![]() |
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্কের ঠান্ডা লড়াই অর্থ ও উৎপত্তির কারণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 26 টি SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর 2024 || WB Class 12 Political Science SAQ Questions And Answers
1- কে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি প্রয়োগ করেছিলেন?
উওর : বার্নার্ড বারুচ সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি প্রয়োগ করেছিলেন।
2- কে সর্বপ্রথম ঠান্ডা লড়াই সম্পর্কে ধারণা দিয়েছিলেন?
উওর : মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান সর্বপ্রথম ঠান্ডা লড়াই সম্পর্কে ধারণা দিয়েছিলেন।
3- কোন বিশ্বযুদ্ধের পর ঠান্ডা লড়াই এর উৎপত্তি হয়েছিল?
উওর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ হাজার 1945 এরপর ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি হয়েছিল।
4- প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল?
উওর : প্রথম বিশ্বযুদ্ধের 1914 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।
5- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?
উওর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ হাজার 1939 সালে শুরু হয়েছিল।
6- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল?
উওর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 খ্রিষ্টাব্দে শেষ হয়েছিল।
7- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কাদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল?
উওর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল।
8- ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়েছিল? উত্তর - 1947 খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়েছিল।
9- কবে থেকে ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে?
উওর : 1947 খ্রিস্টাব্দে থেকে ঠান্ডা লড়াই কথাটি ব্যাপক ভাবে ব্যবহৃত হতে থাকে।
10- রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন?
উওর : জর্জ সি মার্শাল ছিলেন রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব।
11- ঠান্ডা লড়াই কবে শুরু হয়েছিল এবং কবে সমাপ্তি হয়েছিল?
উওর : ঠান্ডা লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 1947 সালের 12 ই মার্চ ঠান্ডা লড়াই শুরু হয় এবং 1990 খ্রিস্টাব্দের 2 জনু ঠান্ডা লড়াই এর সমাপ্তি ঘটে
12- ঠান্ডা যুদ্ধের সময় যে পশ্চিমী সামরিক জোট গড়ে উঠেছিল তার নাম কি?
উওর : ঠান্ডা লড়াইয়ের সময় যে পশ্চিমী সামরিক জোট গড়ে উঠেছিল তার নাম ছিল NATO।
13- ঠান্ডা লড়াই এর বিপরীত অবস্থার নাম কী?
উওর : ঠান্ডা লড়াই এর বিপরীত অবস্থার নাম হলো দেতাঁত।
14- কাদের ঘোষণার মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটেছিল?
উওর : 1990 খ্রিস্টাব্দে 2 জুন মিখাইল গোর্বাচেভ এবং জর্জ বুশের ঘোষণা দ্বারা ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটেছিল।
15- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল?
উওর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল।
16- ন্যাটো ( NATO ) জোটের পাল্টা জোটের নাম কি?
উওর : ন্যাটোর পাল্টা জোটের নাম হলো Warsaw।
17- কবে কিউবা সংকট দেখা দিয়েছিল?
উওর : 1962 খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দিয়েছিল।
18- দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি বলতে কোন দেশ গুলিকে বোঝাাত?
উওর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রেট ব্রিটেন, ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র - এই চারটি রাষ্ট্রকেই মিত্রশক্তি বলা হত।
19- কোন কোন দেশকে নিয়ে অক্ষশক্তি গড়ে উঠেছিল?
উওর : জার্মানি,স্পেন, জাপান এবং ইতালিকে নিয়ে অক্ষশক্তি গড়ে উঠেছিল।
20- মিত্র শক্তির মধ্যে কোন দেশটি একমাত্র সমাজতান্ত্রিক ছিল?
উওর : মিত্র শক্তির মধ্যে একমাত্র সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রটি সমাজতান্ত্রিক ছিল।
21- ঠান্ডা লড়াই কথাটি কে জনপ্রিয় করেছিলেন?
উওর : ওয়াল্টার লিপম্যান ঠান্ডা লড়াই কথাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন।
22- প্রতিরোধের নীতি কী?
উওর : সোভিয়েত ইউনিয়নের অথবা সমাজতন্ত্রের ভাবধারার অগ্রগতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি গ্রহণ করেছিল তাই প্রতিরোধের নীতির নামে পরিচিত।
23- কত খ্রিস্টাব্দে পটসডাম সম্মেলন হয়েছিল?
উওর : 1945 খ্রিস্টাব্দে পটসডাম সম্মেলন হয়েছিল।
24- পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোন দুজন নেতার নাম লেখ।
উত্তর : পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার মধ্যে উল্লেখযোগ্য নেতা ছিলেন চার্চিল এবং রুজভেল্ট।
25- কোন দেশ বার্লিন অবরোধ করেছিল,?
উওর : সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করেছিল।
26- সোভিয়েত ইউনিয়ন কত খ্রিস্টাব্দে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল?
উওর : সোভিয়েত ইউনিয়ন 1949 সালে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল।
Tags : দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক SAQ প্রশ্ন উত্তর |