উচ্চমাধ্যমিক ইতিহাস-প্রথম অধ্যায়ের 30+ MCQ প্রশ্ন উওর || অতীত স্মরণ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 2024

0

 

উচ্চমাধ্যমিক ইতিহাসের 30+ MCQ Question Answer || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ 30+ MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণের সমস্ত বড় প্রশ্ন উওর আমি আগেই শেয়ার করেছি। তোমাদের আমাদের ওয়েবসাইটের Search Option এ দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর লিখে সার্চ করলেই সমস্ত প্রশ্ন উওর পেয়ে যাবে।।

উচ্চমাধ্যমিক ইতিহাস-প্রথম অধ্যায়ের 30+ MCQ প্রশ্ন উওর || অতীত স্মরণ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 2024

1- জনশ্রুতি কত প্রকার? 

• চার প্রকার 

• ছয় প্রকার 

• পাঁচ প্রকার 

• তিন প্রকার

• উওর : পাঁচ প্রকার 

2- মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল- 

• শ্রুতিনাটক

• বক্তৃতা

• কথোপকথন

• জনশ্রুতি

• উওর : জনশ্রুতি

3- নোয়ার নৌকার কাহিনি যে ধর্মের পুরাণে আছে সেটি হলো -

• হিন্দু 

• বৌদ্ধ 

• খ্রিস্টান

• ইসলাম 

• উওর : খ্রিস্টান

4- মহাকবি কালিদাসের কাহিনি উল্লিখিত আছে- 

• হিন্দু পুরাণে

• রোমান পুরাণে

• গ্রিক পুরাণে

• বাইবেলে

• উওর : হিন্দু পুরাণে

5- হিন্দুধর্মে দেবী দুর্গা হলেন একজন—

• পৌরাণিক চরিত্র

• রূপকথার চরিত্র

• কিংবদন্তি চরিত্র 

• লোককথার চরিত্র

• উওর : পৌরাণিক চরিত্র

6- জ্যাকব ও উইলহেম গ্রিম যে ধরনের গল্পকার সেটি হল— 

• কিংবদন্তির

• লোককথার 

• পৌরাণিক কাহিনির 

• রূপকথার

• উওর : লোককথার

7- আলিবাবা ও চল্লিশ চোরের কাহিনি কীসের উদাহরণ? 

• স্মৃতিকথা

• পৌরাণিক কাহিনি

• রুপকথা 

• লোককথা

• উওর : লোককথা

8- দক্ষিণারঞ্জন বসুর 'ছেড়ে আসা গ্রাম' হল একটি—

• লোককথা

• কিংবদন্তি 

• স্মৃতিকথা 

• পৌরাণিক কাহিনী 

• উওর : স্মৃতিকথা

9- জীবনের জলসাঘরে' কী ধরনের রচনা?

• স্মৃতিকথামূলক

• কিংবদন্তিমূলক 

• পৌরাণিক কাহিনি

• লোককথা 

• উওর : স্মৃতিকথামূলক

10- হেরোডোটাস যে তথ্যের ওপর নির্ভর করে ম্যারাথনের যুদ্ধের ইতিহাস রচনা করেন, সেটি হল -

• কিংবদন্তি

• স্মৃতিকথা 

• পৌরাণিক কাহিনি

• মৌখিক ঐতিহ্যে

• উওর : মৌখিক ঐতিহ্যে

11- হিস্ট্রি অব হিন্দুস্থান' রচনা

করেন - 

• প্রিন্সেপ

• ভিনসেন্ট স্মিথ 

• ম্যাকমিলান

• আলেকজান্ডার ডাও

• উওর : আলেকজান্ডার ডাও

12- 'ইতিহাসমালা' রচনা করেন—

• উইলিয়াম কেরি 

• অবনীন্দ্রনাথ ঠাকুর 

• মৃত্যুঞ্জয় বিদ্যালকোর 

• মার্শম্যান

• উওর : উইলিয়াম কেরি 

13- “অক্সফোর্ড হিস্ট্রি অব ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন—

• ডডওয়েল 

• ভিনসেন্ট স্মিথ 

• পি.ই. রবার্টস

• কীথ

• উওর : ভিনসেন্ট স্মিথ 

14- "ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রুথটি রচনা করেন- 

• রমেশচন্দ্র মজুমদার 

• দাদাভাই নৌরোজি

• রমেশচন্দ্র দত্ত 

• যদুনাথ সরকার

• উওর : যদুনাথ সরকার

15- সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে

• নিউ ইয়র্কে 

• মেক্সিকো সিটিতে

• লন্ডনে 

• কলকাতাতে

• উওর : মেক্সিকো সিটিতে

16- প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন-

• এথেন্সে 

• রোমে

• স্পার্টায়

• মিলানে

• উওর : এথেন্সে

17- ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল - 

• ১৭৫০ খ্রিস্টাব্দে

• ১৭৫৩ খ্রিস্টাব্দে

• ১৭৫৭ খ্রিস্টাব্দে 

• ১৭৬০ খ্রিস্টাব্দে

• উওর : ১৭৫৩ খ্রিস্টাব্দে

18- লুভর মিউজিয়াম অবস্থিত -

• নিউ ইয়র্কে 

• লন্ডনে 

• বার্লিনে 

• প্যারিসে

• উওর : প্যারিসে

19- হাজারদুয়ারি জাদুঘর হল একটি—

• ঐতিহাসিক জাদুঘর 

• প্রত্নতাত্ত্বিক জাদুঘর

• শিল্প জাদুঘর

• বিশ্বকোশ জাদুঘর

• উওর : ঐতিহাসিক জাদুঘর 

20- ইতিহাসের জনক বলা হয় -

• থুকিডিডিসকে 

• ইবন খালদুনকে 

• হেরোডোটাসকে

• সেন্ট অগাস্টিনকে

• উওর : হেরোডোটাসকে

21- বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় -

• থুকিডিডিসকে 

• ইবন খালদুনকে 

• হেরোডোটাসকে

• সেন্ট অগাস্টিনকে

• উওর : থুকিডিডিসকে

22- আধুনিক ইতিহাস চর্চার জনক বলা- 

• থুকিডিডিসকে 

• ইবন খালদুনকে 

• হেরোডোটাসকে

• সেন্ট অগাস্টিনকে

• উওর : ইবন খালদুনকে 

23- আধুনিক ইতিহাস চর্চার প্রকাশ ঘটেছিল - 

• উনবিংশ শতকে

• অষ্টাদশ শতকে 

• নবম শতকে 

• ষষ্ঠ শতকে

• উওর : উনবিংশ শতকে

24- পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো- 

• এননিগালডি নান্না-র জাদুঘর

• আলেকজান্দ্রিয়া জাদুঘর

• লুভর মিউজিয়াম 

• ব্রিটিশ মিউজিয়াম

• উওর : এননিগালডি নান্না-র জাদুঘর

25- ঠাকুমার ঝুলির রচনা করেন- 

• দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার

• মুকুন্দরাম চক্রবর্তী 

• কালীপ্রসন্ন সিংহ 

• গগেন্দ্রনাথ ঠাকুর

• উওর : দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার

26- হিতোপদেশের রচয়িতা কে?

• নারায়ণ পন্ডিত

• বিষ্ণু শর্মা 

• দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 

• মহাকবি কালিদাস

• উওর : নারায়ণ পন্ডিত

27- পঞ্চতন্ত্রের রচয়িতা কে?

• নারায়ণ পন্ডিত

• বিষ্ণু শর্মা 

• দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 

• মহাকবি কালিদাস

• উওর : বিষ্ণু শর্মা 

28- টম থাম্বের অনুকরণে বাংলায় রচিত হয়েছিল -

• হুতকম প্যাঁচার নকশা 

• বুড়ো আংলা 

• ছেলেদের রামায়ণ

• আলালের ঘরে দুলাল

• উওর : বুড়ো আংলা 

29- একাত্তরের ডায়েরী স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?

• সরলা দেবী চৌধুরানী 

• মণিকুন্তলা সেন 

• সুফিয়া কামাল 

• আশালতা সরকার

• উওর : সুফিয়া কামাল 

30- ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার রচনা?

• বিপিনচন্দ্র পাল 

• মান্না দে 

• দক্ষিণারঞ্জন বসু 

• হিরণময় বন্দোপাধ্যায়

• উওর : দক্ষিণারঞ্জন বসু 

31- উদ্বাস্তু বইটির লেখক কে?

• বিপিনচন্দ্র পাল 

• মান্না দে 

• দক্ষিণারঞ্জন বসু 

• হিরণময় বন্দোপাধ্যায়

• উওর : হিরণময় বন্দোপাধ্যায়


আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণের এই 30+ MCQ প্রশ্ন উওর, তা তোমাদের কাজে আসবে।।

Tags :

দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ প্রশ্ন উত্তর 2024| উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উওর 2024| অতীত স্মরণ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 2024| wb class 12 History mcq questions answers | wb class xii history mcq 2024 | HS History MCQ Questions Answers Chapter 1 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top