একাদশ শ্রেণির দর্শন প্রশ্ন উওর 2023 |
আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় (WBCHSE Class 11 Indian Philosophy) দর্শনের ধারণা থেকে আস্তিক দর্শন ও নাস্তিক দর্শনের পার্থক্য তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
নিচের পার্থক্য গুলো ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।
বিষয় | আস্তিক দর্শন | নাস্তিক দর্শন |
---|---|---|
সংজ্ঞা | প্রচলিত অর্থে আস্তিক বলতে বোঝায়, যাঁরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন। কিন্তু ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝায় সেই মতবাদকে, যা বেদ বিশ্বাস করে এবং বেদের সিদ্ধান্তকে প্রমাণ হিসেবে গ্রহণ করে। | প্রচলিত অর্থে নাস্তিক বলতে বোঝায়, যাঁরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। কিন্তু ভারতীয় দর্শনে নাস্তিক - বলতে বোঝায় সেই মতবাদ, যা বেদ বিশ্বাস করে না এবং বেদের সিদ্ধান্তকে অভ্রান্ত বলে গ্রহণ করে না। |
দার্শনিক সম্প্রদায় | ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা ছয়টি। এগুলি হল – সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। | ভারতীয় দর্শনের নাস্তিক সম্প্রদায় বলতে বোঝায় চার্বাক, বৌদ্ধ ও জৈন দর্শনকে। |
ঈশ্বরের অস্তিতে বিশ্বাস | আস্তিক দার্শনিক সম্প্রদায়গুলির মধ্যে সাংখ্য ও মীমাংসা দর্শন ঈশ্বরে বিশ্বাসী নয় এবং ন্যায়, বৈশেষিক, যোগ ও বেদান্ত দর্শন ঈশ্বরে বিশ্বাসী। | চার্বাক, বৌদ্ধ ও জৈন—তিনটি নাস্তিক সম্প্রদায়ই ঈশ্বরে বিশ্বাসী নয়। |
আধ্যাত্মবাদী | সমস্ত আস্তিক দার্শনিক সম্প্রদায়গুলি অধ্যাত্মবাদী। | নাস্তিক সম্প্রদায়গুলির মধ্যে বৌদ্ধ ও জৈন দর্শন অধ্যাত্মবাদী, কিন্তু চার্বাক দর্শন জড়বাদী। |
কর্মবাদ ও জন্মান্তরবাদ | ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী। | নাস্তিক সম্প্রদায়গুলির মধ্যে বৌদ্ধ ও জৈনরা কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী কিন্তু চার্বাক সম্প্রদায় কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী নয়। |
অতীন্দ্রীয় সত্তা স্বীকার | ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় অতীন্দ্রিয় সত্তারূপে ঈশ্বরকে স্বীকার করে থাকেন। | নাস্তিক সম্প্রদায় জাগতিক বস্তু বা বিষয় ছাড়া আর অন্য কোনো অতীন্দ্রিয় সত্তাকে স্বীকার করেন না |
গুরুত্বর বিষয় | জ্ঞেয় বস্তুর তুলনায় জ্ঞাতার মনের উপরই বেশি গুরুত্ব আরোপ করে থাকেন। | নাস্তিক সম্প্রদায় বস্তুর স্বাধীন অস্তিত্বের উপরই সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকেন। |