WB Class 10 Physical Science MCQ & SAQ Question Answer | ক্লাস টেনের গ্যাসের আচরণ MCQ & SAQ প্রশ্ন উওর

0

 

WB Class 10 Physical Science MCQ & SAQ Question Answer | ক্লাস টেনের গ্যাসের আচরণ MCQ & SAQ প্রশ্ন উওর

WB Class 10 Physical Science MCQ & SAQ Question Answer | ক্লাস টেনের গ্যাসের আচরণ MCQ & SAQ প্রশ্ন উওর
গ্যাসের আচরণ mcq & saq প্রশ্ন উওর


আজের এই পোস্টের মাধ্যমে " দশম শ্রেণির ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় " গ্যাসের আচরণ ( Behavior Of Gas ) " ( wb class 10 physical science Chapter 2 question answer in bengali ) এর কিছু গুরুত্বপূর্ণ mcq question answer এবং তার সাথে,  গ্যাসের আচরণ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ saq question answer শেয়ার করবো। ক্লাস টেনের ফিজিক্যাল সাইন্স দ্বিতীয় অধ্যায় " গ্যাসের আচরণ " এর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর গুলো আমরা পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করবো।

WB Class 10 Physical Science MCQ & SAQ Question Answer | ক্লাস টেনের গ্যাসের আচরণ MCQ & SAQ প্রশ্ন উওর

1. তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন –
(a) দ্বিগুণ হবে
(b) অর্ধেক হবে
(c) চারগুণ হবে
(d) একই থাকবে
উওর ; অর্ধেক হবে।

2 - চার্লসের সূত্রের V-t লেখচিত্র, তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় (° Cএককে) ছেদ করে? –
(a) 0
(b) 273
(c) - 273
(d)- 136.5
উওর : - 273

3- 303Kউন্নতা সেলসিয়াস স্কেলে কত?
(a) 30°C
(b) 17°C
(c) 0°C
(d) 27°C
উওর : 30°C

4 -PV=nRT সমীকরণে কোন রাশিটি স্থির?
(a) P
(b) V
(c) n
(d) R
উওর : R

5- কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়
(a) P বনাম T
(b) V বনাম T
(c) v বনাম B
(d) V বনাম P
উওর : V বনাম P

6- কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে?
(a) নিম্ন চাপ ও উচ্চ উচ্চতায়
(b) নিম্ন চাপ ও নিম্ন উচ্চতায়
(c) উচ্চ চাপ ও উচ্চ উচ্চতায়
(d) উচ্চ চাপ ও নিম্ন উচ্চতায়
উওর : নিম্ন চাপ ও উচ্চ উচ্চতায়

7 - পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?
(a) 100K
(b) 273K
(c) 100K
(d) 373K
উওর : 373K

8 - পরমশূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন  -
(a) একই থাকে
(b) বাড়ে
(c) কমে
(d) শূন্য হয়ে যায়।
উওর : শূন্য হয়ে যায়।

9 - বয়েলের সূত্রে কোন রাশিটি ধ্রুবক?
(a) গ্যাসের ভর  
(b) গ্যাসের চাপ
(c) গ্যাসের উষ্ণতা
(d) গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা
উওর : গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা।

10 - চার্লসের সূত্রের ধ্রুবক রাশি কোনটি?
(a) গ্যাসের ভর  
(b) গ্যাসের চাপ
(c) গ্যাসের উষ্ণতা
(d) গ্যাসের ভর এবং গ্যাসের চাপ
উওর : গ্যাসের ভর এবং গ্যাসের চাপ

11. একটি বাস্তব গ্যাস কোন তাপমাত্রা থেকে আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে। (a) সংখট উষ্ণতা
(b) উচ্চ তাপমাত্রা
(c) বয়েল উষ্ণতা
(d) পরমশূন্য উচ্চতা
উওর : বয়েল উষ্ণতা

12. গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি –
(a) ভরবিহীন
(b) আয়তন শূন্য
(c) বিন্দুভর সম্পন্ন
(d) কোনোটিই নয়
উওর : বিন্দুভর সম্পন্ন

16. আদর্শ গ্যাসের অনুগুলি গতিহীন হয় যে উচ্চতায়, তা হল –
(a) 0K
(b) 272K
(c)-273K
(d) 373K
উওর : 0K

17. কোন রাশিটি বয়েল ও চার্লসের উভয়ের সূত্রেই স্থির?
(a) গ্যাসের ভর  
(b) গ্যাসের চাপ
(c) গ্যাসের উষ্ণতা
(d) উপরের সবগুলোই
উওর : গ্যাসের ভর।

18 - সার্বজনীন গ্যাস ধ্রুবক এর মান কত?
(a) 0.0341 লিটার
(b)  0.0082 লিটার
(c) 0.820 লিটার
(d) 0.082 লিটার
উওর : 0.082 লিটার।

19 - শুষ্ক বাতাসের চেয়ে আর্দ্র বায়ু -
(a) হালকা
(b) ভারী
(c) কখনো হালকা কখনো ভারী
(d) সমান ওজনের
উওর : হালকা।

20 - কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়?
(a) ম্যানোমিটার
(b) ব্যারোমিটার
(c) ভোল্টমিটার
(d) অ্যামমিটার
উওর : ম্যানোমিটার।

গ্যাসের আচরণ অধ্যায়ের ছোট প্রশ্ন উওর | গ্যাসের আচরণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উওর  

1 - গ্যাসের একটি প্রধান ধর্ম লেখো।
উওর : গ্যাসকে যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে। একে গ্যাসীয় চাপ বলে। এটি গ্যাসের প্রধান ধর্ম
2 - চাপের SI একক কী?
উওর : চাপের SI একক প্যাস্কাল।
3- ফারেনহাইট স্কেলে পরমশূন্য উন্নতার মান কত?
উওর :ফারেনহাইট স্কেলে পরমশূন্য উন্নতার মান 459.4°F।
4 - কোন্ উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়?
উওর : - 273°C উন্নতায় উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়।
5- চার্লসের সূত্রের ধ্রুবক কী কী?
উওর : চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি হলো গ্যাসের ভর এবং গ্যাসের চাপ।
6- প্রমাণ চাপের মান কত?
উওর : প্রমাণ চাপের 1 atm = 1.01325 × 10⁵ Pa
7 - বয়েলের সূত্রের ধ্রুবক রাশি গুলি কি কি?
উওর : বয়েলের সূত্রের ধ্রুবক রাশি গুলি হল গ্যাসের ভর এবং উষ্ণতা।
8- বয়েলের সূত্রানুসায়ে P বনাম V এবং P বনাম লেখচিত্রের প্রকৃতি কেমন?
উওর :বয়েলের সূত্রানুসারে P বনাম 1/V লেখচিত্রটি সম পরাবৃত্তাকার প্রকৃতির এবং P বনাম লেখচিত্রটি মূলবিন্দুগামী সরলরেখা হবে।
9-বয়েলের সূত্রানুসারে PV বনাম P লেখচিত্রের প্রকৃতি কেমন হবে?
উওর: বয়েলের সূত্রানুসারে, PV বনাম P লেখচিত্রটি হবে সমান্তরাল সরলরেখা হবে।
10 - চার্লসের সূত্রের লেখচিত্র কীরুপ? উওর ; চার্লসের সূত্রের লেখচিত্র হবে মূলবিন্দুগামী সরলরেখা।
11- কেলভিন স্কেল এর আবিষ্কর্তা কে?
উওর : লর্ড কেলভিন হলেন কেলভিন স্কেল এর আবিষ্কর্তা।
12- 30°C এবং 300K-এর মধ্যে কোন্ উষ্ণতাটি বেশি?
উওর: 30°C = (273 + 30) = 303K : 30°C উষ্ণতাটি বেশি
13 - জলের হিমাঙ্ক কত?
উওর : 0°C
14- তাপমাত্রার পরম স্কেলে জলের হিমাঙ্ক কত?
উওর : তাপমাত্রার পরম স্কেলে জলের হিমাঙ্ক হলো ( 0+273 )= 273K।
15- আদর্শ গ্যাস কাকে বলে?
উওর : যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে।
16 - বাস্তব গ্যাস কাকে বলে?
উওর : যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে।
17-এস.আই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক কি?
উওর : এস.আই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক J mol-¹ K-¹
18- পরম শূন্য উষ্ণতা কাকে বলে?
উওর : চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়,সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে।
19- মোলার আয়তন কাকে বলে?
উওর : 1 মোল পরিমাণ পদার্থ যে আয়তন অধিকার করে,সে আয়তন কে ওই পদার্থের মোলার আয়তন বলে।
20 - STP - তে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন কত?
উওর : 22.4 লিটার।


আশাকরি যে, আজকের ক্লাস টেনের ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় " গ্যাসের আচরণ ( Behavior Of Gas ) "  থেকে যেই গুরুত্বপূর্ণ mcq question answer & saq question answer শেয়ার করলাম, তা তোমাদের একটু হলেও কাজে লাগবে। যদি আজকের এই পোস্টটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।

Tags :

গ্যাসের আচরণ mcq | গ্যাসের আচরণ প্রশ্ন উওর | গ্যাসের আচরণ শর্ট কোশ্চেন | গ্যাসের আচরণ mcq & saq প্রশ্ন উওর  | গ্যাসের আচরণ দশম শ্রেণী | মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভৌতবিজ্ঞান শ্রেণীর প্রশ্ন উত্তর | মাধ্যমিকের ভৌত বিজ্ঞান সাজেশন | মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের ছোট প্রশ্ন উত্তর | wb class 10 physical science | wb class 10 physical science question answer in bengali | class 10 physical science question answer | class 10 physical science short question answer | wb class 10 physical science | wb class 10 physical science Chapter 2 question answer in bengali | class 10 physical science question answer | class 10 physical science short question answer | Madhyamik physical science suggestion | class 10 physical science suggestion | class 10 physical science notes | physical science tests

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top