WB Political Science 130+ MCQ & SAQ Question Answer 2023 || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ সম্মিলিত জাতিপুঞ্জের MCQ & SAQ প্রশ্নোত্তর

0

WB Political Science 130+ MCQ & SAQ Question Answer 2023 || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ সম্মিলিত জাতিপুঞ্জের MCQ & SAQ প্রশ্নোত্তর
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ সম্মিলিত জাতিপুঞ্জের MCQ & SAQ প্রশ্নোত্তর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ ( United Nations Organization ) ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 4 In Bengali ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 80 টির বেশি MCQ Question Answer And 50+ WB Board Class 12 Political Science SAQ Question Answer,Notes And Suggestion তোমাদের সঙ্গে শেয়ার করবো।দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ ( United Nations Organization )  বাকি থাকা MCQ Question Answer & SAQ Question Answer গুলো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

WB Political Science 130+ MCQ & SAQ Question Answer 2023 || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ সম্মিলিত জাতিপুঞ্জের MCQ & SAQ প্রশ্নোত্তর


সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর


সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো।


1. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটি হল-
• জাতিসংঘ
• WTO
• NATO
• SAARC
• উওর- জাতিসংঘ

2. UNO কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
• ১৯৪৫ খ্রিস্টাব্দে
• ১৯৪৮ খ্রিস্টাব্দে
• ১৯৫০ খ্রিস্টাব্দে
• ১৯৫২ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৫ খ্রিস্টাব্দে

3. UNO-র সনদে নীতির সংখ্যা কয়টি?
• ৬টি
• ৭টি
• ১০টি
• ১৫টি
• উওর- ৭ টি

4. জাতিপুঞ্জের (UNO) সনদে মূলধারার সংখ্যা হল -
• ১১৫টি
• ১১০টি
• ১১১টি
• ১২৫টি
• উওর- ১১১টি

5. UNO-র সনদে অধ্যায়ের সংখ্যা কত?
• ১৯টি
• ১৫টি
• ২৬টি
• ২৮টি
• উওর- ১৯টি

6. কোন দিনটি 'সম্মিলিত জাতিপুঞ্জ দিবস' হিসেবে পালিত হয়—
• ২৪ অক্টোবর
• ২৫ অক্টোবর
• ২৭ অক্টোবর
• ৩১ অক্টোবর
• উওর- ২৪ অক্টোবর

7. UNO-র সনদে উদ্দেশ্যের সংখ্যা হল- 
• চারটি
• পাঁচটি
• ছয়টি
• সাতটি
• উওর- চারটি

8. UNO-র সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম হল -
• ভ্যাটিকান সিটি
• জাপান
• মালদ্বীপ
• শ্রীলঙ্কা
• উওর- ভ্যাটিকান সিটি

9. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু-
• সার্বভৌম রাষ্ট্র
• ব্যক্তি
• আঞ্চলিক গোষ্ঠী
• সেবা প্রতিষ্ঠানসমূহ
• উওর- সার্বভৌম রাষ্ট্র

10. 'United Nations' শব্দটি চয়ন করেন-
• রুজভেল্ট
• চার্চিল
• ক্রুশ্চেভ
• ওয়াশিংটন
• উওর- রুজভেল্ট

11. UNO-র মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয়—
• ১৯৪৮ খ্রিস্টাব্দে
• ১৯৪৯ খ্রিস্টাব্দে
• ১৯৫০ খ্রিস্টাব্দে
• ১৯৫৫ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৮ খ্রিস্টাব্দে

12. পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে?
• ন্যাটো
• ওয়ারশ
• জাতিসংঘ
• সম্মিলিত জাতিপুঞ্জ
• উওর- জাতিসংঘ

13. বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক
প্রতিষ্ঠান গড়ে ওঠে?
সম্মিলিত জাতিপুঞ্জ
• ন্যাটো
• ওয়ারশ
• জাতিসংঘ
• সম্মিলিত জাতিপুঞ্জ
• উওর- সম্মিলিত জাতিপুঞ্জ

14. অতলান্তিক সনদ কোন্ বছর স্বাক্ষরিত হয়?
• ১৯৪০ খ্রিস্টাব্দে
• ১৯৪১ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪১ খ্রিস্টাব্দে

15. অতলান্তিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
• চার্চিল ও স্তালিন
• রুজভেল্ট ও স্তালিন
• চার্চিল ও রুজভেল্ট
• স্তালিন ও হিটলার
• উওর- চার্চিল ও রুজভেল্ট

16. ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়?
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪১ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪২ খ্রিস্টাব্দে

17. অতলান্তিক সনদের প্রতি কতগুলি রাষ্ট্রের প্রতিনিধিরা আস্থাজ্ঞাপন করে?
• ২৩
• ২৪
• ২৫
• ২৬
• উওর- ২৬ টি

18. মস্কো ঘোষণা কোন্ বছর হয়?
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪১ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৩ খ্রিস্টাব্দে

19. তেহেরান ঘোষণা কোন্ বছর হয়?
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪১ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৩ খ্রিস্টাব্দে

20. ডাম্বারটন ওক্‌স সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়?
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪১ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৪ খ্রিস্টাব্দে

21. ইয়াল্টা সম্মেলন কোন্ বছর হয়?
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪৫ খ্রিস্টাব্দে
• ১৯৪২ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৫ খ্রিস্টাব্দে

22. সানফ্রান্সিসকো সম্মেলন কবে শুরু হয়?
• ১৯৪৫ সালের ২৫ এপ্রিল
• ১৯৪৫ সালের ২৬ এপ্রিল
• ১৯৪৫ সালের ২৭ এপ্রিল
• ১৯৪৫ সালের ২৮ এপ্রিল
• উওর- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল

24. সানফ্রান্সিসকো সম্মেলনে কতগুলি রাষ্ট্রের প্রতিনিধি যোগদান করেছিলেন?
• 30
• 80
• 50
• 51
• উওর- 50 টি

24. সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
• ১৯৪৫ সালের ২১ অক্টোবর
• ১৯৪৫ সালের ২২ অক্টোবর
• ১৯৪৫ সালের ২৩ অক্টোবর
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
• উওর- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর

25. কোন্ রাষ্ট্রকে জাতিপুঞ্জের 'পর্যবেক্ষক রাষ্ট্র'-এর মর্যাদা দেওয়া হয়েছে?
• আরব
• ইজরায়েল
• মিশর
• প্যালেস্টাইন
• উওর- প্যালেস্টাইন

26. কোন্ বছর প্যালেস্টাইন রাষ্ট্রকে 'পর্যবেক্ষক রাষ্ট্র'-এর মর্যাদা দেওয়া হয়?
• ২০১০
• ২০১১
• ২০১২
• ২০১৩
• উওর- ২০১২

27. জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা কবে হয়?
• ১৯৪৮ সালের ৭ ডিসেম্বর
• ১৯৪৮ সালের ৮ ডিসেম্বর
• ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর
• ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
• উওর- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর

29. কখন 'তৃতীয় বিশ্ব' ধারণাটির উদ্ভব ঘটে?
• প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে
• ফরাসি বিপ্লবের পরে
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
• আমেরিকায় স্বাধীনতা যুদ্ধের পরে
• উওর- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

29. “জাতিপুঞ্জের কাজই হল শান্তি, বিশেষ করে বিশ্বশান্তির খোঁজ করা।" বলেছেন
• এইচ জি নিকোলাস
• কোফি আন্নান
• বুত্ৰোস বুত্রোস ঘালি
• ডি সি কোয়েল
• উওর- ডি সি কোয়েল

30. “পৃথিবীকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতে জাতিপুঞ্জ সংকল্পবদ্ধ।"—এ কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের-
• ৫ নং ধারায়
• ৭ নং ধারায়
• ১ নং ধারায়
• ১৭ নং ধারায়
• উওর- ১ নং ধারায়

31. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত?
• ১৯৩৯-১৯৪৫ খ্রিস্টাব্দ
• ১৯৩৭–১৯৪৭ খ্রিস্টাব্দ
• ১৯৩৮–১৯৪৬ খ্রিস্টাব্দ
• ১৯৩৫–১৯৪০ খ্রিস্টাব্দ
• উওর- ১৯৩৯-১৯৪৫ খ্রিস্টাব্দ

33. আটলান্টিক মহাসাগরে যে যুদ্ধজাহাজে
'আটলান্টিক সনদ' স্বাক্ষরিত হয়, তার নাম কী?
• বনিটা
• প্রিন্স অব ওয়েলস
• আটলান্টা
• হেনরি এস
• উওর- প্রিন্স অব ওয়েলস

34. জাতিপুঞ্জের প্রাপ্ত আর্থিক অনুদানের বেশির ভাগ অংশ দেয় -
• আমেরিকা
• চিন
• ফ্রান্স
• ব্রিটেন
• উওর- আমেরিকা

35. 'United Nations' কথাটির প্রস্তাবক হলেন—
• চার্চিল
• ট্রুম্যান
• রুজভেল্ট
• এটলি
• উওর- রুজভেল্ট

36. জাতিপুঞ্জের নীতিগুলির উল্লেখ রয়েছে—
• ১ নং ধারায়
• ৩ নং ধারায়
• ২ নং ধারায়
• ৪ নং ধারায়
• উওর- ১ নং ধারায়

37. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ রাষ্ট্রগুলির পক্ষে—
• বাধ্যতামূলক
• বাধ্যতামূলক নয়
• অবশ্যই বাধ্যতামূলক
• কোনোটিই নয়
• উওর- বাধ্যতামূলক নয়

38. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল-
• অছিপরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• জাতিসংঘ
• উওর- জাতিসংঘ

39. 'সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র
গৃহীত হয় সম্মিলিত জাতিপুঞ্জের-
• সাধারণ সভায়
• নিরাপত্তা পরিষদে
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদে
• আন্তর্জাতিক বিচারালয়ে
• উওর- সাধারণ সভায়

40. কোন্ সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়?
• আটলান্টিক ঘোষণা
• ইয়াল্টা সম্মেলন
• সানফ্রান্সিস্কো সম্মেলন
• কোনোটিই নয়
• উওর- সানফ্রান্সিস্কো সম্মেলন

41. জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে-
• ১৯ নং ধারায়
• ১১১ নং ধারায়
• ৩৯ নং ধারায়
• প্রস্তাবনায়
• উওর- প্রস্তাবনায়

42. ১৯৪৫ সালে শুরু করেছিল____-টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল।
• ৫০
• ৫১
• ১৯৩
• ২০৩
• উওর- ৫১

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান - সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || WB Board Political Science MCQ & SAQ Question Answer 2023

 

সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর


1. সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা হল - 

• ৭ টি
• ৬ টি
• ৫ টি
• ৮ টি
• উওর- ৬ টি

2. UNO-র সাধারণ সভায় সহ-সভাপতির সংখ্যা হল-
• ২১ জন
• ২২ জন
• ২৫ জন
• ২৮ জন
• উওর- ২১ জন

3. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা হল-  

• ১৫ টি
• ৬ টি
• ৫ টি
• ১০ টি
• উওর- ৫ টি

4. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা হল-
• ১৫ টি
• ৬ টি
• ৫ টি
• ১০ টি
• উওর- ১০ টি

5. UNO-র মহাসচিবের কার্যকাল হল-
• ৫ বছর
• ২ বছর
• ৯ বছর
• ৮ বছর
• উওর- ৫ বছর

6. নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হল-
• ১৫ টি
• ৬ টি
• ৫ টি
• ১০ টি
• উওর- ১৫ টি

7. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল
• ৫০
• ৫২
• ৫৪
• ২১
• উওর- ৫৪

8. আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল
• ৫৪ টি
• ২১ টি
• ১৫ টি
• ১০ টি
• উওর- ১৫ টি

9. আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল
• ৫ বছর
• ৯ বছর
• ২ বছর
• ১০ বছর
• উওর- ৯ বছর

10. UNO-র একটি আন্তঃসরকার সংগঠনের নাম হল-
• SAARC
• UNESCO
• European Club
• SAFTA
• উওর- European Club

11. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হল-
• তিনটি
• চারটি
• পাঁচটি
• ছয়টি
• উওর- তিনটি

12. সাধারণ সভায় 'শান্তির জন্য ঐক্য'-র প্রস্তাব গৃহীত হয়—
• ১৯৬০ সালে
• ১৯৫০ সালে
• ১৯৭০ সালে
• ১৯৬৫ সালে
• উওর- ১৯৫০ সালে

13. প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক—
• ৫ জন
• ৬ জন
• ৮ জন
• ১০ জন
• উওর- ৫ জন

14. সাধারণ সভার প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে—
• ১ টি
• ২ টি
• ৩ টি
• ৫ টি
• উওর- ১ টি

15. UNO-র প্রথম মহাসচিব হলেন-

• ট্রিগভি-লি
• বান কি মুন
• প্যারেজ দ্য কুয়েলার
• অ্যান্টিনিও গুটারেস
• উওর- ট্রিগভি-লি

16. ১৯৫০ খ্রিস্টাব্দে 'শান্তির জন্য ঐক্য'-এর প্রস্তাব গ্রহণ করে যে
• সাধারণ সভা
• সচিবালয়
• নিরাপত্তা পরিষদ
• অছিপরিষদ
• উওর- সাধারণ সভা
17. সাধারণ সভাকে 'বিশ্ব-বিবেকের কন্ঠস্বর' বলেছেন -
• ফ্র্যাঙ্কেল
• অস্টিন
• পামার এবং পারকিনস্
• মর্গেন্থাউ
• উওর- অস্টিন

18. 'বিশ্বের বিতর্ক সভা"-টি হল -
• সচিবালয়
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
• সাধারণ সভা
• নিরাপত্তা পরিষদ
• উওর- সাধারণ সভা

19. আন্তর্জাতিক বিচারালয়ের সদর দফতরটি রয়েছে -
• নিউ ইয়র্কে
• লণ্ডনে
• হেগ শহরে
• ওয়াশিংটনে
• উওর- হেগ শহরে

20. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ নির্বাচিত হন-
• ২ বছরের জন্য
• ৫ বছরের জন্য
• ৩ বছরের জন্য
• ৭ বছরের জন্য
• উওর- ২ বছরের জন্য
21. UNO-র সনদ সংশোধনের কথা বলা হয়েছে-
• ১০১ ধারায়
• ১০৫ ধারায়
• ১০৮ ধারায়
• ১১০ ধারায়
• উওর- ১০১ ধারায়

22. UNO-র জন্মলগ্নে সদস্যসংখ্যা ছিল
• ৫০
• ৫১
• ৫৫
• ১৯৩
• উওর- ৫১

23. রাষ্ট্রসংঘের বাজেট অনুমোদন করে -
• নিরাপত্তা পরিষদ
• সাধারণ সভা
• অছিপরিষদ
• সচিবালয়
• উওর- নিরাপত্তা পরিষদ

24. সাধারণ সভায় কতজন সহ-সভাপতি থাকে?
• ২১
• ২২
• ২৩
• ২৪
• উওর- ২১

25. সাধারণ সভায় 'শাস্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে?
• ১৯৪৮ খ্রি.
• ১৯৫৫ খ্রি.
• ১৯৫০ খ্রি.
• ১৯৬০ খ্রি.
• উওর- ১৯৫০ খ্রি.

26. "শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব' জাতিপুঞ্জের কোন সংস্থায় গৃহীত হয়?
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
• সাধারণ সভা
• অছি পরিষদ
• উওর- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

27. প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত ছিল?
• ১১
• ১০
• ১৫
• ১৫
• উওর- ১১

28. সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
• ১ জন
• ৫ জন
• ১৫ জন
• ২১ জন
• উওর- ৫ জন

29. 'আন্তর্জাতিক অর্থভাণ্ডার'-র সদর কার্যালয় রয়েছে—
• প্যারিসে
• ওয়াশিংটনে
• লন্ডনে
• হেগে
• উওর- ওয়াশিংটনে

30. আন্তর্জাতিক বিচারালয়ে স্বীকৃত ভাষা হল-
• ইংরেজি
• ইংরেজি ও ফরাসি
• ফরাসি
• কোনোটিই নয়
• উওর- ইংরেজি ও ফরাসি

31. সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর আহবান করা হয়-
• সোমবার
• বুধবার
• মঙ্গলবার
• বৃহস্পতিবার
• উওর- মঙ্গলবার

32. সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর যে মাসের তৃতীয়-মঙ্গলবার আহবান করা হয়, তা হল-
• নভেম্বর
• অক্টোবর
• সেপ্টেম্বর
• ডিসেম্বর
• উওর- সেপ্টেম্বর

33. জাতিপুঞ্জের প্রধান প্রশাসক কে?
• মহাসচিব
• সাধারণ সভার সভাপতি
• আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান বিচারপতি
• কেউই নন
• উওর- সাধারণ সভার সভাপতি

34. বিশ্ব ব্যাংকের সদর দফতরটি অবস্থিত
• ওয়াশিংটনে
• ফ্রান্সে
• ভিয়েনায়
• নিউ জার্সিতে
• উওর- ওয়াশিংটনে

35. সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ-আইনসভা হল
• সাধারণ সভা
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
• কর্ম দফতর
• উওর- সাধারণ সভা

36. বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়
• ১৯৮৫ সালে
• ১৯৯৫ সালে
• ১৯৯০ সালে
• ২০০০ সালে
• উওর- ১৯৯৫ সালে

37. জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে-
• ৩৯ নং ধারায়
• ৪২ নং ধারায়
• ৯৯ নং ধারায়
• ৮৮ নং ধারায়
• উওর- ৯৯ নং ধারায়

38. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা হল
• ১৯১
• ১৯৩
• ২০৪
• ২৯৩
• উওর- ১৯৩

39. বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল—
• সাধারণ সভা
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অছিপরিষদ
• উওর- সাধারণ সভা

40. জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম
• আন্তোনিও গুতারেস
• ট্রিগভি লি
• উথান্ট
• হ্যামারশিল্ড
• উওর- আন্তোনিও গুতারেস

41. সাধারণ সভার বিশেষ অধিবেশন আহবান করেন—
• মহাসচিব
• নিরাপত্তা পরিষদ
• আন্তর্জাতিক বিচারালয়
• অছিপরিষদ
• উওর- মহাসচিব

42. মহাসচিবের কাজকে ‘নীরব কূটনীতি' বলেছেন—
• গুডস্পিড
• গেটেল
• সুম্যান
• ফ্র্যাঙ্কেল
• উওর- গুডস্পিড

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান - সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর || WB Board Class 12 Political Science SAQ Question Answer 2023

 

সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023
সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর


1-দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে? 

উওর- 1945 সালের 24 অক্টোবর 51 টি রাষ্ট্র নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ উপরে উঠে।

2- জাতিপুঞ্জের প্রস্তাবনার একটি লক্ষ্য কী?

উওর- যুদ্ধের করাল গ্রাস থেকে ভাবী প্রজন্মকে রক্ষা করা।

3- সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কী সনদের মূল অংশ?

উওর- সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা সনদের মূল অংশ নয়।

4- সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?

উওর- সাধারণ সভার অধিবেশন প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বসে।

5- সাধারণ সভার কতজন সভাপতি এবং কতজন সহ-সভাপতি?

উওর- সাধারণ সভার একজন সভাপতি এবং 21 জন সহ-সভাপতি।

6- সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহণে ভোটদান পদ্ধতিটি কিরুপ? 

উওর- সনদের 2 নং ধারা অনুযায়ী যাবতীয় গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত এবং ভোটদানকারী  সদস্যদের দুই-তৃতীয়াংশের সম্মতির প্রয়োজন।

7-  সাধারণ সভার একটি নির্বাচন মূলক কাজ লেখ।

উওর- সাধারণ সভার একটি নির্বাচন মূলক কাজ হলো,নিরাপত্তা পরিষদের 10 জন অস্থায়ী সদস্যদের নির্বাচন করা।

8- জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধন করা হয়?

উওর- নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত এবং ভোট দানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোটে জাতিপুঞ্জের সনদ সংশোধন এবং কার্যকরী করা হয়।

9- নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা লেখ।

উওর- ভেটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গ কারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা হলো নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা।

10- সনদ কাকে বলে?

উওর- সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান বা সংবিধিকে সনদ বলা হয়।

11- সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি কাজ লেখ।

উওর- মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা সংরক্ষন করা হলো সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ।

12- অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি কমিশনের নাম লেখ।

উওর- কার্যনির্বাহী কমিশন হল অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি কমিশন।

13- আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কিভাবে নির্বাচিত হন?

উওর- নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথক ভাবে অনুষ্ঠিত ভোটে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভোট পান,সেই আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 

14- আন্তর্জাতিক বিচারালয়ের আধা আবশ্যিক এলাকা ভুক্ত একটি ক্ষমতা লেখ।

উওর- সন্ধি বা চুক্তিপত্রের ব্যাখ্যা দান হল আন্তর্জাতিক বিচারালয়ের আন্তর্জাতিক এলাকাভুক্তি একটি ক্ষমতা।

15- সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন?

উত্তরঃ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র সহ 11 টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব হিসেবে নির্বাচিত হন।

16- সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব এর যেকোনো একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।

উওর- প্রশাসন এবং বিভিন্ন শাখা সংগঠনের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা। 

17- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো?

উওর- পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদেরও অসম্মতিসূচক ভোটদানের অধিকারকে ভেটো বলা হয়।

18- জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী? 

উওর- যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায়, জাতিপুঞ্জের বৃহত্তর রাষ্ট্রগুলির জোটের নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান।

19- শান্তির জন্য ঐক্যের প্রস্তাবের অর্থ কি?

উওর- শান্তির জন্য ঐক্য প্রস্তাব হলো 1950 সালে জাতিপুঞ্জের গ্রহন করা একটি প্রস্তাব। যেই প্রস্তাবে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ প্রতিষ্ঠার ব্যাপারে সাধারণ সভাকে ক্ষমতা দেওয়া হয়েছে। 

20- সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কোনো রাষ্ট্রকে কিভাবে অপসারণ করা যায়?

উওর- জাতিপুঞ্জের সনদের 6 নং ধারা অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র যদি জাতিপুঞ্জের নীতি গুলি ক্রমাগত লঙ্ঘন করতে থাকে, তাহলে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা ওই সদস্য রাষ্ট্রকে জাতিপুঞ্জ থেকে অপসারণ করতে পারে। 

21- সাধারণ সভা কিভাবে গঠিত হয়?

উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ সভা গঠিত হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হল 193।

22- সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলা হয় কেন?

উওর- বিশ্ব মানবের আইনসভা হলো সাধারণ সভা। বিশ্বের প্রতিটি স্তরের মানুষ তাদের নানা সমস্যা সাধারণ সভায় তুলে ধরতে পারে এবং সেখানে তা প্রকাশ করতে পারে। সাধারণ সভায় সভায় নানা সমস্যা, ভাবনা কণ্ঠস্বর ধ্বনিত এবং প্রতিফলিত হয় বলেই সাধারণ সভাকে অধ্যাপক গেটেল বিশ্বের নাগরিক সভা বলে অভিহিত করেছেন।

23-  নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কোন কোন দেশ থেকে নির্বাচিত হয়? 

উওর- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এশিয়া এবং আফ্রিকা মহাদেশ থেকে পাঁচটি, পূর্ব ইউরোপ থেকে একটি,লাতিন আমেরিকা থেকে দুইটি এবং পশ্চিম ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে দুইটি রাষ্ট্র অর্থাৎ মোট 10 টি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। যাদের কার্যকলাপের মেয়াদ দুই বছর। 

24- মিলিটারি স্টাফ কমিটির কাজ কী?

উওর- মিলিটারি স্টাফ কমিটির কাজ হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণের প্রয়োজনে, তার অধীনে থাকা সামরিক বাহিনীকে কাজে লাগানো এবং পরিচালনা করা। 

25- নিরাপত্তা পরিষদ কিভাবে গঠিত হয়?

উওর- নিরাপত্তা পরিষদ পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং দশটি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়।।

26- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচনে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়?

উত্তর - আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি রক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রের অবদান কতখানি তার ওপর 

সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর Part 2|| WB Board Class 12 Political Science SAQ Question Answer 2023 Part 2

 

সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর Part 2|| দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023 Part 2
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2023 


27- অছি পরিষদ বলতে কি বোঝায়?

উওর- অছি পরিষদ হলো সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ একটি সংস্থা। পৃথিবীর যেসব অঞ্চলের স্বায়ত্তশাসনের অধিকার নেই সেগুলিকে পরিচালনা এবং তদারকি করার জন্য জাতিপুঞ্জের সনদে একটি সংসার উল্লেখ আছে তাই হলো অছি পরিষদ। 

28- বাফার স্টেট কাকে বলে?

উওর- বাফার স্টেট হলো আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি বজায় রাখার একটি কৌশল। আন্তর্জাতিক রাজনীতিতে দুই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে নিরপেক্ষ রাষ্ট্র শান্তি এবং নিরাপত্তা এবং শক্তিসাম্য বজায় রাখতে সাহায্য করে।

29- আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি কয়টি ভাগে বিভক্ত এবং কি কি?

উওর- আন্তর্জাতিক বিচারালয় তিনটি ভাগে বিভক্ত। যথা স্বেচ্ছাধীন এলাকা,আধা আবশ্যিক এলাকা এবং পরামর্শদান মূলক এলাকা।

30-  কত খ্রিস্টাব্দে জাতিসংঘের অপমৃত্যু ঘটে?

উওর- ১৯৩৯ খ্রিস্টাব্দে জাতিসংঘের অপমৃত্যু ঘটে।

31- দ্বৈত্য ভেটো বলতে কী বোঝো?

উওর- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের একই বিষয়ে দুইবার ভেটো প্রয়োগ করার ক্ষমতাকে দ্বৈত্য ভেটো বলে। 

32- জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধন হয়?

উওর‍- সনদের 118 নং ধারা অনুযায়ী সংশোধনীর প্রস্তাবকে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র সহ সাধারণ সভায় উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র দ্বারা অনুমোদিত হলে সনদ সংশোধিত হয়। 

33- আটলান্টিক সনদে কয়টি ধারা ছিল?

উওর- আটলান্টিক সনদের 8 টি ধারা ছিল।

34-  ILO এর পুরো না কী? 

উওর - International Labor Union (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন)

35-  UNESCO এর পুরো না কী? 

উওর- United Nations Educational Scientific And Cultural Organization.

36- WHO এর পুরো না কী? 

উওর- World Health Organization 

37- IBRD এর পুরো না কী? 

উওর- International Bank For Reconstruction And Development ( বিশ্ব ব্যাঙ্ক ) 

38- বিশ্ব ব্যাংক কবে কাজ শুরু করে?

উত্তর- 1945 সালের 27 ডিসেম্বর।

39- UPU এর পুরো না কী? 

উওর- Universal Postral Union.

40- IAEA এর পুরো না কী? 

উওর- International Atomic Energy Association 

41- ICAO এর পুরো না কী? 

উওর- International Civil Aviation Organization 

42- আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানের নাম কি?

উওর- সংবিধি

43- আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত?

উওর- আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল 9 বছর।

44- আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারক নিয়ে গঠিত?

উওর- আন্তর্জাতিক বিচারালয় 15 জন বিচারপতি নিয়ে গঠিত।

45- কত জন বিচারক উপস্থিত থাকলে আন্তর্জাতিক বিচারালয়ে কোরাম হয়?

উওর - কমপক্ষে 9 জন বিচারপতি উপস্থিত থাকলে আন্তর্জাতিক বিচারালয়ে কোরাম হয়।

47- প্রতি তিন বছর অন্তর কতজন বিচারক অবসর নেন?

উওর- প্রতি 3 বছর অন্তর 5 জন বিচারক অবসর নেন। 

48- UNESCO এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত?

উওর : প্যারিসে।

49- বিশ্ব ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কি?

উওর- বিশ্বব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো ঋণ দানের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের উন্নত সাধন।

50- কোন দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসাবে পালন করা হয়?

উওর- 24 শে অক্টোবর দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়।

51- সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা রয়েছে? 

উওর- সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111 টি ধারা রয়েছে।

52- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 

উওর : নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 5।

আশাকরি যে, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ ( United Nations Organization ) ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 4 In Bengali ) থেকে যে গুরুত্বপূর্ণ 80 টির বেশি MCQ Question Answer And 50+ WB Board Class 12 Political Science SAQ Question Answer,Notes And Suggestion তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags :
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের MCQ | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর 2023 | WB Political science Question Answer | wb class 12 political science question answer  | hs political science  question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 2 qestion answer in Bengali | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান SAQ প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর | সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের প্রশ্ন উওর 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top