পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনাটি কি? ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে কেন? | জ্ঞানচক্ষু গল্পের রচনাধর্মী প্রশ্ন উত্তর

0

পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনাটি কি?  ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে কেন? | জ্ঞানচক্ষু গল্পের রচনাধর্মী প্রশ্ন উত্তর

পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনাটি কি?  ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে কেন? | জ্ঞানচক্ষু গল্পের রচনাধর্মী প্রশ্ন উত্তর
জ্ঞানচক্ষু গল্পের বড় প্রশ্ন উওর

আজকে আমরা ক্লাস টেনের জ্ঞানচক্ষু গল্পের বড় প্রশ্ন উওর অথবা ক্লাস টেনের জ্ঞানচক্ষু গল্পের রচনাধর্মী প্রশ্ন উত্তর হিসাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রশ্নটি হল  " পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনাটি কি?  ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে কেন? "। এই প্রশ্নটি তোমাদের টেস্ট ও মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তোমাদের খুব ভালো করে পড়া উচিত।

পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনাটি কি?  ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে কেন? 

উওর : আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো তপন। গল্পের মূল পর্বে, তপনকে ঘিরেই এই অলৌকিক বিষয়টি চিত্র ফুটে উঠেছে। 

খুব সাধারণ অর্থে অলৌকিক ঘটনা বলতে আমরা সেই সমস্ত ঘটনাকে বুঝে থাকি,  যে সমস্ত ঘটনা সাধারণত এই লৌকিক জগতে ঘটতে দেখা যায় না বা ঘটে না। জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন,তার নতুন মেসোকে দেখার আগে তার মনে এই ধারণা ছিল যে,যারা গল্প লেখেন অথবা লেখক,তারা কোনো সাধারণ মানুষ নন। তাঁরা হলেন ভিনগ্রহের প্রাণী। কিন্তু তপন তার নতুন মেসোকে দেখার পর এটা জানতে পারে, যে লেখকরাও তার বাবা,কাকা বা তাঁর মতোই সাধারণ মানুষ। এই বিষয়টি জানার পর তপন ভাবে যে,যদি তার মেসো একজন লেখক হতে পারেন এবং তার লেখা বই যদি ছাপাও হয়, তাহলে তপন কেন লেখক হতে পারবে না? 

এই চিন্তা নেই তপন তার কাঁচা হাতে একটি গল্প লিখে ফেলে এবং সেই গল্পটা তার মাসির সৌজন্যে তার নতুন লেখকে মেসোমশাইয়ের হাতে যায়। লেখক মেসো মশাই তপনের মন রাখার জন্য বলেন যে,গল্পটা একটু কারেকশন করে দিলেই সেই গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো যেতে পারে। এই কথা বলার পর মেসো তপনের লেখা গল্পটি নিয়ে নিজের বাড়িতে ফিরে যান।

এরপর দীর্ঘদিনের অপেক্ষা করার পর, একদিন ছোট মাসি এবং মেসোমশাই তপনদের বাড়িতে আসে এবং তখন তাদের হাতে থাকে একটি সন্ধ্যাতারা পত্রিকা। মেসোমশাই হাতে সন্ধ্যাতা পত্রিকাটি দেখে তপনের বুকে রক্ত ছলকে ওঠে। মেসো তাকে কথা দিয়েছিল যে, তার লেখা গল্পটা ছাপানো হবে। এবং যেমন কথা ঠিক তেমনি কাজ। তপনের লেখা গল্পটি সত্যিই সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়।  এতো সহজে এবং এত তাড়াতাড়ি তপনের মত একজন কমবয়সী লেখকের গল্প,সন্ধ্যাতারা পত্রিকার মতো একটি নামকরা পত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার ঘটনাটাই, তপনের কাছে অলৌকিক ঘটনা বলে মনে হয়েছিল। এবং তপনের দৃষ্টিভঙ্গি থেকেই ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে।।


Tags : 

জ্ঞানচক্ষু গল্পের বড়প্রশ্ন উওর | জ্ঞানচক্ষু গল্পের রচনাধর্মী প্রশ্ন উত্তর | মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর | ক্লাস টেনের জ্ঞানচক্ষু গল্পের বড় প্রশ্ন উত্তর | দশম শ্রেণির জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উওর | দশম শ্রেণির জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উওর | wb class 10 Bengali question answer | wb class 10 Bangla question answer in bengali | class 10 Bangla question answer | class 10 Bangla short question answer | wb class 10 Bangla Chapter 1 question answer in bengali | class 10 bangla notes | class 10 bangla suggestion | Madhyanik bangla question answer 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top