বচন অধ্যায়ের 100+ MCQ প্রশ্ন উওর 2024 || দ্বাদশ শ্রেণির দর্শন দ্বিতীয় অধ্যায়ের 100+ MCQ

0

 

দ্বাদশ শ্রেণির দর্শন বচন অধ্যায়ের MCQ || WB Class 12 Philosophy MCQ In Bengali
WB Class 12 Philosophy MCQ In Bengali


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায়  থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 31টি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করব। বচন অধ্যায়ের 100+ MCQ প্রশ্ন উওরের এটি প্রথম ভাগ। বচন অধ্যায়ের বাকি 70টি MCQ প্রশ্ন উওর দেখার লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে।

বচন অধ্যায়ের 100+ MCQ প্রশ্ন উওর 2024 || দ্বাদশ শ্রেণির দর্শন দ্বিতীয় অধ্যায়ের 100+ MCQ


সঠিক উত্তরটি নির্বাচন করো

1. বাক্যের মাধ্যম হল-

• চিন্তা 

• অনুমান 

• ইচ্ছা

• ভাষা

• Ans : ভাষা


2. ভাষার উৎস হল-

• চিন্তা 

• অনুমান 

• ইচ্ছা

• অনুভূতি

• Ans : চিন্তা

 আরও পড়ে দেখো👇

• বচন অধ্যায়ের 30+ MCQ Part 2

3. বচনের উৎস হল-

• চিন্তা

• বাক্য

• ইচ্ছা

• যুক্তি

• Ans : বাক্য


4. বাক্যের অংশ হল- 

• দুটি

• তিনটি

• চারটি

• অসংখ্য

• Ans : তিনটি

বচনের বিরোধিতা অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের ৩১ টি MCQ এবং SAQ প্রশ্ন উত্তর দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর প্রথম ভাগ

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর দ্বিতীয় ভাগ

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর তৃতীয় ভাগ

এখানে 👉 : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রথম পর্বের 20+ SAQ

এখানে 👉 : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রথম পর্বের 15+ SAQ

5. বচনের অংশ হল-

• দুটি

• তিনটি

• চারটি

• অসংখ্য

• Ans : চারটি


6. সংযোজক যার অংশ, তা হল-

• অনুমান

• বাক্য

• ইচ্ছা

• বচন

• Ans : বচন


7. ক্রিয়া যার অংশ, তা হল-

• অনুমান

• বাক্য

• ইচ্ছা

• বচন

• Ans : বাক্য


8. গুণ অনুসারে বচনের প্রকারভেদ-

• একটি 

• দুটি 

• তিনটি 

• চারটি

• Ans : দুটি


9. পরিমাণ অনুসারে বচনের প্রকারভেদ— 

• একটি 

• দুটি 

• তিনটি 

• চারটি

• Ans : দুটি


10. সম্বন্ধ অনুসারে বচনের প্রকারভেদ -

• একটি 

• দুটি 

• তিনটি 

• চারটি

• Ans : দুটি


11. গুণ ও পরিমাণ অনুসারে বচনের প্রকারভেদ

• একটি 

• দুটি 

• তিনটি 

• চারটি

• Ans : চারটি

 

12. কে নিরপেক্ষ বচনের চতুষ্প্রকার পরিকল্পনা করেছিলেন? 

• প্লেটো

• অ্যারিস্টটল

• সক্রেটিসের

• ইমানুয়েল কান্ট

• Ans : অ্যারিস্টটল


13. “সকল মানুষ হয় মরণশীল।”—

এটি যে ধরনের বচন, তা হল

• নিরপেক্ষ 

• মিশ্র

• সাপেক্ষ

• সাপেক্ষ-নিরপেক্ষ

• Ans : নিরপেক্ষ


14. “যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে।” এটি যে ধরনের বচন তা হল- 

• নিরপেক্ষ

• সাপেক্ষ

• প্রাকল্পিত নিরপেক্ষ

• বৈকল্পিক নিরপেক্ষ

• Ans : প্রাকল্পিত নিরপেক্ষ

আরও পড়ে দেখো👇

• বচন অধ্যায়ের 30+ MCQ Part 2

15. “সকল করি হয় চিন্তাশীল।”- বচনটি চারপ্রকার নিরপেক্ষ বচনের মধ্যে যে প্রকারের তা হল -

• সামান্য সদর্থক

• সামান্য নঞর্থক

• বিশেষ সদর্থক

• বিশেষ নঞর্থক

• Ans : সামান্য সদর্থক


16. সামান্য সদর্থকের সাংকেতিক চিহ্ন হল-

• A

• E

• I

• O

• Ans : A 


17. “কোনো কোনো ছাত্র হয় মেধাবী।”— বচনটির সাংকেতিক রূপ হল—

• A

• E

• I

• O

• Ans : I


18. “আমি নই সক্রেটিস।”— বচনটি যে প্রকারের তা হল-

• সামান্য সদর্থক 

• বিশেষ সদর্থক 

• বিশেষ নঞর্থক

• সামান্য নঞর্থক

• Ans : বিশেষ নঞর্থক


19. “কিছু মানুষ সক্রেটিস।” বাক্যটিকে যে বচনে পরিণত করা যায় তা হল- 

• A বচন 

• E বচন 

• I বচন 

• O বচন

• Ans : I বচন 


20. কোন্ মা স্নেহশীলা নন ?- বাক্যটির তর্কবিজ্ঞানসম্মত রূপ নীচের যে প্রকারের অন্তর্ভুক্ত তা হল- 

• A বচন 

• E বচন 

• I বচন 

• O বচন

• Ans : I বচন 


21. “সকল রাজহাঁস হয় সাদা।”— বচনটির আকার হল-

• সকল S হয় P

• কোনো S নয় P

• কোনো কোনো S হয় P 

• কোনো কোনো S নয় P

• Ans : সকল S হয় P


22. “কোনো মানুষ নয় সুখী।” বচনটির আকার হল-

• সকল S হয় P

• কোনো S নয় P

• কোনো কোনো S হয় P 

• কোনো কোনো S নয় P

• Ans : কোনো S নয় P


23. “কোনো কোনো মানুষ হয় স্বার্থপর” – বচনটির আকার

• সকল S হয় P

• কোনো S নয় P

• কোনো কোনো S হয় P 

• কোনো কোনো S নয় P

• Ans : কোনো কোনো S হয় P


24. কোনো কোনো মানুষ নয় ধান্ধাবাজ।”— বচনটির আকার হল-:

• সকল S হয় P

• কোনো S নয় P

• কোনো কোনো S হয় P 

• কোনো কোনো S নয় P

• Ans : কোনো কোনো S নয় P


25. “সকল S হয় P" এই বচনাকারটি থেকে নীচের বচনটি পাওয়া যায়, তা হল- 

• সকল মানুষ হয় মরণশীল

• কোনো মানুষ নয় মরণশীল

• কোনো কোনো মানুষ হয় মরণশীল।

• কোনো কোনো মানুষ নয় মরণশীল

• Ans : সকল মানুষ হয় মরণশীল


26. “কোনো S নয় P" — এই বচনাকারটি থেকে নীচের যে বচনটি পাওয়া যায়, তা হল-

• সকল খোকা হয় খুকী 

• কোনো খোকা নয় খুকী

• কোনো কোনো খোকা হয় খুকী 

• কোনো কোনো খোকা নয় খুকী।

• Ans : কোনো খোকা নয় খুকী


27. “কোনো কোনো S হয় P” এই বচনাকারটি থেকে নীচের যে বচনটি পাওয়া যায়, তা হল-

• সকল পুলিশ হয় মানবিক

• কোনো পুলিশ নয় মানবিক

• কোনো কোনো পুলিশ হয় মানবিক

• কোনো কোনো পুলিশ নয় মানবিক

• Ans : কোনো কোনো পুলিশ হয় মানবিক


28. "কোনো কোনো S নয় P"— এরূপ বচনের আকার থেকে যে বচনটি পাওয়া যায়, তা হল- • সকল রাজনীতিক হয় সৎ

• কোনো রাজনীতিক নয় সৎ

• কোনো কোনো রাজনীতিক হয় সৎ

• কোনো কোনো রাজনীতিক নয় সৎ

• Ans : কোনো কোনো রাজনীতিক নয় সৎ


29. “বিষয়টি অতি তুচ্ছ।”— এটি হল—

• বাক্য

• বচন 

• অনুমান

• যুক্তি

• Ans : বচন।


30. সমস্ত নিরপেক্ষ বচনের মর্যাদা হল-

• ঘোষক বাক্যের মর্যাদাসম্পন্ন

• বিস্ময়সূচক বাক্যের মর্যাদাসম্পন্ন

• জিজ্ঞাসাসূচক বাক্যের মর্যাদাসম্পন্ন

• ইচ্ছাসূচক বাক্যের মর্যাদাসম্পন্ন

• Ans : ঘোষক বাক্যের মর্যাদাসম্পন্ন


31. সাপেক্ষ বচনের স্বরূপে থাকে—

• শর্ত থাকে 

• জিজ্ঞাসা থাকে

• স্বাভাবিক ঘোষণা থাকে

• বিস্ময় থাকে

• Ans : শর্ত থাকে 

 

Tags : 

বচন অধ্যায়ের MCQ প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক বচন অধ্যায়ের প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ | HS Philosophy MCQ Question Answer | উচ্চমাধ্যিক দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ | WB Class 12 Philosophy 2nd Chapter MCQ | দ্বাদশ শ্রেণীর দর্শন বচন অধ্যায়ের প্রশ্ন উওর | WB Class 12 Philosophy MCQ Questions Answers In Bengali | HS Philosophy Suggestion 2023 In Bengali | HS Philosophy Question Answers 2023 In Bengali

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top