মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উওর || মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা || Madhyamik Life Science

0

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উওর || মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা || Madhyamik Life Science
Class 10 Life Science Question Answers


নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।

পাখনার নাম পাখনা সংখ্যা অবস্থান গমনে তাদের ভূমিকা
বক্ষপাটনা একজোড়া বক্ষদেশে অবস্থিত গমনের সময় মাছকে জলে উঠানামা করতে এবং এক জায়গায় স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে।
শ্রোণি পাখনা একজোড়া শ্রোণিদেশে শ্রোণি পাখনাও গমনের সময় মাছকে জলে উঠানামা করতে এবং এক জায়গায় স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে।
পৃষ্ঠ পাখনা একটি পৃষ্ঠদেশে অবস্থিত গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
পায়ু পাখনা একটি অঙ্কদেশে পায়ুর ঠিক পেছনে অবস্থিত পায়ু পাখনার গমনে বিশেষ ভূমিকা নেই।
পুচ্ছ পাখন একটি লেজের শেষভাগে অভস্থিত গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top