উচ্চ মাধ্যমিক দর্শন MCQ || দ্বাদশ শ্রেণীর বচন অধ্যায়ের MCQ || Class 12 Philosophy MCQ In Bengali

0

 

উচ্চ মাধ্যমিক দর্শন MCQ || দ্বাদশ শ্রেণীর বচন অধ্যায়ের MCQ || Class 12 Philosophy MCQ In Bengali
WBCHSE Class 12 Philosophy Questions Answers In Bengali


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর হিসেবে (WBCHSE Class 12 Philosophy Questions Answers In Bengali)  (দ্বাদশ শ্রেণির দর্শন বচন) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি WBCHSE Class 12 Philosophy MCQ Question Answers এর 3rd Part তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু WB Class 12 Philosophy বচন অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড়, সে কারণেই HS Philosophy বচন অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ MCQ Question Answers গুলো পরবর্তী 1টি Part এ তোমাদের সঙ্গে শেয়ার করবো।

উচ্চ মাধ্যমিক দর্শন MCQ || দ্বাদশ শ্রেণীর বচন অধ্যায়ের MCQ || Class 12 Philosophy MCQ In Bengali


বচন অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পর্বের 62 টি MCQ দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।👇

• দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ Part 1
• দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ Part 2


63- "সকল শিশু হয় সুন্দর"- এটি কোন প্রকার বচন? 

• নিরপেক্ষ শ্রেণীর বচন 

• সাপেক্ষ শ্রেণীর বচন 

• প্রাকল্পিক শ্রেনীর বচন 

• বৈকল্পিক শ্রেণীর বচন

• Ans : নিরপেক্ষ শ্রেণীর বচন


64- "সকল ছাত্র হয় বুদ্ধিমান"- এটি কোন প্রকারের বচন? 

• সামান্য সদর্থক বচন 

• সামান্য নঞর্থক বচন 

• বিশেষ সদর্থক নিরপেক্ষ বচন 

• বিশেষ নঞর্থক নিরপেক্ষ বচন

• Ans : সামান্য সদর্থক বচন 


65. 'ভালো মানুষ ভালো মন্ত্রী নন।'- এটি হল-

• প্রকৃতপক্ষে একটি বাক্য

• প্রকৃতপক্ষে একটি বচন

• প্রকৃতপক্ষে একটি যুক্তি

• প্রকৃতপক্ষে একটি সংক্ষিপ্ত ন্যায় 

• Ans : প্রকৃতপক্ষে একটি বাক্য


66. 'সকল তিমি হয় স্তন্যপায়ী'-- এটি হল-

• একটি বাক্য

• এটি হল একটি বচন

• এটি হল একটি অনুমান

• এটি হল একটি যুক্তি

• Ans : এটি হল একটি বচন


67. 'তুমি কী সাধু?'-

• এটি একটি বিস্ময়সূচক বাক্য

• এটি একটি জিজ্ঞাসাসূচক বাক্য 

• এটি একটি ইচ্ছাসূচক বাক্য

• এটি একটি নির্দেশকসূচক বাক্য 

• Ans : এটি একটি জিজ্ঞাসাসূচক বাক্য 


68. 'আমার শত্রুর সর্বনাশ হোক।— এই বচনটি হল-

• একটি ইচ্ছাসূচক বচন

• এই বচনটি হল একটি নির্দেশসূচক বচন

• এই বচনটি হল একটি জিজ্ঞাসাসূচক বচন

• এই বচনটি হল একটি ঘোষণাসূচক বচন

• Ans : একটি ইচ্ছাসূচক বচন


69. 'আমি কী ডরাই সখি ভিখারি রাখবে। এটি হল-

• একটি ঘোষণাসূচক বাক্য 

• একটি জিজ্ঞাসাসূচক বাক্য

• একটি বিস্ময়সূচক বাক্য

• একটি ইচ্ছাসূচক বাক্য

• Ans : একটি ঘোষণাসূচক বাক্য 


70. 'হয় তুমি ভালো ফল করবে অথবা ফেল করবে।'-এটি হল-

• প্রাকল্পিক বচন

• এটি হল বৈকল্পিক বচন

• এটি হল নিরপেক্ষ বচন

• এটি হল সংযৌগিক বচন

• Ans : এটি হল বৈকল্পিক বচন


71. 'যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে।'- এটি হল-

• একটি প্রাকল্পিক বচন

• এটি হল বৈকল্পিক বচন

• এটি হল নিরপেক্ষ বচন

• এটি হল সংযৌগিক বচন

• Ans : একটি প্রাকল্পিক বচন


72. এ কথা নিশ্চিত করে বলা যায় যে-

• বাক্যের চারটি অংশ আছে 

• বচনের চারটি অংশ আছে

• যুক্তির চারটি অংশ আছে

• মাধ্যম অনুমানের চারটি অংশ আছে

• Ans : বচনের চারটি অংশ আছে


73. সংযোজক-

• বাক্যের অংশরূপে গণ্য

• যুক্তির অংশরূপে গণ্য 

• বচনের অংশরূপে গণ্য

• অমাধ্যম অনুমানের অংশরূপে গণ্য

• Ans : বচনের অংশরূপে গণ্য


74. অপ্রকাশিত চিন্তা নিয়ে-

• মনোবিজ্ঞান আলোচনা করে

• তর্কবিজ্ঞান আলোচনা করে

• নীতিবিজ্ঞান আলোচনা করে

• সমাজবিজ্ঞান আলোচনা করে

• Ans : মনোবিজ্ঞান আলোচনা করে


75. চিন্তার বৈধতা নিয়ে-

• মনোবিজ্ঞান আলোচনা করে

• নীতিবিদ্যা আলোচনা করে 

• তর্কবিদ্যা আলোচনা করে

• সমাজদর্শন আলোচনা করে

• Ans : নীতিবিদ্যা আলোচনা করে 


76. 'রবীন্দ্রনাথ নন বিবেকানন্দ। বচনটির আকার টি হলো-

• সকল S হয় P

• কোনো S নয় P

• কোনো কোনো S হয় P

• কোনো কোনো নয় P

• Ans : কোনো S নয় P


77. 'সকল মার্জার হয় বিড়াল' এটি হল একটি- 

• পুনরুক্তিমূলক বচন

• উপমামূলক বচন

• সংজ্ঞামূলক রচন

• সাদৃশ্যমূলক বচন

• Ans : পুনরুক্তিমূলক বচন


78. 'তোমার সুমতি হোক'— এটি হল

• একটি আদেশসূচক বাক্য 

• একটি ইচ্ছাসূচক বাক্য

• একটি বিস্ময়সূচক বাক্য

• একটি জিজ্ঞাসাসূচক বাক্য

• Ans : একটি ইচ্ছাসূচক বাক্য


79. নিরপেক্ষ বচন- 

• একটি 

• দুটি 

• তিনটি 

• চারটি

• Ans : চারটি


80. নিরপেক্ষ বচন হল-

• যে বচনে কোনো শর্ত নেই

• যে বচনে কয়েকটি শর্ত আছে

• যে বচনে কোনো সাধারণ ঘোষণা আছে

• যে বচনে কোনো সাধারণ ঘোষণা নেই

• Ans : যে বচনে কোনো শর্ত নেই


81. সাপেক্ষ বচন তাকেই বলে—

• যে বচনে কোনো শর্ত নেই।

• যে বচনে একটিমাত্র শর্ত আছে।

• যে বচনে কোনো ঘোষণা নেই

• যে বচনের শর্ত আছে 

• Ans : যে বচনে কোনো শর্ত নেই।


82. তর্কবিদ্যায় বচন অবশ্যই ___ রূপে গণ্য।

• শব্দ

• বাক্য 

• যুক্তি

• সংযোজক

• Ans : যুক্তি


83. বচন যুক্তির____রূপে গণ্য।

• আকার 

• সমার্থক 

• ভিত্তি

• উদ্দেশ্য

• Ans : আকার


84. যুক্তির অংশ হল___। 

• বাক্য

• শব্দ 

• বচন 

• পদ 

• Ans : বচন


85. ____ অনুসারে বচন হল সদর্থক ও নঞর্থক।

• গুন 

• বিষয় 

• তাৎপর্য 

• সংযোগ

• Ans : গুন


86. _____অনুসারে বচন হল সামান্য ও বিশেষ।

• গুন 

• পরিমান 

• তাৎপর্য 

• সংযোগ

• Ans : পরিমান


87. অনুসারে বচন হল নিরপেক্ষ ও সাপেক্ষ। 

• গুন 

• পরিমান 

• শর্ত 

• সংযোগ

• Ans : শর্ত


88. 'যদি .... তবে' শব্দ গুচ্ছ দ্বারা রচিত বচন হল-

• সংযৌগিক বচন

• বৈকল্পিক বচন 

• প্রাকল্পিক বচন

• দ্বিপ্রাকল্পিক বচন

• Ans : প্রাকল্পিক বচন


89. 'হয়..... অথবা ' দ্বারা রচিত বচন হল- 

• সংযৌগিক বচন

• বৈকল্পিক বচন 

• প্রাকল্পিক বচন

• দ্বিপ্রাকল্পিক বচন

• Ans : বৈকল্পিক বচন


90. কোন প্রকার বচনে কোনো শর্ত থাকে না?

• সাপেক্ষ

• নিরপেক্ষ

• প্রাকল্পিক

• বৈকল্পিক 

• Ans : নিরপেক্ষ


91. ____বচনে অবশ্যই একটি শর্ত থাকে। 

• নিরপেক্ষ

• ঘোষকবাচক

• সাপেক্ষ

• সরল

• Ans : সাপেক্ষ


92.___অনুসারে বচন হল চার প্রকারের।

• পরিমাণ 

• গুন

• গুন ও পরিমাণ 

• তাৎপর্য

• Ans : গুন ও পরিমাণ 


93. 'সংযোজক' হল___একটি অংশ।

• বাক্যের

• বচনের

• যুক্তির

• অনুমানের

• Ans : বচনের


Tags : দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ | HS Philosophy MCQ Question Answer | উচ্চমাধ্যিক দর্শন দ্বিতীয় অধ্যায়ের MCQ | WB Class 12 Philosophy 2nd Chapter MCQ | দ্বাদশ শ্রেণীর দর্শন বচন অধ্যায়ের প্রশ্ন উওর | WB Class 12 Philosophy MCQ Questions Answers In Bengali | HS Philosophy Suggestion 2023 In Bengali | HS Philosophy Question Answers 2023 In Bengali



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top