দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতি ( Foreign Policy) ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 3 In Bengali ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতির ( Foreign Policy ) বাকি থাকা MCQ Question Answer & SAQ Question Answer গুলো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর সাজেশন || West Bengal Board Class 12 Political Science MCQ Question Answer 2023
1- The Limits Of Foreign Policy গ্রন্থের লেখক কে?
• চার্লস বার্টন মার্শাল
• জোসেফ ফ্রাঙ্কেল
• হফম্যান
• ই.এইচ.কার
• উওরঃ চার্লস বার্টন মার্শাল
2- The Making Of Foreign Policy গ্রন্থের লেখক কে?
• চার্লস বার্টন মার্শাল
• জোসেফ ফ্রাঙ্কেল
• হফম্যান
• ই.এইচ.কার
• উওরঃ জোসেফ ফ্রাঙ্কেল
3- বিদেশনীতির প্রধান উদ্দেশ্য কী?
• বিশ্বশান্তি
• জাতীয় স্বার্থ রক্ষা করা
• আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করা
• উপরের সবগুলি
• উওরঃ জাতীয় স্বার্থ রক্ষা করা
4- মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
• কংগ্রেস
• পার্লামেন্ট
• ডুমা
• মজলিস
• উওরঃ কংগ্রেস
WB Class 12 Political Science 2nd Chapter এর MCQ And SAQ Question Answer গুলো দেখতে হলে নিচের লিঙ্ক গুলো চেক করো 👇
1- WB Class 12 Political Science MCQ And SAQ Part 1
2- WB Class 12 Political Science MCQ And SAQ Part 2
3- WB Class 12 Political Science MCQ And SAQ Part 3
4- WB Class 12 Political Science MCQ And SAQ Part 4
5- WB Class 12 Political Science Online MCQ Mock Test
6- WB Class 12 Political Science Online MCQ Mock Test
7- WB Class 12 Political Science MCQ And SAQ Part
5- ভারতের এবং ব্রিটেনের আইনসভার নাম কী?
• কংগ্রেস
• পার্লামেন্ট
• ডুমা
• মজলিস
• উওরঃ পার্লামেন্ট
6- রাশিয়ার আইনসভার নাম কী?
• কংগ্রেস
• পার্লামেন্ট
• ডুমা
• মজলিস
• উওরঃ ডুমা
7- ইরানের আইনসভার নাম কী?
• কংগ্রেস
• পার্লামেন্ট
• ডুমা
• মজলিস
• উওরঃ মজলিস
8- ভারতের পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি হল-
• জাতীয় স্বার্থ
• পঞ্চশীল নীতি গ্রহণ
• তাসখন্দ চুক্তি
• জোট নিরপেক্ষতা
• উওরঃ পঞ্চশীল নীতি গ্রহণ
9- কোন কোন দেশের মধ্যে পঞ্চশীল নীতি গৃহীত হয়েছিল?
• ভারত এবং পাকিস্তান
• ভারত এবং চীন
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন
• ভারত এবং বাংলাদেশ
• উওরঃ ভারত এবং চীন
10- কত সালে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল?
• ১৯৬৬
• ১৯৫৪
• ১৯৪৯
• ১৯৫৫
• উওরঃ ১৯৫৪
11- কত খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দিয়েছিল?
• ১৯৬৬
• ১৯৫৪
• ১৯৫৬
• ১৯৫৫
• উওরঃ ১৯৫৬
12- ভারত কত খ্রিস্টাব্দে প্রথম পরীক্ষামুলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল?
• ১৯৬৬
• ১৯৯৮
• ১৯৭৪
• ১৯৭৯
• উওরঃ ১৯৭৪
13- ভারত কত খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের জন্য পরীক্ষামুলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল?
• ১৯৬৬
• ১৯৯৮
• ১৯৭৪
• ১৯৭৯
• উওরঃ ১৯৯৮
14- ভারতীয় পরমাণু বোমার প্রয়োগের মূলনীতি কি?
• No Strike First
• First Strike
• Last Strike
• ওপরের সবগুলোই
• উওরঃ No Strike First
15- আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে দক্ষিণ এশিয়ার সংগঠন টির নাম কী?
• NATO
• NAM
• ASEAN
• ASEAR
• উওরঃ ASEAN
16- আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগঠন টির নাম কী?
• NATO
• NAM
• ASEAN
• ASEAR
• উওরঃ ASEAN
17- SAARC গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
• রাজীব গান্ধী
• জহরলাল নেহেরু
• অটল বিহারি বাজপেয়ি
• ইন্দিরা গান্ধী
• উওরঃ রাজীব গান্ধী
18- কত খ্রিস্টাব্দে সার্ক ( SAARC ) গঠিত হয়েছিল?
• ১৯৬৬
• ১৯৫৫
• ১৯৮৫
• ১৯৪৫
• উওরঃ ১৯৮৫
19- সার্ক ( SAARC ) গঠনের প্রস্তাব কোথায় গৃহীত হয়েছিল?
• শ্রীলঙ্কায়
• ভারতে
• ঢাকায়
• পাকিস্তানে
• উওরঃ ঢাকায়
20- সার্ক গঠনের সময় তার সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল?
• ৯
• ৭
• ৮
• ৬
• উওরঃ ৭
21- সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
• ৯
• ৭
• ৮
• ৬
• উওরঃ ৮
22- সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
• ঢাকায়
• ভারতে
• আফগানিস্থানে
• শ্রীলঙ্কায়
• উওরঃ ঢাকায়
23- সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র হলো-
• বাংলাদেশ
• ভারত
• আফগানিস্তান
• শ্রীলঙ্কা
• উওরঃ ভারত
24- দক্ষিণ এশিয়ার অবাধ বাণিজ্য চুক্তির সংগঠন হলো -
• SAFTA
• WARSAW
• ASEAN
• ASEAR
• উওরঃ SAFTA
25- 'তোমার গোপনীয়তা, আমার স্বাধীনতা' এই উক্তিটির বক্তা কে?
• উইস্টন চার্চিল
• জর্জ বুশ
• মার্শাল টিটো
• উড্রো উইলসন
• উওরঃ জর্জ বুশ
26- ভারতে কোন বছর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল?
• ১৯৮৫
• ১৮৮৫
• ১৯৪৭
• ১৯৯৫
• উওরঃ ১৮৮৫
27- ভারতের পররাষ্ট্রনীতির কিসের সমন্বয়ে গড়ে ওঠে?
• আদর্শবাদ বা বাস্তববাদ
• বহুত্ববাদ
• মার্কসবাদ
• কোনোটিই নয়
• উওরঃ আদর্শবাদ বা বাস্তববাদ
28- ভারতের পররাষ্ট্র নীতি কোন জোটকে সমর্থন করে?
• পুঁজিবাদী জোট
• সমাজতান্ত্রিক জোট
• জোট নিরপেক্ষতা
• কোনোটিই নয়
• উওরঃ জোট নিরপেক্ষতা
29- ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার কে?
• জহরলাল নেহেরু
• মহাত্মা গান্ধী
• রাজীব গান্ধী
• সরদার বল্লভ ভাই প্যাটেল
• উওরঃ জহরলাল নেহেরু
30- কোন দেশের শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন করেছিল?
• দক্ষিণ আফ্রিকা
• বাংলাদেশ
• কোরিয়া
আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতি ( Foreign Policy ) ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 3 In Bengali ) থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 MCQ Question Answer শেয়ার করা হয়েছে,তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান mcq প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি অধ্যায়ের প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer | wb class xii political science question answer | hs political science question answer & notes in Bengali