![]() |
একাদশ শ্রেণির দর্শন- দর্শনের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর |
WB Class 11 Philosophy SAQ || একাদশ শ্রেণির দর্শন- দর্শনের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর
1- ভারতীয় মতে দর্শন কি?
উওর : ভারতীয় মতে দর্শন হল নিজেকে দেখা বা জানা।
2- দর্শনের সমস্যা কি?
উওর : দর্শনের সমস্যা হলো আন্তর সমস্যা।
3- " সংশয় থেকে দর্শনের উৎপত্তি " - কে একথা বলেছেন?
উওর : রেনে দেকার্ত।
4 - Philosophy কথার ব্যুৎপত্তিগত অর্থ কি?
উওর : জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ।
5- Philosophy শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উওর : দুটি গ্রিক শব্দ Philos এবং Sophia থেকে Philosophy শব্দটি উৎপন্ন হয়েছে।
6- Philos কথার অর্থ কি?
উওর : আগ্রহ বা অনুরাগ।
7- sophia কথার অর্থ কি?
উওর : জ্ঞান।
8 - কে সর্বপ্রথম Philosopher কথাটি ব্যবহার করেছিলেন?
উওর : পিথাগোরাস।
8- কার মতে বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি?
উওর : প্লেটো।
9- Critique Of Pure Reason গ্রন্থটির লেখক কে?
উওর : দার্শনিক কান্ট।
10 - মেটাফিজিকস শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উওর : অ্যারিস্টটল।
11 - " আমি চিন্তা করি। অতএব আমি আছি"- এ কথা কে বলেছেন?
উওর : আমি চিন্তা করি। অতএব আমি আছি"- একথা বলেছিলেন আধুনিক দার্শনিক রেনে দেকার্ত।
12- দর্শনের সমস্যা কি?
উওর : দর্শনের সমস্যা হচ্ছে তাঁর আন্তর সমস্যা। অর্থাৎ দর্শনের স্বরূপ নির্ণয় করাই এর প্রধান সমস্যা।
13- জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কি?
উওর : দর্শনের একটি অন্যতম শাখা হল জ্ঞানবিদ্যা। জ্ঞান বিদ্যার আলোচ্য বিষয় হল জ্ঞান সংক্রান্ত নানা বিষয়। যেমন - জ্ঞান কী, জ্ঞানের উৎস কি, জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়,জ্ঞানের শর্ত গুলি কি কি ইত্যাদি বিষয়।
14 - অধিবিদ্যা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে?
উওর : দর্শনের একটি প্রধান শাখা হলো অধিবিদ্যা বা Metaphysics। যেসব ঘটনাকে আমাদের ইন্দ্রিয়ের বাইরে, যেমন কার্যকরন তত্ত্ব, চিৎ, অচিৎ, ঈশ্বর দেশ, সময় প্রভৃতি বিষয় গুলো অধিবিদ্যার আলোচ্য বিষয়।
15 - নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি?
উওর : দর্শনের যে শাখায় মানুষের আচার আচরণের ভালো মন্দের কথা আলোচনা করা হয়,তাই হলো নীতিবিদ্যা। সুতরাং মানুষের আচার-আচরণ,কার্যকলাপের ভালো-মন্দ বিচার করাই হলো নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়।
16 - কারা মনে করেন যে অধিবিদ্যা অর্থহীন?
উওর : এ.জে.এয়ার,কারনাপ প্রমুখ যৌক্তিক দৃষ্টিবাদী দার্শনিকগণ অধিবিদ্যা কে অর্থহীন বলে মনে করেন।
17 - সমাজ দর্শনের আলোচ্য বিষয় কি?
উওর : দর্শনের যে শাখায় শাস্ত্র দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজ সম্বন্ধে এক চরম ব্যাখ্যা দানের চেষ্টা করে,তাকে সমাজ দর্শন বলে। সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় হল সমাজের উদ্দেশ্য,আদর্শ ও মূল্য নিয়ে আলোচনা করা।।
18 - মেটাফিজিকস শব্দের বুৎপত্তিগত অর্থ কি?
উওর : মেটাফিজিকস হলো দর্শনের একটি অন্যতম শাখা। মেটাফিজিকস শব্দটির Meta & Physics শব্দের মিলনে গঠিত। Meta শব্দের অর্থ হলো অতিক্রান্ত এবং Physics কথার অর্থ হল দৃশ্যমান জগত। সুতরাং মেটাফিজিকস শব্দের বুৎপত্তিগত অর্থ হলো জগতের অতীত বা ইন্দ্রিয়াতীত জগৎ।
19 - পাশ্চাত্য দর্শনের জনক কে?
উওর : থ্যালেস।
20 - আধুনিক দর্শনের জনক কে?
উওর : রেনে দেকার্ত
21- কারা মনে করেন অধিবিদ্যা অর্থহীন?
উওর : এয়ার, কারনাপ প্রমুখ যুক্তিবাদী দার্শনিক মনে করেন যে,অধিবিদ্যা অর্থহীন।
22- তত্ত্ব বিষয় এবং ধর্ম শাস্ত্র বিষয়ক আলোচনা দর্শনের কোন শাখায় হয়?
উওর : অধিবিদ্যা শাখায়।
23- সংশয় থেকে যে দর্শনের উৎপত্তি হয় তার নাম কি?
উত্তর : আধ্যাত্মিক দর্শন
24- কার মতে অধিবিদ্যা ও দর্শন এক এবং অভিন্ন?
উওর : অ্যারিস্টটল।
25- দর্শনের কোন শাখা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে?
উওর : দর্শনের নীতি বিজ্ঞান শাখাটি মানুষেরা আচরণ নিয়ে আলোচনা করে।
26- 'সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল'- এই উক্তিটি কার?
উওর : এই উক্তিটি হল জিসবার্টের।
27- লজিক কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে?
উওর : গ্রিক শব্দ Logike থেকে।
28- যুক্তি কয় প্রকার এবং কি কি?
উওর : যুক্তি দুই প্রকার। অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি।
29- নীতিবিজ্ঞান হল মানুষের অভ্যাস ও রীতিনীতি সম্বন্ধীয় বিজ্ঞান।
30- সামাজিক ঘটনার জ্ঞান বিষয়ক প্রশ্নগুলিই সমাজদর্শনের জ্ঞানমূলক দিক।
31- দর্শনের যে শাখা দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজ সম্বন্ধে এক
চরম ব্যাখ্যাদানের চেষ্টা করে, তাকে সমাজদর্শন বলে।
33- মূল্যের দিক থেকে সমাজদর্শন সমাজজীবনের পরমমূল্যগুলি নির্ধারণ করে এবং কীভাবে সেগুলি অর্জন করা যায়, তার পথ নির্দেশ করে।
34- একটি কাজের ভালোত্ব বা মন্দত্ব বিচার করে নীতিবিজ্ঞান।
35- সমাজদর্শনের মূল আলোচ্য বিষয় হল সমাজের উদ্দেশ্য, আদর্শ ও মূল্য নিয়ে আলোচনা করা।
36- সমাজদর্শন মূলত সমাজের উদ্দেশ্য, আদর্শ ও মূল্য নিয়ে আলোচনা করে।
37- আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় দর্শনের মূল্যবিদ্যা ও নীতিবিদ্যা শাখাদুটিকে।
38- অধিবিদ্যা ইন্দ্ৰিয়াতীত বস্তুর স্বরূপ বা প্রকৃত সত্তা নিয়ে আলোচনা করে।
39- বিস্ময়কে দর্শনের জনক বলেছেন প্লেটো।
40- ‘Ethics' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো মানুষের অভ্যাস ও রীতিনীতি সম্বন্ধীয় বিজ্ঞান।
41- দর্শনের পদ্ধতি কি?
উওর : দর্শনের পদ্ধতি হলো বিচারমূলক।