উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর || HS Political Science SAQ Question Answer & Suggestion 2023

0


উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর || HS Political Science SAQ Question Answer & Suggestion 2023
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর


আজকের ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা থেকে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বইয়ের নাম এবং তাদের লেখকের নাম Political Science এর  সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর || HS Political Science SAQ Question Answer & Suggestion 2023

1- The Prince দ্য প্রিন্স গ্রন্থের লেখক কে?

উওরঃ- দ্য প্রিন্স গ্রন্থের লেখক হলেন টমাস নিকালো মেকিয়াভেলি।

2- Twenty Years Crisis (টুয়েন্টি ইয়ার্স ক্রাইসিস) গ্রন্থের লেখক কে

উওরঃ Twenty Years Crisis (টুয়েন্টি ইয়ার্স ক্রাইসিস) গ্রন্থের লেখক হলেন

অধ্যাপক ই.এইচ কার।

3- Contemporary Theory In International Relation গ্রন্থের লেখক কে? 

উওরঃ Contemporary Theory In International Relation গ্রন্থের লেখক হলেন হফম্যান।

4- Politics Among Nations (পলিটিক্স আমং নেশনস) গ্রন্থটির রচয়িতা কে?

উওরঃ Politics Among Nations (পলিটিক্স আমং নেশনস) গ্রন্থটির রচয়িতা হলেন হ্যান্স.জে.মর্গেন্থাউ।

5- An Introduction To International Relations গ্রন্থটি কার লেখা অথবা এই গ্রন্থটির রচয়িতা কে বা কারা?

উওরঃ An Introduction To International Relations গ্রন্থটির রচয়িতা হলেন কৌলম্বিস এবং উলফে।

6-International Relations (ইন্টারন্যাশনাল রিলেশন) গ্রন্থটি রচয়িতা কে অথবা এই গ্রন্থটি করা লিখেছেন?

উওরঃ International Relations (ইন্টারন্যাশনাল রিলেশন) গ্রন্থটির রচয়িতা হলেন পামার এবং পারকিন্স।

7- International Relations In A Changing World (ইন্টারন্যাশনাল রিলেশন ইন এ চেঞ্জিং ওর্ল্ড) গ্রন্থটির রচয়িতা কে? 

উওরঃ International Relations In A Changing World (ইন্টারন্যাশনাল রিলেশন ইন এ চেঞ্জিং ওর্ল্ড) গ্রন্থটির রচয়িতা হলেন জোসেফ ফ্রাঙ্কেল।

8- Imperialism The Highest Stage Of Capitalism (ইম্পেরিয়ালিজম দা হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম) গ্রন্থটির রচয়িতা কে?

উওরঃ Imperialism The Highest Stage Of Capitalism (ইম্পেরিয়ালিজম দা হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম) গ্রন্থটির রচয়িতা হলেন V.I Lenin।

9- দ্য গ্রেট ইলিউশন গ্রন্থটি কে লিখেছিলেন?

উওরঃ দ্য গ্রেট ইলিউশন গ্রন্থটি লিখেছিলেন নর্মান অ্যাঞ্জেল।

10- World Politics At The End Of The Nineteenth Century As Influenced By The Oriental Situation গ্রন্থটি কে লিখেছিলেন?

উওরঃ এ গ্রন্থটি লিখেছিলেন পল রেইন্স। 

11- Principal Of International Law (প্রিন্সিপাল অফ ইন্টার্নেশনাল ল) গ্রন্থটি কে লিখেছিলেন?

উওরঃ Principal Of International Law গ্রন্থটির রচয়িতা হলেন বেন্থাম।


আশাকরি দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণার এই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি তোমাদের কাজে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top