HS History Most Important SAQ Question Answer || উচ্চমাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের SAQ 2023

0


HS History Most Important SAQ Question Answer || উচ্চমাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের SAQ 2023
HS History Most Important SAQ Question Answer


আজকের এই ব্লগে আমরা উচ্চমাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় বা দ্বাদশ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় (WBCHSE Class 12 History Question Answer chapter 7) ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে অনুশীলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 15 টি SAQ Question Answer শেয়ার করবো। এই অধ্যায়ের বাকি L.A Question Answer গুলো আমরা পরবর্তীকালে শেয়ার করবো।

HS History Most Important SAQ Question Answer || উচ্চমাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের SAQ 2023

1- কখন দ্বিমেরু বিশ্বের উদ্ভব ঘটেছিল?

উওর : ১৯৪৫ খ্রিস্টাব্দের পর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়,তখন দ্বিমের বিশ্বের উদ্ভব করেছিল।

2- কে আমেরিকার ফালটনে ওয়েস্টমিনস্টার কলেজে বক্তৃতা দিয়েছিলেন? 

উওর : ব্রিটিশ প্রধানমন্ত্রী সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতন্ত্রের প্রভাব রোধ করার জন্য ১৯৪৬ খ্রিস্টাব্দের ৫ ই মার্চ আমেরিকার ফালটনের ওয়েস্ট মিনস্টার কলেজে ফালটন বক্তৃতা দিয়েছিলেন। 

3- ফালটন বক্তৃতা কি?

উওর : বিশ্বজুড়ে কমিউনিস্ট ভাবধারা এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব রোধ করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ফালটনের ওয়েস্ট মিনস্টার কলেজে যে বক্তৃতা দিয়েছিলেন, তাই ফালটন বক্তৃতা নামে পরিচিত।

4- ট্রুম্যান নীতির অর্থনৈতিক পদক্ষেপ কোনটি?

উওর : ট্রুম্যান নীতিত অর্থনৈতিক পদক্ষেপ হলে 1947 খ্রিস্টাব্দের জজ.সি.মার্শালের মার্শাল পরিকল্পনা। 

5- মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো?

উওর : দ্বিতীয় বিশ্বযুদ্ধে অর্থনৈতিক দিক থেকে বিধ্বস্ত দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে সাহায্য করার জন্য যে নীতি গ্রহণ করেছিল, তাই মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।

6- আমেরিকা এবং রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা দুটি সামরিক জোটের নাম লেখ।

উওর : আমেরিকার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওঠা একটি সামরিক জোটের নাম হল ন্যাটো ( NATO )। এবং অপরদিকে রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা একটি জোট হলো WARSAW Pact 

7- ন্যাটো কি? 

উওর : পশ্চিম ইউরোপের পুঁজিবাদী দেশগুলিকে নিয়ে আমেরিকার নেতৃত্বে 1949 খ্রিষ্টাব্দে 4 মে গড়ে ওঠা সামরিক জোটের নাম হলো ন্যাটো ( North Atlantic Treaty Organization )

8- ওয়ারশ কী? 

উওর : রাশিয়ার নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলিকে নিয়ে গড়ে ওঠা জোটের নাম হলো ওয়ারশ। 

9- মার্শাল টিটো কে ছিলেন?

উওর : মার্শাল ট্রিটো ছিলেন যুগশ্লাভিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা।

10- কবে এবং কাদের নেতৃত্বে পশ্চিম জার্মানি গঠিত হয়েছিল?

উওর : 1949 খ্রিষ্টাব্দে পশ্চিমী পুঁজিবাদী রাষ্ট্রগুলির দখলে থাকা অঞ্চলগুলিকে নিয়ে পশ্চিম জার্মান রাষ্ট্রের আত্মপ্রকাশ করেছিল।

11- কোন দেশের নেতৃত্বে এবং কবে কোমেকন গঠিত হয়েছিল?

উওর : ১৯৪৯ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন অথবা রাশিয়ার নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে কোমেকন গঠিত হয়েছিল।

12- বুলগানীন কে ছিলেন?

উওর : বুলগানীন ছিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। সেই সঙ্গে ১৯৫২ খ্রিস্টাব্দে গঠিত সামরিক সংহতি কমিটির চেয়ারম্যান।

13- সুয়েজ সংকট নিরসনের উদ্দেশ্যে কবে, কোন সম্মেলন অনুষ্ঠিত হয়?

উওর : সুয়েজ সংকট নিরসনের উদ্দেশ্যে 1956 খ্রিষ্টাব্দে লন্ডন সম্মেলন অনুষ্ঠিত হয়।

14- বিভাজনের পর দুই কোরিয়ার রাজধানী কোথায় ছিল?

উওর : বিভাজনের পর দুই কোরিয়ার রাজধানী সিওলে ছিল।

15- কবে এবং কোন দেশের 4 মে আন্দোলন ঘটেছিল?

উওর : ১৯১৯ খ্রিস্টাব্দের 4th মে চীনে মে আন্দোলন ঘটেছিল।।


Tags : উচ্চমাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্ন উওর | WBCHSE Class 12 History Question Answer | HS History Notes 2023 | Class 12 History Notes 2023 | History Suggestion 2023 | WB Class 12 History Suggestion 2023 | hs history mcq | class 12 history mcq question answer | wb class 12 history mcq 2023 | WB Class 12 History SAQ Suggestion 2023 | hs history saq | class 12 history saq question answer | wb class 12 history saq 2023 | 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top