দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ || HS Philosophy MCQ Question Answers 2023

0

  

দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ || HS Philosophy MCQ Question Answer
HS Philosophy MCQ Question Answers 2023


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন প্রথম অধ্যায় (WBCHSE Class 12 Philosophy) যুক্তি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ২৫ টি WBCHSE Class 12 Philosophy MCQ Question Answer  তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড়, সে কারণেই যুক্তি অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ MCQ Question Answer গুলো পরবর্তী দুটি ধাপে তোমাদের সঙ্গে শেয়ার করবো।

দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ || HS Philosophy MCQ Question Answers 2023

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. তর্কবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হল-


• Logic


• Logike


• Metaphysics


• Logos


• Ans : Logic


2. তর্কবিদ্যার সমার্থক শব্দ হল-


• নীতিবিদ্যা


• সমাজবিদ্যা


• মূল্যবিদ্যা


• যুক্তিবিদ্যা


• Ans : যুক্তিবিদ্যা

বচনের বিরোধিতা অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের ৩১ টি MCQ এবং SAQ প্রশ্ন উত্তর দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর প্রথম ভাগ

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর দ্বিতীয় ভাগ

এখানে👉 : বচনের বিরোধিতা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর তৃতীয় ভাগ

এখানে 👉 : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রথম পর্বের 20+ SAQ

এখানে 👉 : বচনের বিরোধীতা অধ্যায়ের প্রথম পর্বের 15+ SAQ

3. তর্কবিদ্যা সম্পর্কে যে বিশেষণটি প্রয়োগ করা যায়, তা হল-


• আধুনিক শাস্ত্র


• প্রাচীন শাস্ত্র


• মধ্যযুগীয় শাস্ত্র 


• অযৌক্তিক শাস্ত্র


• Ans : প্রাচীন শাস্ত্র


4. তর্কবিদ্যা বলে—


• বৈধ চিন্তার নিয়মাবলির আলোচনাকে


• চিন্তার আলোচনাকে


• ভাষার আলোচনাকে 


• মানুষের ব্যবহারের আলোচনাকে


• Ans : বৈধ চিন্তার নিয়মাবলির আলোচনাকে


5. Logos শব্দটির অর্থ হল-


• চিন্তা


• অনুমান


• ইচ্ছা


• নৈতিকতা


• Ans : চিন্তা


6. বচন বলা হয়- 


• বাক্যকে


• চিন্তার প্রকাশকে


• বাক্যের পরিশ্রুত রূপকে 


• বাক্যের অংশকে


• Ans : চিন্তার প্রকাশকে


7. বাক্য বলা হয়-


• চিন্তার প্রকাশকে


• চিন্তার ভাষাগত প্ৰকাশকে


• চিন্তার দৈহিক অঙ্গভঙ্গিগত প্রকাশকে


• চিন্তার মানসিক-রূপকে


• Ans : চিন্তার ভাষাগত প্ৰকাশকে


এই অধ্যায়ের আরও 30 টি MCQ দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো👇

• WBCHSE Class 12 Philosophy 30+ MCQ


8. যে বাক্যের সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে বলে—


• হেতুবাক্য


• সিদ্ধান্তবাক্য 


• নিরপেক্ষবাক্য


• ঘোষকবাক্য


• Ans : হেতুবাক্য


9. হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয়, তাকে বলে—


• যুক্তিবাক্য


• প্রধান যুক্তিবাক্য


• সিদ্ধান্ত


• অঙ্গবাক্য


• Ans : সিদ্ধান্ত


10. যুক্তিবাক্য অপেক্ষা সিদ্ধান্তের ব্যাপকতা কম হলে, সেই যুক্তিকে বলা হয়—


• অবরোহ যুক্তি 


• আরোহ যুক্তি


• উপমা মুক্তি


• লৌকিক মুক্তি


• Ans : অবরোহ যুক্তি 


11. অবরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়েই— 


• সত্য হয়


• মিথ্যা হয়


• সত্য-মিথ্যা উভয়ই হয় 


• নিশ্চিত হয় 


• Ans : সত্য-মিথ্যা উভয়ই হয় 



12. আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময়েই-


• নিশ্চিত 


• সম্ভাব্য  


• বৈধ 


• অবৈধ


• Ans : বৈধ


13. বচনের আকার বলতে বোঝায়-


• শব্দের আকারকে 


• অনুমানের আকারকে


• অবধারণের আকারকে 


• বচনের কাঠামোকে 


• Ans : বচনের কাঠামোকে


14. বৈধ আরোহ যুক্তিতে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্ক হল—


• প্রসক্তি সম্পর্ক 


• আকস্মিক সম্পর্ক


• অনুমানলব্ধ সম্পর্ক 


• নিরপেক্ষ সম্পর্ক


• Ans : প্রসক্তি সম্পর্ক 


15. বৈধতার প্রশ্নটি যার সঙ্গে জড়িত, তা হল


• বাক্য


• বচন


• সিদ্ধান্ত


• যুক্তির আকার


• Ans : বচন


16. ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয়-


• অবধারণ


• বাক্য


 • বচন 


 • যুক্তি

 

• Ans : যুক্তি।


17. অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য হল—


• প্রকৃতিগত 


• সত্যতাগত


• মাত্রাগত


• সংখ্যাগত


• Ans : সংখ্যাগত

এই অধ্যায়ের আরও 30 টি MCQ দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো👇

• WBCHSE Class 12 Philosophy 30+ MCQ

18. তর্কবিদ্যার মূল উৎস হল—


• ভাষা 


• চিন্তা


• অনুমান


 • যুক্তি

 

• Ans : যুক্তি।


19. Logic (তর্কবিদ্যা) শব্দটি হল—


• একটি ইংরেজি শব্দ 


• একটি গ্রিক শব্দ


• একটি লাতিন শব্দ


• স্প্যানিশ শব্দ


• Ans : একটি ইংরেজি শব্দ


20. তর্ক বিদ্যায় -


• চিন্তা শব্দটির অর্থ হল মানসিক প্রক্রিয়া


• চিন্তা শব্দটির অর্থ হল বাক্য 


• চিন্তা শব্দটির অর্থ হল বচন


• চিন্তা শব্দটির অর্থ হল যুক্তি


• Ans : চিন্তা শব্দটির অর্থ হল যুক্তি


21. যুক্তি বলে-


• অনুমানের ভাষাগত রূপকে


• মানসিক প্রক্রিয়াকে


• মনের কল্পনাকে 


• মনের আকাঙ্ক্ষাকে


• Ans : অনুমানের ভাষাগত রূপকে


22. একটি যুক্তি বৈধ হয়— 


• যখন যুক্তি ভাষায় প্রকাশিত হয়


• যখন যুক্তি অর্থপূর্ণ হয়।


• যখন সিদ্ধান্তটি অনিবার্যভাবে যুক্তি বাক্য থেকে নিঃসৃত হয় না


• যখন সিদ্ধান্তটি অনিবার্যভাবে হেতু বাক্য থেকে নিঃসৃত হয় 


• Ans : যখন সিদ্ধান্তটি অনিবার্যভাবে হেতু বাক্য থেকে নিঃসৃত হয় 


23. একটি যুক্তি অবৈধ হয়—

•  যখন যুক্তিবাক্য থেকে সেটি অনিবার্যভাবে নিঃসৃত না হয়


• যখন যুক্তিবাক্য থেকে সেটি অনিবার্যভাবে নিঃসৃত হয়


• যখন যুক্তি অর্থপূর্ণ হয়


• যখন যুক্তি বচনের সঙ্গে সম্পর্কহীন হয় 


• Ans : যখন যুক্তিবাক্য থেকে সেটি অনিবার্যভাবে নিঃসৃত না হয়


24. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই-


• অনিশ্চিত হয়।


• নিশ্চিত হয়।


• সংশয়পূর্ণ হয়


• সম্ভাব্য হয়


• Ans : নিশ্চিত হয়।


25. আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময়ই—


• অনিশ্চিত হয়। 


• নিশ্চিত হয়


• প্রমাণমূলক হয়।


• উপমামূলক হয়


• Ans : অনিশ্চিত হয়। 


26. যুক্তির বৈধতা বলতে বোঝায়—


• যুক্তিটি শুধুমাত্র বৈধ হবে 


• যুক্তিটি শুধুমাত্র অবৈধ হবে


• যুক্তি বৈধ অথবা অবৈধ যে-কোনোটিই হবে 


• যুক্তিটি বাস্তবের সঙ্গে সংগতিপূর্ণ হবে


• Ans : যুক্তি বৈধ অথবা অবৈধ যে-কোনোটিই হবে


Tags : দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ | HS Philosophy MCQ Question Answer | উচ্চমাধ্যিক দর্শন প্রথম অধ্যায়ের MCQ | WB Class 12 Philosophy First Chapter MCQ | দ্বাদশ শ্রেণীর দর্শন যুক্তি অধ্যায়ের প্রশ্ন উওর 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top