|
WB Class 12 Philosophy MCQ In Bengali |
শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন প্রথম অধ্যায় (WBCHSE Class 12 Philosophy) যুক্তির বাকি 20
টি WBCHSE Class 12 Philosophy MCQ Question Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে
যুক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ 60 টি MCQ Question Answers আগেই শেয়ার করা হয়েছে। তোমরা চাইলে নিচের লিঙ্ক থেকে সেগুলো দেখতে পারো।
WB Class 12 Philosophy MCQ In Bengali || দ্বাদশ শ্রেণির দর্শন MCQ Question Answers 2023
61. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সত্য হলে
যুক্তিবাক্যগুলি____ হয়।
• সত্য হয়
• মিথ্যা হয়
• সত্য-মিথ্যা উভয়ই
• সংশয়াত্মক
• Ans : সত্য হয়
62. যুক্তির আকার থেকে ___ যুক্তি পাওয়া যায়।
• একটি
• দুটি
• তিনটি
• একাধিক
• Ans : একটি
63. অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে___সম্বন্ধ আছে।
• অনিবার্য
• আকস্মিক
• প্রসক্তি
• লৌকিক
• Ans : অনিবার্য
দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায়ের প্রথম 60টি দেখার জন্য নিচের লিংকে ক্লিক করো👇
64. যৌগিক যুক্তির একটি যুক্তিবাক্য অবশ্যই___ হবে।
• সরল
• যৌগিক
• মৌলিক
• বিস্ময়সূচক
• Ans : সরল
65. সত্য বা মিথ্যা হল ___ধর্ম
• বচনের
• শব্দের
• ইচ্ছাশক্তির
• যুক্তির
• Ans : বচনের
66. বৈধ বা অবৈধ হল____ধর্ম।
• বচনের
• শব্দের
• ইচ্ছাশক্তির
• যুক্তির
• Ans : যুক্তির
বচনের বিরোধিতা অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের ৩১ টি MCQ এবং SAQ প্রশ্ন উত্তর দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।
67. কোনো যুক্তির হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্তটি মিথ্যা হলে যুক্তিটি হয়-
• বৈধ
• অবৈধ
• বৈধ-অবৈধ নিরপেক্ষ
• বৈধ-অবৈধ উভয়ই
• Ans : অবৈধ
68. কোন যুক্তির হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্তটি সত্য হলে যুক্তিটি হয়-
• বৈধ
• অবৈধ
• বৈধ-অবৈধ উভয়ই
• বৈধ ও অবৈধ নিরপেক্ষ
• Ans : বৈধ
69. কোনো যুক্তির হেতুবাক্য মিথ্যা অথচ সিদ্ধান্তটি যদি সত্য হয়, তাহলে যুক্তিটি হয়-
• অবৈধ
• বৈধ
• বৈধ-অবৈধ উভয়ই
• বৈধ-অবৈধ নিরপেক্ষ
• Ans : অবৈধ
70. ন্যায়-অনুমান ____ শ্রেণির যুক্তি।
• আরোহ
• মিশ্র
• অবরোহ
• উপমা
71. অবরোহ অনুমান হল-
• এক
• তিন
• দুন্ঠ
• অসংখ্য
• Ans : দুন্ঠ
72. আরোহ অনুমানের সিদ্ধান্তে__কিছু থাকে।
• নতুন
• পুনরুক্তি
• পুরোনো
• নিশ্চিত
• Ans : নতুন।
73. আরোহ অনুমানের সিদ্ধান্ত হল একটি___ সংশ্লেষক বচন।
• সামান্য
• বিশেষ
• ঘটনা
• সামান্য অথবা বিশেষ
• Ans : সামান্য
74. যে অবরোহ অনুমানে দুটি হেতুবাক্য থাকে, তাকে ___অনুমান বলে।
• মাধ্যম
• আধা-অমাধ্যম
• অমাধ্যম
• আধা-মাধ্যম
• Ans : মাধ্যম
75. যে অবরোহ অনুমানে হেতুবাক্যের সংখ্যা একটি তাকে বলা ___ হয়।
• অমাধ্যম
• অনুমান
• মাধ্যম
• সংক্ষিপ্ত
• Ans : অমাধ্যম
76. আরোহ যুক্তির __ সত্যতা বিচার করা হয়।
• সরল
• আকারগত
• অনিবার্য
• বস্তুগত
• Ans : বস্তুগত
77. অনুমান যুক্তির ___আসে।
• পরে
• মধ্যে
• শেষে
• আগে
• Ans : আগে।
78. যুক্তি অনুমানের___আসে।
• পরে
• মধ্যে
• শেষে
• আগে
• Ans : পরে।
79. কোনো যুক্তিকে নিয়ম অনুসারে গঠন করলে তাকে বলা হয়____।
• কল্পনাগত
• বস্তুগত
• চিন্তাগত
• আকারগত
• Ans : আকারগত
80. আকারগত বৈধতায় বিষয়টি ___
যুক্তিতে দেখা যায়।
• অবরোহ
• উপমা
• আরোহ
• সাদৃশ্য
• Ans : অবরোহ
81. কোনো বিষয় যদি বাস্তবের সঙ্গে সংগতিপূর্ণ হয় তবে তাকে বলে তার ___ সত্যতা।
• বস্তুগত
• আকারগত
• সাদৃশ্যগত
• উপমাগত
• Ans : বস্তুগত
Tags : দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ | HS Philosophy MCQ Question Answer | উচ্চমাধ্যিক দর্শন প্রথম অধ্যায়ের MCQ | WB Class 12 Philosophy First Chapter MCQ | দ্বাদশ শ্রেণীর দর্শন যুক্তি অধ্যায়ের প্রশ্ন উওর