প্রশ্নঃ অবরোহন প্রক্রিয়া কাকে বলে?
উওরঃ বিভিন্ন ধরনের বহির্জাত প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন উচু স্থান গুলি ধীরে ধীরে ক্ষয়ের মাধ্যমে ক্রমশ নিচু ভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে অবরোহন প্রক্রিয়া বলে। অবরোহন প্রক্রিয়ার অপর নাম নগ্নীভবন।
প্রশ্নঃ আরোহন প্রক্রিয়া কাকে বলে?
উওরঃ বিভিন্ন ধরনের বহির্জাত প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন নিচু অংশগুলি ক্রমশ বিভিন্ন পদার্থের সঞ্চয় কাজের মাধ্যমে ভরাট হয়ে উঁচু ভূমিতে পরিণত হয়। ভূপৃষ্ঠের নিচু স্থান গুলি সঞ্চয় কাজের মাধ্যমে উঁচু হওয়ার প্রক্রিয়াকেই আরোহন প্রক্রিয়া বলা হয়।
অবরোহন এবং আরোহনের মধ্যে পার্থক্য গুলো ভালো করে দেখার জন্য ফোনটা Desktop Mode করে নাও।।
অবরোহন | আরোহন |
---|---|
অবরোহণ প্রক্রিয়া বলিতে সাধারণত সেই সব প্রক্রিয়াকে বোঝায় যা ভূপৃষ্ঠের উচ্চতা কমায়। | আরোহণ প্রক্রিয়া বলতে সেই সব প্রক্রিয়াকে বোঝায় যা ভূপৃষ্ঠের উচ্চতা বাড়ায়। |
অবরোহণ মূলত তিনটি প্রক্রিয়ার সংগঠিত হয়—পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন ও অপসরণ প্রক্রিয়ার মাধ্যমে। | আরোহণ প্রধানত বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির সঞ্চয় কার্যের ফলে ঘটে। |
অবরোহণ হল প্রকৃতপক্ষে বিভিন্ন প্রকার বিশেষত গতিশীল প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্য ও ক্ষয়জাত পদার্থের বহন বা অপসারণ | আরোহণ হল প্রকৃতপক্ষে বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থের সঞয় বা অবক্ষেপণ। |
অবরোহণ পদ্ধতিতে ভূপৃষ্ঠের কোনো স্থান ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমশ নীচু হয়। | আরোহণ পদ্ধতিতে ভূপৃষ্ঠের কোনো অবনমিত নীচু অংশ ভরাট হয়ে ক্রমশ উঁচু হয়। |