![]() |
| একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস প্রশ্ন উওর |
একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস প্রশ্ন উওর || অনুবাদ কাব্যধারা প্রশ্ন উওর
1- কাকে গুনরাজ খান উপাধি দেওয়া হয়েছিল?
উওর : মালাধর বসু।
2- ভাগবতের প্রথম অনুবাদক কে ছিলেন?
উওর : মালাধর বসু।
3- শ্রীকৃষ্ণবিজয় কার রচনা?
উওর : মারাধর বসুর।
4- বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে ছিলেন?
উওর : কৃত্তিবাস ওঝা।
5- শ্রীরাম পাঁচালী কে রচনা করেছিলেন? অথবা কৃত্তিবাস ওঝার অনুবাদিত রামায়ণের নাম কি?
উওর : শ্রীরাম পাঁচালী কৃত্তিবাস ওঝার রচনা। কৃত্তিবাস ওঝার অনুবাদিত রামায়ণের নাম হলো শ্রীরাম পাঁচালী।
6- কে কবীন্দ্র উপাধি ব্যবহার করতেন?
উওর : কবি পরমেশ্বর দাস।
7- পাণ্ডব বিজয় পাঞ্চালিকা কে রচনা করেছিলেন?
উওর : কবি পরমেশ্বর দাস।
8- বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি কে ছিলেন?
উওর : কবি পরমেশ্বর দাস।
9- বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
উওর : কাশীরাম দাস।
10- কাকে মৈথলি কোকিল বলা হয়?
উওর : কবি বিদ্যাপতিকে।
| লেখক | রচনা |
|---|---|
| শ্রীকৃষ্ণ বিজয় | মালাধর বসু |
| পাণ্ডব বিজয় পাঞ্চালিকা | কবি পরমেশ্বর দাস |
| শ্রীরাম পাঁচালী | কৃত্তিবাস ওঝা |
| মহাভারত | কাশীরাম দাস |
| অদ্ভুত আশ্চর্যের রামায়ণ | নিত্যানন্দ আচার্য |
| সীতার বনবাস | উৎসবা নন্দ |
| বিভীষণের রায়বার | রামনারায়ণ |

