একাদশ শ্রেণির ভারতীয় দর্শন প্রশ্ন উওর এবং সাজেশন |
আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় (WBCHE Class 11 Indian Philosophy) দর্শনের ধারণা থেকে ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের নাম ও তাদের প্রতিষ্ঠাতাদের নামের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখান থেকে পরিক্ষায় প্রশ্ন থাকে। যেমন- চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে?, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? ইত্যাদি।
ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের তালিকা || একাদশ শ্রেণির ভারতীয় দর্শন প্রশ্ন উওর এবং সাজেশন
ভারতীয় দর্শনে,ভারতীয় দর্শন সম্প্রদায়কে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। এই দুটি ভাগ হয় বেদ এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখার ভিত্তিতে। ভারতীয় দার্শনিক সম্প্রদায়কে আস্তিক দর্শন সম্প্রদায় এবং নাস্তিক দর্শন সম্প্রদায়- এই দুই দার্শনিক সম্প্রদায়ে ভাগ করা হয়। সাধারণ অর্থে যে সমস্ত দার্শনিক সম্প্রদায়ের বেদ এবং ঈশ্বরের উপর বিশ্বাসী তাদের আস্তিক দার্শনিক সম্প্রদায় বলা হয়। এবং অপরদিকে যে সমস্ত দার্শনিক সম্প্রদায় বেদের ওপর এবং ঈশ্বরের অস্তিত্বের উপর বিশ্বাস করে না তাদের মূলত নাস্তিক দার্শনিক সম্প্রদায় বলা হয়।
ভারতের আস্তিক দর্শন সম্প্রদায় বলতে সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, মীমাংসা ও বেদান্ত-এই ছয় প্রকার দার্শনিক সম্প্রদায় কে বোঝায়,যাদের একত্রে ষড়দর্শন বলা হয়। অপরদিকে ভারতীয় দর্শন সম্প্রদায়ের নাস্তিক দর্শন সম্প্রদায় বলতে চার্বাক দর্শন,বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শনকে বোঝায়। নিচের তালিকায় এই সমস্ত ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের নাম এবং তাদের প্রতিষ্ঠাতাদের নামের তালিকা উল্লেখ করা হলো।
ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের তালিকা
দার্শনিক সম্প্রদায় | তার প্রতিষ্ঠাতার নাম |
---|---|
সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? | মহাঋষি কপিল। |
যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? | মহর্ষি পাতঞ্জল বা পাতঞ্জলি। |
ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? | মহর্ষি গৌতম। |
বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? | ঋষি কণাদ। |
চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে? | লোকপুত্র বৃহস্পতি। |
বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে? | গৌতম বুদ্ধ |
জৈন দর্শনের প্রতিষ্ঠাতা কে / কারা? | ২৪ জন তীর্থঙ্কর হলেন জৈন দর্শনের প্রতিষ্ঠাতা। |