West Bengal Class 12 History SAQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর

0

 

wb class 12 history question answer and suggestion 2023 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন
দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 26 টি SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তী পোস্টটি আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও কিছু ইতিহাসের SAQ এবং বড় প্রশ্ন উত্তর শেয়ার করবো।

West Bengal Class 12 History SAQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর

1- সর্বপ্রথম কোন পত্রিকায় এবং কবে প্রথম বাঙালি মধ্যবিত্তের কথা বলা হয়েছিল?

উত্তর - সর্বপ্রথম 1829 খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তের কথা বলা হয়েছিল।

2- ঔপনিবেশিক ভারতের মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত কয়েকটি পেশার নাম লেখ।

উওর- মধ্যবিত্ত শ্রেণীর কয়টি উল্লেখযোগ্য হল সরকারি কর্মচারী, ছোট ব্যবসায়ী, শিক্ষক ডাক্তার প্রভৃতি। 

3- কবে এবং কার উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 

উত্তর- উইলিয়াম জোনসের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 

4- কাদের উদ্যোগে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল? 

উত্তর- উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্শম্যান - এই তিনজন খ্রিস্টান মিশনারীর উদ্যোগে 1800 খ্রিষ্টাব্দে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল।

5- কবে এবং কাদের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল?

উওর- 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, রাজা রাধাকান্ত দেব, বৈদ‍্যনাথ মুখোপাধ্যায়, স্যার হাউজ ইস্ট প্রমুখের উদ্যোগে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল।

6- কে এবং কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?

উওর- লর্ড ওয়েলেসলি 1800 খ্রিষ্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।

7- 1857 খ্রিস্টাব্দে ভারতে কোন কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

উওর- 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে,বোম্বাই বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 

8- কে এবং কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন?

উওর- রাজা রামমোহন রায় 1828 মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন। 

9- উডের ডেসপ্যাচ কী?

উওর- ভারতের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পযর্ন্ত শিক্ষাসংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান সমাধান করার জন্য বোর্ড অফ কন্ট্রোল সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে যে নির্দেশনামা জারি করে তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।

10- কে এবং কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

উওর- ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর XVII নং রেগুলেশন জারি করে সতীদাহ প্রথার অবসান ঘটান।

11- কাকে এবং কেন বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? 

উওর- রাজা রামমোহন রায় ধর্ম সংস্কার এবং একেশ্বরবাদের প্রচারের উদ্দেশ্যে তিনি বাংলা পুস্তিকা এবং উপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন। যার ফলে গদ্য সাহিত্যের বিকাশ ঘটে। এজন্য রাজা রামমোহন রায়কে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়।

12- তিন আইন কী? 

উওর- ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের আন্দোলনের ফলে সরকার 1872 খ্রিস্টাব্দে তিন আইন বা সিভিল ম্যারেজ অ্যাক্ট পাস করার মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করে। এই আইনের মাধ্যমে ঘোষণা করা হয় যে, 18 বছরের নিচে কন্যা বিবাহ বেআইনি।

13- ইয়ংবেঙ্গল নব্য বঙ্গ আন্দোলন বলতে কী বোঝো?

উওর‍- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার তরুণ অনুগামীদের নিয়ে গঠিত নব বঙ্গ গোষ্ঠী,উনিশ শতকে বাংলায় যে সমাজ সংস্কারমূলক আন্দোলন গড়ে তুলেছিল,তাই ইয়ংবেঙ্গল বা নব্য বঙ্গ আন্দোলন নামে পরিচিত।

14-  হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন? 

উওর- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন ভারতের জন্মগ্রহণকারী এক ইঙ্গ পর্তুগিজ পরিবারের সন্তান। তিনি হিন্দু কলেজের তরুন অধ্যাপক এবং নব্য বঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হিসেবেই অধিক পরিচিত ছিলেন। 

15- কে এবং কবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তার তরুণ অনুগামী ছাত্রদের নিয়ে 1828 খ্রিষ্টাব্দে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন।

16- কে এবং কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন?

উওর- শ্রী রামকৃষ্ণদেব শীর্ষ স্বামী বিবেকানন্দ  1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।

17- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখ।

উওর- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল বর্ণপরিচয়,বোধোদয়, কথামালা,নীতিবোধ, সীতার বনবাস,শকুন্তলা প্রভৃতি।

18- কে এবং কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন?

উওর- আত্মারাম পান্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে  প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।

19- কে, কবে আলীগড় কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?

উওর- সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলীগড় কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।

20- কে নিরাকারী সভা প্রতিষ্ঠা করেছিলেন?

উওর- বাবা দয়াল সিংহ নিরাকারী সভা প্রতিষ্ঠা করেছিলেন।

21- কাদের দিকু বলা হত?

উওর- ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী অঞ্চলগুলিতে যেমন -সাঁওতালি, মুন্ডা, কোল, চুয়ার,ওরাও প্রভৃতি অঞ্চলে বহিরাগত ব্যবসায়ী এবং মহাজনদের দিকু বলা হত।

22- বাংলার দুজন দলিত নেতার নাম লেখ।

উওর- বাংলার দুজন উল্লেখযোগ্য দলিত নেতা হলেন প্রমথরঞ্জন ঠাকুর এবং যোগেন্দ্রনাথ মণ্ডল।

23- সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি?

উওর- ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে দুর্বল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ডের পরিকল্পনায় ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ভারতের হিন্দু সমাজকে মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত করে,তাদের যে পৃথক নির্বাচনের ব্যবস্থা করে তা,সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত।

24- 4 মে-র আন্দোলন কবে এবং কোথায় হয়েছিল?

উওর- 4 মে-র আন্দোলন 1919 খ্রিষ্টাব্দে চিনের তিয়েন আন মেন স্কোয়ারে হয়েছিল।

25- কে চীনের 4 মে-র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?

উওর-  চেন-তু-শিও 4 মে-র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

26- কত খ্রিস্টাব্দে প্রথম চীনের চুক্তিবদ্ধ শ্রমিক বাইরে পাঠানো হয়?

উওর- 1808 খ্রিষ্টাব্দের 12 ই অক্টোবর প্রথম চীনের চুক্তিবদ্ধ শ্রমিক ত্রিনিদাদে পাঠানো হয়।।


আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ 26 টি SAQ Question Answer শেয়ার করা হয়েছে, তোমাদের কাজে আসবে।।

Tags : 

Class 12 history notes | hs history suggestion | wb class 12 history question answer and suggestion 2023 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় বড় প্রশ্ন উওর | সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রশ্ন উত্তর | wb class 12 History question answer  | wb class xii History question answer | hs History  question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top