WB Class 12 Political Science MCQ Question Answer 2023 |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতি ( Foreign Policy ) থেকে ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 3 In Bengali ) থেকে, এই অধ্যায়ের বাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 30 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতির ( Foreign Policy ) বাকি থাকা SAQ Question Answer গুলো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর দ্বিতীয় ভাগ || WB Class 12 Political Science MCQ Question Answer 2023
31- কত সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• ১৯৬৬
• ১৯৫৬
• ১৯৭২
• ১৯৬৮
• উওরঃ ১৯৭২
32- কোন কোন দেশের মধ্যে শিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• ভারত এবং পাকিস্তান
• ভারত এবং চীন
• সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র
• ভারত এবং বাংলাদেশ
• উওরঃ ভারত এবং পাকিস্তান
33- ভারতের সঙ্গে চীনের সংঘর্ষ হয়েছিল-
• ১৯৬৬
• ১৯৫৬
• ১৯৬২
• ১৯৬৮
• উওরঃ ১৯৬২
WB Class 12 Political Science 2nd ও 3rd Chapter এর MCQ And SAQ Question Answer গুলো দেখতে হলে নিচের লিঙ্ক গুলো চেক করো 👇
1- WB Class 12 Political Science MCQ And SAQ Part 1
2- WB Class 12 Political Science MCQ And SAQ Part 2
3- WB Class 12 Political Science MCQ And SAQ Part 3
4- WB Class 12 Political Science MCQ And SAQ Part 4
5- WB Class 12 Political Science Online MCQ Mock Test
6- WB Class 12 Political Science Online MCQ Mock Test
7- WB Class 12 Political Science MCQ And SAQ Part
8-WB Class 12 Political Science MCQ And SAQ Part 8
34- ভারত কত খ্রিস্টাব্দে শ্রীলঙ্কায় শান্তিরক্ষায় সামরিক বাহিনী পাঠিয়েছিল?
• ১৯৮৫
• ১৯৮৭
• ১৯৮৬
• ১৯৮৮
• উওরঃ ১৯৮৭
35- ভারত কত খ্রিস্টাব্দে অস্ত্র প্রসার রোধ চুক্তিতে স্বাক্ষর করেছিল?
• ১৯৮৫
• ১৯৬৭
• ১৯৬৬
• ১৯৬৮
• উওরঃ ১৯৬৮
36- সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তিতে ভারত কবে স্বাক্ষর করেছিল?
• ১৯৮৫
• ১৯৯৬
• ১৯৬৬
• ১৯৯৮
• উওরঃ ১৯৯৬
37- কত খ্রিস্টাব্দে কার্গিলের যুদ্ধ হয়েছিল?
• ১৯৭২
• ১৯৯৬
• ১৯৭২
• ১৯৯৯
• উওরঃ ১৯৯৯
38- কোন কোন দেশের মধ্যে কারগিলের যুদ্ধ হয়েছিল?
• ভারত এবং পাকিস্তান
• ভারত এবং চীন
• ভারত এবং বাংলাদেশ
• ভারত এবং আফগানিস্তান
• উওরঃ ভারত এবং পাকিস্তান
39- বারাক ওবামা প্রশাসন কবে ফিসা আইনের পরিবর্তন করেছিল?
• ২০১৩
• ২০১২
• ২০১৪
• ২০১৫
• উওরঃ ২০১২
40- কত খ্রিস্টাব্দে সার্ক ( SAARC ) উঠেছিল ?
• ১৯৮৫
• ১৯৯৬
• ১৯৬৬
• ১৯৯৮
• উওরঃ ১৯৮৫
41- প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত সার্কের মোট কয়টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
• ১৮
• ১২
• ১৯
• ২০
• উওরঃ ১৮
42- ভারত এবং বাংলাদেশের মধ্যে কত খ্রিস্টাব্দে গঙ্গার জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• ১৯৯৯
• ১৯৯৬
• ২০১২
• ২০১৮
• উওরঃ ১৯৯৬
43- কোন দেশের বাধা দানের ফলে চীন এখন পর্যন্ত সার্কের সদস্য পদ লাভ করতে পারেনি?
• বাংলাদেশ
• ভারত
• আফগানিস্তান
• উপরের তিনটি দেশেরই
• উওরঃ ভারত
44- 'জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা'- উক্তিটির বক্তা কে?
• জোসেফ ফ্রাঙ্কেল
• ই.এইচ.কার
• জোসেফ স্টিগলিৎস
• ঐতিহাসিক কার্ল বেকার
• উওরঃ জোসেফ ফ্রাঙ্কেল
45- কোন সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ তার জন্ম হয়েছিল?
• বার্লিন সম্মেলন
• বেলগ্রেড সম্মেলন
• বান্দুং সম্মেলন
• সার্ক সম্মেলন
• উওরঃ বান্দুং সম্মেলন
46- জাতীয় স্বার্থের বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা কে?
• ই.এইচ.কার
• হ্যান্স.জে.মর্গেন্থাউ
• জোসেফ ফ্রাঙ্কেল
• মার্শাল টিটো
• উওরঃ হ্যান্স.জে.মর্গেন্থাউ
47- সার্কের নতুন রাষ্ট্রের নাম কী?
• আফগানিস্তান
• ভারত
• বাংলাদেশ
• শ্রীলঙ্কা
• উওরঃ আফগানিস্তান
48- ভারতের বিদেশনীতির একটি তাত্ত্বিক ভিত্তি কী?
• জোট নিরপেক্ষতা
• পঞ্চশীল নীতির অনুসরণ
• জাতীয় স্বার্থ রক্ষা করা
• বিশ্ব শান্তি প্রতিষ্ঠা
• উওরঃ জোট নিরপেক্ষতা
49- ভারতের 'নো ফার্স্ট স্ট্রাইক' পরমাণু নীতির প্রধান রূপকার কে?
• জহরলাল নেহেরু
• ইন্দিরা গান্ধী
• অটল বিহারি বাজপেয়ি
• ডঃ মনমোহন সিং
• উওরঃ অটল বিহারি বাজপেয়ি
50- Evolution Of Deplomaci গ্রন্থের লেখক কে?
• হ্যারল্ড নিপোলসন
• হফম্যান
• হ্যান্স.জে.মর্গেন্থাও
• জোসেফ ফ্রাঙ্কেল
• উওরঃ হ্যারল্ড নিপোলসন
51- প্রকাশ্য কুটনীতির প্রবক্তা ছিলেন-
• উইনস্টন চার্চিল
• জর্জ বুশ
• উড্রো উইলসন
• বারাক ওবামা
• উওরঃ উড্রো উইলসন
52- Imperialism And Social Changes গ্রন্থের লেখক কে?
• জোসেফ সুমপিটার
• জোসেফ ফ্রাঙ্কেল
• হ্যান্স.জে.মর্গেন্থাও
• ওয়াল্টার লিপম্যান
• উওরঃ জোসেফ সুমপিটার
53- জাতীয় নীতি কত ধরনের হয়?
• দুই ধরনের
• চার ধরনের
• ছয় ধরনের
• তিন ধরনের
• উওরঃ দুই ধরনের
54- কত সালে 123 Agreement সাক্ষরিত হয়েছিল?
• ২০০৮
• ২০০৫
• ২০০৭
• ২০০৬
• উওরঃ ২০০৭
55- সার্কের প্রতিষ্ঠা কে 'ভারতের চাণক্য পরিকল্পনা 'বলে অভিহিত করেছে-
• নেপাল
• পাকিস্তান
• বাংলাদেশ
• চীন
• উওরঃ পাকিস্তান
56- ১৯৯০ সালকে কন্যাবর্ষ (Year of the girl child) হিসেবে চিহ্নিত করার প্রস্তাব গৃহীত হয় সার্কের–
• চতুর্থ শীর্ষ সম্মেলনে ১৯৮৮
• প্রথম শীর্ষ সম্মেলনে ১৯৮৫
• দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ১৯৮৬
• পঞ্চম শীর্ষ সম্মেলনে ১৯৯০
• উওরঃ চতুর্থ শীর্ষ সম্মেলনে ১৯৮৮
57- সার্ক-এর কোন্ সম্মেলনে 'সার্ক ২০০০' নামে একটি ভবিষ্যৎমুখী প্রকল্প রচিত হয়?
• নতুন দিল্লি
• ঢাকা
• ইসলামাবাদ
• কলম্বো
• উওরঃ ইসলামাবাদ
58- বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য রাষ্ট্র হল-
• আফগানিস্থান
• রাশিয়া
• জাপান
• ভারত
• উওরঃ রাশিয়া
59- ‘দক্ষিণ এশীয় বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা’ বা ‘সাফটা’
গঠনের প্রস্তাব কোন্ সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত হয়?
• ঢাকা
• কলম্বো
• নিউ দিল্লি
• ইসলামাবাদ
উওরঃ কলম্বো
60- ‘সাফটা’ গঠনের প্রস্তাব কত সালের সার্ক সম্মেলনে গৃহীত হয়?
• ১৯৮৯ সালের
• ১৯৯১ সালের
• ১৯৯০ সালের
• ১৯৯২ সালের
• উওরঃ ১৯৯১ সালের
আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতি ( Foreign Policy) থেকে ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 3 In Bengali ) থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 MCQ Question Answer শেয়ার করা হয়েছে,তা তোমাদের কাজে আসবে।।
Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান mcq প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি অধ্যায়ের প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer | wb class xii political science question answer | hs political science question answer & notes in Bengali