বিভিন্ন হরমোন সংক্রান্ত রোগের তালিকা || WB Class 10 Life Science Question Answers

0

বিভিন্ন হরমোন সংক্রান্ত রোগের তালিকা || WB Class 10 Life Science Question Answers
বিভিন্ন হরমোন সংক্রান্ত রোগের তালিকা

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকে প্রাণী হরমোন সংক্রান্ত, বিভিন্ন হরমোন সংক্রান্ত বিভিন্ন রোগ,কারণ ও তার লক্ষনের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরিক্ষায় প্রাণী হরমোন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আসে। যেমন- কোন হরমোনের অধিকরণের ফলে অতিকায়ত্ত রোগ দেখা যায়? কোন হরমোনের ফলে ডায়াবেটিস রোগ হয়? গলগন্ড বা গয়টার রোগ হয় কেন? ইত্যাদি।
 
রোগের নাম কারণ উপসর্গ বা রোগের লক্ষন
কুশিং বর্ণিত লক্ষণ ACTH এর অধিক ক্ষরণ __
বামনত্ব গ্রোথ হরমোন অথবা সোমাটোট্রপিক হরমোনের কম ক্ষরণ। শরীরের আকার স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়া।
অতিকায়ত্ব বা অ্যাক্রেমেগালী গ্রোথ হরমোন অথবা সোমাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণ। শরীরের আকার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হওয়া।
ক্রেটিনিজম থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় এবং তারা জড়বুদ্ধিসম্পন্ন হয়।
মিক্সিডিমা থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ। মিক্সিডিমা রোগের লক্ষণ হলো- মিক্সিডিমা রোগে দেহের ত্বক পুরু, খসখসে, লােমহীন হয়। এছাড়াও মাথার চুল উঠে যাওয়া, চোখ-মুখ ফোলা, স্থূল জিহ্বা, BMR কমে যাওয়া, হৃৎস্পন্দন কমে যাওয়া, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া ইত্যাদি
গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার বা গলগন্ড থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণ। গয়টার রোগের লক্ষণ হলো- গয়টার রোগে গলার কাছে এটি টিউমারের সৃষ্টি হয়। তাই স্বাভাবিকভাবেই গলা অনেক ফুলে ওঠে।
ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র অ্যান্টি ডাই ইউরেটিক হরমোনের কম ক্ষরণ। ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগের লক্ষণ হলো- এই রোগে আক্রান্ত ব্যক্তির বারবার জল তেষ্টা পায়। তাই বারবার জলপান করার পরে সেই ব্যক্তিকে বারবার মত্র ত্যাগ করতে হয়।
ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ ইনসুলিন হরমোনের কম ক্ষরণ। ডায়াবেটিস মেলিটাস রোগের লক্ষণ হল- এই রোগে আক্রান্ত ব্যক্তির সহজে কোন ঘা শুকোয় না, বারবার মূত্র ত্যাগ করতে হয়, অতিরিক্ত খিদে পায়,দেহের ওজন কমে যায়, মূত্রের শর্করার উপস্থিতি বাড়ে,প্রবল তেষ্টা পায় ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top