রংপুর বিদ্রোহ কাকে বলে | রংপুর বিদ্রোহ কেন হয়েছিল | রংপুর বিদ্রোহের গুরুত্ব ও বৈশিষ্ট্য
প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর |
আজকের এই পোস্টে আমরা ক্লাস টেনের ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এর রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা করবো। এবং রংপুর বিদ্রোহ সম্পর্কিত যাবতীয় প্রশ্ন, যেমন -রংপুর বিদ্রোহ কী? অথবা রংপুর বিদ্রোহ কাকে বলে?,রংপুর বিদ্রোহ কবে হয়েছিল?, রংপুর বিদ্রোহ কেন হয়েছিল? বা রংপুর বিদ্রোহের কারণ কি ছিল?,রংপুর বিদ্রোহ কোথায় হয়েছিল?, রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? বা রংপুর বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন?, রংপুর বিদ্রোহের বৈশিষ্ট্য,রংপুর বিদ্রোহের এলাকা,রংপুর বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল, রংপুর বিদ্রোহের কথা কোন পত্রিকা থেকে জানা যায়? ইত্যাদি প্রশ্নগুলির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
বিষয় :
• রংপুর বিদ্রোহ কী? অথবা রংপুর বিদ্রোহ কাকে বলে?
• রংপুর বিদ্রোহ কবে হয়েছিল?
• রংপুর বিদ্রোহ কেন হয়েছিল? বা রংপুর বিদ্রোহের কারণ কি ছিল?
• রংপুর বিদ্রোহ কোথায় হয়েছিল?
• রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? বা রংপুর বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন?
• রংপুর বিদ্রোহের বৈশিষ্ট্য
• রংপুর বিদ্রোহের এলাকা
• রংপুর বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল
• রংপুর বিদ্রোহের কথা কোন পত্রিকা থেকে জানা যায়?
• রংপুর বিদ্রোহ কবে হয়েছিল?
• রংপুর বিদ্রোহ কেন হয়েছিল? বা রংপুর বিদ্রোহের কারণ কি ছিল?
• রংপুর বিদ্রোহ কোথায় হয়েছিল?
• রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? বা রংপুর বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন?
• রংপুর বিদ্রোহের বৈশিষ্ট্য
• রংপুর বিদ্রোহের এলাকা
• রংপুর বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল
• রংপুর বিদ্রোহের কথা কোন পত্রিকা থেকে জানা যায়?
রংপুর বিদ্রোহ কাকে বলে | রংপুর বিদ্রোহ কেন হয়েছিল | রংপুর বিদ্রোহের গুরুত্ব ও বৈশিষ্ট্য
ভূমিকা : গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন্ট হেস্টিংসের আমলে দেবীসিংহ নামে একজন ব্যক্তি 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এর কাছ থেকে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে এদ্রাকপুর,দিনাজপুর এবং রংপুর সহ আরো কিছু কিছু অঞ্চলে খাজনা আদায়ের অধিকার লাভ করে। খাজনা আদায়ের অধিকার লাভের পর, দেবী সিংহ খুব উচ্চহারে খাজনা আদায় করার জন্য কৃষক ও জমিদারদের ওপর নানা ধরনের অত্যাচার করতো। দেবী সিংহের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্য দেবী সিংহের বিরুদ্ধে কৃষকরা 1783 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ শুরু করেছিল,তাই রংপুর বিদ্রোহ নামে পরিচিত।
Read More👇
What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You
রংপুর বিদ্রোহ কেন হয়েছিল? বা রংপুর বিদ্রোহের কারণ কি ছিল?
দেবী সিংহের বিরুদ্ধে রংপুর বিদ্রোহের কারণ ছিল একাধিক। যেমন -
• প্রথমতঃ দেবীসিংহ কৃষকদের ওপর নানা ধরনের কর আরোপ করতো। যেই কর বা খাজনা শোধকরা কৃষকদের পক্ষে সম্ভব হতো না।
• দ্বিতীয়তঃ দেবী সিংহ কৃষকদের ওপর যে পরিমাণ কর ধার্য করতো,সেই পরিমাণ কর না শোধ করতে পারলে, কৃষকদের ওপর বিভিন্ন রকম অত্যাচার চালানো হতো।
• তৃতীয়তঃ দেবীসিংহ অনেক সময়ই কৃষকদের জমি বেআইনিভাবে বাজেয়াপ্ত করে নিত। যার বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো সুযোগ কৃষকদের হাতে ছিল না।
• এছাড়াও বলা হয় যে, দেবী সিংহের ঋণের বোঝা এতোই বেশি হতো যে, অনেক সময় কৃষকরা নিজের গরু-বাছুর, সব সম্পত্তি এমনকি নিজ সন্তানদের বিক্রি করেও তাদের ঋণ শোধ করতে পারত না।
• মূলত উপরিক্ত কারণগুলোর জন্যই কৃষকরা ঐক্যবদ্ধভাবে 1783 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি তেপা নামক গ্রামে ঐক্যবদ্ধ হয়ে দেবী সিংহের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ ঘোষণা করেছিল।
◆ বিদ্রোহীদের উদ্দেশ্য : রংপুর বিদ্রোহীদের প্রধান লক্ষ্য ছিল দেবীর সিংহের অমানসিক শোষণ এবং অত্যাচার থেকে মুক্তি পাওয়া।
◆ বিদ্রোহের সূচনা ও এলাকা : 1783 খ্রিস্টাব্দে 18 জানুয়ারি তেপা নামক গ্রামে রংপুর, এদ্রাককপুর, দিনাজপুরের জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধভাবে রংপুর বিদ্রোহের সূচনা করে। এই বিদ্রোহের প্রধান এলাকার মধ্যে ছিল দিনাজপুর ও এদ্রাকপুর সহ ছিল রংপুরের - কাজিরহাট,কাকিনা, ফতেপুর, ডিমলা প্রভৃতি স্থান।
◆ রংপুর বিদ্রোহের প্রধান নেতা : রংপুর বিদ্রোহের বিদ্রোহীরা নুরুলউদ্দিন ও দয়ারাম শীলকে রংপুর বিদ্রোহের প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছিলেন। মূলত তাদের নেতৃত্বেই রংপুর বিদ্রোহের বিদ্রোহীরা একটি স্থানীয় স্বাধীন সরকার গঠন করেছিল।
◆ বিদ্রোহের অবসান : রংপুর বিদ্রোহের সূচনার পর ব্রিটিশ বাহিনী এই বিদ্রোহ দমনের ক্ষেত্রে সক্রিয় হয়ে ওঠে। সেনাপতি ম্যাকডোনাল্ডের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীর কাছে রংপুর বিদ্রোহের বিদ্রোহীরা খুব সহজেই পরাজিত হয়। এবং নুরুলউদ্দিন এবং দয়ারাম শীলের মৃত্যুর পর সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।
◆ রংপুর বিদ্রোহের গুরুত্ব ও ফলাফল : 1783 খ্রিস্টাব্দে দেবী সিংহের বিরুদ্ধে হওয়া রংপুর বিদ্রোহ ব্যর্থ হলেও,রংপুর বিদ্রোহের বেশকিছু গুরুত্বপূর্ণ ফলাফল লক্ষ্য করা যায়। যেমন -
▪ রংপুর বিদ্রোহের পর দেবীসিংহকে তার ক্ষমতা থেকে বহিষ্কার করা হয়।
▪ রংপুর বিদ্রোহের পর লর্ড কর্নওয়ালিস ইজারাদারি বন্দোবস্তের অবসান ঘটিয়ে দশসালা বন্দোবস্তের চালু করেছিলেন।
▪ রংপুর বিদ্রোহ মূলত ভারতের পরবর্তী কৃষক বিদ্রোহ গুলির ক্ষেত্রে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জুগিয়েছিল ইত্যাদি।
◆ রংপুর বিদ্রোহের কয়েকটি বৈশিষ্ট্য :
▪ রংপুর বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ।
▪ রংপুর বিদ্রোহ হিন্দু-মুসলিম কৃষকরা জাতি-ধর্ম ভুলে ঐক্যবদ্ধ ভাবে বিদ্রোহ চালিয়ে গিয়েছিল।।
▪ বিদ্রোহে কৃষকদের পাশাপাশি কিছু জমিদাররাও বিদ্রোহে অংশগ্রহণ করেছিল।
রংপুর বিদ্রোহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর :
1- রংপুর বিদ্রোহ কবে হয়েছিল?
উওর : 1783 খ্রিষ্টাব্দে রংপুর বিদ্রোহ শুরু হয়েছিল।
• রংপুর বিদ্রোহ কেন হয়েছিল?
• উওর : ওপরে দেখো
• রংপুর বিদ্রোহ কোথায় হয়েছিল?
• উওর : রংপুর বিদ্রোহ হয়েছিল মূলত দিনাজপুর, এদ্রাকপুর ও রংপুরের বেশকিছু অঞ্চলে।
• রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন?
• উওর : রংপুর বিদ্রোহের প্রধান নেতা ছিলেন নুরুলউদ্দিন এবং দয়ারাম শীল
• রংপুর বিদ্রোহের বৈশিষ্ট্য।
• রংপুর বিদ্রোহের কথা কোন পত্রিকা থেকে জানা যায়
• উওর : সমাচার চন্দ্রিকা নামক পত্রিকা থেকে রংপুর বিদ্রোহের কথা জানা যায়।
আশাকরি যে আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে। এবং আজকের এই আলোচনা থেকে তোমরা রংপুর বিদ্রোহ সম্পর্কে " রংপুর বিদ্রোহ কাকে বলে,রংপুর বিদ্রোহ কেন হয়েছিল, রংপুর বিদ্রোহের গুরুত্ব ও বৈশিষ্ট্য, রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো ইত্যাদি বিষয় গুলো তোমরা অনেক কিছু জানতে পেরেছো।