বচন অধ্যায়ের 100+ MCQ প্রশ্ন উওর 2024 || দ্বাদশ শ্রেণির দর্শন দ্বিতীয় অধ্যায়ের 100+ MCQ
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. বাক্যের মাধ্যম হল-
• চিন্তা
• অনুমান
• ইচ্ছা
• ভাষা
• Ans : ভাষা
2. ভাষার উৎস হল-
• চিন্তা
• অনুমান
• ইচ্ছা
• অনুভূতি
• Ans : চিন্তা
আরও পড়ে দেখো👇
3. বচনের উৎস হল-
• চিন্তা
• বাক্য
• ইচ্ছা
• যুক্তি
• Ans : বাক্য
4. বাক্যের অংশ হল-
• দুটি
• তিনটি
• চারটি
• অসংখ্য
• Ans : তিনটি
বচনের বিরোধিতা অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের ৩১ টি MCQ এবং SAQ প্রশ্ন উত্তর দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।
5. বচনের অংশ হল-
• দুটি
• তিনটি
• চারটি
• অসংখ্য
• Ans : চারটি
6. সংযোজক যার অংশ, তা হল-
• অনুমান
• বাক্য
• ইচ্ছা
• বচন
• Ans : বচন
7. ক্রিয়া যার অংশ, তা হল-
• অনুমান
• বাক্য
• ইচ্ছা
• বচন
• Ans : বাক্য
8. গুণ অনুসারে বচনের প্রকারভেদ-
• একটি
• দুটি
• তিনটি
• চারটি
• Ans : দুটি
9. পরিমাণ অনুসারে বচনের প্রকারভেদ—
• একটি
• দুটি
• তিনটি
• চারটি
• Ans : দুটি
10. সম্বন্ধ অনুসারে বচনের প্রকারভেদ -
• একটি
• দুটি
• তিনটি
• চারটি
• Ans : দুটি
11. গুণ ও পরিমাণ অনুসারে বচনের প্রকারভেদ
• একটি
• দুটি
• তিনটি
• চারটি
• Ans : চারটি
12. কে নিরপেক্ষ বচনের চতুষ্প্রকার পরিকল্পনা করেছিলেন?
• প্লেটো
• অ্যারিস্টটল
• সক্রেটিসের
• ইমানুয়েল কান্ট
• Ans : অ্যারিস্টটল
13. “সকল মানুষ হয় মরণশীল।”—
এটি যে ধরনের বচন, তা হল
• নিরপেক্ষ
• মিশ্র
• সাপেক্ষ
• সাপেক্ষ-নিরপেক্ষ
• Ans : নিরপেক্ষ
14. “যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে।” এটি যে ধরনের বচন তা হল-
• নিরপেক্ষ
• সাপেক্ষ
• প্রাকল্পিত নিরপেক্ষ
• বৈকল্পিক নিরপেক্ষ
• Ans : প্রাকল্পিত নিরপেক্ষ
আরও পড়ে দেখো👇
15. “সকল করি হয় চিন্তাশীল।”- বচনটি চারপ্রকার নিরপেক্ষ বচনের মধ্যে যে প্রকারের তা হল -
• সামান্য সদর্থক
• সামান্য নঞর্থক
• বিশেষ সদর্থক
• বিশেষ নঞর্থক
• Ans : সামান্য সদর্থক
16. সামান্য সদর্থকের সাংকেতিক চিহ্ন হল-
• A
• E
• I
• O
• Ans : A
17. “কোনো কোনো ছাত্র হয় মেধাবী।”— বচনটির সাংকেতিক রূপ হল—
• A
• E
• I
• O
• Ans : I
18. “আমি নই সক্রেটিস।”— বচনটি যে প্রকারের তা হল-
• সামান্য সদর্থক
• বিশেষ সদর্থক
• বিশেষ নঞর্থক
• সামান্য নঞর্থক
• Ans : বিশেষ নঞর্থক
19. “কিছু মানুষ সক্রেটিস।” বাক্যটিকে যে বচনে পরিণত করা যায় তা হল-
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : I বচন
20. কোন্ মা স্নেহশীলা নন ?- বাক্যটির তর্কবিজ্ঞানসম্মত রূপ নীচের যে প্রকারের অন্তর্ভুক্ত তা হল-
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : I বচন
21. “সকল রাজহাঁস হয় সাদা।”— বচনটির আকার হল-
• সকল S হয় P
• কোনো S নয় P
• কোনো কোনো S হয় P
• কোনো কোনো S নয় P
• Ans : সকল S হয় P
22. “কোনো মানুষ নয় সুখী।” বচনটির আকার হল-
• সকল S হয় P
• কোনো S নয় P
• কোনো কোনো S হয় P
• কোনো কোনো S নয় P
• Ans : কোনো S নয় P
23. “কোনো কোনো মানুষ হয় স্বার্থপর” – বচনটির আকার
• সকল S হয় P
• কোনো S নয় P
• কোনো কোনো S হয় P
• কোনো কোনো S নয় P
• Ans : কোনো কোনো S হয় P
24. কোনো কোনো মানুষ নয় ধান্ধাবাজ।”— বচনটির আকার হল-:
• সকল S হয় P
• কোনো S নয় P
• কোনো কোনো S হয় P
• কোনো কোনো S নয় P
• Ans : কোনো কোনো S নয় P
25. “সকল S হয় P" এই বচনাকারটি থেকে নীচের বচনটি পাওয়া যায়, তা হল-
• সকল মানুষ হয় মরণশীল
• কোনো মানুষ নয় মরণশীল
• কোনো কোনো মানুষ হয় মরণশীল।
• কোনো কোনো মানুষ নয় মরণশীল
• Ans : সকল মানুষ হয় মরণশীল
26. “কোনো S নয় P" — এই বচনাকারটি থেকে নীচের যে বচনটি পাওয়া যায়, তা হল-
• সকল খোকা হয় খুকী
• কোনো খোকা নয় খুকী
• কোনো কোনো খোকা হয় খুকী
• কোনো কোনো খোকা নয় খুকী।
• Ans : কোনো খোকা নয় খুকী
27. “কোনো কোনো S হয় P” এই বচনাকারটি থেকে নীচের যে বচনটি পাওয়া যায়, তা হল-
• সকল পুলিশ হয় মানবিক
• কোনো পুলিশ নয় মানবিক
• কোনো কোনো পুলিশ হয় মানবিক
• কোনো কোনো পুলিশ নয় মানবিক
• Ans : কোনো কোনো পুলিশ হয় মানবিক
28. "কোনো কোনো S নয় P"— এরূপ বচনের আকার থেকে যে বচনটি পাওয়া যায়, তা হল- • সকল রাজনীতিক হয় সৎ
• কোনো রাজনীতিক নয় সৎ
• কোনো কোনো রাজনীতিক হয় সৎ
• কোনো কোনো রাজনীতিক নয় সৎ
• Ans : কোনো কোনো রাজনীতিক নয় সৎ
29. “বিষয়টি অতি তুচ্ছ।”— এটি হল—
• বাক্য
• বচন
• অনুমান
• যুক্তি
• Ans : বচন।
30. সমস্ত নিরপেক্ষ বচনের মর্যাদা হল-
• ঘোষক বাক্যের মর্যাদাসম্পন্ন
• বিস্ময়সূচক বাক্যের মর্যাদাসম্পন্ন
• জিজ্ঞাসাসূচক বাক্যের মর্যাদাসম্পন্ন
• ইচ্ছাসূচক বাক্যের মর্যাদাসম্পন্ন
• Ans : ঘোষক বাক্যের মর্যাদাসম্পন্ন
31. সাপেক্ষ বচনের স্বরূপে থাকে—
• শর্ত থাকে
• জিজ্ঞাসা থাকে
• স্বাভাবিক ঘোষণা থাকে
• বিস্ময় থাকে
• Ans : শর্ত থাকে
Tags :
বচন অধ্যায়ের MCQ প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক বচন অধ্যায়ের প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ | HS Philosophy MCQ Question Answer | উচ্চমাধ্যিক দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ | WB Class 12 Philosophy 2nd Chapter MCQ | দ্বাদশ শ্রেণীর দর্শন বচন অধ্যায়ের প্রশ্ন উওর | WB Class 12 Philosophy MCQ Questions Answers In Bengali | HS Philosophy Suggestion 2023 In Bengali | HS Philosophy Question Answers 2023 In Bengali