সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

 

সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর


আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অধ্যায়ের প্রথম ভাগ সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি, উদ্দেশ্য এবং নীতিসমূহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসঙ্ঘের অধ্যায়ের দ্বিতীয় ভাগ অর্থাৎ জাতিপুঞ্জের প্রধান সংস্থা সমূহের বাকি MCQ & SAQ  প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।

সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো।


1. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটি হল-
• জাতিসংঘ
• WTO
• NATO
• SAARC
• উওর- জাতিসংঘ

2. UNO কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
• ১৯৪৫ খ্রিস্টাব্দে
• ১৯৪৮ খ্রিস্টাব্দে
• ১৯৫০ খ্রিস্টাব্দে
• ১৯৫২ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৫ খ্রিস্টাব্দে

3. UNO-র সনদে নীতির সংখ্যা কয়টি?
• ৬টি
• ৭টি
• ১০টি
• ১৫টি
• উওর- ১০ টি

4. জাতিপুঞ্জের (UNO) সনদে মূলধারার সংখ্যা হল -
• ১১৫টি
• ১১০টি
• ১১১টি
• ১২৫টি
• উওর- ১১১টি

5. UNO-র সনদে অধ্যায়ের সংখ্যা কত?
• ১৯টি
• ১৫টি
• ২৬টি
• ২৮টি
• উওর- ১৯টি

6. কোন দিনটি 'সম্মিলিত জাতিপুঞ্জ দিবস' হিসেবে পালিত হয়—
• ২৪ অক্টোবর
• ২৫ অক্টোবর
• ২৭ অক্টোবর
• ৩১ অক্টোবর
• উওর- ২৪ অক্টোবর

7. UNO-র সনদে উদ্দেশ্যের সংখ্যা হল- 
• চারটি
• পাঁচটি
• ছয়টি
• সাতটি
• উওর- চারটি

8. UNO-র সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম হল -
• ভ্যাটিকান সিটি
• জাপান
• মালদ্বীপ
• শ্রীলঙ্কা
• উওর- ভ্যাটিকান সিটি

9. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু-
• সার্বভৌম রাষ্ট্র
• ব্যক্তি
• আঞ্চলিক গোষ্ঠী
• সেবা প্রতিষ্ঠানসমূহ
• উওর- সার্বভৌম রাষ্ট্র

10. 'United Nations' শব্দটি চয়ন করেন-
• রুজভেল্ট
• চার্চিল
• ক্রুশ্চেভ
• ওয়াশিংটন
• উওর- রুজভেল্ট

11. UNO-র মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয়—
• ১৯৪৮ খ্রিস্টাব্দে
• ১৯৪৯ খ্রিস্টাব্দে
• ১৯৫০ খ্রিস্টাব্দে
• ১৯৫৫ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৮ খ্রিস্টাব্দে

12. পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে?
• ন্যাটো
• ওয়ারশ
• জাতিসংঘ
• সম্মিলিত জাতিপুঞ্জ
• উওর- জাতিসংঘ

13. বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক
প্রতিষ্ঠান গড়ে ওঠে?
সম্মিলিত জাতিপুঞ্জ
• ন্যাটো
• ওয়ারশ
• জাতিসংঘ
• সম্মিলিত জাতিপুঞ্জ
• উওর- সম্মিলিত জাতিপুঞ্জ

14. অতলান্তিক সনদ কোন্ বছর স্বাক্ষরিত হয়?
• ১৯৪০ খ্রিস্টাব্দে
• ১৯৪১ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪১ খ্রিস্টাব্দে

15. অতলান্তিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
• চার্চিল ও স্তালিন
• রুজভেল্ট ও স্তালিন
• চার্চিল ও রুজভেল্ট
• স্তালিন ও হিটলার
• উওর- চার্চিল ও রুজভেল্ট

16. ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়?
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪১ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪২ খ্রিস্টাব্দে

17. অতলান্তিক সনদের প্রতি কতগুলি রাষ্ট্রের প্রতিনিধিরা আস্থাজ্ঞাপন করে?
• ২৩
• ২৪
• ২৫
• ২৬
• উওর- ২৬ টি

18. মস্কো ঘোষণা কোন্ বছর হয়?
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪১ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৩ খ্রিস্টাব্দে

19. তেহেরান ঘোষণা কোন্ বছর হয়?
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪১ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৩ খ্রিস্টাব্দে

20. ডাম্বারটন ওক্‌স সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়?
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪১ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৪ খ্রিস্টাব্দে

21. ইয়াল্টা সম্মেলন কোন্ বছর হয়?
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪৫ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৫ খ্রিস্টাব্দে

22. সানফ্রান্সিসকো সম্মেলন কবে শুরু হয়?
• ১৯৪৫ সালের ২৫ এপ্রিল
• ১৯৪৫ সালের ২৬ এপ্রিল
• ১৯৪৫ সালের ২৭ এপ্রিল
• ১৯৪৫ সালের ২৮ এপ্রিল
• উওর- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল

24. সানফ্রান্সিসকো সম্মেলনে কতগুলি রাষ্ট্রের প্রতিনিধি যোগদান করেছিলেন?
• 30
• 80
• 50
• 51
• উওর- 50 টি

24. সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
• ১৯৪৫ সালের ২১ অক্টোবর
• ১৯৪৫ সালের ২২ অক্টোবর
• ১৯৪৫ সালের ২৩ অক্টোবর
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
• উওর- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর

25. কোন্ রাষ্ট্রকে জাতিপুঞ্জের 'পর্যবেক্ষক রাষ্ট্র'-এর মর্যাদা দেওয়া হয়েছে?
• আরব
• ইজরায়েল
• মিশর
• প্যালেস্টাইন
• উওর- প্যালেস্টাইন

26. কোন্ বছর প্যালেস্টাইন রাষ্ট্রকে 'পর্যবেক্ষক রাষ্ট্র'-এর মর্যাদা দেওয়া হয়?
• ২০১০
• ২০১১
• ২০১২
• ২০১৩
• উওর- ২০১২

27. জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা কবে হয়?
• ১৯৪৮ সালের ৭ ডিসেম্বর
• ১৯৪৮ সালের ৮ ডিসেম্বর
• ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর
• ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
• উওর- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর

29. কখন 'তৃতীয় বিশ্ব' ধারণাটির উদ্ভব ঘটে?
• প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে
• ফরাসি বিপ্লবের পরে
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
• আমেরিকায় স্বাধীনতা যুদ্ধের পরে
• উওর- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

29. “জাতিপুঞ্জের কাজই হল শান্তি, বিশেষ করে বিশ্বশান্তির খোঁজ করা।" বলেছেন
• এইচ জি নিকোলাস
• কোফি আন্নান
• বুত্ৰোস বুত্রোস ঘালি
• ডি সি কোয়েল
• উওর- ডি সি কোয়েল

30. “পৃথিবীকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতে জাতিপুঞ্জ সংকল্পবদ্ধ।"—এ কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের-
• ৫ নং ধারায়
• ৭ নং ধারায়
• ১ নং ধারায়
• ১৭ নং ধারায়
• উওর- ১ নং ধারায়

31. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত?
১৯৩৯-১৯৪৫ খ্রিস্টাব্দ
১৯৩৭–১৯৪৭ খ্রিস্টাব্দ
১৯৩৮–১৯৪৬ খ্রিস্টাব্দ
১৯৩৫–১৯৪০ খ্রিস্টাব্দ
• উওর- ১৯৩৯-১৯৪৫ খ্রিস্টাব্দ

33. আটলান্টিক মহাসাগরে যে যুদ্ধজাহাজে
'আটলান্টিক সনদ' স্বাক্ষরিত হয়, তার নাম কী?
• বনিটা
• প্রিন্স অব ওয়েলস
• আটলান্টা
• হেনরি এস
• উওর- প্রিন্স অব ওয়েলস

34. জাতিপুঞ্জের প্রাপ্ত আর্থিক অনুদানের বেশির ভাগ অংশ দেয় -
• আমেরিকা
• চিন
• ফ্রান্স
• ব্রিটেন
• উওর- আমেরিকা

35. 'United Nations' কথাটির প্রস্তাবক হলেন—
• চার্চিল
• ট্রুম্যান
• রুজভেল্ট
• এটলি
• উওর- রুজভেল্ট

36. জাতিপুঞ্জের নীতিগুলির উল্লেখ রয়েছে—
• ১ নং ধারায়
• ৩ নং ধারায়
• ২ নং ধারায়
• ৪ নং ধারায়
• উওর- ১ নং ধারায়

37. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ রাষ্ট্রগুলির পক্ষে—
• বাধ্যতামূলক
• বাধ্যতামূলক নয়
• অবশ্যই বাধ্যতামূলক
• কোনোটিই নয়
• উওর- বাধ্যতামূলক নয়

38. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল-
• অছিপরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• জাতিসংঘ
• উওর- জাতিসংঘ

39. 'সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র
গৃহীত হয় সম্মিলিত জাতিপুঞ্জের-
• সাধারণ সভায়
• নিরাপত্তা পরিষদে
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদে
• আন্তর্জাতিক বিচারালয়ে
• উওর- সাধারণ সভায়

40. কোন্ সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়?
• আটলান্টিক ঘোষণা
• ইয়াল্টা সম্মেলন
• সানফ্রান্সিস্কো সম্মেলন
• কোনোটিই নয়
• উওর- সানফ্রান্সিস্কো সম্মেলন

41. জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে-
• ১৯ নং ধারায়
• ১১১ নং ধারায়
• ৩৯ নং ধারায়
• প্রস্তাবনায়
• উওর- প্রস্তাবনায়

42. ১৯৪৫ সালে শুরু করেছিল____-টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল।
• ৫০
• ৫১
• ১৯৩
• ২০৩
• উওর- ৫১

আশাকরি যে, উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অধ্যায়ের প্রথম ভাগ সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি, উদ্দেশ্য এবং নীতিসমূহ থেকে যে কয়েকটি এমসিকিউ প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর 2023 | WB Political science Question Answer | wb class 12 political science question answer  | hs political science  question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 2 qestion answer in Bengali

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top