দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের পোস্টেও এই অধ্যায়ের কিছু MCQ Question Answer শেয়ার করেছিলাম।। যারা সেই প্রশ্ন উওর গুলো দেখতে পারোনি, তারা আজকে সেগুলো দেখে নিতে পারো। বাকি পোস্টে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়ের আরও বাকি 31 টি MCQ এবং বাকি কিছু SAQ প্রশ্ন উওর গুলো শেয়ার করে এই অধ্যায়ের সমস্ত নোট তোমাদের সামনে তুলে ধরবো।।
দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ Question Answer || WB Class 12 Political Science MCQ Question Answer & Suggestion 2023
1- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক বিকাশের জন্য যে পরিকল্পনা ঘোষণা করা হয় তার নাম কি??
• মার্শাল পরিকল্পনা
• ট্রুম্যান পরিকল্পনা
• কমিকন
• NATO
উওর : ট্রুম্যান পরিকল্পনা।
2- কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট রাশিয়ার জন্ম হয়?
• 1949
• 1945
• 1917
• 1947
উওর : 1917 খ্রিস্টাব্দে।
3- কোন রাষ্ট্রটি একমেরু বিশ্বের প্রধান চালিকাশক্তি?
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• জার্মানি
• গ্রেট ব্রিটেন
উওর : মার্কিন যুক্তরাষ্ট্র
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় এর সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ Question Answer এর First Part 30+ Question Answer দেখতে নিচের লিঙ্কে ক্লিক করো👇👇
HS Political Science MCQ Question Answer Part-1
4- জোট নিরপেক্ষ নীতি প্রথম কে প্রচার করেছিলেন?• প্যারেটো
• মার্শাল টিটো
• উইনস্টন চার্চিল
• জহরলাল নেহেরু
উওর : উইনস্টন চার্চিল।
5- বান্দুং সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল?
• 1955
• 1956
• 1957
• 1958
উওর : 1955 খ্রিস্টাব্দের 18 এপ্রিল থেকে 24 এপ্রিল।
6- জোট নিরপেক্ষ আন্দোলন কখন গড়ে ওঠে?
• প্রথম বিশ্বযুদ্ধের পর
• প্রথম বিশ্বযুদ্ধের আগে
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
7- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি কয়টি ভাগে বিভক্ত হয়?
• দুই ভাগে
• চার ভাগে
• ছয় ভাগে
• আট ভাগে
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুইটি ভাগে বিভক্ত হয়।
8- ঠান্ডা যুদ্ধকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়?
• পাঁচটি পর্যায়ে
• ছয়টি পর্যায়ে
• দশটি পর্যায়ে
• চারটি পর্যায়ে
উত্তর : ছয়টি পর্যায়ে।
9- কত দশকে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটে?
• 6- এর দশকে
• 9-এর দশকে
• 7-এর দশকে
• 8-এর দশকে
উওর : নয়ের দশকে।
10- কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল?
• 1949
• 1945
• 1991
• 1968
উত্তর : 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল।
11- কত খ্রিস্টাব্দে NATO (ন্যাটো) গঠিত হয়েছিল?
• 1949
• 1945
• 1991
• 1968
উওর : 1949 সালের 4 ই এপ্রিল।
12- ঠান্ডা যুদ্ধের সূচনা কবে হয়েছিল?
• 1949
• 1945
• 1991
• 1968
উওর : 1945 সালে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল।
13- কাকে লৌহ মানব বলা হয়?
• সরদার বল্লভ ভাই প্যাটেল
• বিসমার্ক
• হিটলার
• স্তালিন
উওর : স্তালিনকে লৌহ মানব বলা হয়।
14- কত খ্রিস্টাব্দে WARSAW Pat Organization গড়ে ওঠে?
• 1949
• 1945
• 1991
• 1955
উওর : 1955 সালে।
14- কত সালে সুয়েজ সংকট দেখা দিয়েছিল?
• 1962
• 1945
• 1956
• 1968
উওর : 1956 সালে
15- দুই জার্মানি মধ্যে বিবাদ স্থায়ী করতে কি গড়ে উঠেছিল?
• NATO
• WARSAW
• SEATO
• বার্লিন প্রাচীর
উওর : দুই জার্মানি মধ্যে বিবাদ স্থায়ী করতে বার্লিন প্রাচীর গড়ে উঠেছিল।
16- কত সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়েছিল?
• 1962
• 1961
• 1956
• 1968
উওর : 1961 সালে
17- কোন কোন দেশের মধ্যে হটলাইন স্থাপিত হয়েছিল?
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন
• ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন
• সোভিয়েত ইউনিয়ন এবং জাপান
• সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন
18- কত সালে পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• 1962
• 1966
• 1956
• 1968
• উওর : 1968 সালে।
19- কত সালে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• 1962
• 1966
• 1956
• 1968
• উওর : 1966
20- তাসখন্দ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটেছিল?
• ভারত-পাক
• ভারত-চীন
• সোভিয়েত ইউনিয়ন- মার্কিন যুক্তরাষ্ট্র
• মার্কিন যুক্তরাষ্ট্র- কোরিয়া
• উওর : ভারত-পাক
21- বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল?
• 1971
• 1972
• 1970
• 1975
• উওর : 1971
22- বাংলাদেশের স্বাধীনতা লাভ করার সময় কোন দেশ তাকে সাহায্য করেছিল?
• ভারত
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• গ্রেট ব্রিটেন
• উওর : ভারত
23- ঠান্ডা যুদ্ধের পর বিশ্বের একমাত্র নেতা ছিল কোন রাষ্ট্র?
• ভারত
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• গ্রেট ব্রিটেন
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র
24- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান দেশ কোনটি?
• ভারত
• ঘানা
• সোভিয়েত ইউনিয়ন
• ইন্দোনেশিয়া
• উওর : ভারত
25- বান্দুং সম্মেলনে কয়টি রাষ্ট্র যোগ দিয়েছিল?
• ২৫
• ২৭
• ২৯
• ৫১
• উওর : ২৯
26- জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা কে?
• জহরলাল নেহেরু
• প্যারেটো
• মার্শাল টিটো
• নক্রুমা
• উওর : নক্রুমা
27- কোন সম্মেলনে জোট নিরপেক্ষতা আন্দোলনের সূচনা হয়েছিল?
• বেলগ্রেড সম্মেলনে
• বার্লিন সম্মেলনে
• আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের সম্মেলনে
• পটসডাম সম্মেলনে
• উওর : বেলগ্রেড সম্মেলনে
28- বর্তমান বিশ্বকে কী বলা হয়?
• একমেরু বিশ্ব
• দ্বিমেরু বিশ্ব
• বহুমেরু বিশ্ব
• বহুমাত্রিক বিশ্ব
• উওর : একমেরু বিশ্ব
29- সর্বাধিক সদস্যের আন্তর্জাতিক সংগঠনের নাম কি?
• NATO
• WARSAW
• NAM
• জাতিপুঞ্জ
• উওর : NAM
30- কত সালে ট্রুম্যান নীতি ঘোষিত হয়েছিল?
• 1949
• 1955
• 1947
• 1945
• উওর : 1947
31- ঠান্ডা লড়াই শব্দটি সর্বপ্রথম কে প্রয়োগ করেছিলেন?
• ওয়াল্টার লিপম্যান
• বার্নার্ড বারুচ
• ক্রুশ্চেভ
• জর্জ মার্শাল
• উওর : বার্নার্ড বারুচ
আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 টি MCQ Question Answer শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর 2023 | WB Political science Question and Answer in bengali class 12 | দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক SAQ প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer | wb class xii political science question answer | hs political science question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 2 qestion answer in Bengali