উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর 2023 || HS Political Science SAQ Question Answer And Suggestion 2023

0


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 26 টি SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগেও আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর শেয়ার করেছিলাম। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। পরবর্তী পোস্টে এই অধ্যায়ের বাকি SAQ প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক (WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 26 টি SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগেও আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর শেয়ার করেছিলাম। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। পরবর্তী পোস্টে এই অধ্যায়ের বাকি SAQ প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।


উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর 2023 || HS Political Science SAQ Question Answer And Suggestion 2023

1- জোট-নিরপেক্ষ ধারণার জন্ম হয়েছিল কোথায়?
উওরঃ- জোট-নিরপেক্ষ ধারণার জন্ম হয়েছিল ভারতে।
2- NAM এর পুরো নাম কি?
উওরঃ NAM এর পুরো নাম হলো Non Alignment Movement
3- জোট নিরপেক্ষ তার মূল উৎস কি?
উওরঃ জোট নিরপেক্ষ তার প্রধান উৎস হল পঞ্চশীল নীতি।

WB Class 12 Political Science MCQ And SAQ Question Answer Of 2nd Chapter 👇

1- WB Class 12 Political Science MCQ And SAQ Part 1

2- WB Class 12 Political Science MCQ And SAQ Part 2

3- WB Class 12 Political Science MCQ And SAQ Part 3

4- WB Class 12 Political Science MCQ And SAQ Part 4

5- WB Class 12 Political Science Online MCQ Mock Test 

4- পঞ্চশীল নীতির কয়েকটি নীতি উল্লেখ করো।
উওরঃ পঞ্চশীল নীতির কয়েকটি নীতি হলো অনাক্রমণ,শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা,অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ইত্যাদি।
5- ঠান্ডা যুদ্ধের বিপরীতে অবস্থান নাম কি
উওরঃ ঠান্ডা যুদ্ধের বিপরীতে অবস্থান নাম হলো দেঁতাত।
6- কাদের ঘোষণার মাধ্যমে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছিল?
উত্তরঃ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি গোর্বাচেভ এবং মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের ঘোষণায় ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছিল।
7- কত খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উওরঃ 1961 খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
8- ভারতের পররাষ্ট্রনীতির মূলনীতি কি?
উওরঃ ভারতের পররাষ্ট্রনীতির মূলনীতি হলো জোট নিরপেক্ষতা।
9- জাতিপুঞ্জের মানবাধিকার কবে ঘোষিত হয়েছিল?
উওরঃ জাতিপুঞ্জের মানবাধিকার 1948 সালে ঘোষিত হয়েছিল।
10- কত খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দিয়েছিল?
উওরঃ 1962 খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দিয়েছিল।
11- জোট নিরপেক্ষ আন্দোলনের যুগোস্লাভিয়ার নেতা কে?
উওরঃ জোট নিরপেক্ষ আন্দোলনের যুগোস্লাভিয়ার নেতা হলেন মার্শাল টিটো।
12- মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন?
উওরঃ মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন গামাল আব্দেল নাসের।
13- মিত্র শক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল?
উওরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স,সোভিয়েত ইউনিয়ন এবং গ্রেট ব্রিটেনকে নিয়ে মিত্র শক্তি গড়ে উঠেছিল।
14- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশকে নিয়ে অক্ষশক্তি গড়ে উঠেছিল?
উওরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি,স্পেন,জাপান এবং জার্মানিকে নিয়ে অক্ষ শক্তি গড়ে উঠেছিল।
15- দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন পক্ষের জয় হয়েছিল?
উওরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয় হয়েছিল।
16- কার মতে ঠান্ডা লড়াই হল গরম শান্তি?
উওরঃ বার্নেটের মতে ঠান্ডা লড়াই হল গরম শান্তি।
17- কোন কোন রাষ্ট্র প্রধানের মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উওরঃ স্তালিন এবং হিটলারের মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
18- ক্যু-দেতা কী বা কাকে বলে? অথবা ক্যু-দেতা বলতে কী বোঝায়?
উওরঃ কোনো স্থানে আকস্মিকভাবে বলপ্রয়োগের মাধ্যমে সরকার পরিবর্তনের ঘটনাকে ক্যু-দেতা বলে।
19- প্রতিরোধের নীতি কী?
উওরঃ সমগ্র বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতন্ত্র অথবা কমিউনিস্ট দলগুলির অথবা সোভিয়েত ইউনিয়নের প্রভাব রোধ করার জন্য যে নীতি গ্রহণ করেছিল,তাকেই প্রতিরোধের নীতির বলা হয়।
20- মার্শাল পরিকল্পনার মাধ্যমে কোন দেশ গুলিকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছিল?
উওরঃ মার্শাল পরিকল্পনার মাধ্যমে পশ্চিম ইউরোপের দেশগুলিকে আর্থিক সাহায্য করা হয়েছিল।
21- মার্শাল পরিকল্পনার মাধ্যমে কোন দেশ গুলিকে সাহায্য করা কথা বলা হয়নি?
উওরঃ মার্শাল পরিকল্পনায় সোভিয়েত ইউনিয়ন এবং তার সঙ্গে থাকা সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলিকে আর্থিক সাহায্য দান করার কথা বলা হয়নি।
22- পটাসডাম সম্মেলনে কী গৃহীত হয়েছিল?
উওরঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধে পরাজিত অক্ষশক্তির দেশগুলোর সঙ্গে শান্তি চুক্তির খসড়া রচনা করার জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত পটাসডাম সম্মেলনে গৃহীত হয়েছিল।
23- জাপান কোন রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছিল?
উওরঃ জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছিল।
24- কোন ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শক্তি সমতা প্রতিষ্ঠা করেছিল?
উওরঃ 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পারমানবিক বোমা আবিষ্কারের ঘটনা সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তির ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল।
25- মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল?
উওরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপের দেশ গুলিকে আর্থিক সাহায্য প্রদান করাই ছিল মার্শাল পরিকল্পনার প্রধান উদ্দেশ্য।
26- কোমেকন গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল?
উওরঃ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত কোমকনের প্রধান উদ্দেশ্য ছিল, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশ গুলির মধ্যে আর্থিক সহযোগিতা বৃদ্ধি করে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো।

আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক (WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) থেকে যে 26 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান SAQ প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক SAQ প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer  | wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 2 qestion answer in Bengali

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top