একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্য |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্য থেকে গুরুত্বপূর্ণ 20 টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের একটি পোস্টে আমরা একাদশ শ্রেণির দর্শন MCQ প্রশ্ন উওর হিসাবে দ্রব্য অধ্যায়ের 40 + গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম।। আজকে আমরা সেই দ্রব্য অধ্যায়েরই কিছু গুরুত্বপূর্ণ saq প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
Table Of Content
• একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্য প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণির দশর্ন ছোট প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় mcq
• একাদশ শ্রেণির দর্শন তৃতীয় অধ্যায়ের saq
• দ্রব্য অধ্যায়ের অতিসংক্কিপ্ত প্রশ্নোওর
• দ্রব্য অধ্যায়ের ছোট প্রশ্নোওর
• দ্রব্য অধ্যায়ের SAQ প্রশ্নোওর
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্য প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণির দশর্ন ছোট প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় mcq
• একাদশ শ্রেণির দর্শন তৃতীয় অধ্যায়ের saq
• দ্রব্য অধ্যায়ের অতিসংক্কিপ্ত প্রশ্নোওর
• দ্রব্য অধ্যায়ের ছোট প্রশ্নোওর
• দ্রব্য অধ্যায়ের SAQ প্রশ্নোওর
ক্লাস 11 দর্শন দ্রব্য অধ্যায়ের ২০টি প্রশ্ন উওর 2024 || একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
1 - সাধারণ মতে দ্রব্য কি?
উওর : সাধারন মতে দ্রব্য হল বিভিন্ন বস্তুর গুনাগুনের আধার বা আশ্রয়স্থল।
2 - দেকার্তের মতে দ্রব্য কি?
উওর ; বুদ্ধিবাদী দার্শনিক দেকার্তের মতে দ্রব্য হল বস্তুর গুনাগুনের আধার।
3 - লাইবোনিজের মতে দ্রব্য কি?
উওর ; বুদ্ধিবাদী দার্শনিক লাইবোনিজের মতে যা সক্রিয় ভাবে করতে সক্ষম, তাই হলো দ্রব্য।।
4- সাধারণ মতে গুণের আধার বা আশ্রয়স্থলের নাম কি?
উওর : সাধারণ মতে গুণের আধার বা আশ্রয়স্থের নাম হলো দ্রব্য।
5- দ্রব্য কিসের মাধ্যমে নিজেকে প্রকাশ করে?
উওর : দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে।
6- "যা স্বনির্ভর -তাই দ্রব্য " এই অভিমতটি কার?
উওর : "যা স্বনির্ভর -তাই দ্রব্য " এই অভিমতটি হলো অ্যারিস্টটলের।
7- অ্যারিস্টোটলের দ্রব্য সম্পর্কিত মতটিকে কার মতে সংশোধিত রুপ বলা হয়?
উওর : অ্যারিস্টোটলের দ্রব্য সম্পর্কিত মতটিকে প্লেটোর মতে সংশোধিত রুপ বলা হয়।
8- অ্যারিস্টোটল কে লক্ষ্য করে দ্রব্য শব্দের অর্থ লেখ।
উওর : গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দ্রব্য শব্দটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। তার মধ্যে একটি হলো- এই পৃথিবীতে যা স্বনির্ভর অর্থাৎ যা নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো দ্রব্যের ওপর নির্ভরশীল নয়, তাই হলো দ্রব্য।
9- দেকার্তের মতে দ্রব্য কে কিভাবে জানা যায়?
উওর : দার্শনিক দেকার্তের মতে একমাত্র বুদ্ধি স্বাভাবিক আলোকে দ্রব্যকে উপলব্ধি করা যায় বা জানা যায়।
10- দেকার্তের মতে দ্রব্য কয় প্রকার ও কি কি?
উওর ; দেকার্তের মতে দ্রব্য দুই প্রকার। যথা- নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ।
• যে সমস্ত দ্রব্য নিজের অস্তিত্বের জন্য অপর কোনো দ্রব্যের উপর নির্ভরশীল নয়,তাদের নিরপেক্ষ দ্রব্য বলে। যেমন - ঈশ্বর
• যে সমস্ত দ্রব্য নিজের অস্তিত্বের জন্য অন্যে দ্রব্যের ওপর নির্ভরশীল,তাদের সাপেক্ষ দ্রব্য বলে।। যেমন - মন বা আত্মা।
11-লকের মতে দ্রব্য কি?
উওর : অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লকের মতে দ্রব্য হল বিভিন্ন বস্তুর গুনাগুনের অজ্ঞাত আধার।
12- দেকার্ত কোন তিনটি দ্রব্য স্বীকার করেন?
উওর : দার্শনিক দে কার্ত ঈশ্বর, আত্মা বা মন এবং দ্রব্যকে স্বীকার করেন।
13- দেকার্ত কিভাবে দ্বৈতবাদ এর সৃষ্টি করেছেন?
উওর : দার্শনিক দেকার্ত দ্রব্য সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, যা স্বনির্ভর তাই হলো দ্রব্য। দেকার্ত নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্যের কথা উল্লেখ করেছেন। যদি দেকার্তের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য হতো,তাহলে তার সাপেক্ষে দ্রব্যের কোনো অস্তিত্ব থাকে না। এবং এভাবেই দুই প্রকার দ্রব্যের অস্তিত্বের কথা বলে দেকার্ত তার দ্বৈতবাদ এর সৃষ্টি করেছেন।
13- স্পিনোজা প্রদত্ত দ্রব্যের সমীকরণটি উল্লেখ করো।
উওর : স্পিনোজা প্রদত্ত দ্রব্যের সমীকরণটি হলো দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি।
14 - লাইবনিজ প্রদত্ত মনাডের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উওর ; লাইবনিজ প্রদত্ত মনাডের কয়েকটি বৈশিষ্ট্য হলো -
প্রথমর ; প্রতিটি মনাড সক্রিয় ভাবে ক্রিয়া করতে সক্ষম।
দ্বিতীয়তঃ প্রতিটি মনাড সক্রিয়,স্বতন্ত্র অবিভাজ্য ও অজড়াত্বক।
তৃতীয়তঃ মনাডগুলি সংখ্যায় বহু। এবং এরা একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। তাই মনের গুলিকে গবাক্ষহীন বলে বর্ণনা করা হয়েছে।
15- " গুনগুচ্ছউ দ্রব্য " কে বলেছেন?
উওর ; দার্শনিক জন লক্
16- " দ্রব্যের ধারণা হলো একটি দুর্বোধ্য উদ্ভট কল্পনা মাত্র " এটি কার অভিমত?
উওর : এই অভিমতটি হলো অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের।
17- " জড়দ্রব্য হল সংবিধানের সমষ্টি মাত্র " কে বলেছেন?
উওর : জড়দ্রব্য হল সংবিধানের সমষ্টি মাত্র " এই কথাটি বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম।
18- কার মতে একমাত্র ঈশ্বর ই সত্তাবান দ্রব্য?
উওর : স্পিনোজা।
19- " দ্রব্য হল এমন কিছু,যা আমি জানি না " -এটি কার মত?
উওর : " দ্রব্য হল এমন কিছু,যা আমি জানি না " এই অভিমতটি হলো অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক্ এর।
20- " ঈশ্বর হলেন নিরপেক্ষ দ্রব্য আএ আত্মা হলো সাপেক্ষ দ্রব্য " এটি কার অভিমত?
উওর : এই অভিমতটি হলো বুদ্ধিবাদী দার্শনিক রেনে দেকার্তের।
আশা করি যে, আজকে আমরা একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্য থেকে ( WB Class 11 Philosophy Question Answer Chapter 3 ) যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেগুলো তোমাদের কাজে লাগবে. যদি আজকের এই প্রশ্ন উওর গুলো তোমাদের ভালো লেগে থাকে,তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা একাদশ শ্রেণীর দর্শনের অন্যান্য পোস্টগুলো পড়ে দেখো।