 |
বিভিন্ন হরমোন সংক্রান্ত রোগের তালিকা |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকে
প্রাণী হরমোন সংক্রান্ত, বিভিন্ন হরমোন সংক্রান্ত বিভিন্ন রোগ,কারণ ও তার লক্ষনের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরিক্ষায়
প্রাণী হরমোন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আসে। যেমন-
কোন হরমোনের অধিকরণের ফলে অতিকায়ত্ত রোগ দেখা যায়? কোন হরমোনের ফলে ডায়াবেটিস রোগ হয়? গলগন্ড বা গয়টার রোগ হয় কেন? ইত্যাদি।
রোগের নাম |
কারণ |
উপসর্গ বা রোগের লক্ষন |
কুশিং বর্ণিত লক্ষণ |
ACTH এর অধিক ক্ষরণ |
__ |
বামনত্ব |
গ্রোথ হরমোন অথবা সোমাটোট্রপিক হরমোনের কম ক্ষরণ। |
শরীরের আকার স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়া। |
অতিকায়ত্ব বা অ্যাক্রেমেগালী |
গ্রোথ হরমোন অথবা সোমাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণ। |
শরীরের আকার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হওয়া। |
ক্রেটিনিজম |
থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ |
শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় এবং তারা জড়বুদ্ধিসম্পন্ন হয়। |
মিক্সিডিমা |
থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ। |
মিক্সিডিমা রোগের লক্ষণ হলো-
মিক্সিডিমা রোগে দেহের ত্বক পুরু, খসখসে, লােমহীন হয়। এছাড়াও মাথার চুল উঠে যাওয়া, চোখ-মুখ ফোলা, স্থূল জিহ্বা, BMR কমে যাওয়া, হৃৎস্পন্দন কমে যাওয়া, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া ইত্যাদি
|
গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার বা গলগন্ড |
থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণ। |
গয়টার রোগের লক্ষণ হলো-
গয়টার রোগে গলার কাছে এটি টিউমারের সৃষ্টি হয়। তাই স্বাভাবিকভাবেই গলা অনেক ফুলে ওঠে। |
ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র |
অ্যান্টি ডাই ইউরেটিক হরমোনের কম ক্ষরণ। |
ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগের লক্ষণ হলো- এই রোগে আক্রান্ত ব্যক্তির বারবার জল তেষ্টা পায়। তাই বারবার জলপান করার পরে সেই ব্যক্তিকে বারবার মত্র ত্যাগ করতে হয়। |
ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ |
ইনসুলিন হরমোনের কম ক্ষরণ। |
ডায়াবেটিস মেলিটাস রোগের লক্ষণ হল- এই রোগে আক্রান্ত ব্যক্তির সহজে কোন ঘা শুকোয় না, বারবার মূত্র ত্যাগ করতে হয়, অতিরিক্ত খিদে পায়,দেহের ওজন কমে যায়, মূত্রের শর্করার উপস্থিতি বাড়ে,প্রবল তেষ্টা পায় ইত্যাদি। |