প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করো || নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর

0

 

প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করো || নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর
নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বিশ শতকের ইউরোপ ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) "প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা" সম্পর্কে একটি নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করো

ভুমিকাঃ- 1914 সালে একাধিক কারণে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এর ভয়াবহতা এবং প্রভাব সবার নজরে আসতে শুরু করে। কিন্তু তখন এই প্রভাব সবার নজরে সেরকমভাবে আসতে পারেনি। দীর্ঘ চার বছর ধরে প্রথম বিশ্বযুদ্ধ চলার পর, প্রথম বিশ্বযুদ্ধের একাধিক ফলাফল সবার সামনে এসেছিল। যেমন - 

জীবনহানি ও সামাজিক পরিবর্তনঃ- চার বছরব্যাপী সর্বনাশা যুদ্ধে দশ মিলিয়ন মানুষের জীবনহানি হয় এবং কুড়ি মিলিয়ন মানুষ আহত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে যেমন বিভিন্ন দেশের সৈনিকদের ক্ষতি হয়েছিল,ঠিক তেমনি ক্ষতি হয়েছিল বিভিন্ন দেশের সাধারণ মানুষের। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন দেশের প্রচুর সৈন্য যোগ দেয় ও মারা যায়। ফলে নারীর প্রাধান্য তথ্য নারীমুক্তি আন্দোলন স্বরান্বিত হয় এবং নারী শ্রমিকসহ শ্রমিক শ্রেণি নিজেদের অধিকার সম্পর্কে অধিক সচেতন হয়ে ওঠে।

বিধ্বস্ত বিশ্ব অর্থনীতিঃ- প্রথম বিশ্বযুদ্ধে সামরিক ব্যয় হয়েছিল ১৮০ বিলিয়ন ডলার, আর পরোক্ষ ব্যয়ের পরিমাণ ছিল ১৫০ বিলিয়ন। বিশ্ব অর্থনীতি কোনো না কোনো ভাবে এই যুদ্ধের ফলে বিধ্বস্ত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের ফলে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কলকারখানা ধ্বংস হয়। কলকারখানা ধ্বংস হওয়ার ফলে বিভিন্ন ধরনের শিল্পজাত দ্রব্যের উৎপাদন ব্যাহত হয়। সেই সঙ্গে কল-কারখানা গুলি বন্ধ হওয়ার ফলে বাড়তে থাকে বেকারত্বের সমস্যা এবং এই বেকারত্বের হাত ধরেই মানুষের ঘরে সৃষ্টি হয় খাদ্য সমস্যা। যার ফলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও মানুষের জীবনের চরম দুর্দশা ডেকে আনে।।

রাজনৈতিক কাঠামোয় বিপর্যয়ঃ- ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন দেখা যায়। ইউরোপের সৃষ্টি বিবদমান শক্তিজোট এই যুদ্ধে অংশ নেয়—একদিকে ব্রিটেনের নেতৃত্বে ত্রিশক্তি-মৈত্রী, অন্যদিকে জার্মানির নেতৃত্বে বিশক্তি চুক্তি। এই দুই শিবিরে রাজনৈতিক কাঠামো কম-বেশি বিধ্বস্ত হয়েছিল।

বলশেভিক বিপ্লবঃ- যুদ্ধকালীন সময় বলশেভিক বিপ্লবের (১৯১৭ খ্রি.) থাকায় রাশিয়ায় রোমানভ রাজবংশ ক্ষমতাচ্যুত হয় এবং সদ্য প্রতিষ্ঠিত বলশেভিক সরকার যুদ্ধ থেকে সরে এসে শত্রুপক্ষ জার্মানির সঙ্গে সন্ধি করে এবং এর ফলে ইউক্লেন, ক্রিমিয়া, জর্জিয়া, আর্মেনিয়া প্রভৃতি অঞ্চল রাশিয়ার হস্তচ্যুত হয়।

জার্মানির উপর ক্ষতিপূরণের চাপঃ- 

তাৎক্ষণিক দিক থেকে জার্মানি লাভবান হলেও শেষপর্যন্ত জার্মানি নিজেই পরাজিত হয় এবং মধ্য-ইউরোপ ও পূর্ব ইউরোপে রাজনৈতিক কাঠামো বিনষ্ট হয়। জার্মানির উপর যে পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপানো হয় তাতে জার্মান অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ে। কারণ প্রথম বিশ্বযুদ্ধে যে পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি জার্মানির হয়েছিল, তারপরে কোনো ক্ষতিপূরণ দেওয়া জার্মানির পক্ষে সম্ভব ছিল না। তাই প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে এমন এক আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যা থেকে বেরিয়ে আসা খুবই কঠিন ছিল।।

পূর্বতম বৃহৎ রাজতন্ত্রের অবসানঃ- জার্মানিতে হোহেনজোলার্ন রাজতন্ত্র, অস্ট্রিয়া-হাঙ্গেরিতে হ্যাপসবার্গ রাজতন্ত্র, তুরস্কে অটোম্যান রাজতন্ত্র ক্ষমতাচ্যুত হয়। এই অবস্থায় মধ্য ও পূর্ব ইউরোপে রাজনৈতিক শূন্যতা ও অস্থিরতা দেখা দেয়।

জাতীয়তাবাদের জয়ঃ- প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বের বিভিন্ন দেশে জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটিয়েছিল এবং চিন,ভারত, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে জাতীয়তাবাদী আন্দোলনে গতি এনেছিল। যুদ্ধশেষে প্যারিসের শান্তি সম্মেলনেও জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়। ১৯১৯ খ্রিস্টাব্দে ইউরোপে প্রজাতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় ১৬টিতে।

উপসংহারঃ- উপরোক্ত আলোচনা থেকে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিল। তাই বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধ কেবলমাত্র আন্তর্জাতিক সংকটই ছিল না, তা ছিল একটি বিপ্লবের সমতুল।

আশাকরি, নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বিশ শতকের ইউরোপ (WBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) থেকে "প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা" সম্পর্কে যে নোট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।। 

Tags :

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস বিশ শতকের ইউরোপ অধ্যায়ের ছোট প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস পঞ্চম অধ্যায়ের ছোটো প্রশ্ন উওর | wb class 9 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top