উচ্চ মাধ্যমিক দর্শন বচনের বিরোধীতা অধ্যায়ের MCQ |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর হিসেবে (WBCHSE Class 12 Philosophy Questions Answers In Bengali) (দ্বাদশ শ্রেণির দর্শন বচনের বিরোধিতা) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 32 টি WBCHSE Class 12 Philosophy MCQ Question Answers এর 2nd Part তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু WB Class 12 Philosophy বচনের বিরোধীতা অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড়, সে কারণেই এই অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ MCQ Question Answers গুলো পরবর্তী 1টি Part এ তোমাদের সঙ্গে শেয়ার করবো।
বচনের বিরোধিতা অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের ৩১ টি MCQ এবং SAQ প্রশ্ন উত্তর দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।
বচনের বিরোধিতা অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের ৩১ টি MCQ এবং SAQ প্রশ্ন উত্তর দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।
এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর প্রথম ভাগ
এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর দ্বিতীয় ভাগ
এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর তৃতীয় ভাগ
এখানে 👉 : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রথম পর্বের 20+ SAQ
এখানে 👉 : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রথম পর্বের 15+ SAQ
32. বচনের বিরোধিতা-
• মোট দুই প্রকারের
• মোট তিন প্রকারের
• মোট চার প্রকারের
• মোট ছয় প্রকারের
• Ans : মোট চার প্রকারের
33. দুটি সামান্য বচনের মধ্যে বিরোতিার সম্পর্কটি হল—
• বিপরীত বিরোধিতার সম্পর্ক
• অধীন-বিপরীত বিরোধিতার সম্পর্ক
• বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক
• অসম বিরোধিতার সম্পর্ক
• Ans : বিপরীত বিরোধিতার সম্পর্ক
34. দুটি বিশেষ বচনের মধ্যে বিরোধিতার সম্পর্কটি হল—
• বিপরীত বিরোধিতার সম্পর্ক
• অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক
• অসম বিরোধিতার সম্পর্ক
• বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক
• Ans : অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক
35. দুটি সদর্থক সামান্য ও বিশেষ বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হল—
• অসম বিরোধিতার সম্পর্ক
• বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক
• বিপরীত বিরোধিতার সম্পর্ক
• অধীন-বিপরীত বিরোধিতার সম্পর্ক
• Ans : অসম বিরোধিতার সম্পর্ক
36. দুটি নঞর্থক সামান্য ও বিশেষ বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হল-
• বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক
• অধীন-বিপরীত বিরোধিতার সম্পর্ক
• অসম বিরোধিতার সম্পর্ক
• বিপরীত বিরোধিতার সম্পর্ক
• Ans : অসম বিরোধিতার সম্পর্ক
37. একটি সামান্য সদর্থক ও একটি বিশেষ নঞর্থক বচনের মধ্যে-
• বিপরীত বিরোধিতা দেখা যায়
• অধীন-বিপরীত বিরোধিতা দেখা যায়
• বিরুদ্ধ বিরোধিতা দেখা যায়
• অসম বিরোধিতা দেখা যায়
• Ans : বিরুদ্ধ বিরোধিতা দেখা যায়
38. একটি সামান্য নঞর্থক ও একটি বিশেষ সদর্থক বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হল-
• বিপরীত বিরোধিতা দেখা যায়
• অধীন-বিপরীত বিরোধিতা দেখা যায়
• বিরুদ্ধ বিরোধিতা দেখা যায়
• অসম বিরোধিতা দেখা যায়
• Ans : বিরুদ্ধ বিরোধিতা দেখা যায়
39. বিপরীত বিরোধানুমানের বিষয়টি উঠে এসেছে-
• বিরুদ্ধ বিরোধিতা থেকে
• অসম বিরোধিতা থেকে
• বিপরীত বিরোধিতা থেকে
• অধীন বিপরীত বিরোধিতা থেকে
• Ans : বিপরীত বিরোধিতা থেকে
40. অধীন-বিপরীত বিরোধানুমানের বিষয়টি এসেছে—
• বিরুদ্ধ বিরোধিতা থেকে
• অসম বিরোধিতা থেকে
• বিপরীত বিরোধিতা থেকে
• অধীন বিপরীত বিরোধিতা থেকে
• Ans : অধীন বিপরীত বিরোধিতা থেকে
41. অসম বিরোধানুমানের বিষয়টি উঠে এসেছে—
• বিরুদ্ধ বিরোধিতা থেকে
• অসম বিরোধিতা থেকে
• বিপরীত বিরোধিতা থেকে
• অধীন বিপরীত বিরোধিতা থেকে
• Ans : অসম বিরোধিতা থেকে
42. বিরুদ্ধ বিরোধানুমানের বিষয়টি উঠে এসেছে বিবিরুদ্ধ বিরোধিতা থেকে-
• বিরুদ্ধ বিরোধিতা থেকে
• অসম বিরোধিতা থেকে
• বিপরীত বিরোধিতা থেকে
• অধীন বিপরীত বিরোধিতা থেকে
• Ans : বিরুদ্ধ বিরোধিতা থেকে
43.বিরোধানুমানের নিয়মানুসারে A-বচন সত্য হলে E-বচন হবে-
• মিথ্যা হবে
• সত্য হবে
• অনির্দিষ্ট হবে
• সংশয়াত্মক হবে
• Ans : মিথ্যা হবে
44. A-বচনের সঙ্গে। বচনের সম্পর্ক হল
• অধীন-বিপরীত বিরোধিতার সম্পর্ক
• বিপরীত বিরোধিতার সম্পর্ক
• অসম বিরোধিতার সম্পর্ক
• বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক
• Ans : অসম বিরোধিতার সম্পর্ক
46. বিরোধানুমান হলো -
• একপ্রকারের
• চার প্রকারের
• দুপ্রকারের
• তিনপ্রকারের
• Ans : চার প্রকারের
46. অসম বিরোধানুমান দেখা যায়-
• দুটি সার্বিক সদর্থক বচনের মধ্যে
• দুটি সার্বিক নঞর্থক বচনের মধ্যে
• একটি সার্বিক ও একটি বিশেষ সদর্থক বচনের মধ্যে
• একটি সার্বিক সদর্থক ও একটি বিশেষ নঞর্থক বচনের মধ্যে
• Ans : একটি সার্বিক ও একটি বিশেষ সদর্থক বচনের মধ্যে
47. বিপরীত বিরোধানুমান দেখা যায়—
• A এবং E বচন দুটির মধ্যে
• A এবং বচন দুটির মধ্যে
• A এবং O বচন দুটির মধ্যে
• E এবং I বচন দুটির মধ্যে
• Ans : A এবং E বচন দুটির মধ্যে
48. অধীন বিরোধানুমান দেখা যায়—
• A এবং E বচন দুটির মধ্যে
• A এবং বচন দুটির মধ্যে
• A এবং O বচন দুটির মধ্যে
• O এবং I বচন দুটির মধ্যে
• Ans : O এবং I বচন দুটির মধ্যে
49. বিরুদ্ধ বিরোধানুমান দেখা যায় -
• A এবং O বচন দুটির মধ্যে
• A এবং বচন দুটির মধ্যে
• A এবং O বচন দুটির মধ্যে
• O এবং I বচন দুটির মধ্যে
• Ans : A এবং O বচন দুটির মধ্যে
50. অসম বিরোধানুমানের নিয়মে সার্বিক বচনটি সত্য হলে—
• বিশেষ বচনটি সত্য হবে
• বিশেষ বচনটি মিথ্যা হবে
• বিশেষ বচনটি সংশয়াত্মক হবে
• বিশেষ বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে।
• Ans : বিশেষ বচনটি সত্য হবে
51. অসম বিরোধানুমানের নিয়মে বিশেষ বচনটি সত্য হলে—
• সামান্য বচনটি সত্য হবে
• সামান্য বচনটি মিথ্যা হবে
• সামান্য বচনটি সংশয়াত্মক হবে
• সামান্য বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে।
• Ans : সামান্য বচনটি সংশয়াত্মক হবে
52. বিরুদ্ধ বিরোধানুমানের নিয়মে একটি বচন সত্য হলে-
• অপর বচনটি সত্য হবে
• অপর বচনটি মিথ্যা হবে
• অপর বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
• অপর বচনটি সংশয়াত্মক হবে।
• Ans : অপর বচনটি মিথ্যা হবে
53. বিরুদ্ধ বিরোধানুমানের নিয়মে একটি বচন মিথ্যা হলে-
• অপর বচনটি সত্য হবে
• অপর বচনটি মিথ্যা হবে
• অপর বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
• অপর বচনটি সংশয়াত্মক হবে।
• Ans : অপর বচনটি সত্য হবে
54. অধীন- বিপরীত বিরোধানুমানের নিয়মে একটি বচন সত্য হলে-
• অপর বচনটি সত্য হবে
• অপর বচনটি মিথ্যা হবে
• অপর বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
• অপর বচনটি সংশয়াত্মক হবে।
• Ans : অপর বচনটি সংশয়াত্মক হবে।
55. অধীন-বিপরীত বিরোধানুমানের নিয়মে একটি বচন মিথ্যা হলে-
• অপর বচনটি সত্য হবে
• অপর বচনটি মিথ্যা হবে
• অপর বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
• অপর বচনটি সংশয়াত্মক হবে।
• Ans : অপর বচনটি সত্য হবে।
56. বিপরীত বিরোধানুমানের নিয়মে একটি বচন সত্য হলে-
• অপর বচনটি সত্য হবে
• অপর বচনটি মিথ্যা হবে
• অপর বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
• অপর বচনটি সংশয়াত্মক হবে।
• Ans : অপর বচনটি মিথ্যা হবে
57. বিপরীত বিরোধ্যনুমানের নিয়মে একটি বচন মিথ্যা হলে—
• অপর বচনটি সত্য হবে
• অপর বচনটি মিথ্যা হবে
• অপর বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
• অপর বচনটি সংশয়াত্মক হবে।
• Ans : অপর বচনটি সংশয়াত্মক হবে
58. অসম বিরোধানুমানে বিশেষ বচনটি মিথ্যা হলে-
• সার্বিক বচনটি সত্য হবে
• সার্বিক বচনটি মিথ্যা হবে।
• সার্বিক বচনটি সংশয়াত্মক হবে।
• সার্বিক বচনটি সম্পর্কে কিছুই বলা যাবে না।
• Ans : সার্বিক বচনটি মিথ্যা হবে।
59. অসম বিরোধানুমানের নিয়মে সার্বিক বচনটি মিথ্যা হলে-
• বিশেষ বচনটি সংশয়াত্মক হবে
• বিশেষ বচনটি মিথ্যা হবে।
• বিশেষ বচনটি সত্য হবে
• বিশেষ বচন সম্বন্ধে নির্দিষ্ট কিছু বলা যাবে না।
• Ans : বিশেষ বচনটি সংশয়াত্মক হবে
60. বচনের কত বিরোধিতা-
• দুই
• এক
• তিন
• চার
• Ans : চার।
৩ চার
বিরোধানুমান।
61. বচনের বিরোধানুমান কত প্রকার?
• দুই
• তিন
• এক
• চার
• Ans : চার।
62. কোন প্রকার বিরোধীতা থেকে ___ অসম বিরোধানুমান এসেছে-
• বিপরীত
• অধীন-বিপরীত
• অসম
• বিরুদ্ধ
• Ans : অসম।
63. বিপরীত বিরোধিতা থেকে এসেছে___ বিরোধানুমান।
• বিপরীত
• অধীন-বিপরীত
• অসম
• বিরুদ্ধ
• Ans : বিপরীত।
Tags : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রশ্নোত্তর | বচনের বিরোধিতা অধ্যায়ের mcq | উচ্চ মাধ্যমিক দর্শন তৃতীয় অধ্যায়ের mcq | দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় বচনের বিরোধীতা প্রশ্ন উত্তর