|
দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন প্রথম অধ্যায় (WBCHSE Class 12 Philosophy) যুক্তি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 টি WBCHSE Class 12 Philosophy SAQ Question Answers তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড়, সে কারণেই যুক্তি অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ MCQ Question Answers গুলো পরবর্তী দুটি ধাপে তোমাদের সঙ্গে শেয়ার করবো।
দ্বাদশ শ্রেণী দর্শন প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর || WB Class 12 Philosophy SAQ Question Answers 2023
1. যুক্তি কাকে বলে?
উওর : একটি জ্ঞাত সত্য থেকে একটি অজ্ঞাত সত্য লাভের যে প্রক্রিয়া,তাকে বলা হয় অনুমান। যখন এই অনুমান ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তি বলে।
2. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি কী যুক্তিবাক্য থেকে ব্যাপকতর ?
উওর : না। অবরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত বাক্যটি কখনোই যুক্তি বাক্যের চেয়ে ব্যাপকতর নয়।
3. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি কী যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর ?
উওর : না। অবরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত বাক্যটি কখনোই যুক্তি বাক্যের থেকে ব্যাপকতর নয়।
4. তর্কবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কী?
উওর : তর্ক বিদ্যার ইংরেজি প্রতিশব্দটি হলো Logic।
5. Logic শব্দটি কোন্ শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
উওর : Logic শব্দটি গ্রিক শব্দ Logike থেকে উদ্ভূত হয়েছে।
6. Logos শব্দটির অর্থ কী?
উওর : Logos শব্দটি একটি গ্রিক শব্দ যার অর্থ হলো চিন্তা বা চিন্তার বাহন তথা ভাষা।
7. যুক্তি গঠিত হয় কী দিয়ে?
উওর : যুক্তি দিয়ে বচন গঠিত হয়।
8. বচনগুলিকে যুক্তির কী বলা হয়?
উত্তর : বচন গুলিকে একটি যুক্তির উপাদান বলা হয়।
9. অবরোহ যুক্তিতে কোন্ ধরনের সত্যতা আলোচনা করা হয় ?
উওর : অবরোহ যুক্তিতে বচনের আকার গত সত্যতা নিয়ে আলোচনা করা হয়।
10. কোন যুক্তিতে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়?
উওর : অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়।
11. যুক্তির আকার কাকে বলে?
উওর : যে প্রক্রিয়া বা কৌশলে একাধিক বচন সংযুক্ত হয়ে একটি যুক্তি গঠন করে সেই প্রক্রিয়া বা কৌশলকে
তাকে যুক্তির আকার বলে।
12. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি কী যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত
উওর : অবরোহ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য বা যুক্তিবাক্য গুলি যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত বাক্যটিও অবশ্যই সত্য হবে। সুতরাং অবরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়।
13. হেতুবাক্য বা যুক্তিবাক্য কাকে বলে?
উওর : যেই বাক্য গুলির ওপর নির্ভর করে সিদ্ধান্ত বাক্য তৈরি হয় তাকে হেতুবাক্য বা যুক্তিবাক্য বলে।
14. সিদ্ধান্তবাক্য কাকে বলে?
উওর : সমস্ত হেতু বাক্যের সাহায্যে যে একটি বাক্য বা বচন প্রতিষ্ঠিত হয় তাকে সিদ্ধান্ত বাক্য বলা হয়।
15. অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ককে কীরুপ সম্পর্ক বলা হয়।
উওর : অবরোহ যুক্তিতে যুক্তি বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হলো অনিবার্য সম্পর্ক।।
16. আরোহ যুক্তির সিদ্ধান্তটি কীরূপ হয়?
উওর : আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময়ই যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর।
17. কোন যুক্তি বৈধ অথবা অবৈধরূপে গণ্য?
উওর : যখন কোন হেতু বাক্য বা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত বাক্যটি অনিবার্যভাবে নিঃসৃত হয়,তখন তাকে বৈধ যুক্তি বলা হয়। এবং যদি সিদ্ধান্ত বাক্যটি অনিবার্য ভাবে না নিঃসৃত হয়, তবে তাকে অবৈধ যুক্তি বলা হয়।
18. একটি যুক্তি কখন বৈধ হয়?
উওর : যখন কোন হেতু বাক্য বা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত বাক্যটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন।
19. একটি যুক্তি কখন অবৈধ হয়?
উওর : যখন কোন হেতু বাক্য বা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত বাক্যটি অনিবার্যভাবে নিঃসৃত হয় না তখন।
20. একটি যুক্তি কী সত্য বা মিথ্যা হতে পারে?
উওর : না। একটি বচন সত্য বা মিথ্যা উভয়ই হতে পারলেও একটি যুক্তি সত্য এবং মিথ্যা হতে পারে না।
21. সত্য বা মিথ্যার বিষয়টি কার সঙ্গে জড়িত?
উওর : সত্য বা মিথ্যা বিষয়টি বচনের সঙ্গে জড়িত থাকে।।
22. আরোহ যুক্তির বৈধতা কিসের ওপর নির্ভরশীল।
উওর : আরোহ যুক্তির বৈধতা তার হেতু বাক্য গুলির ওপর নির্ভর করে।
23. কোনো বৈধ যুক্তির সিদ্ধান্ত কী মিথ্যা হতে পারে?
উওর : হ্যা। কোনো বৈধ যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হতে পারে ।।
24. বৈধ যুক্তির যুক্তিবাক্যগুলি কী সবসময়ই সত্য হয়?
উওর : না। বৈধ যুক্তির যুক্তিবাক্যগুলি সবসময়ই সত্য হয় না।
25. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি নিশ্চিত না সম্ভাব্য?
উওর : অবরোহ যুক্তির সিদ্ধান্তটি নিশ্চিত।
26. আরোহ যুক্তির সিদ্ধান্তটি নিশ্চিত না সম্ভাব্য ?
উওর : আরোহ যুক্তির সিদ্ধান্তটি সম্ভাব্য।
27. কোন যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়।
উওর : আরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্যকে অতিক্রম করে।
28. কোনো অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি বৈধ না অবৈধ হবে?
উওর : যদি কোনো অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে সেই যুক্তিটি অবৈধ হবে।।
29. আরোহ যুক্তির সিদ্ধান্ত কী বিশেষরূপে গণ্য।
উওর : আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষক বচন রূপে গণ্য।
30. যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যের সংখ্যা কয়টি?
উওর : যুক্তির ক্ষেত্রে যুক্তি বাক্যের সংখ্যা এক বা একাধিক উভয়ই হতে পারে।
Tags : দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের SAQ | HS Philosophy SAQ Question Answer | উচ্চমাধ্যিক দর্শন প্রথম অধ্যায়ের MCQ | WB Class 12 Philosophy First Chapter SAQ | দ্বাদশ শ্রেণীর দর্শন যুক্তি অধ্যায়ের প্রশ্ন উওর