দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান SAQ প্রশ্ন উত্তর 2023 |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) এর বাকি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর 2023 || HS Political Science SAQ Question Answer And Suggestion 2023
26- কোমেকন গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল?
উওরঃ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত কোমকনের প্রধান উদ্দেশ্য ছিল, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশ গুলির মধ্যে আর্থিক সহযোগিতা বৃদ্ধি করে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো।
27- কমিনফর্ম এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উওরঃ কমিনফর্মের প্রধান কার্যালয় অবস্থিত যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে।
28- উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া কোন কোন দেশের নিয়ন্ত্রণে ছিল?
উওরঃ উত্তর কোরিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে এবং দক্ষিণ কোরিয়া ছিল মার্কিন যুক্তরাষ্ট্র,গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের নিয়ন্ত্রণে।
WB Class 12 Political Science MCQ And SAQ Question Answer গুলো দেখতে হলে নিচের লিঙ্ক গুলো চেক করো 👇
1- WB Class 12 Political Science MCQ And SAQ Part 1
2- WB Class 12 Political Science MCQ And SAQ Part 2
3- WB Class 12 Political Science MCQ And SAQ Part 3
4- WB Class 12 Political Science MCQ And SAQ Part 4
5- WB Class 12 Political Science Online MCQ Mock Test
6- WB Class 12 Political Science Online MCQ Mock Test
29- শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব কোন পরিকল্পনায় গৃহীত হয়েছিল?
উওরঃ এচিসন পরিকল্পনায়।
30- কত বছর ধরে কোরিয়ার যুদ্ধ চলছিল?
উওরঃ তিন বছর ধরে কোরিয়ার যুদ্ধ চলেছিল।
31- কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?
উওরঃ কিউবাতে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।
32- দেঁতাত শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে?
উওরঃ দেঁতাত শব্দটি ফরাসি ভাষা থেকে উৎপন্ন হয়েছে।
33- 'দেঁতাত হলো একটি প্রক্রিয়া, কোনো স্থায়ী সাফল্য নয়'- এটি কার মত?
উওরঃ 'দেঁতাত হলো একটি প্রক্রিয়া, কোনো স্থায়ী সাফল্য নয়'- এটি হেনরি কিসিংগারের মত।
34- চীন কোন বছর পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল?
উত্তরঃ চীন 1964 খ্রিস্টাব্দে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল।
35- চীন কত খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করেছিল?
উওরঃ চীন 1971 খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করেছিল।
36- পেরেস্ত্রইকা বলতে কী বোঝায়?
উওরঃ পেরেস্ত্রইকা বলতে পুনর্গঠন, পরিবর্তন এবং সংস্কার সাধনকে বোঝায়।
37- গ্লাসনস্ত বলতে কী বোঝায়?
উওরঃ গ্লাসনস্ত বলতে মুক্তমনা হয়ে গণতন্ত্রের ব্যাপক প্রসারকে বোঝায়।
38- কোমেকন এর পুরো নাম কি?
উওরঃ- কোমেকনের পুরো নাম হলো কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন।
38- কত খ্রিস্টাব্দে পটাসডাম সম্মেলন হয়েছিল?
উওরঃ 1945 খ্রিস্টাব্দে পটাসডাম সম্মেলন হয়েছিল।
39- দেঁতাত এবং ঠান্ডা লড়ায়ের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ দেঁতাত বলতে বোঝায় উত্তেজনার প্রশমন। কিন্তু ঠান্ডা লড়াই বলতে বোঝায় উত্তেজনা জিইয়ে রাখা।
40- পারমাণবিক প্রতিরোধের নীতি কী?
উওরঃ যখন পারমানবিক শক্তিধর রাষ্ট্র গুলির পারমানবিক অস্ত্র প্রয়োগে সার্বিক ধ্বংসের আশঙ্কায় পরস্পর পরস্পরকে আক্রমণ করা থেকে বিরত থাকে, তখন তাকে পারমাণবিক নিবৃত্তি করণ অথবা পারমাণবিক প্রতিরোধ নীতি বলা হয়।
41- এক মেরু কেন্দ্রিক বিশ্ব বলতে কী বোঝো?
উওরঃ আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য
কে একমেরু কেন্দ্রিক বিশ্ব বলা হয়।
42- একমেরুকরণ কাকে বলে?
উওরঃ আন্তর্জাতিক ব্যবস্থায় একটি মাত্র অধিক শক্তিশালী রাষ্ট্রের প্রধান্যকে একমেরুকরণ বলা হয়।
43- বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো।
উওরঃ ঠান্ডা লড়াই মুক্ত দুনিয়ার মুক্তবাজার অর্থনীতির যুগে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে।জোট নিরপেক্ষ আন্দোলন উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করতে শক্তিশালী মঞ্চ হয়ে উঠতে পারে।
44- দক্ষিণ দক্ষিণ সহযোগিতা কাকে বলে?
উত্তরঃ দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতাকে বোঝায়।
45- ঠান্ডা যুদ্ধের একটি কারণ লেখ।
উওরঃ ঠান্ডা যুদ্ধের একটি কারণ হলো সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য, পারমাণবিক অস্ত্রের সমতা না থাকা ইত্যাদি।
46- জোট জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি?
উওরঃ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণ করা।
47- আন্তর্জাতিক রাজনীতিতে কত খ্রিস্টাব্দে দ্বিমেরুকরণ এর উদ্ভব হয়েছিল?
উওরঃ আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 1945 সালের পরবর্তীকালে দ্বিমেরুকরণের উদ্ভব হয়েছিল।
48- ১৯৯২ সালে জাকার্তায় অনুষ্ঠিত জোটনিরপেক্ষ সম্মেলনের ঘোষণার
মূল বক্তব্য কী ছিল?
উওরঃ ১৯৯২ সালে জাকার্তায় অনুষ্ঠিত জোটনিরপেক্ষ সম্মেলনের মূল বক্তব্য ছিল বিশ্বের দ্বিমেরুর অবসান এবং ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির ক্ষেত্রে জোটনিরপেক্ষ আন্দোলনের যে অবদান রয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
49- বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যসংখ্যা কত? উওরঃ বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যসংখ্যা হল ১২০ জন।
50- সামরিক জোটবদ্ধ দেশ হয়েও বান্দুং সম্মেলনে যোগ দিয়েছিল এমন দুটি দেশের নাম কী?
উওরঃ সামরিক জোটবদ্ধ দেশ হয়েও বান্দুং সম্মেলনে যোগ দিয়েছিল পাকিস্তান ও ইরান।
51- গতিশীল নিরপেক্ষতা কাকে বলে?
উওরঃ গতিশীল নিরপেক্ষতা বলতে বোঝায় কোনো জোটের মধ্যে না থেকে প্রয়োজনমতো, জোটবদ্ধ যে-কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা ও তার বিরোধিতা করা।
52- সার্কের প্রথম সভাপতির নাম কী?
উওরঃ সার্কের প্রথম সভাপতি ছিলেন হোসেন মহম্মদ এরশাদ।
53- বান্দুং সম্মেলনে ক-টি দেশ যোগদান করেছিল?
উওরঃ বান্দুং সম্মেলনে ২৯টি দেশ যোগদান করেছিল।
54- বান্দুং সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা কী ছিল?
উওরঃ বান্দুং সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল চিনের প্রধানমন্ত্রী চৌ এন লাই-এর উপস্থিতি। 55- বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত?
উওরঃ বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি ‘বান্দুং-এর দশটি নীতি’ নামে পরিচিত।
56- কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা
হয় এবং তখন প্রধানমন্ত্রী কে ছিলেন?
উওরঃ ১৯৯১ খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয় এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও।
57- ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কী?
উওরঃ ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য হল 'No First Strike'— অর্থাৎ আগে নিজে থেকে কোনো দেশের ওপর আঘাত না করা।
58- ‘সাফটা'-র একটি উদ্দেশ্য উল্লেখ করো।
উওরঃ ‘সাফটা’-র একটি উদ্দেশ্য হল—সার্কভুক্ত দেশগুলির মধ্যে অবাধ
পণ্য চলাচল।
59- নির্জোট আন্দোলনের সূচনায় মিশরের প্রতিনিধিত্ব কে করেন? উওরঃ নির্জোট আন্দোলনের সূচনায় মিশরের প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট নাসের।
60- ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা কে ছিলেন?
উওরঃ ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন হো-চি-মিন।
61-দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন করে অনুষ্ঠিত হয়?
উওরঃ ১৯৯৮ সালে দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 62- দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
63- ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উওরঃ ২০০৩ সালে ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
64- ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
65- চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উওরঃ ২০০৬ সালে চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
66- চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ কিউবার হাভানা শহরে চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 67- পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উওরঃ ২০০৯ সালে পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
68- পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ মিশরের শার্ম এল-শেইখ শহরে পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
67- ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উওরঃ ২০১২ সালে ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
69- ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ ইরানের তেহেরান শহরে ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত
হয়।
70- সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়?
উওরঃ ২০১৫ সালে সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।71- সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ ভেনেজুয়েলার কারাকাস শহরে সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
72- জোটনিরপেক্ষ আন্দোলন সংখ্যার দিক থেকে বিশ্বে কত নম্বর
আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে?
উওরঃ সংখ্যার নিরিখে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে জোটনিরপেক্ষ আন্দোলন বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali) থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান SAQ প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক SAQ প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer | wb class xii political science question answer | hs political science question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 2 qestion answer in Bengali