WBCHSE Class 12 Philosophy MCQ || দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ Question Answers

0

 

WBCHSE Class 12 Philosophy MCQ || দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ Question Answers
দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ Question Answers


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন প্রথম অধ্যায় (WBCHSE Class 12 Philosophy) যুক্তি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 31 টি WBCHSE Class 12 Philosophy MCQ Question Answers  তোমাদের সঙ্গে শেয়ার করবো। যুক্তি অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ MCQ Question Answers গুলো পরবর্তী Part এ তোমাদের সঙ্গে শেয়ার করবো।


WBCHSE Class 12 Philosophy MCQ || দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ Question Answers


27. যুক্তির কাঠামোকে—

• যুক্তির আকার বলা হয় 

• যুক্তির প্রমাণ বলা হয়

• যুক্তির প্রকার বলা হয় 

• যুক্তির উদ্দেশ্য বলা হয়

• Ans : যুক্তির আকার বলা হয় 


28. যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় যে যুক্তিতে, তা হল—

• উপমা যুক্তি

• আরোহ যুক্তি

• অবরোহ যুক্তি 

• সাদৃশ্য যুক্তি 

• Ans : অবরোহ যুক্তি 

বচনের বিরোধিতা অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের ৩১ টি MCQ এবং SAQ প্রশ্ন উত্তর দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর প্রথম ভাগ

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর দ্বিতীয় ভাগ

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর তৃতীয় ভাগ

এখানে 👉 : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রথম পর্বের 20+ SAQ

এখানে 👉 : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রথম পর্বের 15+ SAQ

29. সম্ভাব্যরূপে যে যুক্তিকে উল্লেখ করা যায়, তা হল-

• অবরোহ যুক্তি

• আরোহ যুক্তি

• মিশ্র যুক্তি 

• অমাধ্যম যুক্তি 

• Ans : আরোহ যুক্তি

দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায়ের প্রথম ২৫টি দেখার জন্য নিচের লিংকে ক্লিক করো👇

• WBCHSE Class 12 Philosophy MCQ PART 1

30. যে বাক্যের ওপর নির্ভর করে কোনো যুক্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে বলে—

• সিদ্ধান্ত বাক্য

• হেতুবাক্য

• সাধ্য বাক্য

• সহকারী বাক্য

• Ans : হেতুবাক্য


31. কোনো যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয়, তাকে বলে—

• সিদ্ধান্ত বাক্য

• হেতু বাক্য

• পক্ষ বাক্য

• সহযোগী বাক্য

• Ans : সিদ্ধান্ত বাক্য


32. তর্কবিদ্যাকে “সর্বশাস্ত্রের প্রদীপ” বলেছেন—

• অ্যারিস্টটল

• প্লেটো

• অন্নমভট্ট

• চার্বাক

• Ans :অন্নমভট্ট


33. জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাবার প্রক্রিয়াকে বলা হয়—

• কল্পনা

• অনুমান

• প্রত্যক্ষ

• শব্দ

• Ans : অনুমান


34. চিন্তার মূল নীতিসমূহের বিজ্ঞান বলা হয় —

• মনোবিদ্যাকে 

• তর্কবিদ্যাকে

• নীতিবিদ্যাকে 

• দর্শনকে 

• Ans : তর্কবিদ্যাকে


35. যুক্তিবাক্যের অপর নাম হল-

• হেতুবাক্য

• সিদ্ধান্তবাক্য

• ন্যায়বাক্য 

• সাধ্যবাক্য

• Ans : হেতুবাক্য


36. তর্কবিদ্যা আমাদের-

• বাকযুদ্ধ করতে শেখায় 

• কল্পনা করতে শেখায়।

• যথাযথ আচরণ করতে শেখায়

• যথাযথভাবে যুক্তি বা তর্ক করতে শেখায়

• Ans : যথাযথভাবে যুক্তি বা তর্ক করতে শেখায়


37. তর্কবিদ্যা হল একটি শব্দ- 

• আরবি

• উর্দু

• বাংলা

• হিন্দি

• Ans : বাংলা


38. Logic হল একটি শব্দ-

• গ্রিক

• ইংরেজি

• ফারসি

• জার্মান

• Ans : ইংরেজি


39. চিন্তার প্রকাশিত রূপকে বলে- 

• অনুমান 

• বচন

• যুক্তি 

• বাক্য

• Ans : বাক্য।


40. বচনের উৎস হল- 

• যুক্তি 

• বচন

• ইচ্ছা

• বাক্য

• Ans : বাক্য


41. বাক্যের উৎস হল-

• চিন্তা

• অনুমান

• অনুভূতি

• ইচ্ছা 

• Ans : চিন্তা


42. সব বচনই হল বাক্য, কিন্তু সব বাক্য____

নয়।

• যুক্তি 

• অনুমান 

• বচন

• চিন্তা 

• Ans : বচন


43. অবরোহ যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা কত?

• এক

• অসংখ্য

• একাধিক

• এক বা একাধিক

• Ans : এক বা একাধিক


44. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে ____ভাবে নিঃসৃত হয়। 

• আকস্মিক

• অনিবার্য

• খামখেয়ালি

• ইচ্ছামতো

• Ans : অনিবার্য


45. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময়ই -

• অনিশ্চিত 

• সন্দেহপূর্ণ

• নিশ্চিত

• কাকতালীয়

• Ans : নিশ্চিত


46. আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময়ই- 

• নিশ্চিত

• কাকতালীয়

• যথার্থ 

• সম্ভাব্য

• Ans : সম্ভাব্য


47. অবরোহ ও আরোহ যুক্তির___ পার্থক্য রয়েছে।

• মাত্রাগত

• প্রকৃতিপত

• পরিমাণগত

• গুণগত

• Ans : প্রকৃতিপত


48. যুক্তি গঠিত হয়____দিয়ে।

• ভাষা 

• শব্দ

• বচন

• অনুভূতি 

• Ans : বচন


49. কোনো যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয়, তাকে - বলে।

• যুক্তিবাক্য

• সিদ্ধান্ত

• প্রধান যুক্তিবাক্য

• হেতুবাক্য

• Ans : সিদ্ধান্ত


50. যুক্তির অন্তঃস্থিত বচনগুলিকে বলা হয় যুক্তির- 

• অবয়ব

• উৎস

• পরিমাণ

• গুণ

• Ans : অবয়ব


51. যুক্তিকে মূলত____শ্রেণিতে বিভক্ত করা হয়।

• দুটি 

• তিনটি 

• চারটি 

• পাঁচটি

• Ans : দুটি


52. ভাষায় প্রকাশিত অনুমানকে বলে- 

• বাক্য 

• বচন

• যুক্তি

• কোনোটিই নয়

• Ans : যুক্তি


53. অনুমান হল একটি ___ প্রক্রিয়া।

• মানসিক

• ভাষাগত

• শব্দগত

• বাহ্যিক

• Ans : ভাষাগত


54. অবরোহ যুক্তিতে হেতুবাক্যের ___সত্যতা বিচার হয়।

• বস্তুগত

• আকারগত

• পরিমাণগত

• গুণগত

• Ans : আকারগত


55.___ যুক্তির বৈধতা প্রমাণ করা যায়।

• অবরোহ 

• উপমা

• আরোহ

• সাদৃশ্য

• Ans : অবরোহ


56. ____ যুক্তির সিদ্ধান্তটি সবসময়ই সম্ভাব্য।

অবরোহ

• অবরোহ 

• উপমা

• আরোহ

• সাদৃশ্য

• Ans : অরোহ।


57. উপমা যুক্তি গঠিত হয়___ ভিত্তিতে।

• ঘটনা

• সাদৃশ্যের

• বৈশাদৃশ্যের

• গুণের 

• Ans : সাদৃশ্যের


58. তর্কবিদ্যা হল একটি___মূলক বিজ্ঞান।

• পরিমাণের

• বস্তুনিষ্ঠ

• আদর্শ

• সংখ্যা

• Ans : আদর্শ


59. আরোহীযুক্তির সিদ্ধান্ত প্রতিষ্ঠায় একটি

___থাকে।

• নিশ্চয়তা

• অনিবার্যতা

• প্রসক্তির বিষয় 

• ঝুকির 

• Ans : অনিবার্যতা


60. যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যের মধ্যেই প্রচ্ছন্নভাবে নিহিত___থাকে

• আরোহ

• অবরোহ

• উপমা 

• সাদৃশ্য

• Ans : 

• অবরোহ

61. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সত্য হলে যুক্তিবাক্যগুলি___ হয়।

• সত্য হয়। 

• মিথ্যা হয়

• সত্য-মিথ্যা উভয়ই 

• সংশয়াত্মক

• Ans : সত্য হয়।

Tags : দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ | HS Philosophy MCQ Question Answer | উচ্চমাধ্যিক দর্শন প্রথম অধ্যায়ের MCQ | WB Class 12 Philosophy First Chapter MCQ | দ্বাদশ শ্রেণীর দর্শন যুক্তি অধ্যায়ের প্রশ্ন উওর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top