![]() |
দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ 30+ MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণের সমস্ত বড় প্রশ্ন উওর আমি আগেই শেয়ার করেছি। তোমাদের আমাদের ওয়েবসাইটের Search Option এ দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর লিখে সার্চ করলেই সমস্ত প্রশ্ন উওর পেয়ে যাবে।।
উচ্চমাধ্যমিক ইতিহাস-প্রথম অধ্যায়ের 30+ MCQ প্রশ্ন উওর || অতীত স্মরণ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 2024
1- জনশ্রুতি কত প্রকার?
• চার প্রকার
• ছয় প্রকার
• পাঁচ প্রকার
• তিন প্রকার
• উওর : পাঁচ প্রকার
2- মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল-
• শ্রুতিনাটক
• বক্তৃতা
• কথোপকথন
• জনশ্রুতি
• উওর : জনশ্রুতি
3- নোয়ার নৌকার কাহিনি যে ধর্মের পুরাণে আছে সেটি হলো -
• হিন্দু
• বৌদ্ধ
• খ্রিস্টান
• ইসলাম
• উওর : খ্রিস্টান
4- মহাকবি কালিদাসের কাহিনি উল্লিখিত আছে-
• হিন্দু পুরাণে
• রোমান পুরাণে
• গ্রিক পুরাণে
• বাইবেলে
• উওর : হিন্দু পুরাণে
5- হিন্দুধর্মে দেবী দুর্গা হলেন একজন—
• পৌরাণিক চরিত্র
• রূপকথার চরিত্র
• কিংবদন্তি চরিত্র
• লোককথার চরিত্র
• উওর : পৌরাণিক চরিত্র
6- জ্যাকব ও উইলহেম গ্রিম যে ধরনের গল্পকার সেটি হল—
• কিংবদন্তির
• লোককথার
• পৌরাণিক কাহিনির
• রূপকথার
• উওর : লোককথার
7- আলিবাবা ও চল্লিশ চোরের কাহিনি কীসের উদাহরণ?
• স্মৃতিকথা
• পৌরাণিক কাহিনি
• রুপকথা
• লোককথা
• উওর : লোককথা
8- দক্ষিণারঞ্জন বসুর 'ছেড়ে আসা গ্রাম' হল একটি—
• লোককথা
• কিংবদন্তি
• স্মৃতিকথা
• পৌরাণিক কাহিনী
• উওর : স্মৃতিকথা
9- জীবনের জলসাঘরে' কী ধরনের রচনা?
• স্মৃতিকথামূলক
• কিংবদন্তিমূলক
• পৌরাণিক কাহিনি
• লোককথা
• উওর : স্মৃতিকথামূলক
10- হেরোডোটাস যে তথ্যের ওপর নির্ভর করে ম্যারাথনের যুদ্ধের ইতিহাস রচনা করেন, সেটি হল -
• কিংবদন্তি
• স্মৃতিকথা
• পৌরাণিক কাহিনি
• মৌখিক ঐতিহ্যে
• উওর : মৌখিক ঐতিহ্যে
11- হিস্ট্রি অব হিন্দুস্থান' রচনা
করেন -
• প্রিন্সেপ
• ভিনসেন্ট স্মিথ
• ম্যাকমিলান
• আলেকজান্ডার ডাও
• উওর : আলেকজান্ডার ডাও
12- 'ইতিহাসমালা' রচনা করেন—
• উইলিয়াম কেরি
• অবনীন্দ্রনাথ ঠাকুর
• মৃত্যুঞ্জয় বিদ্যালকোর
• মার্শম্যান
• উওর : উইলিয়াম কেরি
13- “অক্সফোর্ড হিস্ট্রি অব ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন—
• ডডওয়েল
• ভিনসেন্ট স্মিথ
• পি.ই. রবার্টস
• কীথ
• উওর : ভিনসেন্ট স্মিথ
14- "ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রুথটি রচনা করেন-
• রমেশচন্দ্র মজুমদার
• দাদাভাই নৌরোজি
• রমেশচন্দ্র দত্ত
• যদুনাথ সরকার
• উওর : যদুনাথ সরকার
15- সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে
• নিউ ইয়র্কে
• মেক্সিকো সিটিতে
• লন্ডনে
• কলকাতাতে
• উওর : মেক্সিকো সিটিতে
16- প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন-
• এথেন্সে
• রোমে
• স্পার্টায়
• মিলানে
• উওর : এথেন্সে
17- ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল -
• ১৭৫০ খ্রিস্টাব্দে
• ১৭৫৩ খ্রিস্টাব্দে
• ১৭৫৭ খ্রিস্টাব্দে
• ১৭৬০ খ্রিস্টাব্দে
• উওর : ১৭৫৩ খ্রিস্টাব্দে
18- লুভর মিউজিয়াম অবস্থিত -
• নিউ ইয়র্কে
• লন্ডনে
• বার্লিনে
• প্যারিসে
• উওর : প্যারিসে
19- হাজারদুয়ারি জাদুঘর হল একটি—
• ঐতিহাসিক জাদুঘর
• প্রত্নতাত্ত্বিক জাদুঘর
• শিল্প জাদুঘর
• বিশ্বকোশ জাদুঘর
• উওর : ঐতিহাসিক জাদুঘর
20- ইতিহাসের জনক বলা হয় -
• থুকিডিডিসকে
• ইবন খালদুনকে
• হেরোডোটাসকে
• সেন্ট অগাস্টিনকে
• উওর : হেরোডোটাসকে
21- বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় -
• থুকিডিডিসকে
• ইবন খালদুনকে
• হেরোডোটাসকে
• সেন্ট অগাস্টিনকে
• উওর : থুকিডিডিসকে
22- আধুনিক ইতিহাস চর্চার জনক বলা-
• থুকিডিডিসকে
• ইবন খালদুনকে
• হেরোডোটাসকে
• সেন্ট অগাস্টিনকে
• উওর : ইবন খালদুনকে
23- আধুনিক ইতিহাস চর্চার প্রকাশ ঘটেছিল -
• উনবিংশ শতকে
• অষ্টাদশ শতকে
• নবম শতকে
• ষষ্ঠ শতকে
• উওর : উনবিংশ শতকে
24- পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো-
• এননিগালডি নান্না-র জাদুঘর
• আলেকজান্দ্রিয়া জাদুঘর
• লুভর মিউজিয়াম
• ব্রিটিশ মিউজিয়াম
• উওর : এননিগালডি নান্না-র জাদুঘর
25- ঠাকুমার ঝুলির রচনা করেন-
• দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
• মুকুন্দরাম চক্রবর্তী
• কালীপ্রসন্ন সিংহ
• গগেন্দ্রনাথ ঠাকুর
• উওর : দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
26- হিতোপদেশের রচয়িতা কে?
• নারায়ণ পন্ডিত
• বিষ্ণু শর্মা
• দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
• মহাকবি কালিদাস
• উওর : নারায়ণ পন্ডিত
27- পঞ্চতন্ত্রের রচয়িতা কে?
• নারায়ণ পন্ডিত
• বিষ্ণু শর্মা
• দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
• মহাকবি কালিদাস
• উওর : বিষ্ণু শর্মা
28- টম থাম্বের অনুকরণে বাংলায় রচিত হয়েছিল -
• হুতকম প্যাঁচার নকশা
• বুড়ো আংলা
• ছেলেদের রামায়ণ
• আলালের ঘরে দুলাল
• উওর : বুড়ো আংলা
29- একাত্তরের ডায়েরী স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?
• সরলা দেবী চৌধুরানী
• মণিকুন্তলা সেন
• সুফিয়া কামাল
• আশালতা সরকার
• উওর : সুফিয়া কামাল
30- ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার রচনা?
• বিপিনচন্দ্র পাল
• মান্না দে
• দক্ষিণারঞ্জন বসু
• হিরণময় বন্দোপাধ্যায়
• উওর : দক্ষিণারঞ্জন বসু
31- উদ্বাস্তু বইটির লেখক কে?
• বিপিনচন্দ্র পাল
• মান্না দে
• দক্ষিণারঞ্জন বসু
• হিরণময় বন্দোপাধ্যায়
• উওর : হিরণময় বন্দোপাধ্যায়
আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণের এই 30+ MCQ প্রশ্ন উওর, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ প্রশ্ন উত্তর 2024| উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উওর 2024| অতীত স্মরণ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 2024| wb class 12 History mcq questions answers | wb class xii history mcq 2024 | HS History MCQ Questions Answers Chapter 1