দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || HS Political Science SAQ Question Answer & Suggestion 2023

0

 

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || HS Political Science SAQ Question Answer & Suggestion 2023
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতি ( Foreign Policy ) থেকে ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 3 In Bengali ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 টির বেশি SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতির ( Foreign Policy ) বাকি থাকা 31 টি SAQ Question Answer গুলো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || HS Political Science SAQ Question Answer & Suggestion 2023 


1- বিদেশ নীতি কাকে বলে?

উওরঃ রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যে কাজগুলি করে তার সমষ্টি হল বিদেশ নীতি।

2- পঞ্চশীল নীতি কবে এবং কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল?

উওরঃ পঞ্চশীল নীতি 1954 সালে ভারত ও চীনের মধ্যে সাক্ষরিত হয়েছিল।

3- ভারতের বিদেশ নীতির মূল উপাদান কী?

উওরঃ  জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা হলো ভারতের বিদেশ নীতির মূল উপাদান।

4- সার্ক কোন অঞ্চলের সহযোগিতামূলক সংগঠন?

উওরঃ সার্ক দক্ষিণ এশিয়ার সহযোগিতামূলক সংগঠন।

5- সার্ক কবে গঠিত হয়েছিল?

উওরঃ 1985 সালে সার্ক কবে গঠিত হয়েছিল।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের বাকি 30+ছোট প্রশ্ন উত্তর দেখতে নিচের লিংকে ক্লিক করো👇

WB Class 12 Political Science SAQ Question Answer

6- সার্ক গঠনের প্রথম প্রস্তাব কে দিয়েছিলেন?

উওরঃ সার্ক গঠনের প্রথম প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

7- একটি নিরপেক্ষ রাষ্ট্রের উদাহরণ দাও।

উত্তরঃ সুইজারল্যান্ড হলো একটি নিরপেক্ষ রাষ্ট্র।

8- ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভ কী?

উত্তরঃ ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা।

9- পঞ্চশীল নীতি কিসের অনুকরণে গঠিত হয়েছিল?

উওরঃ উত্তর পঞ্চশীল নীতি ইন্দোনেশিয়ার পঞ্চশীলা নীতির অনুকরণে গৃহীত হয়েছিল।

10- মানব সভ্যতার চরম শত্রু কী?

উওরঃ মানব সভ্যতার চরম শত্রু হলো সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ এবং সন্ত্রাসবাদ।

11- সাম্রাজ্যবাদের সর্বাধুনিক রুপ কী?

উওরঃ সাম্রাজ্যবাদের সর্বাধুনিক রুপ হল উপনিবেশবাদ।

12- সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের মধ্যে পার্থক্য কী?

উওরঃ অর্থনৈতিক ক্ষেত্রে শোষণ এবং বঞ্চনা হলো সাম্রাজ্যবাদ এবং রাজনৈতিক ক্ষেত্রে একাধিপত্য স্থাপন এবং সামাজিক ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করাই হলো উপনিবেশবাদ। 

12- ভারতের পররাষ্ট্র নীতির লক্ষ্য কী?

উওরঃ ভারতের পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য হলো বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা।

13- কবে এবং কাদের মধ্যে সিমলা চুক্তি হয়েছিল?

উওরঃ 172 খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে শিমলা চুক্তি হয়েছিল।

14- ভারতের পারমাণবিক শক্তি কী উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী?

উওরঃ ভারত পারমাণবিক শক্তি শান্তির উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী।

15- কমনওয়েলথ কী?

উওরঃ কমনওয়েলথ হলো স্বাধীন রাষ্ট্রটির এক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান।

16- প্রথম বিশ্ব বলতে কি বোঝো?

উওরঃ প্রথম বিশ্ব বলতে পশ্চিমের শক্তিশালী স্বাধীন এবং উন্নত দেশগুলিকে বোঝায়।

17- দ্বিতীয় বিশ্ব বলতে কী বোঝায়?

উওরঃ দ্বিতীয় বিশ্ব বলতে ইউরোপের পূর্বী দেশগুলি অর্থাৎ কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক ভাবধারা সম্পন্ন দেশ গুলিকে বোঝায়।

18- তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়?

উওরঃ সদ্য স্বাধীনতাপ্রাপ্ত উন্নয়নশীল দেশগুলিতে তৃতীয় বিশ্ব বলা হয়।

19- চতুর্থ বিশ্ব বলতে কী বোঝায়?

উওরঃ পৃথিবীর একেবারে দরিদ্র দেশগুলোকে চতুর্থ বিশ্ব বলে।

20- ভারত-চীন সংঘর্ষ কোন নীতির ব্যর্থতাকে সূচিত করে?

উওরঃ ভারত-চীন সংঘর্ষ পঞ্চশীল নীতির ব্যর্থতাকে সূচিত করে।

21- CTBT এর পুরো নাম কী? 

উওরঃ CTBT এর পুরো নাম হলো Comprehenship Test Ban Treaty )

22- GATT এর পুরো নাম কী?

উওরঃ GATT এর পুরো নাম হলো General Agreement On Terives Trade

23- মার্কিন গোয়েন্দা সংস্থার নাম কি?

উওরঃ মার্কিন গোয়েন্দা সংস্থার নাম হল Central Intelligence Agency (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি)

24- 123 চুক্তি কী?

উওরঃ ভারতের ও মার্কিন যুক্তরাষ্ট্রের অসামরিক পরমাণু চুক্তিকে 123 চুক্তি বলা হয়।

25- কত সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উওরঃ 123 সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

26- Brics কী? 

উওরঃ ব্রাজিল, রাশিয়া,ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা-দেশ গুলির সমবায় হল Brics।

27- FISA কী?

উওরঃ FISA হলো Foreign Intelligence Service Act.

28- FISA কে প্রণয়ন করেছিলেন?

উওরঃ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ FISA প্রণয়ন করেছিলেন।

28- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার একুশ শতকের স্লোগান কী ছিল?

উওরঃ আপনার গোপনীয়তা আমাদের অধিকার।

29- SAARC সার্ক এর পুরো নাম কি?

উওরঃ South Asian Association Co-Operation (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রেজিয়নাল কো- অপারেশন)

30- সার্কের কয়টি ধারা রয়েছে?

উওরঃ সার্কের সনদে একটি মুখবন্ধ এবং 10 টি ধারা রয়েছে।

31- সার্কের 1 নং ধারায় কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে?

উওরঃ সার্কের 1 নং ধারায় 8 টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে।


আশাকরি,  দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতি ( Foreign Policy ) থেকে ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 3 In Bengali ) থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30+ SAQ Question Answer শেয়ার করা হয়েছে,তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান SAQ প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি অধ্যায়ের প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer  | wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top