![]() |
wb class 10 Bangla কোনি উপন্যাসের question answer |
আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না।” – বক্তা কাকে, কেন একথা বলেছিলেন?
উওরঃ মতি নন্দীর রচিত কোনি উপন্যাসের দ্বিতীয় প্রধান চরিত্র হলেন ক্ষিদ্দা বা ক্ষিতীশ সিংহ। বারুণীর দিন গঙ্গার ঘাটে ক্ষিতীশ সিংহ এবং বিষ্টু ধরের প্রথম সাক্ষাৎ হয়। সেখানেই বিষ্টু ধরের বিশাল আয়তন শরীর দেখেই ক্ষিতীশ সিংহ বিষ্টু ধরকে একথা বলেছেন। বিষ্টু ধরের প্রতি ক্ষিতীশ সিংহের এমন একটি মন্তব্য করার পেছনে ক্ষিতীশ সিংহের বেশ কিছু কারণ ছিল। এবং সেজন্যই তিনি বিষ্টু ধরের প্রতি এমন একটি মন্তব্য করেছিলেন।
‘কোনি’ উপন্যাসে গঙ্গার তীরে বিষ্টু ধর শরীর ম্যাসেজ করাচ্ছিলেন। সেই সময় স্নান করার জন্য ক্ষিতীশ সিংহ গঙ্গার ঘাটে উপস্থিত ছিলেন। বিষ্টু ধরের বিশাল বপু তালে তালে ওঠানামা করছিল। ক্ষিতীশ সিংহ এই দৃশ্য অবলোকন করে হাসি চেপে রাখতে পারেন না। বিষ্টু ধর অপমানিত বোধ করেন এবং নিজের অর্থ ও প্রভাবের কথা ঘোষণা করেন। বিষ্টু ধর তাচ্ছিল্য প্রকাশ করেন। আবার একইসঙ্গে ক্ষিতীশ সিংহের শারীরিক দক্ষতা দেখে অবাক হন। বিষ্টু ধর টাকার গর্বে অন্ধ ছিলেন। কিন্তু টাকা থাকলেই যে শরীরটাকে নিজের বশে রাখা যায় না, সেই প্রসঙ্গেই ক্ষিতীশ সিংহ উপরিউক্ত মন্তব্যটি করেন। বিষ্টু ধরের চেয়ে ক্ষিতীশ সিংহের আর্থিক অবস্থা অনেক খারাপ হলেও, ক্ষিতীশ সিংহ নিজের শরীরটাকে সব সময়ই নিজের বশে রেখেছেনম এবং সেখানেই এতো এত বয়স পেরিয়ে যাওয়ার পরেও, শারীরিক দিক থেকে সে সম্পূর্ণ সুস্থ। বিষ্টু ধরকে এমন একটি মন্তব্য করার মাধ্যমে, ক্ষিতীশ সিংহ এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন।।
Tags :