WBBSE Class 10 Geography Question Answer |
আজকে ব্লগের মাধ্যমে আমরা দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় অথবা মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় (WBBSE Madhyamik Or Class 10 Geography Question Answers 2023) বায়ুমণ্ডল থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় 'বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকা 2022-23' তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাধ্যমিকে বিভিন্ন চাকরির পরীক্ষায় (WBCS, SSC, Competitive Exams, Railway Group-C,D ইত্যাদি) অনেক সময় বিভিন্ন ঘূর্ণিঝড়ের সাম্প্রতিক নাম সম্পর্কিত প্রশ্ন এসে থাকে।
যেমন- ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কি নামে ডাকা হয়? চীন সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত ইত্যাদি।
1- আরব ও বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
উত্তর : সাইক্লোন।
2- চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় পরিচিত?
উত্তর: তাইফুন বা টাইফুন।
3- ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কে কি বলা হয়?
উত্তর : হ্যারিকেন।
4- তাইওয়ানে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
উত্তর : তাইফু।
5- উত্তর অস্ট্রেলিয়ায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
উত্তর : উইলি-উইলি
বিভিন্ন ক্রান্তীয় ঘূর্ণিঝড় নামের তালিকা 2022-23
তালিকাটি সুন্দর ভাবে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode করে নাও।।
অঞ্চল | ঘূর্ণিঝড় নাম |
---|---|
আরব সাগর | সাইক্লোন |
চিন সাগর | তাইফুন |
ক্যারিবিয়ান সাগর | হ্যারিকেন |
তাইওয়ান | তাইফু |
ফিলিপাইন | ব্যাগিও |
উওর অস্ট্রেলিয় | উইলি-উইলি |
বঙ্গোপসাগর | সাইক্লোন |
পৃথিবীর আবহাওয়া দপ্তর ক্রান্তীয় ঝড়ের অঞ্চলগুলিকে মোট সাতটি ভাগে ভাগ করে। আরব এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের আটটি দেশ এরূপ অঞ্চল।সেই দেশগুলির ঝড়ের আটটি করে নাম ঠিক করে রাখা হয়েছে। বিগত কয়েক বছরে ঘটে যাওয়া বিখ্যাত কয়েকটি ঝড় এবং তার নাম হল-
থাইল্যান্ড | ফাইলিন |
ওমান | হুধহুধ |
পাকিস্তান | ভারদা |
মায়ানমার | কায়ান্ত |
বাংলাদেশ | অক্ষি |
আগামী দিনে যে ঝড়গুলি ঘটবে তাদের নাম হলো-
শ্রীলঙ্কা | গাজা |
থাইল্যান্ড | ফেথাই |
বাংলাদেশ | ফানি |
ভারত | বায়ু |
মালদ্বীপ | হিকা |
মায়ানমার | কিয়ার |
ওমান | মাহা |
পাকিস্তান | বুলবুল |
শ্রীলঙ্কা | পবন |
থাইল্যান্ড | আম্ফান |
Tags : মাধ্যমিক ভূগোল | ক্রান্তীয় ঘূর্ণি-ঝড়ের নামের তালিকা | WBBSE Class 10 Geography Question Answer | Madhyamik Geography Question Answer | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল বায়ুমন্ডল অধ্যায়ের প্রশ্ন উত্তর