25+ Philosophy MCQ In Bengali For Class 12 || দ্বাদশ শ্রেণীর বচনের বিরোধিতা অধ্যায়ের mcq

0

 

25+ Philosophy MCQ In Bengali For Class 12 || দ্বাদশ শ্রেণীর বচনের বিরোধিতা অধ্যায়ের mcq
দ্বাদশ শ্রেণীর বচনের বিরোধিতা অধ্যায়ের mcq


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর হিসেবে (WBCHSE Class 12 Philosophy Questions Answers In Bengali)  (দ্বাদশ শ্রেণির দর্শন বচনের বিরোধিতা) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 32 টি WBCHSE Class 12 Philosophy MCQ Question Answers এর Last Part তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগের MCQ গুলো তোমরা নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারো।


বচনের বিরোধিতা অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের ৩১ টি MCQ এবং SAQ প্রশ্ন উত্তর দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর প্রথম ভাগ

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর দ্বিতীয় ভাগ

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর তৃতীয় ভাগ

এখানে 👉 : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রথম পর্বের 20+ SAQ

এখানে 👉 : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রথম পর্বের 15+ SAQ


64. অধীন-বিপরীত বিরোধিতা থেকে এসেছে

___বিরোধানুমান ।

• বিপরীত

• অধীন-বিপরীত

• অসম 

• বিরুদ্ধ

•  Ans : অধীন-বিপরীত।


65. বিরুদ্ধ বিরোধিতা থেকে এসেছে___বিরোধানুমান।

• বিপরীত

• অধীন-বিপরীত

• অসম 

• বিরুদ্ধ

•  Ans : বিরুদ্ধ।


66. বচনের বিরোধিতার ক্ষেত্রে ___বচন থাকে।

• দুটি 

• তিনটি

• চারটি

• পাঁচটি

• Ans : দুটি।


67. বচনের বিরোধানুমানের ক্ষেত্রে

___বচন থাকে।

• দুটি 

• তিনটি

• চারটি

• পাঁচটি

• Ans : দুটি।


68. ____বিরোধানুমানে বলা হয়েছে যদি A-বচন সত্য হয়, তবেE-বচন মিথ্যা হবে।

• বিপরীত

• অধীন-বিপরীত

• অসম 

• বিরুদ্ধ

•  Ans : বিপরীত।


70. ____বিরোধানুমানে বলা হয়েছে, যদি A-বচন সত্য হয়, তবে I বচন সত্য হবে।

• অধীন-বিপরীত

• বিরুদ্ধ

• অসম

• বিপরীত 

• Ans : অসম


69.___বিরোধানুমানে বলা হয়েছে যদি I-বচন মিথ্যা হয়,তবে O-বচন সত্য হবে।

• অধীন-বিপরীত

• বিরুদ্ধ

• অসম

• বিপরীত 

• Ans : অধীন-বিপরীত


71. ____বিরোধানুমানে বলা হয়েছে, যদি A-বচন সত্য হয়, তবে O-বচন মিথ্যা হবে।

• অধীন-বিপরীত

• বিরুদ্ধ

• অসম

• বিপরীত 

• Ans : বিরুদ্ধ


72. অসম বিরোধানুমানে বলা হয়েছে, সার্বিক বচনটি সত্য হলে_____বচনটি সত্য হবে।

• সার্বিক 

• বিশেষ 

• প্রাকল্পিক 

• বৈকল্পিক

• Ans : বিশেষ


73. বিরুদ্ধ বিরোধানুমানে বলা হয়েছে একটি বচন সত্য হলে অন্যটি ___হবে।

• সত্য 

• মিথ্যা 

• সত্য বা মিথ্যা উভয় 

• সংশয়াত্বক

• Ans : মিথ্যা


74. বিপরীত বিরোধানুমানে বলা হয়েছে, দুটি বচনের একটি সত্য হলে অন্যটি____হবে।

• সত্য 

• মিথ্যা 

• সত্য বা মিথ্যা উভয় 

• সংশয়াত্বক

• Ans : মিথ্যা। 


75. অধীন-বিপরীত বিরোধানুমানে বলা হয়েছে, একটি বচন মিথ্যা হলে অন্যটি__হবে।

• সত্য 

• মিথ্যা 

• সত্য বা মিথ্যা উভয় 

• সংশয়াত্বক

• Ans : সংশয়াত্বক


76. বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে____পার্থক্য থাকে।

• গুণের

• গুণ ও পরিমাণের

• পরিমাণের

•  সম্বন্ধের

•  Ans : গুণ ও পরিমাণের


77. বিপরীত বিরোধিতার ক্ষেত্রে___পার্থক্য থাকে।

• গুণের

• গুণ ও পরিমাণের

• পরিমাণের

•  সম্বন্ধের

•  Ans : গুণের।


78. অধীন-বিপরীত বিরোধিতার ক্ষেত্রে_____  পার্থক্য থাকে।

• গুণের

• গুণ ও পরিমাণের

• পরিমাণের

•  সম্বন্ধের

•  Ans : গুণের। 


79. দুটি বচনের বিরোধিতার ক্ষেত্রে____ এক থাকে।

• উদ্দেশ্য

• বিধেয়

• উদ্দেশ্য ও বিধেয়

• আকার

• Ans : উদ্দেশ্য ও বিধেয়


80. বিরোধানুমানের ক্ষেত্রে বচন দুটির উদ্দেশ্য ও বিধেয়____থাকে।

• এক

• ভিন্ন

• ভিন্ন অর্থে

• ভিন্ন আকারে

• Ans : এক


81. বিরোধানুমানের নিয়মে A সত্য হলে E-বচন____ হবে। 

• সত্য

• মিথ্যা

• সংশয়াত্মক

• অনির্দিষ্ট

• Ans : সত্য।


82. বিরোধানুমানের নিয়েম E সত্য হলে A-বচন ____ হবে।

• সত্য

• মিথ্যা

• সংশয়াত্মক

• অনির্দিষ্ট

• Ans : সত্য।


83. বিরোধানুমানের ভিত্তিতে I-বচন সত্য হলে A-বচন___হবে।

• সত্য

• মিথ্যা

• সংশয়াত্মক

• অনির্দিষ্ট

• Ans : সংশয়াত্মক।


84. বিরোধানুমানের ভিত্তিতে O বচন মিথ্যা হলে A-বচন___হবে।

• সত্য

• মিথ্যা

• সংশয়াত্মক

• অনির্দিষ্ট

• Ans : সত্য।


85. বিরোধানুমানের ভিত্তিতে I-বচন মিথ্যা হলে A-বচন____হবে।

• সত্য

• মিথ্যা

• সংশয়াত্মক

• অনির্দিষ্ট

• Ans : মিথ্যা।


Tags : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রশ্নোত্তর | বচনের বিরোধিতা অধ্যায়ের mcq | উচ্চ মাধ্যমিক দর্শন তৃতীয় অধ্যায়ের mcq | দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় বচনের বিরোধীতা প্রশ্ন উত্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top