West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর

0

 

West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
Class 12 History MCQ Question Answer 

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 26 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তী পোস্টটি আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও কিছু ইতিহাসের MCQ প্রশ্ন উত্তর শেয়ার করবো।

West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর


1. বি. বি. মিশ্র ব্রিটিশ-ভারতের মধ্যবিত্ত সম্প্রদায়কে কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন? • ২টি 

• ৩টি

• ৪টি 

• ৫টি

• উওরঃ- ৩ টি 


2. কার উদ্যোগে কলিকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা হয়?

• ক্লাইভ

• ওয়ারেন হেস্টিংস

•  কার্টিয়ার

•  কর্নওয়ালিশ

•  উওরঃ ওয়ারেন হেস্টিংস


3. প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?

• সমাচার দর্পণ

• হিন্দু পেট্রিয়ট

• সোম প্রকাশ

• বন্দেমাতরম্

• উওরঃ সমাচার দর্পণ


4. 'জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন-এর বর্তমান নাম হল - 

• প্রেসিডেন্সি কলেজ 

• লেডি ব্রেবোন কলেজ 

• স্কটিশচার্চ কলেজ

• লরেটো কলেজ

• উওরঃ স্কটিশচার্চ কলেজ


5. ভারতে জনশিক্ষার উদ্দেশ্যে বার্ষিক ১ লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত কত খ্রিস্টাব্দের সনদ আইনে হয়?

• ১৭৯৩ খ্রিস্টাব্দের 

• ১৮৩৩ খ্রিস্টাব্দে

• ১৮১৩ খ্রিস্টাব্দের

• ১৮৫৩ খ্রিষ্টাব্দের

• উওরঃ ১৮১৩ খ্রিস্টাব্দের


6. ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে

সরকারি নীতি হিসেবে ঘোষণা করেন- 

• বেন্টিঙ্ক

• কর্নওয়ালিশ

• রিপন

• ডালহৌসি

• উওরঃ বেন্টিঙ্ক


7. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়—

• ১৭৮৪ খ্রিস্টাব্দে 

• ১৮০২ খ্রিস্টাব্দে

• ১৮১৭ খ্রিষ্টাব্দে

• ১৮১৮ খ্রিষ্টাব্দে

• উওরঃ ১৮১৭ খ্রিষ্টাব্দে


8.হান্টার কমিশন স্থাপিত হয়—

• ১৮৭৮ খ্রিস্টাব্দে 

• ১৮৮৪ খ্রিস্টাব্দে

• ১৮৮২ খ্রিষ্টাব্দে

• ১৮৮৬ খ্রিস্টাব্দে

• উওরঃ ১৮৮২ খ্রিষ্টাব্দে


9. ‘আধুনিক ভারতের জনক' বলা হয়-

• ডিরোজিওকে

• রামমোহন রায়কে

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 

• স্বামী বিবেকানন্দকে

• উওরঃ রামমোহন রায়কে


10.আত্মীয় সভা' প্রতিষ্ঠিত হয়—

• ১৮৩৩ খ্রিস্টাব্দে

• ১৮১৩ খ্রিস্টাব্দে

• ১৮২৮ খ্রিস্টাব্দে

• ১৮১৫ খ্রিস্টাব্দে

• উওরঃ ১৮১৫ খ্রিস্টাব্দে


11. 'ইন্ডিয়ান মিরর' পত্রিকা প্রকাশ করেন - 

• দেবেন্দ্রনাথ ঠাকুর

• রামমোহন রায়

• কেশবচন্দ্র সেন 

• ডিরোজিও

• উওরঃ কেশবচন্দ্র সেন 


12. 'নববিধান' ঘোষণা করেন—

• দেবেন্দ্রনাথ ঠাকুর

• রামমোহন রায়

• কেশবচন্দ্র সেন

• শিবনাথ শাস্ত্রী

• উওরঃ কেশবচন্দ্র সেন


13. 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন'-এর মুখপত্র ছিল— 

• এথেনিয়াম

• পার্থেনন 

• হেসপেরাস

• ক্যালাইডোস্কোপ

• উওরঃ এথেনিয়াম


14. ‘মেট্রোপলিটন ইন্সটিটিউশন'-কে প্রতিষ্ঠা করেন?

• রাজা রামমোহন রায়

• দেবেন্দ্রনাথ ঠাকুর

• রাধাকান্ত দেব

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

• উওরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


15. সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন-

 • কেশবচন্দ্র সেন

 • জ্যোতিবা ফুলে 

 • দেবেন্দ্রনাথ ঠাকুর

 • নারায়ণ গুরু

 • উওরঃ জ্যোতিবা ফুলে 


16. ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন - 

• নারায়ণ গুরু

• দেবেন্দ্রনাথ ঠাকুর

• বীরসালিঙ্গম

• জ্যোতিবা ফুলে

• উওরঃ নারায়ণ গুরু


17. থিয়োডোর বেক যুক্ত ছিলেন— 

• সতীদাহ প্রথা নিবারণের সঙ্গে

• হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে

• বিধবা বিবাহ প্রচলনের সঙ্গে 

• আলিগড় আন্দোলনের সঙ্গে 

• উওরঃ আলিগড় আন্দোলনের সঙ্গে


18. বিধবা বিবাহ আইন পাস হয়—

• ১৮২৯ খ্রিস্টাব্দে 

• ১৮৫৬ খ্রিস্টাব্দে

• ১৮৪৮ খ্রিস্টাব্দে

• ১৮৫৭ খ্রিস্টাব্দে 

• উওরঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে


19. দাক্ষিণাত্য হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল ?

• পতিদারদের

• সাহুকারদের

• দেওয়ানদের 

• মধ্যবিত্তদের

• উওরঃ সাহুকারদের


20. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি?

•  গিরনি কামগার ইউনিয়ন

•  নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস

•  ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন

•  মাদ্রাজ লেবার ইউনিয়ন

•  উওরঃ মাদ্রাজ লেবার ইউনিয়ন


21. পুনা চুক্তি স্বাক্ষরিত হয়—

• ১৯৩২ খ্রিস্টাব্দে 

• ১৯৩৬ খ্রিস্টাব্দে

• ১৯৩৩ খ্রিস্টাব্দে 

• ১৯৪০ খ্রিস্টাব্দে

• উওরঃ ১৯৩২ খ্রিস্টাব্দে 


22. সংস্কারের দাবিতে চিন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন—

• সাই উয়ান-পেই

• কাং ইউ ওয়ে

• কোঁয়াংসু

• চেন-তু সিউ

• উওরঃ কাং ইউ ওয়ে


23. প্রথম বাঙালি মধ্যবিত্তের কথা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

• বঙ্গদর্শন 

• বঙ্গদূত 

• দিগদর্শন 

• সমাচার দর্পণ

• উওরঃ বঙ্গদূত


24. কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? 

• মুঘল বাদশাহ দ্বিতীয় আকবর 

• ঔরঙ্গজেব

• দ্বিতীয় বাহাদুর শাহ

• আকবর 

• উওরঃ মুঘল বাদশাহ দ্বিতীয় আকবর 


25. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন?

• উইলিয়াম বেন্টিং 

• লর্ড ডালহৌসির 

• লর্ড ক্যানিং 

• ওয়ারেন হেস্টিংস

• উওরঃ উইলিয়াম বেন্টিং 


26. কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? 

• স্বামী দয়ানন্দ সরস্বতী 

• শ্রী নারায়ণ গুরু 

• জ্যোতিবা ফুলে 

• বীরেশলীঙ্গম পান্তুলু

• উওরঃ বীরেশলীঙ্গম পান্তুলু


আশাকরি যে, দ্বাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) অধ্যায়ের যে কয়েকটি  গুরুত্বপূর্ণ 26 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

Class 12 history mcq | hs history mcq suggestion | wb class 12 history question answer and suggestion 2023 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় বড় প্রশ্ন উওর | সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রশ্ন উত্তর | wb class 12 History question answer  | wb class xii History question answer | hs History  question answer


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top