দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ class 12 history mcq question answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং উচ্চমাধ্যমিক সহ অন্যান্য ক্লাসের নোটস ( class 12 history notes and suggestion ) পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে থাকো।।
WB Board class 12 History Question Answer And Suggestion 2023 || দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ Question Answer
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি-প্রতিটি প্রশ্নের মান 1
সঠিক উত্তরটি নির্বাচন করো।
1. কোন আইনের দ্বারা ভারতে ‘ভাইসরয়' পদের সৃষ্টি হয়?
• ১৮৫৩ খ্রিস্টাব্দের চার্টার আইনের দ্বারা
• ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা
• ১৮৬১ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা
• ১৮৯২ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা
• উওর- ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা
2. মর্লে-মিন্টো শাসন সংস্কার আইন কবে পাস হয়?
• ১৮৯২ খ্রিস্টাব্দে
• ১৯০৯ খ্রিস্টাব্দে
• ১৯৩৫ খ্রিস্টাব্দে
• ১৯১৯ খ্রিস্টাব্দে
• উওর- ১৯০৯ খ্রিস্টাব্দে
3. মর্লে-মিন্টো আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্যসংখ্যা ১৬ থেকে বাড়িয়ে কত করা হয়?
• ৬০
• ৮০
• ৭০
• ২৫
• উওর- ৬০
4. মন্টেগু-চেমসফোর্ড আইনের দ্বারা ভারত সচিবের কাউন্সিলের সদস্যসংখ্যা করা হয়?
• ৬ থেকে ১৪
• ১৯ থেকে ১৫
• ৮ থেকে ১২
• ১২ থেকে ২০
• উওর- ৮ থেকে ১২
5. কোন্ আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়?
• ১৯০৯ খ্রিস্টাব্দের আইনের দ্বারা
• ১৯১৯ খ্রিস্টাব্দের আইনের দ্বারা
• ১৯২৭ খ্রিস্টাব্দের আইনের দ্বারা
• ১৯৩৫ খ্রিস্টাব্দের আইনের দ্বারা
• উওর- ১৯৩৫ খ্রিস্টাব্দের আইনের দ্বারা
6. রাওলাট কমিশনের অপর নাম হল-
• সিডিশন কমিশন
• সাইমন কমিশন
• অ্যাকওয়ার্থ কমিশন
• হুইটলি কমিশন
• উওর- সিডিশন কমিশন
7. রাওলাট আইন কবে পাস হয়?
• ১৯০৯ খ্রিস্টাব্দে
• ১৯২৫ খ্রিস্টাব্দে
• ১৯১৯ খ্রিস্টাব্দে
• ১৯৩৫ খ্রিস্টাব্দে
• উওর- ১৯০৯ খ্রিস্টাব্দে
8. গান্ধিজি কোন্ আইনকে 'উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি' বলে উল্লেখ করেন?
• ১৮৯২ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে
• ১৯০৯ খ্রিস্টাব্দের মর্লে-মিন্টো আইনকে
• ১৯১৯ খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড আইনকে
• ১৯১৯ খ্রিস্টাব্দের রাওলাট আইনকে
• উওর- ১৯১৯ খ্রিস্টাব্দের রাওলাট আইনকে
9. ১৯১৯ খ্রিস্টাব্দের কোন্ তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়?
• ১৩ এপ্রিল
• ২৩ জুন
• ১৭ জুলাই
• ১২ সেপ্টেম্বর
• উওর- ১৩ এপ্রিল
10. মাইকেল ও' ডায়ার যুক্ত ছিলেন—
• রাওলাট আইনের সঙ্গে
• জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে
• হল ব্রিজের গুলিবর্ষণের সঙ্গে
• সিডিশন কমিশন এর সঙ্গে
• উওর- জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে
11. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর—
• নাইট' উপাধি ত্যাগ করেন
• 'কাইজার-ই-হিন্দ' উপাধি ত্যাগ করেন
• আইনসভার সদস্যপদ ত্যাগ করেন
• কারাবরণ করেন
• উওর- নাইট' উপাধি ত্যাগ করেন
12. শ্রমিকদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে সরকার নিয়োগ করে-
• সিডিশন কমিশন
• হুইটলি কমিশন
• সাইমন কমিশন
• অ্যাকওয়ার্থ কমিশন
• উওর- হুইটলি কমিশন
13. ভারতে সর্বপ্রথম 'বিভাজন ও শাসননীতি' কার্যকরী করেন -
• জন লরেন্স
• লর্ড লিটন
• লর্ড কার্জন
• লর্ড ডাফরিন
• উওর- জন লরেন্স
14. মুসলিম লিগের প্রতিষ্ঠা হয়—
• ১৯০২ খ্রিস্টাব্দে
• ১৯০৫ খ্রিস্টাব্দে
• ১৯০৬ খ্রিস্টাব্দে
• ১৯০৮ খ্রিস্টাব্দে
• উওর- ১৯০৬ খ্রিস্টাব্দে
15. ইঝাবা ও পুলায়া-রা কোথাকার দলিত হিন্দু ছিল?
• উত্তরপ্রদেশের
• বিহারের
• পাঞ্জাবের
• কেরালার
• উওর- কেরালার
16. ড. আম্বেদকর জন্মগ্রহণ করেন-
• পুলায়া সম্প্রদায়ে
• মাহার সম্প্রদায়ে
• তিনদাল সম্প্রদায়ে
• ইয়াবা সম্প্রদায়ে
• উওর- মাহার সম্প্রদায়ে
17. কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন—
• ড. আম্বেদকর
• কেশব মেনন
• গান্ধিজি
• এ.কে. গোপালন
• উওর- ড. আম্বেদকর
18. ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন-
• কেলাপ্পান
• ড. আম্বেদকর
• নারায়ণ শুরু
• কেশব মেনন
• উওর- নারায়ণ শুরু
19. অবর্ণ হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার দাবিতে অনশন করেন-
• রাজাগোপালাচারী
• এ. কে. গোপালন
• কেশব মেনন
• কেলাপ্পান
• উওর- কেলাপ্পান
20. ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড়ো ছিল—
• জম্মু ও কাশ্মীর
• মহীশুর
• বরোদা
• হায়দ্রাবাদ
• উওর- হায়দ্রাবাদ
21. কোন্ দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?
• জয়পুরের মহারাজা
• মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজীরাও
• হায়দ্রাবাদের নিজাম
• হায়দ্রাবাদের টিপু সুলতান
• উওর- হায়দ্রাবাদের নিজাম
22. ওয়ালচাঁদ হীরাচাঁদ কোন্ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন?
• জাহাজ নির্মাণ
• কাগজ
• লৌহ-ইস্পাত
• চা
• উওর- জাহাজ নির্মাণ
23- নবান্ন নাটকটি রচয়িতা কে?
• বিজন ভট্টাচার্য
• ভবানী ভট্টাচার্য
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
• উওর- বিজন ভট্টাচার্য
24- কত খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি হয়েছিল?
• ১৯৩২
• ১৯০৬
• ১৯১৬
• ১৯১৭
• উওর- ১৯১৬
25- কত খ্রিস্টাব্দে পুনা চুক্তি সাক্ষরিত হয়েছিল?
• ১৯৩২
• ১৯০৬
• ১৯১৬
• ১৯১৭
• উওর- ১৯৩২
26- কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• ডঃ বি আর আম্বেদকর এবং র্যামসে ম্যাকডোনাল্ডের সঙ্গে
• গান্ধীজী এবং মুসলিম লীগের সঙ্গে
• র্যামসে ম্যাকডোনাল্ড এবং ডঃ বি আর আম্বেদকর এর মধ্যে
• ডঃ বি আর আম্বেদকর এবং গান্ধীজীর মধ্যে
• উওর- ডঃ বি.আর.আম্বেদকর এবং গান্ধীজীর মধ্যে
27- কে ভারতের 14 দফা নীতি ঘোষণা করেছিলেন?
• উড্রো উইলসন
• মোহাম্মদ আলী জিন্নাহ
• আগা খাঁ
• মহাত্না গান্ধী
• উওর- মোহাম্মদ আলী জিন্নাহ
28- কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়?
• ১৯০৫
• ১৯০৬
• ১৯১১
• ১৯১৮
• উওর- ১৯০৫
29- কত খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করা হয়?
• ১৯৩২
• ১৯০৬
• ১৯১৬
• ১৯১৭
• উওর- ১৯৩২
30- কোথায় সর্ব প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়?
• ডিগবয়তে
• রানীগঞ্জে
• কোয়েম্বাটুরে
• দুর্গাপুরে
• উওর- রানীগঞ্জে
31- Churchill's Secret War গ্রন্থটির রচয়িতা কে?
• সুরেন্দ্রনাথ সেন
• ডঃ অমর্ত্য সেন
• মধুশ্রী মুখার্জি
• মণিকুন্তলা সেন
• উওর- মধুশ্রী মুখার্জি
আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) থেকে class 12 history mcq question answer সম্পর্কে যে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
Class 12 history notes | hs history suggestion | modern Indian history mcq | wb class 12 history question answer and suggestion 2023 | modern indian history question answer | modern Indian history notes | history question answer of modern India | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | ঔপনিবেশিক ভারতের শাসন অধ্যায়ের প্রশ্ন উওর | wb class 12 History question answer | hs History question answer | উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | ঔপনিবেশিক শাসন অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর