মাধ্যমিক জীবনবিজ্ঞান নোট || অক্সিন হরমোন (Auxin Hormone) || WB Class 10 Life Science Notes

0

 

মাধ্যমিক জীবনবিজ্ঞান নোট || অক্সিন হরমোন (Auxin Hormone) || Class 10 Life Science


আছে ব্লগের মাধ্যমে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ের বা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রধান অধ্যায় (WBBSE Madhyamik Or Class 10 Life Science Question Answer & Notes) জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের একটি বিষয়- উদ্ভিদ সবচাইতে গুরুত্বপূর্ণ হরমোন অক্সিন হরমোনের ( Auxin Hormone ) রাসায়নিক নাম, সংকেত, অক্সিনের উৎস,রাসায়নিক উপাদান, অক্সিজেন হরমোনের ভূমিকা বা অক্সিন হরমোনের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আলোচনা করবো। 

মাধ্যমিক জীবনবিজ্ঞান নোট || অক্সিন হরমোন (Auxin Hormone) || WB Class 10 Life Science Notes


অক্সিন (Auxin):- উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে, ভূর্ণমুকুলাবরণী, বর্ধনশীল পাতার কোশে সংশ্লেষিত নাইট্রোজেনঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে, তাকে অক্সিন বলে।

নিচের তথ্য গুলো ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।


 
বিষয় তথ্য
অক্সিন বৈশিষ্ট্য
সংকেত C10H9O2N
রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড
আবিষ্কারক ডাচ বিজ্ঞানী ফ্রিটস ভেন্ট ( মতান্তরে ওয়েন্ট ) (1928 খ্রিষ্টাব্দে )
উৎস অক্সিন এর মূল উৎস হল কান্ড, মূলের অগ্রভাগ, বর্ধনশীল পাতার কোশ এবং ফল
রাসায়নিক উপাদান C,H,O & N

অক্সিন হরমোনের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ বা অক্সিন হরমোনের ভূমিকা


 
স্থান কাজ
অগ্রন্থ প্রকটতা অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে এবং শাখাপ্রশাখা সৃষ্টি হয়। এই শারীরবৃত্তীয় ঘটনা অগ্রস্থ প্রকটতা বলে।
কোশবিভাজন ও কোশের আকার বৃদ্ধি অক্সিনের প্রভাবে উদ্ভিদকোশ বিভাজিত হয় এবং কোশ কোশ আয়তনে বৃদ্ধি পায়। অক্সিন কোশপ্রাচীরকে নমনীয় এবং কোষ প্রাচীরে নতুন উপাদান সঞ্চিত করে কোশের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এছাড়াও কোষ গহ্বর সৃষ্টি করে অক্সিন কোশের আয়তন বৃদ্ধি ঘটায়।।
মূলের বৃদ্ধি লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে।
ফলের বৃদ্ধি পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বেড়ে যায়। এই কারণে ডিম্বাশয় ফলে পরিণত হয়। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ধরনের বীজবিহীন হয়। জিনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি (parthenocarpy) বলে। অক্সিনের সঠিক পরিমাণে ফল আয়তনে বৃদ্ধি পায়।
ট্রপিক চলন নিয়ন্ত্রণ অক্সিন উদ্ভিদের ফোটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে।

চাইলে নিচের গুলো পড়ে দেখো👇

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top