একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস প্রশ্ন উওর || অনুবাদ কাব্যধারা প্রশ্ন উওর

0

 

একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস প্রশ্ন উওর || অনুবাদ কাব্যধারা প্রশ্ন উওর
একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস প্রশ্ন উওর 


একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস প্রশ্ন উওর || অনুবাদ কাব্যধারা প্রশ্ন উওর

1- কাকে গুনরাজ খান উপাধি দেওয়া হয়েছিল?

উওর : মালাধর বসু। 

2- ভাগবতের প্রথম অনুবাদক কে ছিলেন?

উওর : মালাধর বসু।

3- শ্রীকৃষ্ণবিজয় কার রচনা?

উওর : মারাধর বসুর।

4- বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে ছিলেন? 

উওর : কৃত্তিবাস ওঝা।

5- শ্রীরাম পাঁচালী কে রচনা করেছিলেন? অথবা কৃত্তিবাস ওঝার অনুবাদিত রামায়ণের নাম কি?

উওর : শ্রীরাম পাঁচালী কৃত্তিবাস ওঝার রচনা। কৃত্তিবাস ওঝার অনুবাদিত রামায়ণের নাম হলো শ্রীরাম পাঁচালী।

6- কে কবীন্দ্র উপাধি ব্যবহার করতেন?

উওর : কবি পরমেশ্বর দাস।

7- পাণ্ডব বিজয় পাঞ্চালিকা কে রচনা করেছিলেন?

উওর : কবি পরমেশ্বর দাস।

8- বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি কে ছিলেন?

উওর : কবি পরমেশ্বর দাস। 

9- বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?

উওর : কাশীরাম দাস।

10- কাকে মৈথলি কোকিল বলা হয়?

উওর : কবি বিদ্যাপতিকে।



লেখক রচনা
শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু
পাণ্ডব বিজয় পাঞ্চালিকা কবি পরমেশ্বর দাস
শ্রীরাম পাঁচালী কৃত্তিবাস ওঝা
মহাভারত কাশীরাম দাস
অদ্ভুত আশ্চর্যের রামায়ণ নিত্যানন্দ আচার্য
সীতার বনবাস উৎসবা নন্দ
বিভীষণের রায়বার রামনারায়ণ

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top