো। আর উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় অধ্যায় মহাশ্বেতা দেবীর ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর গুলি আগেই আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হয়েছিল। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।।
উচ্চ মাধ্যমিক বাংলা ভাত গল্পের SAQ & MCQ প্রশ্ন উওর || WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023
1-কিরকম যেন উগ্র চাহনি।'-কার সম্পর্কে এ মন্তব্য করা হয়েছে?
উওর : মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে উৎসব নাইয়া অর্থাৎ উচ্ছব সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে।।
2- 'কিন্তু বামুন ঠাকুর বলল...'- বামুন ঠাকুর কার সম্পর্কে কী বলল?
উওর : বামুন ঠাকুর উৎসব নাইয়া সম্পর্কে বা উচ্ছব সম্পর্কে বলল -'ভাত খাবে, কাজ করবে'।
3- বড়বাড়ইর সংসারে সবকিছু কার নিয়মে চলে?
উওর : বড় বাড়ইতে সবকিছুই বড়ো পিসিমার নিয়মে চলে।।
আরও পড়ে দেখো👇👇
ভাত গল্পের 25+ MCQ PDF Download
4- 'বড় বাড়ির লোকেরা বলে.....'- বড় বাড়ির লোকেরা কার সম্পর্কে কী বলে?
উওর : বড় বাড়ির লোকেরা বড় পিসিমা সম্পর্কে বলে যে- ওঁর বিয়ে ঠাকুরের সঙ্গে। উনি হলেন দেবনা দেবতার সেবিকা।
5- 'উনি আমার পতি দেবতা'- বক্তা কে? তার প্রতি দেবতা কে?
উওর : মহাশ্বেতা দেবীর ভাত গল্পে এ বক্তব্যেটি হলো বড়ো পিসিমার। বড় পিসিমা পতিদেবতা বলতে তিনি শিব ঠাকুরকেবুঝিয়েছেন।।
6- বড় বাড়িতে কার ক্যান্সার ছিল?
উওর : বড় বাড়িতে বুড়ো কর্তার ক্যান্সার ছিল।
7- বুড়ো কর্তার যে ক্যান্সার ছিল,সেটা বড় বাড়িতে কে জানতো না?
উওর : বুড়ো কর্তার যে লিভারে ক্যান্সার রয়েছে, সেই কথাটা বাড়ির বড় বউ জানতো না।
8- বুড়ো কর্তার আয়ু বাড়ানোর জন্য কিসের ব্যবস্থা করা হয়েছিল?
উওর : বুড়ো কর্তার লিভার ক্যান্সার থাকায় তার সামান্য আয়ু বাড়ানোর জন্য বাড়িতে হোম যজ্ঞ করার ব্যবস্থা করা হয়েছিল।
9- 'শশুর তার কাছে ঠাকুর দেবতা সমান'- তার বলতে কাকে বোঝানো হয়েছে?
উওর : এখানে তার বলতে বড় বউয়ের কথা বোঝানো হয়েছে। বড় বউয়ের কাছে শশুর ঠাকুর-দেবতা সমান।
10- শশুরের আয়ু বাড়ানোর জন্য কোন বউয়ের বাবা বাড়িতে তান্ত্রিক এনেছিলেন?
উওর : শশুর অর্থাৎ বুড়ো কর্তার আয়ু বাড়ানোর জন্য ছোট বউয়ের বাবা বাড়িতে এক তান্ত্রিক এনেছিলেন।।
11- 'বাদায় এদের চাল হয়' -এদের বলতে কাদের কথা বলা হয়েছে?
উওর : বাদায় এরের অর্থাৎ বড় বাড়ির চাল হয়।।
12- 'পিসিমা দেখতে পেলে সব্বনাশ হবে'- পিসিমা কি দেখতে পেলে সব্বনাশ হবে?
উওর : খিদের জ্বালায় উচ্ছব যখন বাসিনিকে এক মুঠো চাল দিতে বলেছিল, তখন বাসিনি এটা জানায় যে যদি সে উচ্ছবকে চাল দেয় এবং সেটা পিসিমা দেখে ফেলে, তাহলে তাদের সর্বনাশ হবে।
13- 'তখন তার বুদ্ধি হরে গিয়েছিল'- কখন, কার বুদ্ধি হরে গিয়েছিল?
উওর : বন্যায় যখন উৎসবের বউ, ছেলেমেয়ে, বাড়িঘর সব হারিয়ে যায়, তখন ক'দিন ধরে উচ্ছব তাদের খুঁজতে বাড়িতেই যখন পড়েছিল, তখন উচ্ছবের বুদ্ধি হারিয়ে গিয়েছিল।।
14- উচ্ছব গ্রাম থেকে কলকাতায় এসেছিল কেন?
উওর : ঝড়-বন্যা যখন উচ্ছব গ্রাম সম্পূর্ণ ভেসে যায়, তখন সেখানে ভারতের অভাব দেখা যায়। তাই উচ্ছব খিদের জ্বালা সইতে না পেরে ভাত খাওয়ার জন্য কলকাতায় বাসিনীর কাছে এসেছিল।
15- বড় বাড়িতে ভাত খাওয়ার জন্য উচ্ছবকে কী কাজ করতে হয়েছিল?
উওর : বড় বাড়িতে ভাত খাওয়ার জন্য উচ্ছবকে সেখানে কাঠ কাঠার কাজ করতে হয়েছিল। সেখানে কাজ করার বদলে ভাত খাবে এটাই কথা ছিল।
16- 'উচ্ছব তাড়াতাড়ি হাত চালায়' উচ্ছবের তাড়াতাড়ি হাত চালানোর কারণ কি?
উওর : উচ্ছব বড় বাড়িতে
ভাত খাওয়ার জন্য এসেছিল। কিন্তু বড় লোকেরা তাকে ভাত খেতে না দিয়েই আগে কাজ করতে দেয়। পিসিমা বলেন, উচ্ছবের কাঠ কাটা হলে হোম যজ্ঞ হবে। এবং হোম হলেই তাই খাওয়া হবে। তাই ভাত খাওয়ার জন্য উচ্ছব তাড়াতাড়ি হাত চালায়।।
17- বড় বাড়িতে যে হোম যজ্ঞ হয়েছিল, তার ফলাফল কি ছিল?
উওর : বড়9 বাড়িতে বুড়ো কর্তার সামান্য আয়ু বাড়ানোর জন্য বাড়িতে হোম যজ্ঞ করা হয়েছিল। কিন্তু হোম যজ্ঞের পরেও বুড়ো কর্তার আয়ু বাড়েনি। বুড়ো কর্তা সেদিনই মারা গিয়েছিল।
18- “তাস পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে" কেন?
উওর : উচ্ছব যখন তাস পেটানো ছেলেদের বলে যে, ঝড়জলে
তার সবকিছু, এমনকি ঘরের মানুষরাও, চলে গেছে, তখন
তারা অস্বস্তিতে পড়ে।
19- উচ্ছবের ঘুম কীভাবে ভেঙে যায়?
উওর : একটা লোকের পায়ের ধাক্কা খেয়ে উচ্চবের ঘুম ভেঙে যায়।
20- মন্দিরের চাতালে ঘুমোনো উচ্চবকে উঠিয়ে একজন তাকে
কোন অভিযোগ করেছিল?
উওর : মন্দিরের চাতালে একজন ঘুমানো উচ্চবকে উঠিয়ে সে চুরির মতলবে পড়ে আছে কিনা—এই অভিযোগ করেছিল।
21- ঘুম থেকে উঠে বড়োবাড়িতে ঢোকার আগে কী লক্ষ করেছিল উচ্ছব?
উওর : ঘুম থেকে উঠে বড়োবাড়িতে ঢোকার আগে রাস্তায় বেশ কয়েকটি দাঁড়ানো গাড়ি এবং ছোটো ছোটো কয়েকটি জমায়েত উচ্ছব লক্ষ করেছিল।
22- বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড়ো পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন?
উওর : বুড়ো কর্তার মৃত্যুর জন্য বড়ো পিসিমা তাঁর ছোটো বেয়াই এর আনা তান্ত্রিককে দোষারোপ করেছিলেন।
23- নইলে দোষ লাগবে - কী হলে দোষ লাগবে?
উওর : বুড়ো কর্তার মৃতদেহ বের করে রাতারাতিই দাহকর্ম না করতে পারলে দোষ লাগবে বলে বলা হয়েছিল।
24- তান্ত্রিক বুড়ো কর্তার মৃত্যুতে নিজের দোষ ঢাকতে কী অজুহাত দিয়েছিলেন?
উওর : বুড়ো কর্তার তিন ছেলে হোম ছেড়ে উঠে গিয়েছিল বলেই তান্ত্রিক বুড়ো কর্তাকে বাঁচাতে পারেননি—এই অজুহাতই দিয়েছিলেন তান্ত্রিক।
25- বামুন কেন বড়োবাড়ির অশুচি হয়ে যাওয়া খাবারগুলি দূরে দফেলে দিতে বলেছিল?
উওর : খাবারগুলো কুকুরে ছেটাবে বলে এবং সকালে কাকে ঠোকরাবে বলে বামুন খাবারগুলো দূরে ফেলতে বলেছিল।
26- “বাসিনী থমকে দাঁড়ায়।” কী দেখে বাসিনী ধমকে দাঁড়ায়?
উওর : বাদার কামটের মতো হিংস্র চোখে এবং দাঁতগুলো বের করে হিংস্র মুখভঙ্গিতে উচ্ছব বাহিনীর সামনে দাঁড়ালে বাসিনী ভয়ে থমকে দাঁড়ায়।
27- বুড়ো কর্তার মৃত্যুর পর উচ্ছব কিভাবে ভাত খেতে পেয়েছিল?
উওর : উচ্ছব বাসিনীর কাছ ভাতের ডেচকি নিয়ে সেটা দূরে ফেলার কথা বলে সেটা নিয়ে দৌড়ে স্টেশনে চলে যায়। এবং সেখানে উচ্ছন মনের সুখে ভাত খায়।।
28- উচ্ছবকে যখন পুলিশ ধরে তখন সে কী করছিল?
উওর : উচ্ছবকে যখন পুলিশ ধরে তখন সে ফাঁকা প্ল্যাটফর্মে ভাতের খালি ডেকচিটি জড়িয়ে ধরে তার কিনারায় মাথা ছুইয়ে ঘুমিয়েছিল।
29- পুলিশ কোন্ অভিযোগে উচ্ছবকে থানায় নিয়ে যায়?
উওর : পুলিশ পেতলের ডেকচি চুরি করার অপরাধে উচ্ছবকে থানায় নিয়ে যায়।
30- পেট ভরে ভাত খাওয়ার পর উচ্ছব কী পরিকল্পনা করেছিল?
উওর : পেট ভরে ভাত খাওয়ার পর উচ্ছব ট্রেনে চেপে ক্যানিং
গিয়ে সেখান থেকে দেশের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিল।
31- “গরিবের গতর এরা শস্তা দেকে।"—কারা গরিবের গতর ‘শস্তা' দেখে।
উওর : 'ভাত' গল্পে বুড়ো কর্তার বাড়ির লোকেরা গরিবের গণ্ডর 'শস্তা' দেখে।
আশাকরি, উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় অধ্যায় মহাশ্বেতা দেবীর ভাত গল্পের (wb class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 টি SAQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।