নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর |
আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'ফরাসি বিপ্লবের পূর্বের ফ্রান্সের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো' তার উওর (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
ফরাসি বিপ্লবের পূর্বের ফ্রান্সের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো
ভূমিকাঃ ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ ব্যবস্থা ছিল মূলত খুবই কঠিন। সামাজিক অসাম্য ছিল ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। ইউরোপের অন্যান্য দেশের মতো ফরাসি সমাজব্যবস্থা ছিল সামন্ততান্ত্রিক। বস্তুতপক্ষে, তদানীন্তন ফরাসি সমাজে এতটুকু সাম্য ছিল না। সমাজের তিনটি শ্রেণির মধ্যে যাজক সম্প্রদায় ও অভিজাত শ্রেণি ছিল, যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় (First Estate and Second Estate) এবং ফ্রান্সের অবশিষ্ট জনগণ ছিল তৃতীয় সম্প্রদায় (Third Estate)। ফ্রান্সের সমাজ ব্যবস্থা যে তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল, তাদের মধ্যে ছিল বিরাট পার্থক্য।। মূলত এই তিনটি শ্রেণির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অধিকার, সুযোগ-সুবিধা ভোগ এবং সুখ-শান্তি তাদের ক্ষেত্রে অনেক পার্থক্য ছিল।। নিন্মলিখিতভাবে ফরাসি বিপ্লবের আগের ফ্রান্সের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হলো।।
যাজক সম্প্রদায় (First Estate):-
ফ্রান্সে যাজক শ্রেণি সমগ্র দেশের জনসমষ্টির শতকরা এক ভাগ হলেও তাদের হাতে দেশের এক-দশমাংশ সম্পত্তি কেন্দ্রীভূত ছিল এবং ফরাসি সরকার এদেরকে করদান থেকে প্রায় অব্যাহতি দিয়েছিল। যাজকশ্রেণি প্রথম এস্টেটভুক্ত হলেও এদের মধ্যে ছিল দুটি শ্রেণি, যথা : বিশপ, ক্যানন, মঠাধ্যক্ষরা ছিলেন উচ্চতর যাজক। উচ্চতর যাজকরা নিম্নতর যাজকদের ঘৃণার চোখে দেখতেন এবং একারণেই নিম্নতর যাজকরা প্রচলিত সমাজব্যবস্থার অবসান চেয়ে ফরাসি বিপ্লবে যোগ দিয়েছিলেন।
অভিজাত সম্প্রদায় (Second Estate):-
ফ্রান্সের অভিজাত শ্রেণি ছিল দ্বিতীয় এস্টেট। প্রশাসন, অর্থবিভাগ, রাজস্ববিভাগ বিচারবিভাগসহ ফ্রান্সের বিভিন্ন ক্ষেত্রে অভিজাতদের আধিপত্য বজায় ছিল। ফ্রান্সের যেকোনো নাগরিক এই অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারতোনা। ফ্রান্সের অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যেত। ফ্রান্সের অভিজাত শ্রেণির মধ্যে স্তরভেদ ছিল, যথা : জন্মসূত্রে অভিজাত শ্রেণি এবং ও পোশাকি অভিজাত (Noble of the Robe)। জন্মসূত্রে অভিজাতগোষ্ঠী উদীয়মান অভিজাতগোষ্ঠীকে অবজ্ঞা ও ঘৃণা করত। ফলে উদীয়মান গোষ্ঠীর অনেক অভিজাতই ফরাসি বিপ্লবে যোগ দেন।
তৃতীয় সম্প্রদায় (Third Estate):-
ফ্রান্সে প্রথম দুই সম্প্রদায় (যাজক ও অভিজাত) ছাড়া অবশিষ্ট জনগণ ছিল তৃতীয় সম্প্রদায়। বুর্জোয়া বা মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক বা শহরাঞ্চলের মেহনতি জনতা ও সাঁ-কুলেৎ (সর্বহারা) ভবঘুরে প্রভৃতি এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। ফ্রান্সের যারা শহর থেকে দূরবর্তী অনুন্নত গ্রাম থেকে শহরে কাজ করতে এসেছিল, মূলত তারাই ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় অথবা থার্ড এস্টেট বা সাঁকুলেৎ শ্রেণির অন্তর্গত ছিল। তৃতীয় সম্প্রদায় ছিল সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ এবং জাতির মেরুদণ্ড হলেও তারা সমস্ত সুযোগসুবিধা থেকে বঞ্চিত ছিল। প্রথম ও দ্বিতীয় এস্টেটকে বহন করছে
বুর্জোয়া সম্প্রদায়ঃ-
তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বুর্জোয়া বা মধ্যবিত্ত। এদের মধ্যে ছিল শিল্পপতি, ব্যাংকমালিক, বণিক, আইনজীবী, বিজ্ঞানী, শিক্ষক প্রভৃতি এবং বিদ্যা, বুন্ধি ও অর্থনৈতিক দিক দিয়ে এরা যাজক ও অভিজাতদের তুলনায় অনেক অগ্রসর ছিল। কিন্তু ফরাসি সমাজ ও রাষ্ট্রে সম্মান ও মর্যাদা না পাওয়ায় তাদের আত্মসম্মান বোধে আঘাত লেগেছিল। আত্মসম্মান বোধ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাই তারা ফরাসি বিপ্লবে সর্বাপেক্ষা সক্রিয় হয়ে ওঠে এবং প্রধানত তাদের নেতৃত্বেই বিপ্লব সংগঠিত হয়।
কৃষক সম্প্রদায়ঃ
ফ্রান্সের সমাজ ব্যবস্থার একটি বড় অংশ ছিল ফ্রান্সের কৃষক সম্প্রদায়।। মূলত এরাই ছিল ফ্রান্সের সমাজ ব্যবস্থার মূল চালিকাশক্তি। তৃতীয় শ্রেণির মধ্যে কৃষকরাও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু তারা অত্যন্ত দুঃখ-দুর্দশার মধ্যে দিনযাপন করত এবং জাতীয় করভারের শতকরা ৯০ ভাগ তাদের ওপর ন্যস্ত ছিল। সরকার, জমিদার ও চার্চকে তাদের কর দিতে হত এবং এই বিরাট করভার থেকে মুক্তি ও জমির মালিকানা লাভের আশায় তারা মধ্যবিত্ত শ্রেণির নেতৃত্বে বিপ্লবে যোগ দেয়।
Tags :
নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক প্রশ্ন উওর | wbbse class 9 history question answer | wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | class ix History question answer