পাখনার নাম |
পাখনা সংখ্যা |
অবস্থান |
গমনে তাদের ভূমিকা |
বক্ষপাটনা |
একজোড়া |
বক্ষদেশে অবস্থিত |
গমনের সময় মাছকে জলে উঠানামা করতে এবং এক জায়গায় স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। |
শ্রোণি পাখনা |
একজোড়া |
শ্রোণিদেশে |
শ্রোণি পাখনাও গমনের সময় মাছকে জলে উঠানামা করতে এবং এক জায়গায় স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। |
পৃষ্ঠ পাখনা |
একটি |
পৃষ্ঠদেশে অবস্থিত |
গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। |
পায়ু পাখনা |
একটি |
অঙ্কদেশে পায়ুর ঠিক পেছনে অবস্থিত |
পায়ু পাখনার গমনে বিশেষ ভূমিকা নেই। |
পুচ্ছ পাখন |
একটি |
লেজের শেষভাগে অভস্থিত |
গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে। |