উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || West Bengal Class 12 Political Science SAQ Question Answer & Suggestion 2023

0
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || West Bengal Class 12 Political Science SAQ Question Answer & Suggestion 2023
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতি ( Foreign Policy ) থেকে ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 3 In Bengali ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 টির বেশি SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতির ( Foreign Policy ) বাকি থাকা 31 টি SAQ Question Answer গুলো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || West Bengal Political Science SAQ Question Answer & Suggestion 2023 


  • 31- সার্কের 1 নং ধারায় কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
  • উওরঃ সার্কের 1 নং ধারায় 8 টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে।
  • 32- সার্কের মন্ত্রিসভা কাদের নিয়ে গঠিত হয়?

  • উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রথম 30 টি ছোট প্রশ্ন উত্তর দেখতে নিচের লিংকে ক্লিক করো👇

  • উওরঃ সার্কের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রগুলো পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সার্কের মন্ত্রিসভা গঠিত হয়।
  • 33- কত সালকে কোন সম্মেলনে সার্ক কন্যাবর্ষ হিসেবে চিহ্নিত করেছিল?
  • উওরঃ 1990 সালে ইসলামাবাদের সম্মেলনে। 
  • 34- ASEAN এর পুরো নাম কি?
  • উওরঃ Association Of South East Asian Nations 
  • 35- আফগানিস্তান কত সালে সার্কের সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছিল?
  • উওরঃ আফগানিস্তান 2007 সালে সার্কের সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছিল।
  • 36- লুক ইস্ট পলিসি অথবা পূবে তাকাও নীতির রূপকার কে ছিলেন?
  • উওরঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং নেতৃত্বে গঠিত ইউপিএ সরকার।
  • 37- বিদেশ নীতির দুটি অভ্যন্তরীণ উপাদান কি?
  • উওরঃ বিদেশ নীতির দুটি অভ্যন্তরীণ উপাদান হলো ভৌগলিক অবস্থান, জনসংখ্যা,প্রাকৃতিক সম্পদ ইত্যাদি।
  • 38- বিদেশনীতির বাহ্যিক উপাদান কি?
  • উওরঃ বিদেশিদের বাহ্যিক উপাদান হলো রাজনৈতিক পরিস্থিতি, বিশ্বজনমত, প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া-প্রতিক্রিয়া ইত্যাদি।
  • 39- সার্কের প্রথম সভাপতির নাম কী?উওরঃ সার্কের প্রথম সভাপতির নাম হল হোসেন মোহাম্মদ এরশাদ।
  • 40- সার্কের একটি দুর্বলতা উল্লেখ করো।
  • উওরঃ সার্কের একটি বড় দুর্বলতা হলো সদস্য রাষ্ট্র গুলির মধ্যে অভ্যন্তরীণ বিবাদ।
  • 41- বর্তমানে কোন দেশ সার্কের পরিদর্শক হওয়ার জন্য সম্মতি জানিয়েছে?
  • উওরঃ বর্তমানে রাশিয়া বা পূর্বতন সোভিয়েত ইউনিয়ন সার্কের পরিদর্শক হওয়ার জন্য সম্মতি জানিয়েছে।
  • 42- সার্কের সনদে কতগুলি উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
  • উওরঃ সার্কের সনদে 8 টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে।
  • 43- ভারতের সংবিধানের কত নং ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক বিবাদ মীমাংসার কথা বলা হয়েছে?
  • উওরঃ ভারতীয় সংবিধানের 51 নং ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক বিবাদ মীমাংসার কথা বলা হয়েছে।
  • 44- ভারত কী সি.টি.বি.টি চুক্তি স্বাক্ষর করেছে?
  • উওরঃ না। ভারত কী সি.টি.বি.টি চুক্তি স্বাক্ষর করেনি।
  • 45- শ্রবণ-দর্শন বিনিময় ব্যাবস্থা কী?
  • উওরঃ সার্কের সদস্য রাষ্ট্র গুলির মধ্যে নিবির সংযোগ সম্পর্ক সৃষ্টির ব্যবস্থাকে শ্রবণ-দর্শন বিনিময় ব্যাবস্থা বলা হয়।
  • 46- বিদেশ নীতি প্রয়োগের প্রধান তিনটি উপায় কী কী?
  • উওরঃ বিদেশ নীতি প্রয়োগের প্রধান তিনটি উপায় হলো কূটনীতি, প্রচারকার্য এবং সামরিক পদ্ধতি।
  • 47- মনস্তাত্ত্বিক কাকে বলে?
  • উওরঃ যখন প্রচারের মাধ্যমে অন্য কোন দেশের ব্যক্তি বা গোষ্ঠীর চিন্তাধারার, দৃষ্টিভঙ্গি বা সংশোধন করার প্রয়াস চালানো হয়, তখন তাকে মনস্তাত্ত্বিক প্রয়াস বলে।
  • 48- আক্রমনাত্মক কূটনীতি কাকে বলে?
  • উওরঃ যে কূটনীতি প্রয়োজন সামরিক শক্তির ব্যবহারেও দ্বিধা বোধ করা হয় না নতাকে আক্রমণাত্মক কূটনীতি বলে।
  • 49- সার্ক একটি কি ধরনের সংগঠন?
  • উওরঃ সার্ক হলো একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন।
  • 50- ডঃ মনমোহন সিংয়ের পূবে তাকাও নীতির প্রধান উদ্দেশ্য কি ছিল?
  • উওরঃ ডঃ মনমোহন সিং এর পূর্বে তাকাও নীতির প্রধান উদ্দেশ্য ছিল পূর্ব এশিয়ার সমগ্র এলাকার অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে ভারতকে যুক্ত করা।
  • 51- 'ভারত হলো মার্কিন যুক্তরাষ্ট্রীয় কৌশলের অপরিহার্য অঙ্গ'- কথাটি কে বলেছিলেন?
  • উওরঃ  'ভারত হলো মার্কিন যুক্তরাষ্ট্রীয় কৌশলের অপরিহার্য অঙ্গ'- কথাটি বলেছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা।
  • 52- গঠনের সময় সার্কের মোট কয়টি সদস্য রাষ্ট্র ছিল?
  • উওরঃ সার্ক গঠনের সময় তার সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 7।
  • 53- বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
  • উওরঃ বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল 8।
  • 54- সার্কের সদস্য রাষ্ট্রগুলোর নাম কি?
  • উওরঃ সার্কের সদস্য রাষ্ট্রগুলোর নাম হলো ভারত,পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং 2007 সালে যুক্ত হওয়া আফগানিস্থান।
  • 55-  SAFTA এর পুরো নাম কি?
  • উওরঃ South Asian Fre Trade Area
  • 56- SAPTA এর পুরো নাম কী?
  • উওরঃ South Asian Preferciation Trading Arrangement 
  • 57- কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য কি?
  • উওরঃ কূটনীতি হলো পারস্পরিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করার অন্যতম একটি ব্যবস্থা। অন্যদিকে পররাষ্ট্র নীতি বলতে বোঝায় রাষ্ট্রগুলির জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে।
  • 58- পররাষ্ট্রনীতির নির্ধারক বলতে কী বোঝায়?
  • উওরঃ পররাষ্ট্রনীতির নির্ধারক বলতে সেই সমস্ত উপাদানগুলোকে বোঝায়, যে সমস্ত উপাদানের দ্বারা প্রভাবিত হয়ে রাষ্ট্র তার বিদেশ নীতি গ্রহণ করে।
  • 59- তিব্বতকে নিয়ে কত সালে ভারত এবং চীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
  • উওরঃ 2003 সালে তিব্বতকে নিয়ে ভারত এবং চীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
  • 60- কত সালে সুয়েজ সংকট দেখা দিয়েছিল?
  • উওরঃ 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দিয়েছিল।
  • 61- কোন দেশ ভিয়েতনাম আক্রমণ করেছিল?
  • উওরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম আক্রমণ করেছিল।
  • 62- NTP এর পুরো নাম কী?
  • উওরঃ NTP এর পুরো নাম হল Non Proliferation Treaty (নন-প্রলিফারেশন ট্রিটি)।

আশাকরি,  দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতি ( Foreign Policy ) থেকে ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 3 In Bengali ) থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30+ SAQ Question Answer শেয়ার করা হয়েছে,তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান SAQ প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি অধ্যায়ের প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer  | wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top