ক্লাস টেনের ইতিহাসের ধারণা MCQ & SAQ প্রশ্ন উওর | ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর

0

ক্লাস টেনের ইতিহাসের ধারণা MCQ &  SAQ প্রশ্ন উওর | ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর 

ক্লাস টেনের ইতিহাসের ধারণা MCQ &  SAQ প্রশ্ন উওর | ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর
ইতিহাসের ধারণা mcq


আজকের এই পোস্টে আমরা " দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় " ইতিহাসের ধারণা " ( wb class 10 History Chapter 1 question answer in bengali ) এর কিছু গুরুত্বপূর্ণ mcq question answer এবং তার সাথে,  " ইতিহাসের ধারণা ' অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ mcq question answer শেয়ার করবো। ক্লাস টেনের ইতিহাস প্রথম অধ্যায় " ইতিহাসের ধারণা " এর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর গুলো আমরা পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

ক্লাস টেনের ইতিহাসের ধারণা MCQ &  SAQ প্রশ্ন উওর | ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর 

1 - ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন -

(a) মুনশি প্রেমচাদ 

(b) নবারুন ভট্টাচার্য্য

(c) খুশবন্ত সিং

(d) সাদাত হাসান মান্টো

উওর : মুনশি প্রেমচাদ 


2- বিজ্ঞাদর্শন প্রথম প্রকাশিত হয় – (a) ১৮১৮ খ্রিস্টাব্দে

(b) ১৮৫৮ খ্রিস্টাব্দেটি 

(c) ১৮৭২ খ্রিস্টাব্দে

(d) ১৮৭৫ খ্রিস্টাব্দে

উওর : ১৮৭২ খ্রিস্টাব্দে


3- 'সোমপ্রকাশ' প্রথম প্রকাশিত হয় - (a) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(b) ১৮৮৩ খ্রিস্টাব্দে

(c) ১৮৬২ খ্রিস্টাব্দে

(d) ১৮৬৪ খ্রিস্টাব্দে

উওর : ১৮৫৮ খ্রিস্টাব্দে


4 - সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন - 

(a) ঈশ্বর গুপ্ত

(b) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(c) শিশির কুমার ঘোষ

(d) অক্ষয় কুমার দত্ত

উওর : দ্বারকানাথ বিদ্যাভূষণ


5 - বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

(a) ঈশ্বর গুপ্ত

(b) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(c) শিশির কুমার ঘোষ

(d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

উওর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


6 - বঙ্গদর্শন পত্রিকাটি ছিল একটি - 

বঙ্গদর্শন' সাময়িক পত্রটি ছিল একটি -

(ক) সাপ্তাহিক পত্রিকা

(খ) মাসিক পত্রিকা

(গ) পাক্ষিক পত্রিকা

(ঘ) বাৎসরিক পত্রিকা

উওর : মাসিক পত্রিকা


7 - সোমপ্রকাশ পত্রিকাটি ছিল একটি  -

(ক) সাপ্তাহিক পত্রিকা

(খ) মাসিক পত্রিকা

(গ) পাক্ষিক পত্রিকা

(ঘ) বাৎসরিক পত্রিকা

উওর : সাপ্তাহিক পত্রিকা


 8 - ইউরোপে ক্রীয়া ইতিহাসচর্চার শুরু – 

 (a) ১৯৪০-এর দশকে

 (b) ১৯২০-এর দশকে

 (c) ১৯৩০-এর দশকে

 (d) ১৯৭০-এর দশকে

 উওর : ১৯৭০-এর দশকে


 9 -Ecological Imperialism' লিখেছেন – 

 (a) স্ট্যানলি জ্যাকসন

 (b) এলিজাবেথ হাটিকম্ব

 (c) রামচঞ্জ গৃহ 

 (d) আলফ্রেড ক্রসবি

 উওর : আলফ্রেড ক্রসবি


10 -“ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়-

(a) ১৭৯২ খ্রিস্টাব্দে

(b) ১৭৯০ খ্রিস্টাব্দে

(c) ১৮২০ খ্রিস্টাব্দে

(d) ১৮২৬ খ্রিস্টাব্দে

উওর : ১৭৯২ খ্রিস্টাব্দে


11 - ভারতের ক্রিকেট খেলার সূচনা হয় - 

(a) ১৭৯২ খ্রিস্টাব্দে

(b) ১৭৯০ খ্রিস্টাব্দে

(c) ১৮২০ খ্রিস্টাব্দে

(d) ১৭২২ খ্রিস্টাব্দে

উওর : ১৭২২ খ্রিস্টাব্দে


12 - ভারতের ফুটবল খেলার প্রবর্তন করে - 

(a) ফরাসীরা

(b) ওলন্দাজরা

(c) ইংরেজরা

(d) পর্তুগিজরা

উওর : পর্তুগিজরা।


13 - বিশ্ব পরিবেশ দিবস' প্রথম পালিত হয়েছিল

(a ১৯৮৯ খ্রিষ্টাব্দের ৩০ জুন,

(b) ১৯৭৪ খ্রিষ্টাব্দের 5 ই জুন

(c) ১ মে, ১৯২৩ খ্রিষ্টাব্দে 

(d) ৬ সেপ্টেম্বর, ১৯৯৫ খ্রিষ্টাব্দে

উওর : ১৯৭৪ খ্রিষ্টাব্দের 5 ই জুন


14- নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়-

(a) ১৯৪০-এর দশকে

(b) ১৯৫০-এর দশকে

(c) ১৯৬০-এর দশকে

(d) ১৯৯০-এর দশকে

উওর : ১৯৬০-এর দশকে


15-. সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান, তার নাম হল


(a) পথের পাঁচালী

(b) ফলুদা

(c) গুপি বাঘা ফিরে এল

(d) চিড়িয়াখানা

উওর : পথের পাঁচালী


16- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হল – 

(a) বঙ্গদর্শন

(b) সংবার প্রভাকর 

(c) বেঙ্গল গেজেট 

(d) সম্বাদ কৌমুদী

উওর : সংবার প্রভাকর


17- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম  সাপ্তাহিকে সংবাদপত্র হল – 

(a) বঙ্গদর্শন

(b) সংবার প্রভাকর 

(c) বেঙ্গল গেজেট 

(d) সমাচার দর্পন

উওর : সমাচার দর্পন।

 

18 - ভারতে চিপকো আন্দোলন ছিল – (a) শ্রমিক আন্দোলন 

(b) এটা পরিবেশ আন্দোলন 

(c) কৃষক আন্দোলন

(d) ভাষা আন্দোলন

উওর : এটা পরিবেশ আন্দোলন


19 - "নবান্ন' নাটকটি রচনা করেন – (a) দ্বিজেন্দ্রলাল রায়

(b) মধুসুদন দত্ত

(c) রবীন্দ্রনাথ ঠাকুর

(d) বিজন ভট্টাচার্য

উওর : বিজন ভট্টাচার্য


20-প্রথম ভারতীয় নির্বাক চলচ্চিত্র হল – 

(a) জামাইষষ্ঠী

(b) রাজা হরিশচন্দ্র

(c) চণ্ডীদাস

(d) দেনাপাওনা

উওর : রাজা হরিশচন্দ্র।


21- প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র হল - 

(a) জামাইষষ্ঠী

(b) রাজা হরিশচন্দ্র

(c) আলম আরা

(d) মেলেডি অফ লাভ

উওর : আলম আরা


22- প্রথম ভারতীয় বাংলা সবাক চলচ্চিত্র হল - 

(a) জামাইষষ্ঠী

(b) রাজা হরিশচন্দ্র

(c) আলম আরা

(d) মেলেডি অফ লাভ

উওর : জামাইষষ্ঠী।


23 - ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি কোনটি? 

(a) জামাইষষ্ঠী

(b) রাজা হরিশচন্দ্র

(c) আলম আরা

(d) মেলেডি অফ লাভ

উওর : মেলেডি অফ লাভ।


24- 'বঙ্গমাতরম' সংগীতটি প্রথম প্রকাশিত হয়

(a) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়

(b) সোমপ্রকাশ পত্রিকায়

(c) বঙ্গদর্শন পত্রিকায়

(d) দিগদর্শন পত্রিকায়

উওর : বঙ্গদর্শন পত্রিকায়


25- কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে -

(a) ফোটোগ্রাফির ইতিহাসের

(b) খেলাধুলার ইতিহাসের 

(c) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাদের

(D) পরিবেশের ইতিহাসের সঙ্গে

উওর: বিজ্ঞান প্রযুক্তির ইতিহাদের


 26, রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন --

(a) জর্জ বার্নাড 

(b) থমাস মেটকাফ

(c) এডউইন লুটিয়েন

(d) ডাওঁ কোলক 

উওর : এডউইন লুটিয়েন


27- কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে – 

(c) সামরিক ইতিহাসের

(b) খেলাধুলার ইতিহাসের

(c) স্থানীয় ইতিহাসের

(d) পরিবেশের ইতিহাসের সঙ্গে

উওর : স্থানীয় ইতিহাসের


28- 'কথাকলি নৃত্য' কোন অঞ্চলের নৃত্য? –

(a) কর্ণাটক

(b) মালাবার

(c) কেরল 

(d) মণিপুর

উওর : কেরল।


29. The Story of My Experiment with Truth গ্রন্থের লেখক হলেন 

(a) জহরলাল নেহেরু 

(b) সুভাষচন্দ্র বসু

(c) মহাত্মা গান্ধি

(d) ড. রাজেন্দ্রপ্রসাদ

উওর : মহাত্মা গান্ধি


30- ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক হলেন - 

(a) রণজিৎ গৃহ

(b) অমলেশ ত্রিপাঠী

(c) রামচন্দ্র গুহ

(d) সুমিত সরকার

উওর : রণজিৎ গৃহ


 31- ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী' বলে অভিহিত করেছেন - 

 (a) জুরগেন কোকা

 (b) মার্ক ব্লখ

 (c) জি.এম ট্রেভেলিয়ান

 (d) লুসিয়েন ফেবর

 উওর : জুরগেন কোকা


32- পৃথিবীর প্রাচীন খেলার নাম কী? (a) কবাডি

(b) জুডো

(c) মানাকালা

(d) হকি

উওর : মানাকালা


 33- বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় –

 (a) বঙ্গদর্শন

 (b) প্রবাসীতে

 (c) সন্ধ্যাতারা

 (d) হিতবাদীতে

 উওর : প্রবাসীতে

 

34-. ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ "Twenty-two yards to Freedom'-এর রচয়িতা-

(a) রোবিয়া মজুমদার

(b) আশিষ নন্দী

(c) মিহির বোগ

(d) রামচন্দ্র গুহ

উওর : রোবিয়া মজুমদার।


35- প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে। -

(a) রোম

(b) গ্রিস

(c) চিন

(d) ভারতবর্ষ

উওর : গ্রিস


36- প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল –

(a) বঙ্গদের্শন

(b) প্রবাসী

(c) সোমপ্রকাশ

(d) হিতবাদী

উওর : সোমপ্রকাশ।


37- দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? 

(a) স্ট্যানলি জ্যাকসন

(b) এলিজাবেথ হাটিকম্ব

(c) র‍্যাচেল কারসন 

(d) আলফ্রেড ক্রসবি

উওর : র‍্যাচেল কারসন


38 - জীবনের ঝরাপাতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?.

(a) বঙ্গদের্শন

(b) প্রবাসী

(c) সোমপ্রকাশ

(d) দেশ

উওর : দেশ


39- জীবনস্বৃতি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?.

(a) বঙ্গদের্শন

(b) প্রবাসী

(c) সোমপ্রকাশ

(d) দেশ

উওর : প্রবাসী।


40 - মোহনবাগান ক্লাব কত খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড জয় করেছিল? 

(a) ১৮১৯ খ্রিস্টাব্দে

(b) ১৯৯৯ খ্রিস্টাব্দেটি 

(c) ১৯১১ খ্রিস্টাব্দে

(d) ১৮১১ খ্রিস্টাব্দে

উওর : ১৯১১ খ্রিস্টাব্দে


Tags : 

দশম শ্রেণির ইতিহাসের ধারণার mcq প্রশ্ন উওর | ক্লাস টেনের ইতিহাসের ধারণা saq | ক্লাস 10 ইতিহাসের ধারণার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উওর | দশম শ্রেণির ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস সাজেশন | মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস ছোট প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর মাধ্যমিক ইতিহাস সাজেশন | wb class 10 history question answer  | wb class 10 history short question answer | wb class 10 history saq question answer | wb class 10 history mcq question answer | Madhyamik History question and answer | Madhyamik History short question and answer Bengali | history question answer | history saq | history question answer | class 10 history short question answer | class 10 history saq question answer  | class 1p history notes | class 10 history suggestion | Madhyamik history question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top