![]() |
সমুদ্রস্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য |
প্রশ্নঃ সমুদ্র তরঙ্গ কাকে বলে?
উওরঃ প্রধানত বায়ু প্রবাহ জনিত কারণে সমুদ্র পৃষ্ঠের জলরাশি যখন কোনো প্রকার অনুভূমিক স্থান পরিবর্তন না করে যখন একই স্থানে অবস্থান করে উলম্বভাবে পর্যায়ক্রমে উঠানামা করতে থাকে, তখন সেই প্রকার সমুদ্র জল রাশিকে সমুদ্র তরঙ্গ বলে।
প্রশ্নঃ সমুদ্রস্রোত কাকে বলে?
উওরঃ পৃথিবীর আবর্তন,সমুদ্র জলের লবনতা,উষ্ণতা, ঘনত্ব বায়ু প্রবাহ প্রভৃতির তারতম্য জনিত কারণে যখন সমুদ্রের জলরাশি নির্দিষ্ট একটি দিক থেকে নিয়মিতভাবে এবং ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হতে থাকে,তখন তাকে সমুদ্র স্রোত বলে।।
নিচের পার্থক্য গুলো ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।
সমুদ্রস্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য
পার্থক্যের বিষয় | সমুদ্র স্রোত | সমুদ্র তরঙ্গ |
---|---|---|
স্থাণিকতা | সমুদ্রস্রোত অস্থানিক অর্থাৎ সমুদ্রস্রোত একস্থান থেকে অন্যত্র পরিবাহিত হয়। | সমুদ্রস্রোত স্থানিক অর্থাৎ একস্থানে আবদ্ধ থেকে কেবলমাত্র ওঠানামা করে। |
সরণ | সমুদ্রস্রোতে জলের অনুভূমিক সরণ ঘটে। | সমুদ্রতরঙ্গে জলের উল্লম্ব সরণ ঘটে। |
উপকূলের সাথে সম্পর্ক | বায়ুপ্রবাহজনিত কারণে উপকূলের পাশ দিয়ে বয়ে যায়। | বায়ুপ্রবাহজনিত কারণে উপকূলের সমকোণে এসে আছড়ে পড়ে। |
কাজ | সমুদ্রস্রোত সামুদ্রিক বহণকার্য করে। জোয়ারের সময় সমুদ্র স্রোতের মাধ্যমে সমুদ্রে ভাসমান বিভিন্ন পদার্থ উপকূলে সঞ্চিত হয়। আবার ভাটার সময় সেই সমস্ত পদার্থ ই উপকূল থেকে দূরে সরে যায়। | সমুদ্রতরঙ্গ বার বার একই জায়গায় উলম্বভাবে ওঠানামা করে বলে সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয় কার্য করে। |
জলবায়ু | সমুদ্রস্রোত উপকূলের জলবায়ুকে প্রভাবিত করতে সক্ষম। যেমন উষ্ণ সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলকে উষ্ণ রাখে এবং শীতল সমুদ্র স্রোত তার উপকূলবর্তী অঞ্চলকে শীতল রাখে। | সমুদ্র তরঙ্গ একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে কেবলমাত্র উঠানামা করে। যার ফলে সমুদ্র তরঙ্গ উপকূলবর্তী অঞ্চলে পৌঁছাতে পারেনা। যার ফলে এটি উপকূলের জলবায়ুর উপর কোনো প্রভাব ফেলতে পারেনা |