দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ Question Answer || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2023

0

 

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ Question Answer ||  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2023


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) থেকে বাকি গুরুত্বপূর্ণ 31 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের পোস্টেও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ Question Answer এর First Part & 2nd Part শেয়ার করেছিলাম।। তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সেগুলো দেখে নিতে পারো। 

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ Question Answer ||  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2023

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় এর সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ Question Answer এর First Part & Second Part এর 60+ Question Answer দেখতে নিচের লিঙ্কে ক্লিক করো👇👇

• HS Political Science MCQ Question Answer Part-1

• HS Political Science MCQ Question Answer Part-2


32- মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক জোটের নাম কি?
• NATO
• WARSAW
• NAM
• জাতিপুঞ্জ
• উওর : NATO ( North Atlantic Treaty Organization )
33- সমাজতান্ত্রিক দেশ গুলি কোন জোট গঠন করেছিল?
• NATO
• WARSAW
• NAM
• জাতিপুঞ্জ
• উওর : WARSAW
34- কোন দেশের উদ্যোগে ন্যাটো গঠিত হয়েছিল?
• ফ্রান্স
• গ্রেট ব্রিটেন
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র
35- কোন দেশের নেতৃত্বে বা উদ্যোগে WARSAW জোট গঠিত হয়েছিল?
• ফ্রান্স
• গ্রেট ব্রিটেন
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• উওর : সোভিয়েত ইউনিয়ন
36- কত খ্রিস্টাব্দে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছিল?
• 1970
• 1980
• 1990
• 1991
• উওর : 1991
37- ট্রুম্যান ডকট্রিন ঘোষিত হয়েছিল-
• 1947 সালের 12 ই মার্চ
• 1947 সালের 14 ই মার্চ
• 1947 সালের 16 ই মার্চ
• 1947 সালের 18 ই মার্চ
• উওর : 1947 সালের 12 ই মার্চ
38- কে মার্শাল পরিকল্পনা ঘোষণা করেছিলেন?
• ওয়াল্টার লিপম্যান
• জর্জ মার্শাল
• ক্রুশ্চেভ
• জর্জ বুশ
• উওর : জর্জ মার্শাল
39- কবে কমিকন গঠিত হয়েছিল?
• 1949
• 1955
• 1947
• 1945
• উওর : 1947
40- কবে মার্শাল পরিকল্পনা ঘোষিত হয়েছিল?
• 1949
• 1955
• 1947
• 1945
• উওর : 1947
41- ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায়-
• পারমাণবিক অস্ত্রের যুদ্ধ
• যুদ্ধ না করে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করা
• যুদ্ধ এবং শান্তির মাঝামাঝি অবস্থা
• কূটনীতির ব্যবহার
• উওর : যুদ্ধ এবং শান্তির মাঝামাঝি অবস্থা
42- ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ দেশ হলো -
• জার্মানি এবং ফ্রান্স
• সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম
• ভারত এবং চীন
• উওর : সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র
43- ঠান্ডা যুদ্ধের চরম পর্যায় হলো-
1959-62
1960-63
1947-50
1962-70
• উওর : 1959-62
44- আফগানিস্তানের কত সালে সোভিয়েতমুখী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?
• 1949
• 1991
• 1947
• 1979
• উওর : 1979
45- 1979 সালে আফগানিস্তানের শাসন ক্ষমতায় বসে ছিলেন-
• বাব্রাক কার্মাল
• হো-চিন-মিন
• জর্জ বুশ
• প্যারেটো
• উওর : বাব্রাক কার্মাল
46- ফ্রান্স কত সালে মিশর আক্রমণ করেছিল?
• 1949
• 1956
• 1947
• 1979
• উওর : 1956
47- কত সালে পঞ্চশীল নীতি গৃহীত হয়েছিল?
• 1954
• 1956
• 1947
• 1979
• উওর : 1954
48- বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা কয়টি?
• দশটি
• বারোটি
• একান্নটি
• ষোলোটি
• উওর : দশটি
49- কোন দুটি দেশের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• জার্মানি এবং ফ্রান্স
• সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম
• ভারত এবং চীন
• উওর : ভারত এবং চীন
50- ভারত এবং পাকিস্তানের শিমলা চুক্তি কবে সম্পাদিত হয়েছিল?
• 1954
• 1956
• 1947
• 1972
• উওর : 1972
51- কত খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দিয়েছিল?
• 1954
• 1956
• 1962
• 1972
• উওর : 1962
52- সোভিয়েত ইউনিয়নের ওপর সামরিক প্রাধান্য প্রতিষ্ঠার জন্য রেগান সরকার যে যুদ্ধের পরিকল্পনা করেছিলেন তা হল-
• তারকা যুদ্ধ
• পারমাণবিক যুদ্ধ
• কূটনৈতিক যুদ্ধ
• উপরের সবগুলি
• উওর : তারকা যুদ্ধ
53-  The Cold War Study In U.S Foreign Policy গ্রন্থটির লেখক হলেন-
• ওয়াল্টার লিপম্যান
• জোসেফ ফ্রাঙ্কেল
• জর্জ বুশ
• জর্জ মার্শাল
• উওর : ওয়াল্টার লিপম্যান
54- 1956 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল-
• 3 সেপ্টেম্বর
• 3 নভেম্বর
• 3 আগস্ট
• 3 অক্টোবর
• উওর : 3 সেপ্টেম্বর
55- কত সালে সুয়েজ খালের জাতীয়করণ করা হয়?
• 1954
• 1956
• 1962
• 1972
• উওর : 1956
56- ইন্দোনেশিয়া জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন?
• প্যারেটো
• মার্শাল টিটো
• সুকর্ণ
• জহরলাল নেহেরু
• উওর : সুকর্ণ
57- কত সালে SEATO গঠন করা হয়েছিল?
• 1954
• 1956
• 1962
• 1972
• উওর : 1954
58-  গ্লাসনস্ত এবং পেরেসত্রোয়িক নীতির প্রবক্তা কে?
• ট্রুম্যান
• জর্জ মার্শাল
• গর্বাচেভ
• ক্রুশ্চেভ
• উওর : গর্বাচেভ
59- মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের ওপর পারমাণবিক আক্রমণ করেছিল -
• 1939 সালে
• 1914 সালে
• 1918 সালে
• 1945 সালে
• উওর : 1945 সালে
60- কত সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়েছিল?
• 1954 সালে
• 1980 সালে
• 1998 সালে
• 1989 সালে
• উওর : 1989 সালে
61- কোন মার্কিন রাষ্ট্রপতি তারকা যুদ্ধ পরিকল্পনা করেছিলেন?
• জর্জ বুশ
• ট্রুম্যান
• বার্নার্ড বারুচ
• রোনাল্ড রেগ্যান
• উওর : রোনাল্ড রেগ্যান
62- জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নীতি কী?
• সামরিক জোটে যোগ না দেওয়া
• সামরিক শক্তি বৃদ্ধি করা
• পৃথিবীতে বিশ্ব শান্তি রক্ষা করা
•  উন্নয়নশীল দেশগুলিতে আর্থিক সাহায্য দান করা
•  উওর : সামরিক জোটে যোগ না দেওয়া

আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) থেকে বাকি গুরুত্বপূর্ণ 31 টি MCQ Question Answer শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর 2023 | WB Political science Question and Answer in bengali class 12 | দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক SAQ প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer  | wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 2 qestion answer in Bengali

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top