WB Board class 12 History Question Answer And Suggestion 2023 || দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ Question Answer

0

  

WB Board class 12 History Question Answer And Suggestion 2023 || দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ Question Answer
দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ  

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ class 12 history mcq question answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং উচ্চমাধ্যমিক সহ অন্যান্য ক্লাসের নোটস ( class 12 history notes and suggestion ) পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে থাকো।।

WB Board class 12 History Question Answer And Suggestion 2023 || দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ Question Answer 


বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি-প্রতিটি প্রশ্নের মান 1

সঠিক উত্তরটি নির্বাচন করো। 

1. কোন আইনের দ্বারা ভারতে ‘ভাইসরয়' পদের সৃষ্টি হয়?

• ১৮৫৩ খ্রিস্টাব্দের চার্টার আইনের দ্বারা

• ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা

• ১৮৬১ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা 

• ১৮৯২ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা

• উওর- ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা


2. মর্লে-মিন্টো শাসন সংস্কার আইন কবে পাস হয়?

• ১৮৯২ খ্রিস্টাব্দে

• ১৯০৯ খ্রিস্টাব্দে 

• ১৯৩৫ খ্রিস্টাব্দে

• ১৯১৯ খ্রিস্টাব্দে

•  উওর- ১৯০৯ খ্রিস্টাব্দে 


3. মর্লে-মিন্টো আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্যসংখ্যা ১৬ থেকে বাড়িয়ে কত করা হয়? 

• ৬০

• ৮০

• ৭০

• ২৫

• উওর- ৬০


4. মন্টেগু-চেমসফোর্ড আইনের দ্বারা ভারত সচিবের কাউন্সিলের সদস্যসংখ্যা করা হয়?

• ৬ থেকে ১৪

• ১৯ থেকে ১৫

• ৮ থেকে ১২ 

• ১২ থেকে ২০

• উওর- ৮ থেকে ১২ 


5. কোন্ আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়?

• ১৯০৯ খ্রিস্টাব্দের আইনের দ্বারা 

• ১৯১৯ খ্রিস্টাব্দের আইনের দ্বারা

• ১৯২৭ খ্রিস্টাব্দের আইনের দ্বারা 

• ১৯৩৫ খ্রিস্টাব্দের আইনের দ্বারা

• উওর- ১৯৩৫ খ্রিস্টাব্দের আইনের দ্বারা


6. রাওলাট কমিশনের অপর নাম হল- 

• সিডিশন কমিশন 

• সাইমন কমিশন

• অ্যাকওয়ার্থ কমিশন

• হুইটলি কমিশন

• উওর- সিডিশন কমিশন 


7. রাওলাট আইন কবে পাস হয়?

• ১৯০৯ খ্রিস্টাব্দে 

• ১৯২৫ খ্রিস্টাব্দে

• ১৯১৯ খ্রিস্টাব্দে 

• ১৯৩৫ খ্রিস্টাব্দে

• উওর- ১৯০৯ খ্রিস্টাব্দে 


8. গান্ধিজি কোন্ আইনকে 'উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি' বলে উল্লেখ করেন?

• ১৮৯২ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে

• ১৯০৯ খ্রিস্টাব্দের মর্লে-মিন্টো আইনকে 

• ১৯১৯ খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড আইনকে 

• ১৯১৯ খ্রিস্টাব্দের রাওলাট আইনকে

• উওর- ১৯১৯ খ্রিস্টাব্দের রাওলাট আইনকে


9. ১৯১৯ খ্রিস্টাব্দের কোন্ তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়? 

• ১৩ এপ্রিল

• ২৩ জুন

• ১৭ জুলাই 

• ১২ সেপ্টেম্বর

• উওর- ১৩ এপ্রিল


10. মাইকেল ও' ডায়ার যুক্ত ছিলেন— 

• রাওলাট আইনের সঙ্গে

• জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে

• হল ব্রিজের গুলিবর্ষণের সঙ্গে 

• সিডিশন কমিশন এর সঙ্গে

• উওর- জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে


11. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর—

• নাইট' উপাধি ত্যাগ করেন

• 'কাইজার-ই-হিন্দ' উপাধি ত্যাগ করেন 

• আইনসভার সদস্যপদ ত্যাগ করেন

• কারাবরণ করেন 

• উওর- নাইট' উপাধি ত্যাগ করেন


12. শ্রমিকদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে সরকার নিয়োগ করে-

• সিডিশন কমিশন 

• হুইটলি কমিশন

• সাইমন কমিশন 

• অ্যাকওয়ার্থ কমিশন

• উওর- হুইটলি কমিশন


13. ভারতে সর্বপ্রথম 'বিভাজন ও শাসননীতি' কার্যকরী করেন -

• জন লরেন্স

• লর্ড লিটন 

• লর্ড কার্জন

• লর্ড ডাফরিন

• উওর- জন লরেন্স


14. মুসলিম লিগের প্রতিষ্ঠা হয়—

• ১৯০২ খ্রিস্টাব্দে 

• ১৯০৫ খ্রিস্টাব্দে 

• ১৯০৬ খ্রিস্টাব্দে

• ১৯০৮ খ্রিস্টাব্দে

• উওর- ১৯০৬ খ্রিস্টাব্দে


15. ইঝাবা ও পুলায়া-রা কোথাকার দলিত হিন্দু ছিল?

• উত্তরপ্রদেশের 

• বিহারের

• পাঞ্জাবের 

• কেরালার

• উওর- কেরালার


16. ড. আম্বেদকর জন্মগ্রহণ করেন- 

• পুলায়া সম্প্রদায়ে

• মাহার সম্প্রদায়ে

• তিনদাল সম্প্রদায়ে 

• ইয়াবা সম্প্রদায়ে

• উওর- মাহার সম্প্রদায়ে


17. কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন— 

• ড. আম্বেদকর

• কেশব মেনন

• গান্ধিজি 

• এ.কে. গোপালন 

• উওর- ড. আম্বেদকর


18. ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন- 

• কেলাপ্পান

• ড. আম্বেদকর

• নারায়ণ শুরু

• কেশব মেনন 

• উওর- নারায়ণ শুরু


19. অবর্ণ হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার দাবিতে অনশন করেন- 

• রাজাগোপালাচারী 

• এ. কে. গোপালন 

• কেশব মেনন

• কেলাপ্পান

• উওর- কেলাপ্পান


20. ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড়ো ছিল— 

• জম্মু ও কাশ্মীর

• মহীশুর

• বরোদা

• হায়দ্রাবাদ

• উওর- হায়দ্রাবাদ


21. কোন্ দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?

• জয়পুরের মহারাজা

• মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজীরাও

• হায়দ্রাবাদের নিজাম

• হায়দ্রাবাদের টিপু সুলতান

• উওর- হায়দ্রাবাদের নিজাম


22. ওয়ালচাঁদ হীরাচাঁদ কোন্ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন?

• জাহাজ নির্মাণ 

• কাগজ

• লৌহ-ইস্পাত

• চা 

• উওর- জাহাজ নির্মাণ 


23- নবান্ন নাটকটি রচয়িতা কে?

• বিজন ভট্টাচার্য

• ভবানী ভট্টাচার্য 

• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

• উওর- বিজন ভট্টাচার্য


24- কত খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি হয়েছিল?

• ১৯৩২

• ১৯০৬

• ১৯১৬

• ১৯১৭

• উওর- ১৯১৬


25- কত খ্রিস্টাব্দে পুনা চুক্তি সাক্ষরিত হয়েছিল? 

• ১৯৩২

• ১৯০৬

• ১৯১৬

• ১৯১৭

• উওর- ১৯৩২


26- কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

• ডঃ বি আর আম্বেদকর এবং র‍্যামসে ম্যাকডোনাল্ডের সঙ্গে

• গান্ধীজী এবং মুসলিম লীগের সঙ্গে 

• র‍্যামসে ম্যাকডোনাল্ড এবং ডঃ বি আর আম্বেদকর এর মধ্যে 

• ডঃ বি আর আম্বেদকর এবং গান্ধীজীর মধ্যে

• উওর- ডঃ বি.আর.আম্বেদকর এবং গান্ধীজীর মধ্যে


27- কে ভারতের 14 দফা নীতি ঘোষণা করেছিলেন?

• উড্রো উইলসন 

• মোহাম্মদ আলী জিন্নাহ

• আগা খাঁ

• মহাত্না গান্ধী

• উওর- মোহাম্মদ আলী জিন্নাহ


28-  কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়?

• ১৯০৫

• ১৯০৬

• ১৯১১

• ১৯১৮

• উওর- ১৯০৫


29- কত খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করা হয়?

• ১৯৩২

• ১৯০৬

• ১৯১৬

• ১৯১৭

• উওর- ১৯৩২


30- কোথায় সর্ব প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়?

• ডিগবয়তে 

• রানীগঞ্জে 

• কোয়েম্বাটুরে

• দুর্গাপুরে

• উওর- রানীগঞ্জে


31- Churchill's Secret War গ্রন্থটির রচয়িতা কে? 

• সুরেন্দ্রনাথ সেন

• ডঃ অমর্ত্য সেন 

• মধুশ্রী মুখার্জি 

• মণিকুন্তলা সেন

• উওর- মধুশ্রী মুখার্জি 

আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) থেকে class 12 history mcq question answer সম্পর্কে যে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

Class 12 history notes | hs history suggestion | modern Indian history mcq | wb class 12 history question answer and suggestion 2023 | modern indian history question answer | modern Indian history notes | history question answer of modern India | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | ঔপনিবেশিক ভারতের শাসন অধ্যায়ের প্রশ্ন উওর | wb class 12 History question answer  | hs History question answer | উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | ঔপনিবেশিক শাসন অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top