উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর |
আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অধ্যায়ের দ্বিতীয় ভাগ জাতিপুঞ্জের প্রধান সংস্থা সমূহের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসঙ্ঘের অধ্যায়ের দ্বিতীয় ভাগ জাতিপুঞ্জের প্রধান সংস্থা সমূহের বাকি SAQ প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর
1. সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা হল - • ৭ টি
• ৬ টি
• ৫ টি
• ৮ টি
• উওর- ৬ টি
2. UNO-র সাধারণ সভায় সহ-সভাপতির সংখ্যা হল-
• ২১ জন
• ২২ জন
• ২৫ জন
• ২৮ জন
• উওর- ২১ জন
3. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা হল- • ১৫ টি
• ৬ টি
• ৫ টি
• ১০ টি
• উওর- ৫ টি
4. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা হল-
• ১৫ টি
• ৬ টি
• ৫ টি
• ১০ টি
• উওর- ১০ টি
5. UNO-র মহাসচিবের কার্যকাল হল-
• ৫ বছর
• ২ বছর
• ৯ বছর
• ৮ বছর
• উওর- ৫ বছর
6. নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হল-
• ১৫ টি
• ৬ টি
• ৫ টি
• ১০ টি
• উওর- ১৫ টি
7. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল
• ৫০
• ৫২
• ৫৪
• ২১
• উওর- ৫৪
8. আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল
• ৫৪ টি
• ২১ টি
• ১৫ টি
• ১০ টি
• উওর- ১৫ টি
9. আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল
• ৫ বছর
• ৯ বছর
• ২ বছর
• ১০ বছর
• উওর- ৯ বছর
10. UNO-র একটি আন্তঃসরকার সংগঠনের নাম হল-
• SAARC
• UNESCO
• European Club
• SAFTA
• উওর- European Club
11. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হল-
• তিনটি
• চারটি
• পাঁচটি
• ছয়টি
• উওর- তিনটি
12. সাধারণ সভায় 'শান্তির জন্য ঐক্য'-র প্রস্তাব গৃহীত হয়—
• ১৯৬০ সালে
• ১৯৫০ সালে
• ১৯৭০ সালে
• ১৯৬৫ সালে
• উওর- ১৯৫০ সালে
13. প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক—
• ৫ জন
• ৬ জন
• ৮ জন
• ১০ জন
• উওর- ৫ জন
14. সাধারণ সভার প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে—
• ১ টি
• ২ টি
• ৩ টি
• ৫ টি
• উওর- ১ টি
15. UNO-র প্রথম মহাসচিব হলেন-
• ট্রিগভি-লি
• বান কি মুন
• প্যারেজ দ্য কুয়েলার
• অ্যান্টিনিও গুটারেস
• উওর- ট্রিগভি-লি
16. ১৯৫০ খ্রিস্টাব্দে 'শান্তির জন্য ঐক্য'-এর প্রস্তাব গ্রহণ করে যে
• সাধারণ সভা
• সচিবালয়
• নিরাপত্তা পরিষদ
• অছিপরিষদ
• উওর- সাধারণ সভা
17. সাধারণ সভাকে 'বিশ্ব-বিবেকের কন্ঠস্বর' বলেছেন -
• ফ্র্যাঙ্কেল
• অস্টিন
• পামার এবং পারকিনস্
• মর্গেন্থাউ
• উওর- অস্টিন
18. 'বিশ্বের বিতর্ক সভা"-টি হল -
• সচিবালয়
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
• সাধারণ সভা
• নিরাপত্তা পরিষদ
• উওর- সাধারণ সভা
19. আন্তর্জাতিক বিচারালয়ের সদর দফতরটি রয়েছে -
• নিউ ইয়র্কে
• লণ্ডনে
• হেগ শহরে
• ওয়াশিংটনে
• উওর- হেগ শহরে
20. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ নির্বাচিত হন-
• ২ বছরের জন্য
• ৫ বছরের জন্য
• ৩ বছরের জন্য
• ৭ বছরের জন্য
• উওর- ২ বছরের জন্য
21. UNO-র সনদ সংশোধনের কথা বলা হয়েছে-
• ১০১ ধারায়
• ১০৫ ধারায়
• ১০৮ ধারায়
• ১১০ ধারায়
• উওর- ১০১ ধারায়
22. UNO-র জন্মলগ্নে সদস্যসংখ্যা ছিল
• ৫০
• ৫১
• ৫৫
• ১৯৩
• উওর- ৫১
23. রাষ্ট্রসংঘের বাজেট অনুমোদন করে -
• নিরাপত্তা পরিষদ
• সাধারণ সভা
• অছিপরিষদ
• সচিবালয়
• উওর- নিরাপত্তা পরিষদ
24. সাধারণ সভায় কতজন সহ-সভাপতি থাকে?
• ২১
• ২২
• ২৩
• ২৪
• উওর- ২১
25. সাধারণ সভায় 'শাস্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে?
• ১৯৪৮ খ্রি.
• ১৯৫৫ খ্রি.
• ১৯৫০ খ্রি.
• ১৯৬০ খ্রি.
• উওর- ১৯৫০ খ্রি.
26. "শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব' জাতিপুঞ্জের কোন সংস্থায় গৃহীত হয়?
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
• সাধারণ সভা
• অছি পরিষদ
• উওর- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
27. প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত ছিল?
• ১১
• ১০
• ১৫
• ১৫
• উওর- ১১
28. সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
• ১ জন
• ৫ জন
• ১৫ জন
• ২১ জন
• উওর- ৫ জন
29. 'আন্তর্জাতিক অর্থভাণ্ডার'-র সদর কার্যালয় রয়েছে—
• প্যারিসে
• ওয়াশিংটনে
• লন্ডনে
• হেগে
• উওর- ওয়াশিংটনে
30. আন্তর্জাতিক বিচারালয়ে স্বীকৃত ভাষা হল-
• ইংরেজি
• ইংরেজি ও ফরাসি
• ফরাসি
• কোনোটিই নয়
• উওর- ইংরেজি ও ফরাসি
31. সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর আহবান করা হয়-
• সোমবার
• বুধবার
• মঙ্গলবার
• বৃহস্পতিবার
• উওর- মঙ্গলবার
32. সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর যে মাসের তৃতীয়-মঙ্গলবার আহবান করা হয়, তা হল-
• নভেম্বর
• অক্টোবর
• সেপ্টেম্বর
• ডিসেম্বর
• উওর- সেপ্টেম্বর
33. জাতিপুঞ্জের প্রধান প্রশাসক কে?
• মহাসচিব
• সাধারণ সভার সভাপতি
• আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান বিচারপতি
• কেউই নন
• উওর- সাধারণ সভার সভাপতি
34. বিশ্ব ব্যাংকের সদর দফতরটি অবস্থিত
• ওয়াশিংটনে
• ফ্রান্সে
• ভিয়েনায়
• নিউ জার্সিতে
• উওর- ওয়াশিংটনে
35. সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ-আইনসভা হল
• সাধারণ সভা
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
• কর্ম দফতর
• উওর- সাধারণ সভা
36. বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়
• ১৯৮৫ সালে
• ১৯৯৫ সালে
• ১৯৯০ সালে
• ২০০০ সালে
• উওর- ১৯৯৫ সালে
37. জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে-
• ৩৯ নং ধারায়
• ৪২ নং ধারায়
• ৯৯ নং ধারায়
• ৮৮ নং ধারায়
• উওর- ৯৯ নং ধারায়
38. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা হল
• ১৯১
• ১৯৩
• ২০৪
• ২৯৩
• উওর- ১৯৩
39. বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল—
• সাধারণ সভা
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অছিপরিষদ
• উওর- সাধারণ সভা
40. জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম
• আন্তোনিও গুতারেস
• ট্রিগভি লি
• উথান্ট
• হ্যামারশিল্ড
• উওর- আন্তোনিও গুতারেস
41. সাধারণ সভার বিশেষ অধিবেশন আহবান করেন—
• মহাসচিব
• নিরাপত্তা পরিষদ
• আন্তর্জাতিক বিচারালয়
• অছিপরিষদ
• উওর- মহাসচিব
42. মহাসচিবের কাজকে ‘নীরব কূটনীতি' বলেছেন—
• গুডস্পিড
• গেটেল
• সুম্যান
• ফ্র্যাঙ্কেল
• উওর- গুডস্পিড
আশাকরি যে, উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অধ্যায়ের যে এমসিকিউ প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর 2023 | WB Political science Question Answer | wb class 12 political science question answer | hs political science question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 2 qestion answer in Bengali