 |
WBCHSE Class 12 Philosophy MCQ In Bengali |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর হিসেবে (দ্বাদশ শ্রেণির দর্শন বচন অধ্যায়) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30+ MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করব। উচ্চমাধ্যমিক দর্শন বচন অধ্যায়ের 40টি MCQ প্রশ্ন উওর পরবর্তী 2টি Part এ তোমাদের সঙ্গে শেয়ার করবো।
বচন অধ্যায়ের 100+ MCQ 2024 |দ্বাদশ শ্রেণির দর্শন দ্বিতীয় অধ্যায় MCQ || উচ্চমাধ্যমিক বচন MCQ
32. নিরপেক্ষ বচনের স্বরূপে থাকে, তা হল—
• নিঃশর্ত ঘোষণা
• শর্ত
• বিস্ময়
• স্বাভাবিক ঘোষণা থাকে
• বিস্ময় থাকে
• Ans : নিঃশর্ত ঘোষণা
33. বচনের ব্যক্তর্থ বলে—
• গুণকে
• পরিমাণকে
• সংযোজককে
• বিধেয়কে
• Ans : পরিমাণকে
বচন অধ্যায়ের প্রথম 30 টি MCQ দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।👇
34. ব্যক্তর্থ শব্দটি যার সঙ্গে জড়িত, তা হল
• চিন্তা
• বাক্য
• ইচ্ছা
• যুক্তি
• Ans : বচন।
35. বচনে ব্যক্তর্থ হয় বচন-
• উদ্দেশ্যর
• সংযোজকের
• বিধেয়র
• গুণের
• Ans : উদ্দেশ্যর
বচনের বিরোধিতা অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের ৩১ টি MCQ এবং SAQ প্রশ্ন উত্তর দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।
36. “সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়।” বাক্যটির সত্য-মূল্য হল-
• সত্য
• মিথ্যা
• সত্য-মিথ্যা উভয়ই
• কোনোটিই নয়
• Ans : সত্য
37. “মানুষ কদাচিৎ সুখী।”— বাক্যটির তর্কবিজ্ঞানসম্মত রূপ-
• সকল মানুষ হয় সুখী
• কোনো মানুষ নয় সুখী
• কোনো কোনো মানুষ হয় সুখী
• কোনো কোনো মানুষ নয় সুখী
• Ans : কোনো কোনো মানুষ হয় সুখী
38. “মানুষ কদাচিৎ সুখী নয়।” বাক্যটির তর্কবিজ্ঞানসম্মত রূপ হল-
• সকল মানুষ হয় সুখী
• কোনো মানুষ নয় সুখী
• কোনো কোনো মানুষ হয় সুখী
• কোনো কোনো মানুষ নয় সুখী
• Ans : কোনো কোনো মানুষ নয় সুখী
39. "বাক্য মাত্রেই বচন নয়” বাক্যটির LF. রূপ হলো-
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : O বচন
40. 'ব্যাপ্যতা' শব্দটি যার সঙ্গে জড়িত, তা হল-
• পদ
• শব্দ
• বাক্য
• সংযোজক
• Ans : পদ
41. শুধুমাত্র উদ্দেশ্যকে ব্যাপ্য করে যে বচন, তা হল -
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : A বচন
42. উদ্দেশ্যকে ব্যাপ্য করে যে বচন, তা হল - • A বচন
• E বচন
• A & E বচন
• O & I বচন
• Ans : A & E বচন
43. ব্যাপ্যতার অর্থ হল-
• পরিপূর্ণ ব্যক্তর্থের উল্লেখ
• আংশিক ব্যত্তর্থের উল্লেখ
• গুণের উল্লেখ
• আকারের উল্লেখ
• Ans : পরিপূর্ণ ব্যক্তর্থের উল্লেখ
44. বিধেয়কে ব্যাপ্য করে যে যে বচন, তারা হল-
• A বচন
• E বচন
• O & E বচন
• O & I বচন
• Ans : O & E বচন
45. শুধুমাত্র বিধেয়কে ব্যাপ্য করে যে বচন, তা হল-
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : O বচন
46. উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে না যে বচন, তা হলো-
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : E বচন
47. প্রাকল্পিক বাক্যকে তর্কবিজ্ঞান সম্মত যে বচনে পরিণত করা যায়, তা হল—
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : A বচন
48. নির্দিষ্ট একটি বাদে সব বললে বাক্যটি যে বচনে রূপান্তরিত হয়, তা হল
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : A বচন
49. অনির্দিষ্ট একটি না বলে সব বললে বাক্যটি যে বচনে পরিণত হয়, তা হল
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : A বচন
50. প্রাকল্পিক বচনের প্রথম অংশকে বলে -
• প্রথম বিকল্প
• দ্বিতীয় বিকল্প
• অনুগ
• পূর্বগ
• Ans : পূর্বগ
51. প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে বলা হয়-
• প্রথম বিকল্প
• দ্বিতীয় বিকল্প
• অনুগ
• পূর্বগ
• Ans : অনুগ
52. বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশকে বলে-
• প্রথম বিকল্প
• দ্বিতীয় বিকল্প
• অনুগ
• পূর্বগ
• Ans : দ্বিতীয় বিকল্প
53. বৈকল্পিক বচনের প্রথম অংশকে বলে—
• প্রথম বিকল্প
• দ্বিতীয় বিকল্প
• অনুগ
• পূর্বগ
• Ans : প্রথম বিকল্প
54. 'যদি- তবে শব্দগুচ্ছ দ্বারা গঠিত বচন হবে-
• বৈকল্পিক
• সংযৌগিক
• প্রাকল্পিক
• নিরপেক্ষ
• Ans : প্রাকল্পিক
55. 'হয়, অথবা শব্দগুচ্ছ দ্বারা গঠিত বচন হবে-
• বৈকল্পিক
• সংযৌগিক
• প্রাকল্পিক
• নিরপেক্ষ
• Ans : বৈকল্পিক
56. যে বচনের উভয় পদই ব্যাপ্য, তা হল—
• সার্বিক নঞর্থক বচন
• সার্বিক সদর্থক বচন
• বিশেষ সদর্থক বচন
• বিশেষ নঞর্থক বচন
• Ans : সার্বিক নঞর্থক বচন
57. যে বচনের বিধয় পদ অব্যাপ্য, তা হল-
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : A বচন
58. কোন বচনে ব্যাপ্যতার বিষয়টি অনুপস্থিত?—
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : I বচন
59. পদের ব্যক্তর্থ বলতে যা বোঝায়, তা হল-
• পরিপূর্ণ ব্যক্তর্থের উল্লেখ
• পরিপূর্ণ গুণের উল্লেখ
• গুণের পরিষ্কার উল্লেখ
• পরিপূর্ণ ব্যক্তর্থের অনুল্লেখ
• Ans : পরিপূর্ণ ব্যক্তর্থের উল্লেখ
60. পদের ধারণাটি যার সঙ্গে যুক্ত, তা হল-
• বচনের সঙ্গে যুক্ত
• গুণের সঙ্গে যুক্ত
• সংযোজকের সঙ্গে যুক্ত
• পরিমাণের সঙ্গে যুক্ত
• Ans : বচনের সঙ্গে যুক্ত
61. একটি বচনে-
• একটি পদ থাকে
• তিনটি পদ থাকে
• চারটি পদ থাকে
• দুটি পদ থাকে
• Ans : দুটি পদ থাকে
62. একটি যুক্তিতে কয়টি পদ থাকে?
• দুটি পদ থাকে
• চারটি পদ থাকে
• তিনটি পদ থাকে
• একটি পদ থাকে
• Ans : তিনটি পদ থাকে
Tags : দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ | HS Philosophy MCQ Questions Answers | উচ্চমাধ্যিক দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ 2024 | WB Class 12 Philosophy 2nd Chapter MCQ | দ্বাদশ শ্রেণীর দর্শন বচন অধ্যায়ের প্রশ্ন উওর