|
WBCHSE Class 12 Philosophy MCQ In Bengali 2023 |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর হিসেবে (WBCHSE Class 12 Philosophy Questions Answers In Bengali) (দ্বাদশ শ্রেণির দর্শন বচন) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 25টি WBCHSE Class 12 Philosophy MCQ Question Answers এর 4thPart বা Last Part তোমাদের সঙ্গে শেয়ার করব। এই অধ্যায়ের আগের MCQ গুলো পাওয়ার জন্য নিচের লিঙ্ক গুলো ফলো করো।
বচন অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের 95 টি MCQ দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।👇
94. সংযোজকের রূপ হল___প্রকারের
• এক
• দুই
• তিন
• চার
• Ans : দুই
95. 'ক্রিয়া' হল___ একটি অংশ।
• যুক্তির
• অনুমানের
• বচনের
• বাক্যের
• Ans : বাক্যের
96. ক্রিয়ার রূপ হল প্রকারের-
• এক
• দুই
• তিন
• চার
• Ans : দুই
97._____ কোনো একটি অংশ উহ্য থাকতে পারে।
• যুক্তির
• বাক্যের
• বচনের
• অনুমানের
• Ans : বাক্যের
98.____কোনো অংশই উহ্য থাকতে পারে না।
• যুক্তির
• বাক্যের
• বচনের
• অনুমানের
• Ans : বচনের
99. সমস্ত ___বচন বলা যায় না।
• বাক্যকে
• শব্দকে
• শব্দ সমষ্টিকে
• উদ্দেশ্যকে
• Ans : বাক্যকে
100. প্রত্যেকটি বচনের সত্য-মূল্য হল-
• একটি
• দুটি
• তিনটি
• অসংখ্য
• Ans : দুটি
101. বাক্যের সত্যতা___দ্বারা বিচার্য।
• বুদ্ধির
• অভিজ্ঞতার
• যুক্তির
• বিষয়ের
• Ans : যুক্তির
102.___বৈধ অথবা অবৈধরূপে গণ্য হতে পারে।
• বাক্য
• যুক্তি
• বচন
• সংযোজক
• Ans : যুক্তি
103.“কোনো মানুষ নয় পশু।”— এটি হল____ বচন।
• সামান্য সদর্থক
• সামান্য নঞর্থক
• বিশেষ সদর্থক
• বিশেষ নঞর্থক
• Ans : সামান্য নঞর্থক
104. সামান্য সদর্থক বচনকে বলা হয় ___কে।
• A বচন
• E বচন
• I বচন
• O বচন
• Ans : A বচন।
105. সাপেক্ষ বচন হল_____ ও বৈকল্পিক।
• প্রাকল্পিক
• সরল
• জটিল
• মিশ্র
• Ans : প্রাকল্পিক
106. 'অপেক্ষ' শব্দটির অর্থ হল -
• জটিল
• শর্ত
• বচন
• অংশ
• Ans : শর্ত।
107. A বচন_____ব্যাপ্য করে।
• উদ্দেশ্যকে
• ক্রিয়াকে
• বিধেয়কে
• সংযোজককে
• Ans : উদ্দেশ্যকে
108. কোন বচন শুধুমাত্র বিধেয়কে ব্যাপ্য করে?
• বিশেষ
• সামান্য
• সদর্থক
• নঞর্থক
• Ans : নঞর্থক
109. ___বচনে উদ্দেশ্য ও বিধেয় কোনোটিই ব্যাপ্য নয় ।
• বিশেষ সদর্থক
• সামান্য সদর্থক
• সামান্য নঞর্থক
• বিশেষ নঞর্থক
• Ans : বিশেষ সদর্থক
110.____ বিধেয় অব্যাপ্য।
• A বচনে
• A এবং I বচনে
• A এবং O বচনে
• E এবং I বচনে
• Ans : A এবং I বচনে
111. “নেতাজী সুভাষ হন বীরত্বের প্রতীক।”— বচনটি হল-
• A
• E
• I
• O
• Ans : A
112. ব্যাপ্যতার অর্থ হল পরিপূর্ণ__উল্লেখ।
• উদ্দেশ্যের
• ব্যক্তর্থের
• বিধেয়র
• গুণের
• Ans : ব্যক্তর্থের
113. অবাপ্যতার অর্থ হল____ব্যক্তর্থের উল্লেখ।
• পূর্ণ
• আংশিক
• সমগ্র
• সম্পূর্ণ
• Ans : আংশিক
114. A এবং E বচন দুটি ___বচনরূপে গণ্য ।
• হ্যাঁ-বাচক
• না-বাচক
• নঞর্থক
• অস্বীকৃতিমূলক
• Ans : হ্যাঁ-বাচক
115. E এবং O বচন দুটি_____বচনরূপে গণ্য।
• হ্যাঁ-বাচক
• না-বাচক
• নঞর্থক
• অস্বীকৃতিমূলক
• Ans : হ্যাঁ-নাচক
116. বচনের____হল বাক্য ।
• ক্রিয়া
• উদ্দেশ্য
• ভিত্তি
• ভাষা
• Ans : ভিত্তি
117. বচনের এক অংশকে আর-এক অংশের সঙ্গে যা যুক্ত করে তাকে কী বলা হয়?
• উদ্দেশ্য
• বিধেয়
• সংযোজক
• ক্রিয়া
• Ans : সংযোজক
118. বচনের শুধুমাত্র সত্যতা আছে,___কোনো সত্যতা নেই।
• বাক্যের
• শব্দের
• যুক্তির
• তাৎপর্যের
• Ans : যুক্তির
Tags : দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ | HS Philosophy MCQ Question Answer | উচ্চমাধ্যিক দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ | WB Class 12 Philosophy 2nd Chapter MCQ | দ্বাদশ শ্রেণীর দর্শন বচন অধ্যায়ের প্রশ্ন উওর | WB Class 12 Philosophy MCQ Questions Answers In Bengali | HS Philosophy Suggestion 2023 In Bengali | HS Philosophy Question Answers 2023 In Bengali