West Bengal Class 12 History 25+ MCQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023

0

West Bengal Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023
West Bengal Class 12 History MCQ Question Answer


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) অধ্যায়ের বাকি থাকা আরও গুরুত্বপূর্ণ 26 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তী পোস্টটি আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও কিছু ইতিহাসের বড় প্রশ্ন উত্তর শেয়ার করবো।

West Bengal Class 12 History 25+ MCQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023


27. পরিব্রাজক এবং বর্তমান ভারত গ্রন্থটির লেখক কে? 
• রাজা রামমোহন রায় 
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
• স্বামী বিবেকানন্দ 
• মদনমোহন তর্কালঙ্কার
• উওরঃ স্বামী বিবেকানন্দ 

28. গান্ধীজী প্রবর্তিত হরিজন শব্দের অর্থ কি? 
• অস্পৃশ্য 
• ঈশ্বরের সন্তান 
• নিপীড়িত
• তপশিলি জাতি
• উওরঃ ঈশ্বরের সন্তান 

29. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? 
• রাজা রামমোহন রায় 
• কেশবচন্দ্র সেনে
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 
• দেবেন্দ্রনাথ ঠাকুর
• উওরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর

30. সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? 
• রাজা রামমোহন রায় 
• কেশবচন্দ্র সেনে
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 
• দেবেন্দ্রনাথ ঠাকুর
• উওরঃ রাজা রামমোহন রায় 

31.  কবে চীনের মে বিদ্রোহ শুরু হয়েছিল? 
• ১৯১৯ খ্রিষ্টাব্দের ৪ মে 
• ১৯১৯ খ্রিষ্টাব্দের ২৪ মে 
• ১৯১৯ খ্রিষ্টাব্দের ১৪ মে 
• ১৮১৯ খ্রিষ্টাব্দের ৪ মে 
• উওরঃ ১৯১৯ খ্রিষ্টাব্দের ৪ মে 

32. চীনের মে বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? 
• ইউয়ান সি কাই 
• চেউ তু শিউ
• মাও জে দং
• চিয়াং কাইশেক
• উওরঃ চেউ তু শিউ

33.  শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? 
• স্বামী দয়ানন্দ সরস্বতী 
• শ্রী নারায়ণ গুরু 
• জ্যোতিবা ফুলে 
• বীরেশলিঙ্গম পান্তুলু
• উওরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী 

34. জিউ গুয়ো স্লোগানের অর্থ কি? 
• বিদেশিরা দূর হাটো 
• দেশকে ভাঙ্গা 
• সংস্কার 
• দেশ বাঁচাও
• উওরঃ দেশ বাঁচাও

35. চীনের ওপর কোন দেশ 21 দফা দাবি পেশ করেছিল? 
• ইংল্যান্ড 
• ফ্রান্স 
• জাপান 
• রাশিয়া
• উওরঃ জাপান

36. কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন?
• রাজা রামমোহন রায় 
• দেবেন্দ্রনাথ ঠাকুর 
• কেশব চন্দ্র সেন 
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
• উওরঃ রাজা রামমোহন রায় 

37. মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 
• থিয়োডোর বেক 
• স্যার সৈয়দ আহমেদ খান 
• ইউসুফ আলী 
• মৌলভী মোমিন
• উওরঃ থিয়োডোর বেক 

38. অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? 
• ডঃ বি আর আম্বেদকর 
• জ্যোতিবা ফুলে
• মহাত্মা গান্ধী
• অ্যালান অক্টোভিয়ান হিউম
• উওরঃ ডঃ বি আর আম্বেদকর 

38. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ( A.I.T.U.C ) কবে গঠিত হয়েছিল? 
• 1920 খ্রিস্টাব্দে 
• 1928 খ্রিস্টাব্দে 
• 1931 খ্রিস্টাব্দে 
• 1934 খ্রিস্টাব্দে
• উওরঃ 1920 খ্রিস্টাব্দে 

39. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 
• মুজাফফর আহমেদ 
• লালা লাজপাত রায় 
• পি.সি.যোশী
• কাজী নজরুল ইসলাম
• উওরঃ লালা লাজপাত রায় 

40. গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? 
• মুজাফফর আহমেদ 
• কাজী নজরুল ইসলাম
• পি.সি.যোশী
• এস.এস. ডাঙ্গে
• উওরঃ কাজী নজরুল ইসলাম

41. কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত? 
• উইলিয়াম ওয়ার্ড, মার্শম্যান এবং কেরি
• আলেকজান্ডার ডাফ, মার্শম্যান এবং কেরি
• ডেভিড হেয়ার, মার্শম্যান এবং কেরি
• হিকি, মার্শম্যান এবং কেরি
• উওরঃ উইলিয়াম ওয়ার্ড, মার্শম্যান এবং কেরি

42. কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল?
• ১৮১৮ খ্রিষ্টাব্দে
• ১৮২০ খ্রিষ্টাব্দে
• ১৮১৭ খ্রিষ্টাব্দে
• ১৮০০ খ্রিষ্টাব্দে
• উওরঃ ১৮০০ খ্রিষ্টাব্দে

43. কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল? 
• ১৭৮১ খ্রিষ্টাব্দে
• ১৭৮৪ খ্রিষ্টাব্দে
• ১৮৮৪ খ্রিষ্টাব্দে
• ১৭৯১ খ্রিষ্টাব্দে
• উওরঃ ১৭৮৪ খ্রিষ্টাব্দে

43. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
• উইলিয়াম জোন্স 
• ওয়ারেন হেস্টিংস 
• জনাথন ডানকান 
• লর্ড ওয়েলেসলি
• উওরঃ লর্ড ওয়েলেসলি

44. কেশবচন্দ্র সেন কে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন?
• রাজা রামমোহন রায় 
• দেবেন্দ্রনাথ ঠাকুর 
• দ্বিতীয় আকবর 
• শিবনাথ শাস্ত্রী
• উওরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর 

45. কে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? 
• আত্মারাম পান্ডুরঙ্গ 
• জ্যোতিবা ফুলে 
• বীরেশলিঙ্গম পান্তুলু 
• স্বামী দয়ানন্দ সরস্বতী
• উওরঃ বীরেশলিঙ্গম পান্তুলু 

46. কে 1875 খ্রিষ্টাব্দে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? 
• সৈয়দ আহমেদ খান 
• থিয়োডোর বেক
• রাজা রামমোহন রায় 
• হোসেন আলী
• উওরঃ সৈয়দ আহমেদ খান 

47. কত খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল? 
• ১৮৫৪ খ্রিষ্টাব্দে
• ১৮৪৪ খ্রিষ্টাব্দে
• ১৮৩৪ খ্রিষ্টাব্দে
• ১৮৬৪ খ্রিষ্টাব্দে
• উওরঃ ১৮৫৪ খ্রিষ্টাব্দে

48. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সোস্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
• ১৯১৮ খ্রিষ্টাব্দে
• ১৯২০ খ্রিষ্টাব্দে
• ১৯৩১ খ্রিষ্টাব্দে
• ১৯৩৪ খ্রিষ্টাব্দে
• উওরঃ ১৯৩৪ খ্রিষ্টাব্দে

49. ভারত থেকে সর্বপ্রথম কোথায় চুক্তিবদ্ধ শ্রমিক পাঠানো হয়? 
• ত্রিনিদাদে 
• জামাইকায় 
• মরিশাসে
• নাটালে
• উওরঃ মরিশাসে

50. কত খ্রিষ্টাব্দ থেকে ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিক পাঠানো শুরু হয়? 
• ১৯১৮ খ্রিষ্টাব্দে
• ১৮২৯ খ্রিষ্টাব্দে
• ১৯২৯ খ্রিষ্টাব্দে
• ১৮৬৬ খ্রিষ্টাব্দে
• উওরঃ ১৮২৯ খ্রিষ্টাব্দে

51. কে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন? 
• মুজাফফর আহমেদ 
• জয় প্রকাশ নারায়ন 
• লালা রাজপথ রায় 
• বি.পি.ওয়াদিয়া
• উওরঃ বি.পি.ওয়াদিয়া

52. কে রাজা রামমোহন রায়কে 'ভারতের পথিক' বলে অভিহিত করেছেন?
• দ্বিতীয় আকবর 
• দ্বিতীয় বাহাদুর শাহ 
• রবীন্দ্রনাথ ঠাকুর 
• জহরলাল নেহেরু
• উওরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

আশাকরি যে, দ্বাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) অধ্যায়ের যে কয়েকটি  গুরুত্বপূর্ণ 26 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

Class 12 history mcq | hs history mcq suggestion | wb class 12 history question answer and suggestion 2023 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় বড় প্রশ্ন উওর | সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রশ্ন উত্তর | wb class 12 History question answer  | wb class xii History question answer | hs History  question answer



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top