দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উত্তর 2023 | WB Class 12 Political science Question and Answer 2023

0

  

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উত্তর 2023 | WB Class 12 Political science Question and Answer 2023
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ & SAQ


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক (WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) এর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 90 টির বেশি MCQ Question Answer  & 70 + political science saq question answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাকি পোস্টে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উওর ( hs political science mcq and saq question answer ) গুলো শেয়ার করবো। এবং তোমরা পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সহ আরও অন্যান্য বিষয়ের সমস্ত নোটস + অনলাইন মকটেস্ট আমাদের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে।

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উত্তর 2023 | WB Class 12 Political science Question and Answer 2023


উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 2023 | WB Political science Question and Answer in bengali class 12
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর 2023


1- ঠান্ডা লড়াই বলতে বোঝায়-
• প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ
• যুদ্ধও নয় শান্তি ও নয়
• ভয়ংকর যুদ্ধ
• উওর : যুদ্ধও নয় শান্তি ও নয়


2- কত খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইয়ের শুরু হয়েছিল?
• 1918 সালে
• 1945 সালে
• 1947 সালে
• 1939 সালে
• উওর : 1947 সালে।


3- কত খ্রিস্টাব্দে ঠান্ডা লড়ায়ের সমাপ্তি ঘটেছিল?
• 1947 সালে
• 1950 সালে
• 1963 সালে
• 1990 সালে
• উওর : 1990 সালে।


4- কোনদুটি দেশের মধ্যে ঠান্ডা লড়াই ছিল?
• সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন ও চীন
• মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান
• সোভিয়েত ইউনিয়ন ও জার্মানি
• উওর : সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র।


5- ঠান্ডা লড়াই শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন?
• গোর্বাচেভ
• জর্জ বুশ
• বার্নার্ড বারুচ
• ওয়াল্টার লিপম্যান
• উওর : বার্নার্ড বারুচ


6-  কে সর্বপ্রথম ঠান্ডা লড়াই সম্পর্কে ধারণা দিয়েছিলেন?
• ট্রুম্যান
• জর্জ বুশ
• বার্নার্ড বারুচ
• ওয়াল্টার লিপম্যান
• উওর : ওয়াল্টার লিপম্যান


7- নিম্নলিখিত কোনটি পশ্চিম পশ্চিমী সামরিক জোট?
• NATO
• SEATO
• SAARC
• SAPTA
• উওর : NATO


8- নিম্নলিখিত কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির জোট?
• Warsaw
• SEATO
• SAARC
• SAPTA

• উওর : Warsaw


9- কোন রাষ্ট্রের উদ্যোগে NATO গঠিত হয়েছিল?
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• ইটালি
• পোল্যান্ড
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র


10- কোন দেশের উদ্যোগে warsaw pact তৈরি হয়েছিল?
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• জার্মানি
• জাপান
• উওর : সোভিয়েত ইউনিয়ন


11- International Relations গ্রন্থের লেখক কে?
• জোসেফ ফ্র্যাঙ্কেল
• বাটন
• লিপম্যান
• ফিডম্যান
• উওর : বাটন


12- কত সালে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• 1955 সালের 14 মে
• 1955 সালের 18 মে
• 1955 সালের 16 মে
• 1955 সালের 17 মে
• উওর : 1955 সালের 14 মে 


13- কে সাম্যবাদ প্রতিরোধ নীতি ঘোষণা করেছিলেন?
• ট্রুম্যান
• বাটন
• লিপম্যান
• ফিডম্যান
• উওর : ট্রুম্যান


14- মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনেরো নীতি গ্রহণ করেছিল?
• 1821 সাল
• 1823 সাল
• 1923 সাল
• 1921 সাল
• উওর : 1823 সাল


15- কোন বছর কমিন্টার্ন বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• 1933 সালে
• 1935 সালে
• 1936 সালে
• 1940 সালে
• উওর : 1936 সালে


16- দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল?
• অক্ষশক্তি
• মিত্রশক্তি
• ন্যাটো
• ওয়ারশ জোট
• উওর : মিত্রশক্তি


17- স্তালিন কার সঙ্গে অনাক্রমণ চুক্তি সম্পাদন করেছিলেন?
• মুসোলিনি
• চার্চিল
• রুজভেল্ট
• হিটলার
• উওর : হিটলার


18- কত সালে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
• 1944 সালে
• 1935 সালে
• 1934 সালে
• 1945 সালে
• উওর : 1945 সালে


19- মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল?
• 1939 সালে
• 1940 সালে
• 1942 সালে
• 1945 সালে
• উওর : 1942 সালে


20- কোন বছর পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
• 1946 সালে
• 1962 সালে
• 1942 সালে
• 1945 সালে
• উওর : 1945 সালে


21- কোন বছর বার্লিন অবরোধ প্রত্যাহার করা হয়েছিল?
• 1949 সালে
• 1962 সালে
• 1942 সালে
• 1945 সালে
• উওর : 1949 সালে


22- ঠান্ডা লড়াইকে 'গরম শান্তি' বলে চিহ্নিত করেছিলেন-
• ওয়াল্টার লিপম্যান
• বার্নেট
• ফিডম্যান
• চার্চিল

• উওর : বার্নেট


23- ঠান্ডা লড়াই এর সঙ্গে সম্পর্কিত দেশগুলি হলো-
• ভারত ও সোভিয়েত
ইউনিয়ন
• চীন-পাকিস্তান
• মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
• জার্মানি ও ভারত
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন


24- 1949 সালের জানুয়ারি মাসে 'কমেকন' গঠন করেছিল -
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• গ্রেট ব্রিটেন
• চিন
• উওর : সোভিয়েত ইউনিয়ন


25- সমাজতান্ত্রিক দেশ গুলি কোন জোট গঠন করেছিল?
• NATO
• CEATO
• Warsaw
• SAARC
• উওর : Warsaw


26- প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল-
• প্রথম বিশ্বযুদ্ধে
• দ্বিতীয় বিশ্বযুদ্ধে
• ঠান্ডা লড়াইয়ে
• ক্রুসেডের যুদ্ধে
• উওর : ঠান্ডা লড়াইয়ে


27- মূলত যে সঙ্কটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের শুরু হয়েছিল, তা হল-
• সুয়েজ সংকট
• কোরিয়া সংকট
• বার্লিন সংকট
• কিউবা সংকট

• উওর : সুয়েজ সংকট


28- পৃথিবীতে ঠান্ডা লড়াই কত বছর স্থায়ী ছিল?
• 60
• 70
• 43
• 53
• উওর : 43 বছর


29- ট্রুম্যান কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
• মার্কিন যুক্তরাষ্ট্র
• গ্রেট ব্রিটেন
• ফ্রান্স
• সোভিয়েত ইউনিয়ন
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র


30- কটি দেশের চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে উঠেছিল?
• ১০
• ১২
• ৫১
• ২৫
• উওর : ১২


31- জর্জ মার্শাল কে ছিলেন?
• মার্কিন রাষ্ট্রপতি
• ব্রিটিশ প্রধানমন্ত্রী
• মার্কিন পররাষ্ট্র সচিব
• সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্র সচিব
• উওর : মার্কিন পররাষ্ট্র সচিব


দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ Question Answer || WB Class 12 Political Science MCQ Question Answer & Suggestion 2023

 

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ Question Answer || WB Class 12 Political Science MCQ Question Answer & Suggestion 2023
দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ


1- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক বিকাশের জন্য যে পরিকল্পনা ঘোষণা করা হয় তার নাম কি??
• মার্শাল পরিকল্পনা
• ট্রুম্যান পরিকল্পনা
• কমিকন
• NATO
উওর : ট্রুম্যান পরিকল্পনা।


2- কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট রাশিয়ার জন্ম হয়?
• 1949
• 1945
• 1917
• 1947
উওর : 1917 খ্রিস্টাব্দে।


3- কোন রাষ্ট্রটি একমেরু বিশ্বের প্রধান চালিকাশক্তি?
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• জার্মানি
• গ্রেট ব্রিটেন
উওর : মার্কিন যুক্তরাষ্ট্র


4- জোট নিরপেক্ষ নীতি প্রথম কে প্রচার করেছিলেন?
• প্যারেটো
• মার্শাল টিটো
• উইনস্টন চার্চিল
• জহরলাল নেহেরু
উওর : উইনস্টন চার্চিল।


5- বান্দুং সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল?
• 1955
• 1956
• 1957
• 1958
উওর : 1955 খ্রিস্টাব্দের 18 এপ্রিল থেকে 24 এপ্রিল।


6- জোট নিরপেক্ষ আন্দোলন কখন গড়ে ওঠে?
• প্রথম বিশ্বযুদ্ধের পর
• প্রথম বিশ্বযুদ্ধের আগে
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।


7- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি কয়টি ভাগে বিভক্ত হয়?
• দুই ভাগে
• চার ভাগে
• ছয় ভাগে
• আট ভাগে
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুইটি ভাগে বিভক্ত হয়।


8- ঠান্ডা যুদ্ধকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়?
• পাঁচটি পর্যায়ে
• ছয়টি পর্যায়ে
• দশটি পর্যায়ে
• চারটি পর্যায়ে
উত্তর : ছয়টি পর্যায়ে।


9- কত দশকে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটে?
• 6- এর দশকে
• 9-এর দশকে
• 7-এর দশকে
• 8-এর দশকে
উওর : নয়ের দশকে।


10- কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল?
• 1949
• 1945
• 1991
• 1968
উত্তর : 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল।


11- কত খ্রিস্টাব্দে NATO (ন্যাটো) গঠিত হয়েছিল?
• 1949
• 1945
• 1991
• 1968
উওর : 1949 সালের 4 ই এপ্রিল।


12- ঠান্ডা যুদ্ধের সূচনা কবে হয়েছিল?
• 1949
• 1945
• 1991
• 1968
উওর : 1945 সালে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল।


13- কাকে লৌহ মানব বলা হয়?
• সরদার বল্লভ ভাই প্যাটেল
• বিসমার্ক
• হিটলার
• স্তালিন
উওর : স্তালিনকে লৌহ মানব বলা হয়।


14- কত খ্রিস্টাব্দে WARSAW Pat Organization গড়ে ওঠে?
• 1949
• 1945
• 1991
• 1955
উওর : 1955 সালে।


14- কত সালে সুয়েজ সংকট দেখা দিয়েছিল?
• 1962
• 1945
• 1956
• 1968
উওর : 1956 সালে


15- দুই জার্মানি মধ্যে বিবাদ স্থায়ী করতে কি গড়ে উঠেছিল?
• NATO
• WARSAW
• SEATO
• বার্লিন প্রাচীর
উওর : দুই জার্মানি মধ্যে বিবাদ স্থায়ী করতে বার্লিন প্রাচীর গড়ে উঠেছিল।


16- কত সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়েছিল?
• 1962
• 1961
• 1956
• 1968
উওর : 1961 সালে


17- কোন কোন দেশের মধ্যে হটলাইন স্থাপিত হয়েছিল?
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন
• ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন
• সোভিয়েত ইউনিয়ন এবং জাপান
• সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন


18- কত সালে পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• 1962
• 1966
• 1956
• 1968
• উওর : 1968 সালে।


19- কত সালে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• 1962
• 1966
• 1956
• 1968

• উওর : 1966


20- তাসখন্দ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটেছিল?
• ভারত-পাক
• ভারত-চীন
• সোভিয়েত ইউনিয়ন- মার্কিন যুক্তরাষ্ট্র
• মার্কিন যুক্তরাষ্ট্র- কোরিয়া
• উওর : ভারত-পাক


21- বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল?
• 1971
• 1972
• 1970
• 1975
• উওর : 1971


22- বাংলাদেশের স্বাধীনতা লাভ করার সময় কোন দেশ তাকে সাহায্য করেছিল?
• ভারত
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• গ্রেট ব্রিটেন
• উওর : ভারত


23- ঠান্ডা যুদ্ধের পর বিশ্বের একমাত্র নেতা ছিল কোন রাষ্ট্র?
• ভারত
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• গ্রেট ব্রিটেন
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র


24- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান দেশ কোনটি?
• ভারত
• ঘানা
• সোভিয়েত ইউনিয়ন
• ইন্দোনেশিয়া
• উওর : ভারত


25- বান্দুং সম্মেলনে কয়টি রাষ্ট্র যোগ দিয়েছিল?
• ২৫
• ২৭
• ২৯
• ৫১
• উওর : ২৯


26- জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা কে?
• জহরলাল নেহেরু
• প্যারেটো
• মার্শাল টিটো
• নক্রুমা
• উওর : নক্রুমা


27- কোন সম্মেলনে জোট নিরপেক্ষতা আন্দোলনের সূচনা হয়েছিল?
• বেলগ্রেড সম্মেলনে
• বার্লিন সম্মেলনে
• আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের সম্মেলনে
• পটসডাম সম্মেলনে
• উওর : বেলগ্রেড সম্মেলনে


28- বর্তমান বিশ্বকে কী বলা হয়?
• একমেরু বিশ্ব
• দ্বিমেরু বিশ্ব
• বহুমেরু বিশ্ব
• বহুমাত্রিক বিশ্ব
• উওর : একমেরু বিশ্ব


29- সর্বাধিক সদস্যের আন্তর্জাতিক সংগঠনের নাম কি?
• NATO
• WARSAW
• NAM
• জাতিপুঞ্জ
• উওর : NAM


30- কত সালে ট্রুম্যান নীতি ঘোষিত হয়েছিল?
• 1949
• 1955
• 1947
• 1945
• উওর : 1947


31- ঠান্ডা লড়াই শব্দটি সর্বপ্রথম কে প্রয়োগ করেছিলেন?
• ওয়াল্টার লিপম্যান
• বার্নার্ড বারুচ
• ক্রুশ্চেভ
• জর্জ মার্শাল
• উওর : বার্নার্ড বারুচ

32- মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক জোটের নাম কি?
• NATO
• WARSAW
• NAM
• জাতিপুঞ্জ
• উওর : NATO ( North Atlantic Treaty Organization )


33- সমাজতান্ত্রিক দেশ গুলি কোন জোট গঠন করেছিল?
• NATO
• WARSAW
• NAM
• জাতিপুঞ্জ
• উওর : WARSAW


34- কোন দেশের উদ্যোগে ন্যাটো গঠিত হয়েছিল?
• ফ্রান্স
• গ্রেট ব্রিটেন
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র


35- কোন দেশের নেতৃত্বে বা উদ্যোগে WARSAW জোট গঠিত হয়েছিল?
• ফ্রান্স
• গ্রেট ব্রিটেন
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• উওর : সোভিয়েত ইউনিয়ন


36- কত খ্রিস্টাব্দে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছিল?
• 1970
• 1980
• 1990
• 1991
• উওর : 1991


37- ট্রুম্যান ডকট্রিন ঘোষিত হয়েছিল-
• 1947 সালের 12 ই মার্চ
• 1947 সালের 14 ই মার্চ
• 1947 সালের 16 ই মার্চ
• 1947 সালের 18 ই মার্চ
• উওর : 1947 সালের 12 ই মার্চ


38- কে মার্শাল পরিকল্পনা ঘোষণা করেছিলেন?
• ওয়াল্টার লিপম্যান
• জর্জ মার্শাল
• ক্রুশ্চেভ
• জর্জ বুশ
• উওর : জর্জ মার্শাল


39- কবে কমিকন গঠিত হয়েছিল?
• 1949
• 1955
• 1947
• 1945
• উওর : 1947


40- কবে মার্শাল পরিকল্পনা ঘোষিত হয়েছিল?
• 1949
• 1955
• 1947
• 1945
• উওর : 1947


41- ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায়-
• পারমাণবিক অস্ত্রের যুদ্ধ
• যুদ্ধ না করে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করা
• যুদ্ধ এবং শান্তির মাঝামাঝি অবস্থা
• কূটনীতির ব্যবহার
• উওর : যুদ্ধ এবং শান্তির মাঝামাঝি অবস্থা


42- ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ দেশ হলো -
• জার্মানি এবং ফ্রান্স
• সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম
• ভারত এবং চীন
• উওর : সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র


43- ঠান্ডা যুদ্ধের চরম পর্যায় হলো-
• 1959-62
• 1960-63
• 1947-50
• 1962-70
• উওর : 1959-62


44- আফগানিস্তানের কত সালে সোভিয়েতমুখী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?
• 1949
• 1991
• 1947
• 1979
• উওর : 1979


45- 1979 সালে আফগানিস্তানের শাসন ক্ষমতায় বসে ছিলেন-
• বাব্রাক কার্মাল
• হো-চিন-মিন
• জর্জ বুশ
• প্যারেটো
• উওর : বাব্রাক কার্মাল


46- ফ্রান্স কত সালে মিশর আক্রমণ করেছিল?
• 1949
• 1956
• 1947
• 1979
• উওর : 1956


47- কত সালে পঞ্চশীল নীতি গৃহীত হয়েছিল?
• 1954
• 1956
• 1947
• 1979
• উওর : 1954


48- বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা কয়টি?
• দশটি
• বারোটি
• একান্নটি
• ষোলোটি
• উওর : দশটি


49- কোন দুটি দেশের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• জার্মানি এবং ফ্রান্স
• সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম
• ভারত এবং চীন
• উওর : ভারত এবং চীন


50- ভারত এবং পাকিস্তানের শিমলা চুক্তি কবে সম্পাদিত হয়েছিল?
• 1954
• 1956
• 1947
• 1972
• উওর : 1972


51- কত খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দিয়েছিল?
• 1954
• 1956
• 1962
• 1972
• উওর : 1962


52- সোভিয়েত ইউনিয়নের ওপর সামরিক প্রাধান্য প্রতিষ্ঠার জন্য রেগান সরকার যে যুদ্ধের পরিকল্পনা করেছিলেন তা হল-
• তারকা যুদ্ধ
• পারমাণবিক যুদ্ধ
• কূটনৈতিক যুদ্ধ
• উপরের সবগুলি
• উওর : তারকা যুদ্ধ


53-  The Cold War Study In U.S Foreign Policy গ্রন্থটির লেখক হলেন-
• ওয়াল্টার লিপম্যান
• জোসেফ ফ্রাঙ্কেল
• জর্জ বুশ
• জর্জ মার্শাল
• উওর : ওয়াল্টার লিপম্যান


54- 1956 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল-
• 3 সেপ্টেম্বর
• 3 নভেম্বর
• 3 আগস্ট
• 3 অক্টোবর
• উওর : 3 সেপ্টেম্বর


55- কত সালে সুয়েজ খালের জাতীয়করণ করা হয়?
• 1954
• 1956
• 1962
• 1972
• উওর : 1956


56- ইন্দোনেশিয়া জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন?
• প্যারেটো
• মার্শাল টিটো
• সুকর্ণ
• জহরলাল নেহেরু

• উওর : সুকর্ণ


57- কত সালে SEATO গঠন করা হয়েছিল?
• 1954
• 1956
• 1962
• 1972
• উওর : 1954


58-  গ্লাসনস্ত এবং পেরেসত্রোয়িক নীতির প্রবক্তা কে?
• ট্রুম্যান
• জর্জ মার্শাল
• গর্বাচেভ
• ক্রুশ্চেভ
• উওর : গর্বাচেভ


59- মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের ওপর পারমাণবিক আক্রমণ করেছিল -
• 1939 সালে
• 1914 সালে
• 1918 সালে
• 1945 সালে
• উওর : 1945 সালে


60- কত সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়েছিল?
• 1954 সালে
• 1980 সালে
• 1998 সালে
• 1989 সালে
• উওর : 1989 সালে


61- কোন মার্কিন রাষ্ট্রপতি তারকা যুদ্ধ পরিকল্পনা করেছিলেন?
• জর্জ বুশ
• ট্রুম্যান
• বার্নার্ড বারুচ
• রোনাল্ড রেগ্যান
• উওর : রোনাল্ড রেগ্যান


62- জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নীতি কী?
• সামরিক জোটে যোগ না দেওয়া
• সামরিক শক্তি বৃদ্ধি করা
• পৃথিবীতে বিশ্ব শান্তি রক্ষা করা
•  উন্নয়নশীল দেশগুলিতে আর্থিক সাহায্য দান করা
•  উওর : সামরিক জোটে যোগ না দেওয়া

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর 2023 || HS Political Science SAQ Question Answer And Suggestion 2023


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 26 টি SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগেও আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর শেয়ার করেছিলাম। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। পরবর্তী পোস্টে এই অধ্যায়ের বাকি SAQ প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।

1- জোট-নিরপেক্ষ ধারণার জন্ম হয়েছিল কোথায়?
উওরঃ- জোট-নিরপেক্ষ ধারণার জন্ম হয়েছিল ভারতে।


2- NAM এর পুরো নাম কি?
উওরঃ NAM এর পুরো নাম হলো Non Alignment Movement


3- জোট নিরপেক্ষ তার মূল উৎস কি?
উওরঃ জোট নিরপেক্ষ তার প্রধান উৎস হল পঞ্চশীল নীতি।

WB Class 12 Political Science MCQ And SAQ Question Answer Of 2nd Chapter 👇

1- WB Class 12 Political Science MCQ And SAQ Part 1

2- WB Class 12 Political Science MCQ And SAQ Part 2

3- WB Class 12 Political Science MCQ And SAQ Part 3

4- WB Class 12 Political Science MCQ And SAQ Part 4

5- WB Class 12 Political Science Online MCQ Mock Test 

4- পঞ্চশীল নীতির কয়েকটি নীতি উল্লেখ করো।
উওরঃ পঞ্চশীল নীতির কয়েকটি নীতি হলো অনাক্রমণ,শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা,অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ইত্যাদি।


5- ঠান্ডা যুদ্ধের বিপরীতে অবস্থান নাম কি
উওরঃ ঠান্ডা যুদ্ধের বিপরীতে অবস্থান নাম হলো দেঁতাত।


6- কাদের ঘোষণার মাধ্যমে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছিল?
উত্তরঃ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি গোর্বাচেভ এবং মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের ঘোষণায় ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছিল।

7- কত খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

উওরঃ 1961 খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

8- ভারতের পররাষ্ট্রনীতির মূলনীতি কি?

উওরঃ ভারতের পররাষ্ট্রনীতির মূলনীতি হলো জোট নিরপেক্ষতা।


9- জাতিপুঞ্জের মানবাধিকার কবে ঘোষিত হয়েছিল?
উওরঃ জাতিপুঞ্জের মানবাধিকার 1948 সালে ঘোষিত হয়েছিল।


10- কত খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দিয়েছিল?
উওরঃ 1962 খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দিয়েছিল।


11- জোট নিরপেক্ষ আন্দোলনের যুগোস্লাভিয়ার নেতা কে?
উওরঃ জোট নিরপেক্ষ আন্দোলনের যুগোস্লাভিয়ার নেতা হলেন মার্শাল টিটো।


12- মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন?
উওরঃ মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন গামাল আব্দেল নাসের।


13- মিত্র শক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল?
উওরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স,সোভিয়েত ইউনিয়ন এবং গ্রেট ব্রিটেনকে নিয়ে মিত্র শক্তি গড়ে উঠেছিল।


14- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশকে নিয়ে অক্ষশক্তি গড়ে উঠেছিল?
উওরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি,স্পেন,জাপান এবং জার্মানিকে নিয়ে অক্ষ শক্তি গড়ে উঠেছিল।


15- দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন পক্ষের জয় হয়েছিল?
উওরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয় হয়েছিল।


16- কার মতে ঠান্ডা লড়াই হল গরম শান্তি?
উওরঃ বার্নেটের মতে ঠান্ডা লড়াই হল গরম শান্তি।


17- কোন কোন রাষ্ট্র প্রধানের মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উওরঃ স্তালিন এবং হিটলারের মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।


18- ক্যু-দেতা কী বা কাকে বলে? অথবা ক্যু-দেতা বলতে কী বোঝায়?
উওরঃ কোনো স্থানে আকস্মিকভাবে বলপ্রয়োগের মাধ্যমে সরকার পরিবর্তনের ঘটনাকে ক্যু-দেতা বলে।


19- প্রতিরোধের নীতি কী?
উওরঃ সমগ্র বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতন্ত্র অথবা কমিউনিস্ট দলগুলির অথবা সোভিয়েত ইউনিয়নের প্রভাব রোধ করার জন্য যে নীতি গ্রহণ করেছিল,তাকেই প্রতিরোধের নীতির বলা হয়।


20- মার্শাল পরিকল্পনার মাধ্যমে কোন দেশ গুলিকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছিল?
উওরঃ মার্শাল পরিকল্পনার মাধ্যমে পশ্চিম ইউরোপের দেশগুলিকে আর্থিক সাহায্য করা হয়েছিল।


21- মার্শাল পরিকল্পনার মাধ্যমে কোন দেশ গুলিকে সাহায্য করা কথা বলা হয়নি?
উওরঃ মার্শাল পরিকল্পনায় সোভিয়েত ইউনিয়ন এবং তার সঙ্গে থাকা সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলিকে আর্থিক সাহায্য দান করার কথা বলা হয়নি।


22- পটাসডাম সম্মেলনে কী গৃহীত হয়েছিল?
উওরঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধে পরাজিত অক্ষশক্তির দেশগুলোর সঙ্গে শান্তি চুক্তির খসড়া রচনা করার জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত পটাসডাম সম্মেলনে গৃহীত হয়েছিল।


23- জাপান কোন রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছিল?
উওরঃ জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছিল।


24- কোন ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শক্তি সমতা প্রতিষ্ঠা করেছিল?
উওরঃ 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পারমানবিক বোমা আবিষ্কারের ঘটনা সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তির ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল।


25- মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল?
উওরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপের দেশ গুলিকে আর্থিক সাহায্য প্রদান করাই ছিল মার্শাল পরিকল্পনার প্রধান উদ্দেশ্য।


26- কোমেকন গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল?
উওরঃ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত কোমকনের প্রধান উদ্দেশ্য ছিল, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশ গুলির মধ্যে আর্থিক সহযোগিতা বৃদ্ধি করে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো।

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উত্তর 2023 | WB Class 12 Political science Question and Answer 2023

27- কমিনফর্ম এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উওরঃ কমিনফর্মের প্রধান কার্যালয় অবস্থিত যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে।


28- উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া কোন কোন দেশের নিয়ন্ত্রণে ছিল?
উওরঃ উত্তর কোরিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে এবং দক্ষিণ কোরিয়া ছিল মার্কিন যুক্তরাষ্ট্র,গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের নিয়ন্ত্রণে।

WB Class 12 Political Science MCQ And SAQ Question Answer গুলো দেখতে হলে নিচের লিঙ্ক গুলো চেক করো 👇

1- WB Class 12 Political Science MCQ And SAQ Part 1

2- WB Class 12 Political Science MCQ And SAQ Part 2

3- WB Class 12 Political Science MCQ And SAQ Part 3

4- WB Class 12 Political Science MCQ And SAQ Part 4

5- WB Class 12 Political Science Online MCQ Mock Test 

6- WB Class 12 Political Science Online MCQ Mock Test 

29- শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব কোন পরিকল্পনায় গৃহীত হয়েছিল?
উওরঃ এচিসন পরিকল্পনায়।


30- কত বছর ধরে কোরিয়ার যুদ্ধ চলছিল?
উওরঃ তিন বছর ধরে কোরিয়ার যুদ্ধ চলেছিল।


31- কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?
উওরঃ কিউবাতে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।


32- দেঁতাত শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে?
উওরঃ দেঁতাত শব্দটি ফরাসি ভাষা থেকে উৎপন্ন হয়েছে।


33- 'দেঁতাত হলো একটি প্রক্রিয়া, কোনো স্থায়ী সাফল্য নয়'- এটি কার মত?
উওরঃ  'দেঁতাত হলো একটি প্রক্রিয়া, কোনো স্থায়ী সাফল্য নয়'- এটি হেনরি কিসিংগারের মত।


34- চীন কোন বছর পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল?
উত্তরঃ চীন 1964 খ্রিস্টাব্দে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল।


35- চীন কত খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করেছিল?
উওরঃ চীন 1971 খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করেছিল।


36- পেরেস্ত্রইকা বলতে কী বোঝায়?
উওরঃ পেরেস্ত্রইকা বলতে পুনর্গঠন, পরিবর্তন এবং সংস্কার সাধনকে বোঝায়।


37- গ্লাসনস্ত বলতে কী বোঝায়?
উওরঃ গ্লাসনস্ত বলতে মুক্তমনা হয়ে গণতন্ত্রের ব্যাপক প্রসারকে বোঝায়।


38- কোমেকন এর পুরো নাম কি?
উওরঃ- কোমেকনের পুরো নাম হলো কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন।


38- কত খ্রিস্টাব্দে পটাসডাম সম্মেলন হয়েছিল?
উওরঃ 1945 খ্রিস্টাব্দে পটাসডাম সম্মেলন হয়েছিল।


39- দেঁতাত এবং ঠান্ডা লড়ায়ের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ দেঁতাত বলতে বোঝায় উত্তেজনার প্রশমন। কিন্তু ঠান্ডা লড়াই বলতে বোঝায় উত্তেজনা জিইয়ে রাখা।


40- পারমাণবিক প্রতিরোধের নীতি কী?
উওরঃ যখন পারমানবিক শক্তিধর  রাষ্ট্র গুলির পারমানবিক অস্ত্র প্রয়োগে সার্বিক ধ্বংসের আশঙ্কায় পরস্পর পরস্পরকে আক্রমণ করা থেকে বিরত থাকে, তখন তাকে পারমাণবিক নিবৃত্তি করণ অথবা পারমাণবিক প্রতিরোধ নীতি বলা হয়।


41- এক মেরু কেন্দ্রিক বিশ্ব বলতে কী বোঝো?
উওরঃ আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য
কে একমেরু কেন্দ্রিক বিশ্ব বলা হয়।


42- একমেরুকরণ কাকে বলে?
উওরঃ আন্তর্জাতিক ব্যবস্থায় একটি মাত্র অধিক শক্তিশালী রাষ্ট্রের প্রধান্যকে একমেরুকরণ বলা হয়।


43- বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো।
উওরঃ ঠান্ডা লড়াই মুক্ত দুনিয়ার মুক্তবাজার অর্থনীতির যুগে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে।জোট নিরপেক্ষ আন্দোলন উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করতে শক্তিশালী মঞ্চ হয়ে উঠতে পারে।


44- দক্ষিণ দক্ষিণ সহযোগিতা কাকে বলে?
উত্তরঃ দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতাকে বোঝায়।


45- ঠান্ডা যুদ্ধের একটি কারণ লেখ।
উওরঃ ঠান্ডা যুদ্ধের একটি কারণ হলো সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য, পারমাণবিক অস্ত্রের সমতা না থাকা ইত্যাদি।


46- জোট জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি?
উওরঃ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণ করা।


47- আন্তর্জাতিক রাজনীতিতে কত খ্রিস্টাব্দে দ্বিমেরুকরণ এর উদ্ভব হয়েছিল?
উওরঃ আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 1945 সালের পরবর্তীকালে দ্বিমেরুকরণের উদ্ভব হয়েছিল।


48- ১৯৯২ সালে জাকার্তায় অনুষ্ঠিত জোটনিরপেক্ষ সম্মেলনের ঘোষণার
মূল বক্তব্য কী ছিল?
উওরঃ ১৯৯২ সালে জাকার্তায় অনুষ্ঠিত জোটনিরপেক্ষ সম্মেলনের মূল বক্তব্য ছিল বিশ্বের দ্বিমেরুর অবসান এবং ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির ক্ষেত্রে জোটনিরপেক্ষ আন্দোলনের যে অবদান রয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


49- বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যসংখ্যা কত? উওরঃ বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যসংখ্যা হল ১২০ জন।


50- সামরিক জোটবদ্ধ দেশ হয়েও বান্দুং সম্মেলনে যোগ দিয়েছিল এমন দুটি দেশের নাম কী?
উওরঃ সামরিক জোটবদ্ধ দেশ হয়েও বান্দুং সম্মেলনে যোগ দিয়েছিল পাকিস্তান ও ইরান।


51- গতিশীল নিরপেক্ষতা কাকে বলে?
উওরঃ গতিশীল নিরপেক্ষতা বলতে বোঝায় কোনো জোটের মধ্যে না থেকে প্রয়োজনমতো, জোটবদ্ধ যে-কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা ও তার বিরোধিতা করা।


52- সার্কের প্রথম সভাপতির নাম কী?
উওরঃ সার্কের প্রথম সভাপতি ছিলেন হোসেন মহম্মদ এরশাদ।


53- বান্দুং সম্মেলনে ক-টি দেশ যোগদান করেছিল?
উওরঃ বান্দুং সম্মেলনে ২৯টি দেশ যোগদান করেছিল।


54- বান্দুং সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা কী ছিল?
উওরঃ বান্দুং সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল চিনের প্রধানমন্ত্রী চৌ এন লাই-এর উপস্থিতি। 


55- বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত?
উওরঃ বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি ‘বান্দুং-এর দশটি নীতি’ নামে পরিচিত।


56- কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা
হয় এবং তখন প্রধানমন্ত্রী কে ছিলেন?
উওরঃ ১৯৯১ খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয় এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও।


57- ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কী?
উওরঃ ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য হল 'No First Strike'— অর্থাৎ আগে নিজে থেকে কোনো দেশের ওপর আঘাত না করা।


58- ‘সাফটা'-র একটি উদ্দেশ্য উল্লেখ করো।
উওরঃ ‘সাফটা’-র একটি উদ্দেশ্য হল—সার্কভুক্ত দেশগুলির মধ্যে অবাধ
পণ্য চলাচল।


59- নির্জোট আন্দোলনের সূচনায় মিশরের প্রতিনিধিত্ব কে করেন?  উওরঃ নির্জোট আন্দোলনের সূচনায় মিশরের প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট নাসের।


60- ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা কে ছিলেন?
উওরঃ ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন হো-চি-মিন।


61-দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন করে অনুষ্ঠিত হয়?
উওরঃ ১৯৯৮ সালে দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


62- দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


63- ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উওরঃ ২০০৩ সালে ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


64- ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


65- চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উওরঃ ২০০৬ সালে চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


66- চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ কিউবার হাভানা শহরে চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


67- পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উওরঃ ২০০৯ সালে পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


68- পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ মিশরের শার্ম এল-শেইখ শহরে পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


67- ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উওরঃ ২০১২ সালে ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


69- ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ ইরানের তেহেরান শহরে ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত
হয়।


70- সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়?
উওরঃ ২০১৫ সালে সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


71- সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উওরঃ ভেনেজুয়েলার কারাকাস শহরে সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


72- জোটনিরপেক্ষ আন্দোলন সংখ্যার দিক থেকে বিশ্বে কত নম্বর
আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে?
উওরঃ সংখ্যার নিরিখে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে জোটনিরপেক্ষ আন্দোলন বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে।


আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali) থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর (wb class 12 political science question answer and notes) শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags :

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর 2023 | WB Political science Question and Answer in bengali class 12 | দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক SAQ প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান SAQ প্রশ্ন উওর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক SAQ প্রশ্ন উত্তর |wb class 12 political science question answer  | wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 2 qestion answer in Bengali

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top